নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ঈদের দাওয়াত

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২২


শহীদুল ইসলাম প্রামানিক

এই ব্লগের সব বন্ধুদের
খুশির সাথে জানাই
সবার প্রতি ঈদ শুভেচ্ছা
রইল আজি ভাই।

সামনের দিনে ঈদ যদি হয়
দাওয়াত দিলাম আজি
সকাল বেলায় আসবেন চলে
কেউ যদি হন রাজি।

আমার ঠিকানা যদি কারোও
জানা নাহি থাকে
আমার বাড়ি যে চেনে ভাই
জিজ্ঞাসিবেন তাকে।

ধন্যবাদের সাথে এবার
জোরেই বলে যাই
গাড়ি, ঘোড়ায় হেঁটে হলেও
দাওয়াতে আসা চাই।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৫২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: এতো করে যখন দাওয়াত দিচ্ছেন, যাওয়া দরকার...

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫

প্রামানিক বলেছেন: আসেন ভাই আসেন আসলে খুশিই হবো।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৯

বিলিয়ার রহমান বলেছেন:

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬

প্রামানিক বলেছেন: আপনাকেও ঈদ মোবারক।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩১

ধ্রুবক আলো বলেছেন: আহা! ভাই কি দরকার ছিলো এত কষ্ট করে দাওয়াত দেয়া, যখন দাওয়াত দিয়েই ফেলেছেন না এসে তো পারা যায় না! হাহাহা হা,
আপনাকেও দাওয়াত রইলো, আসবেন ইদ মোবারাক

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯

প্রামানিক বলেছেন: হা হা হা আপনার মত মানুষের দাওয়াত পেলে না এসে থাকা যায়।
আপনিও আসেন আমিও আসি
থাকবো মোরা পাশাপাশি
চলবে মোদের সুখের হাসি
ঈদ শুভেচ্ছায় যাবো ভাসি।

ধন্যবাদ ভাই, ঈদ মোবারক।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

প্রথমকথা বলেছেন: আমার ঠিকানা যদি কারোও
জানা নাহি থাকে
আমার বাড়ি যে চেনে ভাই
জিজ্ঞাসিবেন তাকে।

দাদা নিমন্ত্রণ গ্রহণ করিলাম তবে যে ঠিকানা দিয়েছেন খুজে নিতে আগামি কুরবানের ঈদ এসে যাবে। সংক্ষিপ্ত ঠিকানা দিন। খুব ভাল লেগেছে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, মন্তব্য পড়ে খুশি হলাম, এর চেয়ে সহজ ঠিকানা আর কি করে বলি।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩

সুমন কর বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার প্রতিও ঈদের শুভ্চেছা রইল।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭

মার্কো পোলো বলেছেন: ঈদ মোবারক ভাই, দাওয়াতে আসা কিন্তু চাই। B-)

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৪

প্রামানিক বলেছেন: ঈদ মোবারক ভাই, অবশ্যই দাওয়াতে আসবেন।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯

রক্তিম দিগন্ত বলেছেন: দাওয়াতে না হয় আসব। কিন্তু তার জন্য তো আপনার ঠিকানা জানে তাকে খুঁজে বের করতে হবে। তাকে কই পাই???


যাই হোক, ঈদের শুভেচ্ছা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪

প্রামানিক বলেছেন: অসুবিধা হবে না এর চেয়ে সহজ ঠিকানা আর নাই। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৮

ইফতি সৌরভ বলেছেন:
আমার ঠিকানা যদি কারোও
জানা নাহি থাকে
আমার বাড়ি যে চেনে ভাই
জিজ্ঞাসিবেন তাকে।

আসব না মানে? অবশ্যই আসব তবে আপনার বাড়ি যে জানে তাকে আগে খুঁজে বের করি, তারপর ......এত কষ্ট করে রান্না হবে আর অভদ্র মানুষের মতো শেষ না করেই আসব, এমন কিন্তু আশা করবেন না!!

ঈদ মোবারক।
সলামি রেডি রাখবেন কিন্তু ..... :D

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৬

প্রামানিক বলেছেন: হে হে হে সব রেডি আছে খালি আইসা পড়েন। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য। ঈদের শুভেচ্ছা রইল।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

মুহাম্মাদ শাথিল বলেছেন: ঈদ মুবারাক ভাই।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনার জীবন। ভালো থাকুন নিরন্তর।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৯

জনৈক অচম ভুত বলেছেন: দরজা খোলেন ভাই। আমি আপনার বাড়ির বাইরে দাড়ানো। :D

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: দরজা খোলাই আছে ধাক্কা দেন।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দাওয়াত গ্রহণ করলাম। :)
ঈদের শুভেচ্ছা।।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ঈদ মোবারক।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০০

এ কে এম রেজাউল করিম বলেছেন:
দাওয়াদ গ্রহন করা হলো।
এখন কি ভাবে আসা যায় তাই নিয়েই চিন্তিত!

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪২

প্রামানিক বলেছেন: যে আমার ঠিকানা জানে তাকে জিজ্ঞেস করুন।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪

হাকিম৩ বলেছেন: ঈদ মুবারক

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ঈদ মোবারক।

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫

পথহারা মানব বলেছেন: মেনু কি ভাই!!!
যাকগা ঈদের দাওয়াত আপনারেও....না না সকল ব্লগারদের!!!!!!!!
বাসা যেহেতু চিনেনা তাই দাওয়াত দিতেতো সমস্যা নাই!!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

প্রামানিক বলেছেন: এই তো লাইনে আইছেন, যেহেতু বাসা চিনেন না কাজেই ঠেসে দাওয়াত দেন।

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ঈদ মোবারক।

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:



আপনার ঠিকানা দিলো একজন, গেলাম সেখানে, দেখি র‌্যবের অফিস। ঈদের শুভেচ্ছা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৬

প্রামানিক বলেছেন: হে হে হে অসুবিধা নাই, ওখানেও আমাদের মুসলমান ভাইরা আছেন।

১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১২

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




ভয় নেই । আসছি । ঈদ শুভেচ্ছার ডালি নিয়ে আসছি ।

ভাই প্রামানিক,
এখন বলেন বাড়ী
কোনদিক ।
ঠিকানার দরকার নাই
আমরা সবাই
আসবো ঠিক ঠিক ... B-)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৭

প্রামানিক বলেছেন: আসেন আসেন অসুবিধা নাই
ঈদ মোবারক জানাই।

১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৭

মেহেদী রবিন বলেছেন: সকাল বেলা এসে কি করবো ? ! ! গোশ রান্না হতে হতে তো নিদেনপক্ষে দুপুর বা বিকাল হয়ে যাওয়ার কথা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

প্রামানিক বলেছেন: সকাল বেলা না আসলে তো সকালের মজাদার খাদ্য থেকে বাদ পড়ে যাবেন। কাজেই সকালেই আসেন।

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৪

ভ্রমরের ডানা বলেছেন: আসেন কোলাকুলি খেলি!



হা হা হা! মজা করেছি!

ইদের শুভেচ্ছা!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৯

প্রামানিক বলেছেন: আমি তো কোলাকুলি করার জন্য রেডি।

২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৪

ভ্রমরের ডানা বলেছেন: আসেন কোলাকুলি খেলি!



হা হা হা! মজা করেছি!

ইদের শুভেচ্ছা!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩০

প্রামানিক বলেছেন: আমি রেডি

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:



ছড়ায় ছড়ায় ঈদ
ভাল লাগল সর্বাধিক

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

প্রামানিক বলেছেন: চমৎকার আপনার ছন্দ কথা। ঈদের শুভেচ্ছা রইল।

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৭

ফরিদ আহমাদ বলেছেন: প্রামাণিক ভাই ঈদের দাওয়াত রইলো।
গরুর না চাঁদপুরের তাজা ইলিশের গোস খাওয়াবো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩২

প্রামানিক বলেছেন: তাতেও রাজি
যদি পাই ইলিশ ভাজি।
ধন্যবাদ, ঈদের শুভ্চেছা রইল।

২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫১

পুলক ঢালী বলেছেন: প্রামানিক ভাই যাই লিখেন চমৎকার। আমার কেইসটাও চাঁদ গাজী ভাইয়ের সাথে মিলে গেছে দেখছি কিন্তু আমার অবস্থা আরো খারাপ আপনার লোক আমারে যে ঠিকানা দিছে গিয়া দেখি হাজতখানা ডরাইয়া চইল্যা আছি তো আপনারে জেনুইন দাওয়াত দিলাম আইয়া পড়েন। ঈদ মুবারাক

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৪

প্রামানিক বলেছেন: ভয় পাইলেন ক্যান, জেলখানায়ও আইজ ভালো খানাপিনার ব্যবস্থা আছে। ঈদ মোবারক।

২৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৯

কামরুন নাহার বীথি বলেছেন:

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৪

প্রামানিক বলেছেন: কার গরু ধইরা আইনা ঈদ মোবারক বানায়া দিলেন।

২৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০১

মো:সাব্বির হোসাইন বলেছেন: বাহ! ছন্দবদ্ধ ভাবে ঈদের দাওয়াত দিলেন।

আপনাকে ও ঈদের শুভেচ্ছা। এবং দাওয়াত রইলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ঈদের শুভেচ্ছা রইল।

২৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৪

শামছুল ইসলাম বলেছেন: কোন দাওয়াতেই না করতে নেই । আর এটাতো ঈদের দাওয়াত ।

আজ সবার দ্বার খোলা,
হা্জার প্রাণের বসুক মেলা !!!!

বাসায় যাওয়া না হলেও, আপনার দাওয়াত সাদরে গ্রহণ করলাম ।

ঈদ মোবারক - আপনাকে এবং পরিবারের সকলকে।

ভাল থাকুন । সবসময় ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, দাওয়াত গ্রহণ করায় খুব খুশি হলাম। ঈদের শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.