নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ঈদের কুশলাদি?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৩


শহীদুল ইসলাম প্রামানিক

ঈদের পরে ঈদ মোবারক
জানিয়ে দিলাম ভাই
কেমন আছেন, কোথায় আছেন
শুভেচ্ছা রইল তাই?

খেয়েছেন কি পেটটি ভরে
ফিরনী, পায়েস, পিঠা
রোষ্ট, রেজালা, কোর্ম, পোলাও
মাংস, মন্ডা, মিঠা?

ঘুরছেন নাকি বিকাল বেলা
বন্ধু বান্ধব নিয়ে
পাড়ায় পাড়ায় মাঠে ঘাঠে
পার্ক রেস্তোরায় গিয়ে?

হয়েছে নাকি দেখা সাক্ষাত
স্বজন প্রিয়জনের সাথে
দিয়েছেন কি ঈদ উপহার
ছোট বাবুদের হাতে?

কেমন আছেন, কোথায় আছেন
আছেন নাকি ভালো,
ঈদের দিনে হাসি মুখটা
করেন নাই তো কালো?

ঝগড়া-ঝাটি দ্বন্দ-ফ্যাসাদ
কিংবা গোস্বা-বেজার
কারো সাথে করেন নাই তো
এমন খারাপ ব্যাপার?

রাগ করবেন না, নিজের থেকেই
জিজ্ঞেস করলাম অনেক
এসব কথায় কেউ খুশি হয়
কেউবা বেজার ক্ষণেক।

আছেন যারা দেশ-বিদেশে
শহর, গাঁয়ের বাড়ি
কি খেয়েছেন, কেমন আছেন
জিজ্ঞেস না করে পারি?

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১১

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ঈদের শুভেচ্ছা রইল।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১২

মো:সাব্বির হোসাইন বলেছেন: আছেন যারা দেশ-বিদেশে
শহর, গাঁয়ের বাড়ি
কি খেয়েছেন, কেমন আছেন
জিজ্ঞেস না করে পারি?

আপনার কবিতা পড়ে মনটা ভালো হয়ে গেল। ভালো আছি।
কবিতা টা খুব সুন্দর হয়েছে।আপনি কেমন আছেন জানাবেন!?!
শুভকামনা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৫

প্রামানিক বলেছেন: আপনাদের দোয়ায় ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন?

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক!

:)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ঈদের শুভেচ্ছা রইল।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪

চাঁদগাজী বলেছেন:



কোরবাণীর ঈদে মাংস নিয়েই মানুষ ব্যস্ত

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯

প্রামানিক বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪

বিদ্যুৎ বলেছেন: অসাধারণ, খুব ভাল লাগলো। ধন্যবাদ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ঈদের শুভেচ্ছা রইল।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ঈদের শুভেচ্ছা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, ঈদের শুভেচ্ছা রইল।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: ভাল লাগলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ঈদের শুভেচ্ছা রইল।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: পানসে ঈদ গেলো! আপনার নিশ্চয়ই ভালো গিয়েছে?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯

প্রামানিক বলেছেন: বৃষ্টির কারণে আমারো ঘরে বসেই ঈদের আনন্দ কেটেছে। কাজেই আমার ঈদও পানসে।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৩

রক্তিম দিগন্ত বলেছেন: মোবারক, মোবারক,
ঈদ মোবারক।

ঈদের খানাপিনা দেইন। অনেক পরে আইছি। তাও দেইন। +

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১১

প্রামানিক বলেছেন: হে হে হে এখন তো বাসি খাইতে হইবো। আইচ্ছা ঠিক আছে আইসা পড়েন।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৭

অরুনি মায়া অনু বলেছেন: খুব ভাল আছি, মণ্ডা মিঠাই মাংস সবই খেয়েছি এবং বিলিয়েছি। তবে বেড়ানো হয়নি। আপনি ভাল আছেন তো? ঈদ মুবারক।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

প্রামানিক বলেছেন: আল হামদু লিল্লাহ। নিজে খাওয়ার চেয়ে অন্যকে খাওয়ানোতেই বেশি আনন্দ। ধন্যবাদ আপনাকে ঈদের শুভেচ্ছা রইল।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯

গোফরান চ.বি বলেছেন: ঝগড়া-ঝাটি দ্বন্দ-ফ্যাসাদ
কিংবা গোস্বা-বেজার
কারো সাথে করেন নাই তো
এমন খারাপ ব্যাপার?

রাগ করবেন না, নিজের থেকেই
জিজ্ঞেস করলাম অনেক
এসব কথায় কেউ খুশি হয়
কেউবা বেজার ক্ষণেক।

শান্তি আসুক। মন শান্ত থাকুক।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ঈদের শুভেচ্ছা রইল।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৪

সাদা মনের মানুষ বলেছেন: খালি মানুষের খবর নেন ক্যান? নিজের খবর ও কিছু তো বলুন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

প্রামানিক বলেছেন: নিজের খবর কইতে নাই, মাইনষে বাচাল কইবো, হের লাইগা কই না।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬

অপরিচিত মানব শুণ্য বলেছেন: এখনো গরুর গোস্ত খাওয়া হয়নি।
পেটটা বিদ্রোহ করেছে বলে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭

প্রামানিক বলেছেন: পেটের অবস্থা বুঝে অষুধ নামের অস্ত্র পাঠিয়ে দেন পেটের সাথে যুদ্ধ করুক। যুদ্ধের পরে পেট আপনিই ঠিক হয়ে যাবে, তখন ইচ্ছেমতো খাবেন।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: সবার কাছ থেকে এমন আন্তরিকতার সাথে ঈদের কুশলাদি জিজ্ঞেস করে গেলেন, খুব ভাল লাগলো ব্যাপারটা। আপনার ছড়ার চারাগুলো দিন দিন ফুলে ফলে বিকশিত হচ্ছে। শুভকামনা রইলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই। আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে খুব খুশি হলাম। ঈদের শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.