নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

উল্টো ধারা

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯


শহীদুল ইসলাম প্রামানিক

হিহি হিহি হাহা হাহা
পারছি না আর হেসে
এমন ঘটনাও হয়রে দেখি
সোনার বাংলাদেশে।

কলের পানি কোন দিকে যায়
বুঝতে না পাই ভাই
অনেক সময় এসব দেখে
ভীরমি খেয়ে যাই।

উল্টো হয়ে টানছে হাতা--
শুকনা কলের মুখ
প্রকৃতির পানি ঝরছে বেগে
কেমন মজার সুখ!

ছবি দেখে হাসি পেলেও
দেখতে চমৎকার
এমন মজার দৃশ্য কোথাও
হয় কি রে বারবার?

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৫০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১১

সাহসী সন্তান বলেছেন: উল্টা ধারার নাম্বারটা কত প্রামানিক ভাই? কবিতা মজারু হৈসে! শুভ কামনা!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

প্রামানিক বলেছেন: উল্টা্ ধারার নাম্বারটা এই মুহুর্তে মনে নেই মনে পড়লে জানাবো।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

আরণ্যক রাখাল বলেছেন: :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭

এম এ কাশেম বলেছেন: ভাইজান ও কি একবার ট্রাই করে দেখবেন।

শুভ কামনা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২০

প্রামানিক বলেছেন: আপনিই ট্রাই করেন অসুবিধা নাই।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮

মাকার মাহিতা বলেছেন: কিছুদিন আগে এই ছবিটা ফেসবুকে ভাইরাল হয় গেছিল...এই ছবি নিয়ে এত্ত চমৎকার ছড়া প্রামানিক ভাই ছাড়া আর কে লিখবে...?

অসাম হয়েছে ব্র...!

ক্যারি অন...!!! :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

প্রামানিক বলেছেন: এই ছবিটা যে কে উঠিয়েছিলো তাকে ধন্যবাদ না দিয়ে পারছি না।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

ছদ্দবেশি লৌকিক বলেছেন: সত্যই মজার জিনিস।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই। ছবিটা মজার।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

সাদা মনের মানুষ বলেছেন: বেচারার পানি বের হয়ে গেছে আর আপনি হাসছেন, কাজটা মনে হয় ঠিক হয় নাই B:-)

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

প্রামানিক বলেছেন: ভাই আমার কোন দোষ নাই, কেডা যে এই ছবিডা উঠাইলো হের দোষ।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

খোলা মনের কথা বলেছেন: আর কোন কিছু বাদ রইল না প্রামানিক ভাই। উল্টো স্রোতও বের করে ছাড়লেন =p~ =p~ =p~

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

প্রামানিক বলেছেন: ছবিটা যে তুলেছে এটা তার কৃতিত্ব।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮

সুমন কর বলেছেন: B-)

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৭

জুবায়ের ইব্রাহীম বলেছেন: ছবিটা দেখে আমিও হেসেছিলাম।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০

প্রামানিক বলেছেন: ছবিটা হাসির খোরক জোগায়।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩

পথহারা মানব বলেছেন: আপনার ছোট বেলার ছবিটা ইন্টারনেটে কি ভাবে আসল!!!!!!!!!!! মনে হয় এটা গেমু ভাইয়ের কাজ!!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২

প্রামানিক বলেছেন: শুধু আমার না--- অনেকেরই ছোট বেলার ছবি এটা।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: আপনার ছড়াগুলি সবসময় ভালোলাগার মত হয়।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০১

বিলিয়ার রহমান বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: বেচারার পানি বের হয়ে গেছে আর আপনি হাসছেন, কাজটা মনে হয় ঠিক হয় নাই B:-)

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

প্রামানিক বলেছেন: এই ছবি হয়তো সাদা মনের মানুষের তোলা হের লাইগা এই কথা কইছে।

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

অরুনি মায়া অনু বলেছেন: ছবি ও কবিতা দুটোই মজার :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শুভেচ্ছা রইল।

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

মার্কো পোলো বলেছেন: হিহি হাহা।।।। :) :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

প্রামানিক বলেছেন: হাসেন-- ছবিটাও হাসির।

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

নীলপরি বলেছেন: আপনার কবিতা বরাবরের মতো ভালো হয়েছে । কিন্তু ছবি দেখে আমার কষ্ট হোলো ।কেমন যেন শিশু শ্রম মনে হোলো । যদিও এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে , তাও জানি ! :(

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২

প্রামানিক বলেছেন: নারে বোন এটা শিশু শ্রম নয় এটা যে ছবিটা তুলেছে সে রসিকতা করেই তুলেছে।

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪০

নীলপরি বলেছেন: আরে , তাহলে তো মজার । :) :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

প্রামানিক বলেছেন: মজা দেয়ার জন্যই তুলেছে। ধন্যবাদ

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১২

শাহরিয়ার কবীর বলেছেন: এই কি হইল প্রামানিক ভাই ।।
হ হা হা,,,,বেচারার জল পড়ছে ............... B-)

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৬

প্রামানিক বলেছেন: হা হা হা যে ছবি তুলেছে সেই করিৎকরমা বটে।

১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৮

ডঃ এম এ আলী বলেছেন: দারুন ছড়া ও এ ব্লগের সেরা ছবি । ছড়া ও ছবির জন্য রইল তুলা অনেক আনেক পুরস্কার।


২০১৬ সনের গ্রিফীন পয়েট্রি পুরস্কারের জন্য নির্বাচিত ছবির একটি এটি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪০

বোরহাান বলেছেন: না হেসে পারলাম না প্রামাণিক দা! গুড কম্বাইনেশন বোথ অফ পিক এন্ড পয়েম!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪২

রক্তিম দিগন্ত বলেছেন:



হাহাহাহা।

ছবিটা আগেও দেখছি অনেকবার। তবে, ছড়াটা জোস ছিল।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০১

প্রামানিক বলেছেন: জী ভাই, ছবিটি ফেসবুক থেকে নেয়া এবং ছবি দেখেই ছড়া লেখা।

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন:

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: ঘটনা কি, আপেল দেখি চাক্কু কামড়ায়া ধরছে?

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বিনোদন বটে...

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

শামছুল ইসলাম বলেছেন: মজার ছড়া ।

হা..হা..হি..হি

//উল্টো হয়ে টানছে হাতা--
শুকনা কলের মুখ
প্রকৃতির পানি ঝরছে বেগে
কেমন মজার সুখ!//


ভাল থাকুন । সবসময় ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭

খায়রুল আহসান বলেছেন: এ ছবিটা আগেও অনেকবার দেখেছি। কিন্তু আপনার ছড়ার সাথে কবিতাটা নতুন মাত্রা পেলো।
ছড়ায় + +

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বড় ভাই, ছবিটি ফেসবুক থেকে নেয়া এবং ছবি দেখেই ছড়া লেখা।

২৫| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৬

অতঃপর হৃদয় বলেছেন: হা হা হা মজা পেলাম।

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.