নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
যেই নেতাকে ফুলের মালায়
সবাই করে বরণ
সেই নেতাকে দু’দিন পরেই
জুতায় করে স্মরণ।
যেই নেতাকে মাথায় তুলে
পীরের মত ভোজে
স্বার্থের দ্বন্দে সেই নেতাকে
জুতা হাতে খোঁজে।
কেউবা মারে মাথার পরে
কেউবা মারে ঘাড়ে
কেউবা আবার কিল ঘুষিটা
দেয় যে বারে বারে।
যেই নেতাকে বরণ করলো
তারই ছিঁড়ে চুল
আফসোস করে বলে সবাই
করছি মোরা ভুল।
রাজনীতিতে এমন কান্ড
হচ্ছে ভুরি ভুরি
নেতা হয়েই নেতৃত্ব নয়
করে শুধু চুরি।
(ছবি ইন্টারনেট)
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
হাতুড়ে লেখক বলেছেন: দাদু চরম সত্য কথা কইসেন। তয় ভাল্লাগে নাই।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
প্রামানিক বলেছেন: চরম সত্য কথা কারোই ভালো লাগে না। ধন্যবাদ নাতি।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
একটি পেন্সিল বলেছেন: চমৎকার।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
সুমন কর বলেছেন: হাছা কইছেন.....
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
গেম চেঞ্জার বলেছেন: ঘটনা সইত্য!!!
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
অরুনি মায়া অনু বলেছেন: ক্ষমতার অপব্যবহার, বাস্তব সত্য |
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৬
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বোন, শুভেচ্ছা রইল।
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০০
নীলপরি বলেছেন: দারুন লাগলো ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১০
শমীক বন্দ্যোপাধ্যায় বলেছেন: অসাধারণ
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ শমীক দা। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: নেতা হইতাম্মুন্চায়
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০০
প্রামানিক বলেছেন: তাইলে উপরের লাইনের মত হইবেন। এমনিতেই বালা আছুইন বাকী জীবনডাও বালা থাকুইন।
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৬
বিদ্যুৎ বলেছেন:
নির্বাচনী হলপ নামায়
ভিক্ষা করে অন্ন খায়!
ক্ষমতায় গেলে তারা
আঙ্গুল ফুলে কলাগাছ।
এক'শ নয় হাজার নয়
কোটি গুণ বেশি আয়
এ আয়ের উৎস পেতে
রাজনীতি চাই-ই- চাই।
জুতা মাল্য পুস্প মাল্য
নাই কোন তফাৎ তার!
অসম্ভবের সম্ভব নীতি
বাংলাদেশের রাজনীতি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১০
প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন ভাই, আপনার ছন্দ মন্তব্য খুব ভালো লাগল। ধন্যবাদ
১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৭
মাকার মাহিতা বলেছেন: রাজনীতির এই আজব খেলায়
মত্ত সকল ধনী জন
গরীবের পেটে লাথি দিয়ে
করে অবৈধ উপার্জন।
লক্ষ কোটি টাকা দিয়ে
যায় না কেনা সুখ
গরীব এর হক মেরে কভূ
দেখে না শান্তির মুখ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২২
প্রামানিক বলেছেন: আরে বলেন কি-- গরীবের হক মেরে ওরাই তো এখন বড় লোক। সুখ এখন সব ওদের কাছে।
তবে রাতে ভালো ঘুম হয় না ওদের- - --একটু টেনশনে থাকে।
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: রাজনীতিতে এমন কান্ড
হচ্ছে ভুরি ভুরি
নেতা হয়েই নেতৃত্ব নয়
করে শুধু চুরি।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।
১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৫
মানিজার বলেছেন: ধ্যন্যবাদ
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৮
রক্তিম দিগন্ত বলেছেন: সব বুমেরাং হইয়া যায়।
+
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৪
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন।
১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫
শামছুল ইসলাম বলেছেন:
//রাজনীতিতে এমন কান্ড
হচ্ছে ভুরি ভুরি
নেতা হয়েই নেতৃত্ব নয়
করে শুধু চুরি।// - মুশকিল আসান হোক ।
ছড়ায় প্লাস ।
ভাল থাকেন । সবসময় ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।
১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৪
আনু মোল্লাহ বলেছেন: বড় সাধ একবার আমি মিনিস্টার হব----------------
মিনিস্টারি না পাইলেও এমপি হব।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৫
প্রামানিক বলেছেন: হওয়া দরকার, না হলে নতুন প্রজন্ম চান্স পাবে না।
১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০
সাহসী সন্তান বলেছেন: সত্য কথা একটু তিতা হইলেও এইটাই বাস্তব! শুভ কামনা প্রামানিক ভাই!
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।
১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১১
নেক্সাস বলেছেন: হাচা কথা
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২১
সাদা মনের মানুষ বলেছেন: বালা থাকলে পুকে কামড়ায় ক্যান প্রামানিক ভাই?
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪
প্রামানিক বলেছেন: ভাইরে --- হেই দুখেই তো মাঝে মাঝে মনডা চায় নেতা হইয়া যাই।
২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৩
fa siam বলেছেন: ভাল লাগল
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
২২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: কি করবে খেতে খেতে জনমতও খেয়ে ফেলে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭
প্রামানিক বলেছেন: এখন আর জনমতের দরকার নাই, জনমত ছাড়াই নেতা হওয়া যায়।
২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০
ডঃ এম এ আলী বলেছেন: দারুন ছড়া । খুব ভাল লাগল
ধন্যবাদ সাথে শুভেচ্ছা
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৬
সিগনেচার নসিব বলেছেন: যত দোষ-ই সব নেতাদের
নেতা হওয়ার জ্বালা আছে দাদা
কবিতায় ভাল লাগা
ভাল থাকবেন শুভেচ্ছা রেখে গেলাম
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩০
এম এ কাশেম বলেছেন: নেতা যদি নেতা হতো
ছিলো না তো কথা
গরীব দু:খী মানুষের
ঘুচিয়ে দিতো ব্যাথা,
গরীব দু:খীর হক মেরে
নেতা ঘুচায় আখের
সুইস ব্যাংকে ব্যলেন্স বাড়ে
কলণ্কটা চাঁদের।
এমন নেতার পাছায় লাথি
ঝাটা জোতার বাড়ি
নেতা যত হোক না বড়
চালাক দামি গাড়ী।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫
প্রামানিক বলেছেন: ছন্দে ছন্দে দিলেন জুতার বাড়ি
নেতার শখ মিটল তাড়াতাড়ি
এমনভাবে সবাই যদি নেতার পিছে লাগতো
নেতাও তখন হাঁটু গেড়ে দেশের কথা ভাবতো।
চমৎকার ছন্দ মন্তব্য। ধন্যবাদ;
২৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৪
খায়রুল আহসান বলেছেন: রাজনীতিতে এমন কান্ড
হচ্ছে ভুরি ভুরি
নেতা হয়েই নেতৃত্ব নয়
করে শুধু চুরি। -- উপযুক্ত শিরোনামের কবিতায় বাস্তবতার চমৎকার প্রতিফলন ঘটেছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৭| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৫
অতঃপর হৃদয় বলেছেন: সত্য কথা বলেছেন।
১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
আবু ইশমাম বলেছেন: যত দিন ক্ষমতা থাকে ততদিন পেছনে লোক থাকে তারপর সব অতীত