নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
বাবর আলী বেকার মানুষ
ঘর জামাই যে থাকে
উঠতে বসেত হর হামেশা
নাজেহাল করে তাকে।
বউয়ের নামটি কানন বিবি
প্যান প্যানানো স্বভাব
ভাল কথা জিজ্ঞেস করলে
ধমকটা তার জবাব।
ঘর-বারান্দা মোছামুছি
করবে সারাক্ষণ
বিছনায় কেহ বসলে পরে
বাঁধবে মহা রণ।
বড়রা কেউ ধমক দিলে,
যায় সে মহা ক্ষেপে
ভয়ে ভয়ে স্বামী বাছাধন
বলেন কথা মেপে।
বাসায় কভু লাগলে দ্বন্দ
করবে আজব কান্ড
আছাড় মেরে ভাঙবে গ্লাস
ফেলবে ভাতের ভান্ড।
এসব দেখে ভাইয়ের বউয়ে
পালায় বাপের বাড়ি
যায় সে ফেলে মাছ তরকারী
চুলার উপর হাঁড়ি।
ঝগড়া লাগলে হয়না রান্না
থাকে চুলা বন্ধ
বাজার করলেও লাভ হয় না
গলে পঁচে হয় গন্ধ।
ঘর বিছানা সব থাকাতে
বাইরে কাটায় রাত
সারা রাত্র ঘুম হয় না
মশাদের উৎপাত।
বিড়বিড় করে বলছে স্বামী,
‘কেমন বিপদে আছি,
একটি বউয়ের জ্বালাতনে
ঘোড়ার মতন নাচি’।
আর সইবো না এমন জ্বালা
এই রাতটার পরে
ধমক দিয়ে বলবো কথা
ভীতু হবো না ডরে।
বলবো তারে আঙুল তুলে
উচ্চ গলায় ডেকে
ভালোভাবে বলবে কথা
নইলে যাবো বেকে।
বেকার হলেও তুচ্ছ নই তো
তাই তো বলে যাই
আর একটা দিন ধমক দিলে
থাকবো না ঘরজামাই।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৬
প্রামানিক বলেছেন: তাহলে দয়া করে এক কাপ চা খেয়ে যান।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩২
প্রথমকথা বলেছেন:
বিড়বিড় করে বলছে স্বামী,
‘কেমন বিপদে আছি,
একটি বউয়ের জ্বালাতনে
ঘোড়ার মতন নাচি’।
খুব সুন্দর, ভাল লাগল।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন। শুভেচ্ছা রইল।
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: সেইরাম হইছে শহীদুল ইসলাম প্রামানিক ভাই!!
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫১
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৫
মেহেদী রবিন বলেছেন: ভালো লেগেছে
০৪ ঠা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চা না হয় নাই বা দিলেন তয় একখান বিস্কুট তো দিতে পারেন ৬ষ্ঠ হওয়ার জন্য।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
প্রামানিক বলেছেন: আপনার জন্য বিস্কুট বরাদ্দ আছে এসে খেয়ে যান।
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
হা হা হা। ভাই হাসিতে পেট ফেটে গেল। আপনি পারেন বটে।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
প্রামানিক বলেছেন: হা হা হা আপনারা আমার লেখা পড়ে হাসলেই আমি আনন্দ পাই।
৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২১
শামছুল ইসলাম বলেছেন: ঘরজামাইয়ের জন্য খারাপ লাগছে ।
কবিতায় প্লাস ।
ভাল থাকুন । সবসময় ।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
প্রামানিক বলেছেন: খারাপ লাগার কথাই ভাই, ঘরজামাইরা শ্বশুর বাড়িতে নিগৃহীত হয়।
৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৭
রক্তিম দিগন্ত বলেছেন:
হাহাহাহা!!
জামাই হুমকি ধামকি না দিয়ে বাইরায়া গেলেই তো হয়া যায়!!
+
০৪ ঠা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
প্রামানিক বলেছেন: সেই সাহস থাকলে কি আর ঘর জামাই থাকে?
১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৬
বিদ্যুৎ বলেছেন: ভালো ভালো সেইরাম ভালো।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৯:১২
ধ্রুবক আলো বলেছেন: প্রথমত, খুব মজা পাইলাম,,
দিতীয়ত, নিজের একটা চিন্তা ছিলো তা বদলাতে হবে!!
লেখা চমতকার হইছে.,,
০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৯:২৬
প্রামানিক বলেছেন: হা হা হা এই চিন্তা করা ঠিক না, ঘর জামাইরা অনেক সময় খুব অবহেলিত হয়।
১২| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:০২
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
আজকাল ঘরজামাই থাকা ভালো । বউয়ের সাথে শালী ফ্রী ।
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০০
প্রামানিক বলেছেন: কথা ঠিকই কইছেন শালীর সাথে কিলও ফ্রী।
১৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:০৯
মার্কো পোলো বলেছেন:
হাহাহা
থাকবো না ঘরজামাই। :-)
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
১৪| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২৫
এস আই সুমন বলেছেন: খুব ভাল লাগলো।
এমনিতেই আপনি অনেক ভাল লেখেন।
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৫| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪০
এস আই সুমন বলেছেন: আহা!
জানি তুমি পারবে নাতো
সাহস আছে নাকি?
যাওনা চলে কেমন পারো
একটু না হয় দেখি।
ঘাবড়ে গেল বাবর আলি
করে এখন কি যে
ভয় দেখাতে বউকে আবার
ফেসে গেল নিজে।
খাইতে গেলে আমার বাপের
কন্ঠ হবে নিচু
বউয়ের আবার ধমক খেয়ে
বাবর হলো কচু।
(একটুখানি ছেলেমানুষি রইল)
আপনার জন্য শুভকামনা রইল।
ভাল থাকবেন।
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৫
প্রামানিক বলেছেন: ছেলেমানুষিটা আপনি ইচ্ছা করলেই কাজে লাগাতে পারেন, ছন্দ মিলানো মেধার দরকার আপনার সে মেধা আছে। খুব ভালো লাগল আপনার ছন্দ। শুভেচ্ছা রইল।
১৬| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৫৯
nilkabba বলেছেন: সুন্দর লিখেছেন।
ভালো লাগলো,,,,,
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৭| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৭
এ কে এম রেজাউল করিম বলেছেন:
ভয়ে ভয়ে স্বামী বাছাধন
বলেন কথা মেপে।
এসমস্ত কথার ভান্ডার আপনার মাথায় কোথা থেকে আসে !!!!
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১০
প্রামানিক বলেছেন: ভাই, এসব আমার মাথায় কিভাবে আসে এটা আমি নিজেও জানি না, হঠাৎ করেই মাথায় জুটে যায়। বলতে পারেন উপরওয়ালার দান।
১৮| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৮
রূপক বিধৌত সাধু বলেছেন: আহারে বেচারা ঘরজামাই!
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১১
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ঘরজামাইয়ের জন্য আফসোস হয়।
১৯| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪১
নীলপরি বলেছেন: ঘরজামাইয়ের দূরাবস্থার বিবরণ পড়তে ভালো লাগলো ।
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২০| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনি এতোটা বিপদে আছেন আগে তো বুঝতে পারি নাই
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৪
প্রামানিক বলেছেন: আমি বিপদে নাই, যারা বিপদে আছে তাদের কথা কইছি।
২১| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাই, খাওয়া দাওয়া হইছে।
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৬
প্রামানিক বলেছেন: ভাই, আমি তো ঘরজামাই থাকি না কাজেই আমার খাওয়ার চিন্তা নাই।
২২| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাই, খাওয়া দাওয়া হইছে।
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই
খাওয়ার চিন্তা নাই।
২৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৭
সাদা মনের মানুষ বলেছেন:
১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
২৪| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৫
ডঃ এম এ আলী বলেছেন: ছড়া ভাল লাগল । ধন্যবাদ
১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
২৫| ১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১১
আনু মোল্লাহ বলেছেন: খুবই ভাল লাগল প্রিয় প্রামানিক ভাই
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০
খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছন্দে সুন্দর ছড়া। + +
বেকার হলেও তুচ্ছ নই তো
তাই তো বলে যাই
আর একটা দিন ধমক দিলে
থাকবো না ঘরজামাই - এই কথাটা ভাবতে পারাটাই একজন ঘর জামাই এর জন্য বিরাট সাফল্যের ব্যাপার।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই, আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।
২৭| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৮
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর +++
১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৮
কল্লোল পথিক বলেছেন:
ভাই পেরথেম হইছি!