নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
ও বাবারে, করল কিরে,
গুন্ডা পাড়ার ছেলে!
ছাত্রীকে সে কুপিয়ে মারছে
পুকুর পাড়ে ফেলে!!
বুক ফুলিয়ে যাচ্ছে হেঁটে
নাই তো দেহে ডর
এমন সাহস করছে যারা
কার উপর নির্ভর?
হাজার লোকে কাঁপছে দেখি
ধরছে না তো তাকে
ওই মস্তানের মামা নাকি
উপর মহলে থাকে।
মানুষ মেরেও বুক ফুলিয়ে
যেই সমাজে চলে
বলেন তো ভাই, সেই সমাজকে
কেমনে সভ্য বলে?
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫০
প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন।
২| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: সময়ের ছড়া!!
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: মানুষ মেরেও বুক ফুলিয়ে
যেই সমাজে চলে
বলেন তো ভাই, সেই সমাজকে
কেমনে সভ্য বলে?
ঠিক বলেছেন।
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, এরকম চলতে থাকলে সবার জন্যই বিপদ।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১২
আহলান বলেছেন: গোড়ায় ধরেছে পচন, সমাধান হলো মরণ ...
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৪
প্রামানিক বলেছেন: সবার মনেই এই দুঃখ।
৫| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৩
হাতুড়ে লেখক বলেছেন: ছাত্রলীগ নেতা তুমি
নও এতেপেতি,
এক হাতে গোলাপ তোমার
আরেক হাতে চাপাতি।
ভালবাসা না দিলে
কোপাও রাস্তায় ফেলে
পোলাপাইন করবো ভিডিও
দিব আপলোড ইউটুবে
সারা বিশ্ব দেখবো তোমার তেলেসমাতি,
এক সপ্তাহ ফেসবুকের ওয়াল জুড়ে
করবো তোমারে নিয়া মাতামাতি,
এক হাতে গোলাপ তোমার
আরেক হাতে চাপাতি।
কোন শালার সাহস আছে
তোমার লগে লাগে,
তুমি হইলা ছাত্রলীগ
খুন, ধর্ষন তোমার কাজ
কে আছে তোমার আগে?
যত খুশি করো লুটপাট
বড়লোক হও রাতারাতি,
একহাতে গোলাপ তোমার
আরেক হাতে চাপাতি।
ছাত্রলীগ ছাত্রলীগ কলা তুমি খাও
কেউ কলা না দিলে জোর কইরা নাও
সরকার তোমার পাশে আছে
ছাইড়া দাও ভয়ভিতি,
এক হাতে গোলাপ তোমার
আরেক হাতে চাপাতি।
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৬
প্রামানিক বলেছেন: নাতি, এইটা তো দেখি গানের লিরিক। খুব ভালো হইছে। ধন্যবাদ
৬| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৬
মিউজিক রাসেল বলেছেন: এমন সাহস করছে যারা
কার উপর নির্ভর ????????????????????????
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৬
প্রামানিক বলেছেন: খুঁটির জোর না থাকলে কেউ এমন কাজ করতে পারে না।
৭| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৯
হাতুড়ে লেখক বলেছেন: হ দাদু। র্যাপ সং লিখসি। আপনাকে গাইতে হবে। পারবেন না?
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩১
প্রামানিক বলেছেন: আমার তো গলা ভাঙা কাজেই সুর উঠবে কি না সন্দেহ- - - -
৮| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৯
হাতুড়ে লেখক বলেছেন: আরে সুর লাগবো না। সুর তো মিউজিক দিয়াই সাইরাল্মু। আপ্নে খালি চিল্লাইবেন।
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪২
প্রামানিক বলেছেন: তাইলে অসুবিধা নাই, চিল্লাইতে পারুম, দরকার হইলে দুইডা ছাগল একটা ভেড়া সাথে নিমু হেরাও চিল্লাইবো।
৯| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৩
পথহারা মানব বলেছেন: সেই সমাজকে কোনভাবেই সভ্য বলা যায় না প্রামানিক ভাই
দোয়া করি যেন মেয়েটা সুস্থ হয়ে উঠে আর ঐ জানোয়ারের উপযুক্ত শাস্তি দেখতে পারে।
০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪১
প্রামানিক বলেছেন: মেয়েটা লাইফ সাপোর্টে আছে। লাইফ সাপোর্ট থেকে কেউ ফিরে এসেছে এরকম ঘটনা আমার জানা নেই।
১০| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৬
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ভিডিও হওয়া ঘটনা গুলো বেশী আলোচিত হয়।
প্রতিটি সন্ত্রাসের নিশংসতা একই রকম, তা আপনি দেখুন আর নাই দেখুন।
কিছু ঘটনা আলাদা বিচার কার্যকর আশু মুক্তির অন্তরায়।
০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪২
প্রামানিক বলেছেন: প্রত্যেকটা হত্যার সুবিচার হলে এরকম ঘটনা কমে যাবে।
১১| ০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০০
হাতুড়ে লেখক বলেছেন: @ পথহারা মানব। মেয়েটি গত রাতেই মারা গেসেন।
০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৩
প্রামানিক বলেছেন: মারা যাওয়ার সংবাদ এখনও নিশ্চিত না
১২| ০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে দাদা
০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।
১৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৪
নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন ।
০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১১
অতঃপর হৃদয় বলেছেন: কবিতা পরে ভালো লাগলো! সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটে যাওয়া ঘটনা নিয়ে লেখা একটি সুন্দর কবিতা। তবে খুব কষ্ট হয় খারাপ লাগে যখন চার পাশে এমন খারাপ ঘটনা ঘটতে থাকে! মানুষ পশুর মত আচরণ করে নিজেকে নিকৃষ্ট পশু বানিয়ে ফেলেছে।
০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৮
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন মানুষ এখন পশুর মত কাজ করতে দ্বিধাবোধ করে না।
১৫| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: ওদেরকেও এমনিভাবে কোপানো উচিৎ
০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৯
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন।
১৬| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
সাহসী সন্তান বলেছেন: সব কিছুর একটা লিমিট থাকা দরকার! আনলিমিটেড কোন কিছুই ভাল ফলাফল বহন করে না! এখন বোধহয় সময় হইছে এদের বিরুদ্ধে সবারই ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবার! নইলে তো বাংলাদেশ আর জাহান্নামের মধ্যে কোন পার্থক্য থাকবে না!
ছড়া ভাল লাগছে! শুভ কামনা প্রামানিক ভাই!
০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২২
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন এ অবস্থা চলতে থাকলে জাহান্নামের মতই মনে হবে।
১৭| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: দুঃখজনক সত্য । আশা করি দৃষ্টান্তমূলক শাস্তি হবে ।
সময়ের ছড়া। ভাল হয়েছে ।
১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৩
প্রামানিক বলেছেন: উপযুক্ত শাস্তি হওয়া দরকার যাতে এরকম কাজ আর কেউ না করে।
১৮| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২০
মার্কো পোলো বলেছেন:
ওরে বাবারে! মানবতা আজ উপেক্ষিত।
১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৪
প্রামানিক বলেছেন: মনবতা খুঁজে পাওয়া মুশকিল।
১৯| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
নষ্ট সময়ের নষ্ট ছেলে। বিষয়টি রাজনৈতিক ভাবে নয় আইনের মাধ্যমে নিরপেক্ষতা বজায় রেখে বিচার করলে এধরনের অবক্ষয় কমে আসবে।
১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৭
প্রামানিক বলেছেন: উপযুক্ত শাস্তি হওয়া দরকার যাতে এরকম কাজ আর কেউ না করে।
২০| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৩
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লিখেছেন, যাদের জন্য লিখা তারা বুঝলে হয় !!!!
শুভেচ্ছা রইল ।
১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৮
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ
২১| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বিচারহীনতার সংস্কৃতিরর কারণেই আজকে এই অবস্থা!
১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৯
প্রামানিক বলেছেন: উপযুক্ত শাস্তি হওয়া দরকার যাতে এরকম কাজ আর কেউ না করে।
২২| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:২০
রক্তিম দিগন্ত বলেছেন:
আমি নিশ্চুপ!
আমার একটাই প্রশ্ন - এত্ এত আইন প্রণয়ন করা হয় কীসের জন্য? কোনটাই তো কাজে লাগানো হয় না।
১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১০
প্রামানিক বলেছেন: আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার জন্য এই অবস্থা।
২৩| ০৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩২
এম এ কাশেম বলেছেন: অমন সোনা হতে
বের হয় যে
এমন সোনার ছেলে
খুন , ধর্ষন করে বেড়ায়
নষ্ট দলের বলে
সে যে অমন সোনার
তেমন সোনার ছেলে ........
১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১১
প্রামানিক বলেছেন: সুন্দর ছন্দ মন্তব্য ধন্যবাদ
২৪| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৬
মোস্তফা সোহেল বলেছেন: সোনার বাংলা সোনার ছেলে এমন করতেই পারে মাইন্ড খাওয়ার কিছু নাই
১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১২
প্রামানিক বলেছেন: সব সোনার ছেলেরা এরকম করলে তো বিপদ - -- -
২৫| ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৪
কৃষিসংবাদ বলেছেন: darun likhechen.www.krishisongbad.com
১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
২৬| ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৬
কৃষিসংবাদ বলেছেন: বেশ ভালো লিখেছেন http://krishisongbad.com/
১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
২৭| ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪০
কালপুরুষ কালপুরুষ বলেছেন: অসম্ভব ভালো একটা ছড়া।
+++++
অনেক অনেক শুভেচ্ছা আর ভালো লাগা রেখে গেলাম।
১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
২৮| ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৫
বাবাজান বলেছেন: অভিনন্দন
১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২১
প্রামানিক বলেছেন: শুভেচ্ছা রইল।
২৯| ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৪
বোরহাান বলেছেন: কলমেরাও আজ লজ্জায় মাথা নোয়ায়! অনুরোধ করে প্লিজ দাদা আমি আর কোনো ক্ষুন হত্যা ধর্ষনের স্বাক্ষী হতে চাই না!
।
দারুন ভাবে উপস্থাপন করেছেন ঘটনাটাকে! বাট কিছুই হবে না! ছাতালীগতো! কু কর্ম করে পরে ছাতার নিচে অবস্থান!
১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২২
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। শুভ্চেছা রইল।
৩০| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪১
দিয়া আলম বলেছেন: ছবিটার দিকে তাকাতে পারিনা ভাইয়া, কি মর্মান্তিক দৃশ্য,উফফফফফ !!!!!!!!!
তোমার ছড়াটার কথা আর কি বলবো, তুমি সেরা ছাড়াকার ভাইয়া
১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩১| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৯
এফ.কে আশিক বলেছেন: মানুষ মেরেও বুক ফুলিয়ে
যেই সমাজে চলে
বলেন তো ভাই, সেই সমাজকে
কেমনে সভ্য বলে?
১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৩২| ১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
বাবাজান বলেছেন: আপনার নতুন কবিতার অপেক্ষায় আছি...
আপনার কবিতা গুলো অলংকারপূর্ণ হয়...
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।
৩৩| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৮
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: ওহ্ বাবারে! কি কান্ডরে !
দানব, অসুর, গুন্ডা ছেলে
কি শিখেছে, কি জেনেছে
কোন জ্ঞানে সে অস্ত্র হাতে
মানুষ কোপায়, বন্ধু মারে
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৩৪| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
চিন্তিত নিরন্তর বলেছেন: আমিও মর্মাহত কবি।
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৭
প্রামানিক বলেছেন: মর্মাহত হওয়ার মতই অবস্থা। ধন্যবাদ
৩৫| ২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৫
রক্তিম দিগন্ত বলেছেন:
অনেকদিন যাবৎ নাই আপনি।
সুস্থ আছেন তো?
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৯
প্রামানিক বলেছেন: খুব একটা সুস্থ নই তবে আমার চেয়ে ব্লগের অবস্থা আরো খারাপ।
৩৬| ২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৩
আমি তুমি আমরা বলেছেন: ব্লগে দেখি আপনার পাঁচ বছর হয়ে গেল।পঞ্চম বর্ষপূর্তির অভিনন্দন
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, বিষয়টি খেয়াল করার জন্য অসংখ্য ধন্যবাদ।
৩৭| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৪১
শাহরিয়ার কবীর বলেছেন: ওরে বাবা সরে দাঁড়াও আসছে বাংলার পাগলা ঘোড়া............
ফাঁসি চাই ।
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২০
প্রামানিক বলেছেন: দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার।
৩৮| ২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৮
আঃ রাজ্জাক হাং বলেছেন: পড়ে খুব ভালো লেগেছে।
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩৯| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৫১
ধ্রুবক আলো বলেছেন: সভ্য আর রইলো কই!!
যতটুকু অসভ্য হইছে ততটুকুও পার কইরা ফেলছে,,,
লেখা বরাবরের মতই+++
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল।
৪০| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩২
মেহেদী রবিন বলেছেন: আর সভ্য ! ! ঐটা আর আমাদের হওয়া হলো না। অসভ্যই থেকে গেলাম । ভাল লিখেছেন
২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৫
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ
৪১| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৪
মাকার মাহিতা বলেছেন: সমসাময়িক ছড়া। চমৎকার।
২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
৪২| ২৭ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক কথায় অসাধারণ কবিতা। শতভাগ ভালো লেগেছে।
২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই
৪৩| ৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫০
প্রথমকথা বলেছেন: সুন্দর করে বাস্তব চিত্র তুলে ধরেছেন।
০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন। শুভেচ্ছা রইল।
৪৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৫
অতঃপর হৃদয় বলেছেন: খাদিজা!!!
১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৭
সুমন কর বলেছেন: ভাই, কিছু বলা যাবে না !!