নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ইলেকশনের বাংলা মডেল

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪


শহীদুল ইসলাম প্রামানিক

আমেরিকানদের কান্ড দেখে
পারছি না আর হেসে
তারাও দেখি ভাঙচুর করছে
ইলেকশনের শেষে।

আগে ছিল এই ঘটনা
মোদের দেশে নিত্য
মারামারির ধরন দেখে
চমকে উঠত চিত্ত।

সেই কারণে আমরিকানরা
ছিল সভ্য জাতি
বিশ্ব জুড়ে তাদের নিয়ে
করতো মাতামাতি।

বাংলাদেশটা তাদের কাছে
তখন ছিল তুচ্ছ
মাতব্বরী ভাব দেখিয়ে
নাড়তো খালি পুচ্ছ।

ট্রাম, হিলারীর ইলেকশনে
উল্টে গেছে সব
ভাঙচুর-মিছিল চলছে হরদম
করছে কলোরব।

বাংলাদেশের মতই তারা
নানা কান্ড করছে
মাঝে মাঝে ইটের টুকরা
ঘর-বাড়িতে পড়ছে।

মনে হচ্ছে মোদের দেখে
ওরা এখন শিখছে
বিশ্ব জুড়ে সেই কথাটা
পত্রিকাতে লিখছে।

আগে ছিল ওরা মডেল
এখন হলাম মোরা
ইলেকশনের বাংলা মডেল
চলছে বিশ্বজোড়া।

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: ১ম হইছি চা দেন :D

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৮

প্রামানিক বলেছেন:
আপাতত চায়ের বদলে চমচম খান।

২| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: মনে হচ্ছে মোদের দেখে
ওরা এখন শিখছে
বিশ্ব জুড়ে সেই কথাটা
পত্রিকাতে লিখছে।


......ভালো লাগছে এটা দেখে যে, এখন আমাদের দেখে উন্নত বিশ্বের ওরাও শিখছে।

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: আগে ছিল ওরা মডেল
এখন হলাম মোরা
ইলেকশনের বাংলা মডেল
চলছে বিশ্বজোড়া।


..........এখন আমাদের ভাবটা হইলো গিয়া মেরিট বল পেনের মতো। =p~

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৬

প্রামানিক বলেছেন: ঠিকই কইছেন, আগে ওদের আমরা ফলো করতাম এখন ওরা আমাদের ফলো করা শুরু করছে।

৪| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:১০

ধ্রুবক আলো বলেছেন: ২য় হইছি চায়ের সাথে বিস্কুট দেন

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

প্রামানিক বলেছেন:
নেন চা বিস্কুট দিলাম।

৫| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:১৩

ধ্রুবক আলো বলেছেন: ভাই এতো মাত্র শুরু আরও কত দাঙ্গা ফ্যাসাদ হয় সেটার অপেক্ষা..!!!!!
লেখা সেতো দারুন.,,, ++++++

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: দেখা যাক ট্রাম পাগলায় কি করে।

৬| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৭

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩১

বিলুনী বলেছেন:



দারুন এ ছড়া পড়ে
আহ্লাদে যাই গলে
শুনেছি কয়লা ধুলে
ময়লা যায়না
স্বভাব যাযনা মলে ।

কোন এক হিলারীর ছবি
নিয়ে যারা সেখানে মাতম করে
তারা যে গেছে নীজ দেশ ছেড়ে
একথাটা সকলেরি মনে ধরে ।

তাই কথায় বলে ডুলি যদি
ডুল না পায় বইসা বইসা
মনের সুখে পেট বাজায়
তালি বাজে দুর বিদেশে ।

অাসুন নব্য মার্কিনিদের
এই মঝার কান্ড দেইয়া
তালি বাজাই জোরে সোরে
যত পারো আরো জোরে ।

ট্রাম্প পাগলায় এই গুলারে
গলা ধাক্কা দিয়া সেখান থকে
বাইর না করে এই চিন্তাটাও
করি বইসা আপন ঘরে ।

ধন্যবাদ সুন্দর ছড়াটির জন্য ।

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৩

প্রামানিক বলেছেন: ট্রাম্প পাগলায় যদি গলা ধাক্কা দেয়া শুরু করে তাহলে বাংলাদেশর লোকজনও বাদ যাবে না-- সেইটাই চিন্তা।

৮| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

শরতের ছবি বলেছেন:



ঠিক কথাই বলেছেন ছন্দের তালে তালে ।

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৯| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহবা বাহবা

আগে ছিল ওরা মডেল
এখন হলাম মোরা
ইলেকশনের বাংলা মডেল
চলছে বিশ্বজোড়া।

দারুন হয়েছে ছড়া
এই কে আছিস
প্রমানকি দাকে দে
দই শ’ঘড়া ;)

:)

++++++++++

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৯

প্রামানিক বলেছেন: বগুড়া শেরপুরের দই দিলে খেয়ে মজা পাওয়া যেত। ধন্যবাদ

১০| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
ইলেকশনের ছন্দ পড়ে
ভালো লাগলো প্রমাণিক ভাই। B-) B-)


+++++++++++

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১১| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩১

আলী আজম গওহর বলেছেন: 'আগে ছিল ওরা মডেল
এখন হলাম মোরা
ইলেকশনের বাংলা মডেল
চলছে বিশ্বজোড়া।'
আমরা জাতি হিসেবে প্রচুর সন্মানিত বোধ করতাছি।এখন আমরা বুক ফুলাইয়া কইতে পারুম,আমরা জাতি হিসেবে মডেল।
ছড়া পড়ে আনন্দ পেলাম।ধন্যবাদ প্রামানিক ভাই।

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: চমচমে লবন কম হইছে......... :((

১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৭

প্রামানিক বলেছেন: তাইলে একবাটি টোকাই লবন পাতে নিয়া লন।

১৩| ১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:




জয় বাংলাদেশ

১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৮

প্রামানিক বলেছেন: জয় বাংলা বাংলার জয়।

১৪| ১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৩

রমজান আহমেদ সিয়াম বলেছেন: পড়ে ভাল্লাগছে

১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৫| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: একটু লবন চাইলাম হেকানেও কিপ্টামি??

১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

প্রামানিক বলেছেন: লবন খাইয়া মুখটা কটা হোক এটা আমরা কামনা করি না।

১৬| ১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ হয়েছে --- হুমম এবার ওরাও ভাংচুর করছে -- হা হা হা -- রোল মডেল আর থাকলো না

১২ ই নভেম্বর, ২০১৬ রাত ২:১০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ওরা আর রোল মডেল থাকলো না।

১৭| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:১৬

মনস্বিনী বলেছেন: "আগে ছিল ওরা মডেল
এখন হলাম মোরা
ইলেকশনের বাংলা মডেল
চলছে বিশ্বজোড়া। " - চমৎকার!

১২ ই নভেম্বর, ২০১৬ রাত ২:১১

প্রামানিক বলেছেন: এখন ওদের কাছে আমরা মডেল।

১৮| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০২

সোহানী বলেছেন: মারামারির দেখেছেন কি.... সামনে আরো কতকিছু দেখবেন আম্রিকায়.. প্রমাণিক ভাই!!!!!!!!

১২ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০৯

প্রামানিক বলেছেন: যা দেখতেছি সারা বিশ্বটাই বুঝি অশান্তিতে ডুবে যায়।

১৯| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন: সব ঢেঁকি দেখতে একরকম

১৪ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

প্রামানিক বলেছেন: ঢেঁকি দেখতে একরকম হলেও খাটো লম্বা মোটায় কম বেশি হয়।

২০| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৮

দেবজ্যোতিকাজল বলেছেন: সব ঢেঁকি দেখতে একরকম

১৪ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০২

প্রামানিক বলেছেন: ঢেঁকি দেখতে একরকম হলেও খাটো লম্বা মোটা ও ওজনে কম বেশি হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.