নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
রোহিঙ্গাদের রক্ত দিয়ে
ধরার মাটি লালে লাল
পুত্র শোকে ভাইয়ের দুখে
মানব হৃদয় বেসামাল।
জ্বলছে আগুন ঘরবাড়িতে
জীবন্ত সব পুড়ছে লাশ
অনাহারে সন্তান মরে
দেশের বুকে বিষম ত্রাস।
অত্যাচারের চরম সীমায়
ওই দেশের ওই নাসাকা
মারের চোটে জান বাঁচে না
সেই দেশে কি যায় থাকা?
নৌকায় চড়ে দিচ্ছে পাড়ি
ভারত কিংবা বাংলাদেশ
কুলহারা ওই পাথার মাঝে
জীবন যৌবন করছে শেষ।
তারপরেতেও ঠাঁই মেলে না
স্রোষ্টার সৃষ্টি ধরার পর
মানুষ হয়েও নয়রে মানুষ
কোথাও তাদের নাইরে ঘর।
দিক দিগন্তে নিষ্ঠুরতা
মানাবাধিকার কোথাও নাই
ধর্মের দোহাই চলছে শুধু
বিশ্বজুড়ে তাহাই পাই।
তোমার সৃষ্টি তোমার ধরা
হে বিধাতা! প্রশ্ন তাই
কোন কারণে মানব জাতি
বিশ্ব জুড়ে পায় না ঠাঁই?
২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪১
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন।
২| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪২
মার্কো পোলো বলেছেন:
সুচি নিজের আসল পরিচয় দিয়ে মানবতা দেখাচ্ছে। এই হলো শান্তিতে নোবেলজয়ী, যিনি কিনা শান্তিকামী। রোহিঙ্গাদের রক্তজলে শান্তিজলের পরিচয় দিচ্ছে। মানবতা ভূলুণ্ঠিত।
২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫০
প্রামানিক বলেছেন: বিশ্ব মানবাধিকার সংস্থার কাছে এই নিষ্ঠুরতা মনে হয় কোনো মানবাধিকার পর্যায়ে পড়ে না।
৩| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪২
শাহরিয়ার কবীর বলেছেন:
বিপন্ন মানবতা,এ কেমন বর্বরতা?
২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫০
প্রামানিক বলেছেন: এ বর্বরতার কোন জবাব নাই।
৪| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫২
আলোরিকা বলেছেন:
২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আলোরিকা। অনেক অনেক শুভেচছা রইল।
৫| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩
রমজান আহমেদ সিয়াম বলেছেন: শান্তিতে নোবেল পেয়ে অং সান সু চি নিরব ভাবে সমর্থন করছেন হত্যা অত্যাচার ৷ হায়রে মানবতা যারা মানবতা মানবতা নিয়ে চিল্লায় তারাও চুপ ৷
২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মানবাধিকার আজ চুপসে গেছে।
৬| ২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই সুন্দর। তবে এসমস্যার সমাধান আন্তর্জাতিক সমাধান প্রয়োজন।
২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯
প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন। আন্তর্জাতিক সামাধানই দরকার।
৭| ২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০
সামিয়া বলেছেন: ওদের জন্য খুব খারাপ লাগে
২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১
প্রামানিক বলেছেন: বার্মার মুসলমানদের ভয়াবহ অবস্থা। ইউটিউবে ছোট একটি বাচ্চাকে সিগারেটের আগুন দিয়ে ছ্যাকা দেয়ার দৃশ্য দেখে চোখে পানি চলে এলো।
৮| ২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮
মোস্তফা সোহেল বলেছেন: বরাবরে মতই চমৎকার ছড়া।
২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৯| ২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
সুমন কর বলেছেন: দিক দিগন্তে নিষ্ঠুরতা
মানাবাধিকার কোথাও নাই
ধর্মের দোহাই চলছে শুধু
বিশ্বজুড়ে তাহাই পাই। -- ভালো লিখেছেন।
২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১০| ২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর যুগোপযোগী ছড়া ।
শুভ বুদ্ধির উদয় হোক মানবতার ।
সুস্থ সুন্দর পরিবেশ সৃস্টি হোক
সেখানটায় যেন তারা সেখানে
সুখে শান্তিতে করতে পারে
বসবাস, এ মিনতি জানাই
বিধাতার পরে , মানবের
সুখ শান্তির জন্য বিধাতাই
শেষ অাশ্রয় সকলের তরে
কত অত্যাচারী হলো বিনাশ
বিধাতার কোপানলে পরে
সত্যের জয় এটাই নিয়তির
বিধান আগে আর পরে ।
শুভেচ্ছা রইল
২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৯
প্রামানিক বলেছেন: মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১১| ২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
আরণ্যক রাখাল বলেছেন: তোমার সৃষ্টি তোমার ধরা
হে বিধাতা! প্রশ্ন তাই
কোন কারণে মানব জাতি
বিশ্ব জুড়ে পায় না ঠাঁই?
অসাধারণ কয়েকটা লাইন। চমৎকার
২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল, মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।
১২| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: সারা বিশ্বের বৌদ্ধরাই সব চেয়ে ভালো মানুষ, কিন্তু মায়ানমারের ওরা এমন ক্যান!!!!!!!!!!!!
২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭
প্রামানিক বলেছেন: ওরা জাতিতে মগ জলদস্যু। আগে থেকেই নিষ্ঠুর।
১৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:০৩
ভ্রমরের ডানা বলেছেন:
কোন কারণে মানব জাতি
বিশ্ব জুড়ে পায় না ঠাঁই?
মানবতাবাদী সকল বিশ্বের বিবেকের নিকট প্রশ্ন!! ছড়ায় ভাল লাগা ও লাইক!
২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৫২
চাঁদগাজী বলেছেন:
রোহিংাদের এই অবস্হার জন্য জামাতও দায়ী
২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৬
প্রামানিক বলেছেন: তাইলে জামাতীদের বার্মায় যাইতে বলেন।
১৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৭
আলগা কপাল বলেছেন: কিছু বলার নাই ভাই।
২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩
প্রামানিক বলেছেন: বলার জায়গাও নাই।
১৬| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০০
বিজন রয় বলেছেন: চারিদিকে শুধু রক্ত।
২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪১
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন।
১৭| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০১
বিজন রয় বলেছেন: pramanik99
২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
১৮| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০১
বিজন রয় বলেছেন: আছেন কেমন প্রামানিক ভাই?
২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫
প্রামানিক বলেছেন: ভালো আছি
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭
জে.এস. সাব্বির বলেছেন: মানবতা নির্বাক । আর কত!