নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
ভিক্ষা চাইতেই ধমক খেয়ে
বলছে ভিক্ষুক মশাই,
কাতর কণ্ঠে হাত পাতিয়ে
দুইটি টাকা খসাই।
পেটের দায়ে ভিক্ষা করি
পাই যে মুষ্ঠির চাল
তাইতে তোমরা তুচ্ছ ভেবে
করছো গালাগাল।
সরকারও তো ভিক্ষা করে
পায় না যখন গতি
ঐ ভিক্ষাটা মেরে দিয়েই
অনেক কোটিপতি।
বিদেশ গিয়ে ভিক্ষা করে
অনেক লোকে ভাই
আসার সময় মডেল সাজে,
আমরা খবর পাই।
ওই টাকাতে বানায় বাড়ি
আকাশ চুম্ভি করে
ওদের কাছেই ভিক্ষা চাইলে
ধমকায় জোরেসোরে।
কেউবা আবার ভিক্ষার টাকায়
আনে রঙিন গাড়ি
তাদের কাছে ভিক্ষা চাইলে
ফট করে দেয় বাড়ি।
কিন্তু যখন ছিনতাইকারী
ছুরি ধরে বুকে
লক্ষ টাকা দেয়ার পরও
ল্যাঠা যায় কি চুকে?
মন্ত্রি, এমপি ওই টাকাতে
বসায় যখন ভাগ
তখন কি আর তোমরা সেথায়
করতে পারো রাগ?
তোমরা যখন ভিক্ষা কর
তখন লাগে ভালো
আমরা চাইলেই মেজাজ গরম
মুখটা কর কালো।
(ছবি ইন্টারনেট)
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৯
প্রামানিক বলেছেন:
এই নেন বট পাতার চা
২| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: নিজের অভিজ্ঞতা থেকে না বললে এতো চমৎকার করে বলা কোন ভাবেই সম্ভব হতোনা
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৭
প্রামানিক বলেছেন: হে হে হে -- - আপনি লগে থাকার জন্যই তো এত অভিজ্ঞতা অর্জন করতে পারছি।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৫
ভ্রমরের ডানা বলেছেন:
মানবিক ছড়া। ভাল লাগল।
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৮
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
ভিক্ষা করে ভিক্ষা দেওয়ার মধ্য স্বর্থকতা কি?
আজকাল ফেসবুকে ডিজিটাল ভিক্ষুকের সংখ্য অনেক চোখে পরে।
আসলে টাকা টা কে পায়
ভিক্ষুক না, যে ভিক্ষা করে ?
মানুষের যে কত রুপ! বোঝা মুসকিল।
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২০
প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন। কে যে আসল ফকির আর কে যে নকল বোঝাই মুসকিল।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২১
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ছাড়া সুন্দর হয়েছে।
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৪
জেড আই অর্ণব বলেছেন: বাস্তবিক
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৭| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৪
চঞ্চল হরিণী বলেছেন: সাদা মনের মানুষের সাদা কথা শুনি, চোখের ভেতর সর্ষে ফুল গুনি।
ছোট বড় যেমনই হোক ভিক্ষা করা খারাপ। তবে যোগীর ভিক্ষা দোষের নয় আর সাহায্য চাওয়াও ভিক্ষা নয়। কিন্তু সক্ষম হয়েও ইচ্ছে করে অক্ষম ভিক্ষা খুবই খারাপ। কোন কাজ না করেই কিছু পেতে থাকলে মানুষের বদভ্যাস হয়ে যায়। বর্তমানে বেশীরভাগ ভিক্ষুকদের সেই অবস্থা।
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৪
প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন। আসলেই কিছু ভিক্ষুক আছে অলসতার কারণেই ভিক্ষাটাকে পেশা হিসাবে নিয়েছে। ধন্যবাদ
৮| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: বট পাতার রস হলে এমন কষ্টি লাগে ক্যান??
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২১
প্রামানিক বলেছেন: চায়ের পাতার সাথে হাইব্রিড করা এইজন্য কষ্টি লাগে।
৯| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৭
সুমন কর বলেছেন: অনেক ভিক্ষুক কিন্তু অনেক টাকার মালিক !!!
ভালো লিখেছেন।
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১:০৬
প্রামানিক বলেছেন: কথা ঠিক। ভিক্ষা করে অনেকেই কোটিপতি।
১০| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১৪
সংক্ষিপ্ত যোগাযোগ বলেছেন: কবিতা ভালো লাগলো।
একটু সহযোগিতা চাই......
সামুতে প্রথম পাতায় লিখার সুযোগ চাই।
সহযোগিতা করুন প্লিজ।
২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪
প্রামানিক বলেছেন: প্রথম পাতায় লেখা দৃশ্যমান হতে প্রায় এক সপ্তাহ সময় লাগে। মডারেটররা এই এক সপ্তাহে আপনার লেখা অবজার্ভ করে দেখে আপনার লেখা কি ধরনের। লেখায় উগ্রতা না থাকলে তিন দিন পরেও অনুমতি দিয়ে দেয়।
১১| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:০০
সাদা মনের মানুষ বলেছেন:
শুভ সকাল
২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫
প্রামানিক বলেছেন: এটা কি করলা চা, না করলার শরবত?
১২| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে ।
২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬
প্রামানিক বলেছেন: মূল্যবান কথা।
১৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২০
Sujoy sarkar বলেছেন: হাসির মাঝে রুঢ় বাস্তবতা ফুটিয়েছেন।চমৎকার
২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
ঢাকাবাসী বলেছেন: সুন্দর ছড়া, দারুণ ভাল লাগল।
২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বড় ভাই, শুভেচ্ছা রইল।
১৫| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ।
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।
১৬| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৫
উল্টা দূরবীন বলেছেন: বাস্তবতা ফুটে উঠেছে ছড়ায়। বেশ ভালো লাগলো।
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।
১৭| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪২
দেবজ্যোতিকাজল বলেছেন: হা.....হা..হা
বড় আর ছোটর খেল
তোমার whatsapp no dao
২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
১৮| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৮
অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর।
১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৫
সাদা মনের মানুষ বলেছেন: ১ম হইছি চা দেন