নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
বিয়ে করলে পুরুষ নাকি
হয়ে যায়রে গাধা?
এই কথাটা বলল সেদিন
ওই পাড়ার এক দাদা।
কথা শুনে হাবুল মিয়া
দাঁত কেলিয়ে কয়
বিয়ের আগেই দাদা আমায়
দিচ্ছেন কেন ভয়?
আগামী কাল সন্ধ্যা কালে
হবে আমার বিয়ে
নতুন গাধা বরণ করবেন
আপনি সেথায় গিয়ে।
বিয়ের পরে গাধা হলেও
মূল্য অনেক বেশি
নারীর রাজ্যে গাধা নিয়েই
কত্তো রেষারেষি।
আপনি যখন বিয়ের পরে
এলেন গাধার দলে
তখন থেকেই দাদীর কি আর
গাধা ছাড়া চলে?
কথা শুনে বৃদ্ধ দাদা
মনে মনে বললো
অন্যজনকে গাধা বানাতে
নিজেও গাধা হলো।
(ছবি ইন্টারনেট)
০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩
প্রামানিক বলেছেন: এই সময় পুরি পাওয়া যায় না কাজেই সিঙ্গারা খেতে হবে। পাস্ট হওয়ার জন্য ধন্যবাদ
২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
চা দেন সাথে গুলিস্তানের কালিজি সিংগারা। মুই পুরি খাই না।
০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩
প্রামানিক বলেছেন: আপনার জন্য তাই বরাদ্দ করা হলো। ধন্যবাদ
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩০
বিজন রয় বলেছেন: ...
বিয়ে করলেই গাধা
এটা কেমন কথা।
তাইতো বলি এমনিতেই আর চুল বাঁধা।
০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩
প্রামানিক বলেছেন: হে হে এই তো বুঝতে পারছেন।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। বিয়ের পরে কোন কোন পুরুষ মানুষ সত্যিই গাধা হয়ে যায়। তবে তারা গাধা হয়ে যায়, গাধী নয়।
ধন্যবাদ প্রামানিক ভাই।
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮
প্রামানিক বলেছেন: পুরুষ মানুষ গাধা হয় গাধী হয় না এটা একদম সত্য কথা। ধন্যবাদ আপনাকে।
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫১
স্বৈতী ইসলাম বলেছেন: আগামী কাল সন্ধ্যা কালে
হবে আমার বিয়ে
নতুন গাধা বরণ করবেন
আপনি সেথায় গিয়ে
হিহি, ভীষণ ছন্দময় আর মজার
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । চমৎকার !!
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫
অন্তু নীল বলেছেন:
হা হা হা ..........
"বিয়ের পরে গাধা হলেও
মূল্য অনেক বেশি
নারীর রাজ্যে গাধা নিয়েই
কত্তো রেষারেষি।"
আপনার এমন ছন্দে অনুপ্রাণিত হয়ে আমিও একটা ছড়া লিখতে শুরু করেছি। অর্ধেক হয়েগেছে। শেষ হলেই পোস্টাব।
আপনার ছড়া স্যামুর বেস্ট।
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনি চেষ্টা করেন অবশ্যই আপনি ভালো ছড়াকার হবেন।
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন:
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭
খোলা মনের কথা বলেছেন: আপনি যখন বিয়ের পরে
এলেন গাধার দলে
তখন থেকেই দাদীর কি আর
গাধা ছাড়া চলে?
হাহাহা খুব মজা পেলাম ভাই
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১০| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩
জগতারন বলেছেন:
ইনার (শহীদুল ইসলাম প্রামানিক)এর আরেক মিতা আছেন তার নাম শহিদুল ইসলাম, এই দুইজন একসাথ হলে খুব প্রানবন্ত হয়। দুখের বিষয় কবি শহিদুল ইসলাম-কে আর পাওয়া যাচ্ছে না।
সামু'তে কবি শহিদুল ইসলাম -এর উপস্থিতির আশা ব্যাক্ত করা হল।
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫০
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, আরেকজন যিনি আছেন তিনি আমার মিতা খোন্দকার শহিদুল হক। আমরা দুইজনই ছড়াকার এবং খুব ঘনিষ্ঠ সম্পর্ক। একসময় আমরা দুইজন ব্লগে ছড়ায় ছড়ায় সারা রাত মন্তব্য প্রতি মন্তব্য করতাম। সেই স্মৃতি মনে করিয়ে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫
জগতারন বলেছেন:
ইনার (শহীদুল ইসলাম প্রামানিক)এর আরেক মিতা আছেন তার নাম শহিদুল ইসলাম, এই দুইজন একসাথ হলে খুব প্রানবন্ত হয়। দুখের বিষয় কবি শহিদুল ইসলাম-কে আর পাওয়া যাচ্ছে না।
সামু'তে কবি শহিদুল ইসলাম -এর উপস্থিতির আশা ব্যাক্ত করা হল।
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫
প্রামানিক বলেছেন: পুরানো স্মৃতি মনে করিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন:
বিয়ে আর করমু না ভাই।
এমনিতে ভালো আছি।
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৭
প্রামানিক বলেছেন: যত ভালো থাকেন না কেন বিয়ে করতেই হবে, গাধা হওয়ার মাঝেও শান্তির পরশ আছে।
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৮
মনিরুল হাসান বলেছেন: আপনি লেখা বেশি নিয়মিত করতে গিয়ে লেখার ছন্দমিল দিন দিন কমিয়ে ফেলছেন। দাদাকে 'আপনি' সম্বোধন না করে 'তুমি' সম্বোধন করলে সুবিধা হতো। উদাহরণ হিসেবে ২য় -৩য় প্যারা:
কথা শুনে হাবুল মিয়া
দাঁত কেলিয়ে কয়
বিয়ের আগেই দাদা আমায়
দিচ্ছ কেন ভয়?
আগামী কাল সন্ধ্যা কালে
হবে আমার বিয়ে
নতুন গাধা করবে বরণ
সেথায় তুমি গিয়ে।
আর শেষের প্যারাটা এভাবে লিখলে -
কথা শুনে বৃদ্ধ দাদা
মনে মনে বললো-
নতুন গাধী গড়তে নিজেও
গাধা হতে চললো।
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৩
প্রামানিক বলেছেন: এই মাত্র আপনার পোষ্টের ছড়াগুলো পড়ে এলাম, আমি তো মনে করেছিলাম আপনি একজন বিজ্ঞ ছড়াকার। আপনি আমাকে যেভাবে উপদেশ দিয়েছেন সেই তুলনায় আপনার লেখা ছড়ায় আহামরি কিছু পেলাম না।
নিচের ছড়াটি আপনার --
(১)
আমরা ছাত্র আমরা বল
আমরা ছাত্রলীগ।
আমরা কেবল হানাহানি
ছড়াই চারিদিক।
আপনিই বলেন -- আন্তমিল কি ঠিক আছে?
আপনি আগে আপনার লেখাগুলো ঠিক করেন এর পরে আমাকে উপদেশ দেন।
১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৮
মনিরুল হাসান বলেছেন: আমি বিজ্ঞ ছড়াকার নই তবে আপনি ছন্দমিল দিয়ে লেখেন, ছন্দমিল দিয়ে লেখাটা আমার পছন্দ। আপনার লেখা থেকেই উদাহরণ -
(১)
কথা শুনে বৃদ্ধ দাদা
মনে মনে বললো
অন্যজনকে গাধা বানাতে
নিজেও গাধা হলো।
(২)
যেই নেতাকে ফুলের মালায়
সবাই করে বরণ
সেই নেতাকে দু’দিন পরেই
জুতায় করে স্মরণ।
(৩)
রোহিঙ্গাদের রক্ত দিয়ে
ধরার মাটি লালে লাল
পুত্র শোকে ভাইয়ের দুখে
মানব হৃদয় বেসামাল।
আপনি ১- এর ছন্দমিল আর ২,৩ এর ছন্দমিলের পার্থক্যটুকু দেখেন। আপনি ভালো ছন্দমিল নিয়ে লেখেন এবং সামান্য খেয়াল করে লিখলে আরো সুন্দর করতে পারতেন। একটা ছোট উদাহরণ -
জ্বলছে আগুন ঘরবাড়িতে
জীবন্ত সব পুড়ছে লাশ
অনাহারে সন্তান মরে
দেশের বুকে বিষম ত্রাস।
এটা এভাবে লিখলে -
জ্বলছে আগুন ঘরবাড়িতে
জীবন্ত সব পুড়ছে লাশ
অনাহারে মানুষ মরে
আতংকতে হচ্ছে গ্রাস।
আমি আপনার লেখাটা যেন ভালো হয় সেজন্যই মন্তব্য করেছিলাম। যদি কিছু অতিরিক্ত বলি তাহলে দুঃখিত। আমি এখন সামান্য ব্যস্ত, ইনশাল্লাহ আগামী মাস থেকে লিখবো। দোয়া করবেন যেন ভালো করে লিখতে পারি। (ইচ্ছে হলে আমার এই মন্তব্যটা মুছে দিয়েন)
০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭
প্রামানিক বলেছেন: শুধু ছন্দ মিলালে তো হবে না ছন্দের সাথে অর্থও থাকতে হবে --
জ্বলছে আগুন ঘরবাড়িতে
জীবন্ত সব পুড়ছে লাশ
অনাহারে মানুষ মরে
আতংকতে হচ্ছে গ্রাস।
আপনার লেখা উপরের ছণ্দ যদি আমি গ্রহণ করি তাহলে মানুষ আমাকে পাগল বলবে-- কারণ আমি লিখেছি দেশের বুকে বিষম ত্রাস আপনি সেটাকে ছন্দ দিয়েছেন আতংকতে হচ্ছে গ্রাস আতংকে আবার গ্রাস হয় কেমনে?
আপনি ছড়া এবং ছড়ার ছন্দ সম্পর্কে আরো স্টাডি করেন, এরপর উপদেশ দিতে আসেন তখন আপনার উপদেশ মাথা পেতে নিব। ভুল উপদেশ দিয়ে কাউকে বিভ্রান্ত করবেন না।
১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:২৪
বাবুল বাদশা বলেছেন: মন্তব্যের ভীড়ে আমি জায়গা পাচ্ছিন । তাই বেশি কিছু লেখলাম না । খুবই চমৎকার হল__
০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৪৮
ডঃ এম এ আলী বলেছেন:
বিয়ে নিয়ে দারুন ছড়া
চার নম্বর বিয়াতে কয়
নম্বর গাধা হয় । নাকি
তখন সে আর গাধাই নয় !!!
ধন্যবাদ সুন্দর ছড়ার জন্য ।
০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: ১৭তম হইছি, যা ইচ্ছা দেন
০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১২
প্রামানিক বলেছেন:
নেন আপাতত চা খান
১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৫
সাদা মনের মানুষ বলেছেন: দাদা শেষ পর্যন্ত হাবলুর কাছে ধরাই খেয়ে গেলো
০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪
প্রামানিক বলেছেন: হা হা হা - - অনেক সময় চালকরা হাবলুদের কাছে এরকমই ধরা খায়।
১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪
ঢাকাবাসী বলেছেন: ছন্দময় বাস্তব সত্য!
০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বড় ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২০| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪
পুলক ঢালী বলেছেন: সংসারের যোয়াল পড়ে
গাধা গাধাই রয়
সেই যোয়ালে চড়ে
নারী ঘরের রানী হয়।
হে হে হে দুই লাইন লিখতে গিয়েই বুঝলাম আপনি দারুন প্রতিভাবান কবি। মনে হয় স্বতঃপ্রবৃত্ত হয়ে আপনার মাথায় ছড়ার ঘূর্নাবত্ত চলতেই থাকে শুধু একটু লিখলেই হয়।
০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ পুলক ঢালী ভাই, আপনি চেষ্টা করলে আমার চেয়েও ভালো লিখতে পারবেন। বিধাতা আপনার মধ্যেও যথেষ্ঠ প্রতিভা দিয়েছে।
২১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৫
ধ্রুবক আলো বলেছেন: হা হা হা...
ভাই এটা কি লেখলেন.,, চিন্তায় পরে গেলাম! হা হা হা...
আর বিয়ে করা যাবে না... এটাও ঠিক দিল্লির লাড্ডু খেয়েই পস্তানোই ভালো না হলে গাধা হলুম
লেখা তো বরাবরে মত খুব দারুন হইছে.,,, শুভেচ্ছা রইলো
০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ধ্রুবক আলো। আপনার মন্তব্য পড়ে হাসলাম। আপনার মন্তব্যও খুব রসালো। শুভেচ্ছা রইল।
২২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭
মসিউর হৃদয় বলেছেন: সেই বিনোদন পাইলাম ভাই হিহি
০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
২৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি তো বিয়া করবো না ভাই,
কেন বলি শুনো তাই !
যে মেয়েটি লম্বা তারে রাইতের
বেলায় দেখায় কারেন্ট খাম্বা।
যে মেয়েটি কালো তারে রাইতের
বেলায় দেখায় ভালো।
যে মেয়েটি খাটো তারে দিয়ে
মরিচ গুড়ো বাঁটোরে।
তিন তিনটা বিয়ে করে পড়ে গেচি ফান্দেন রে?
(জাষ্ট ফান ভাই)
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৭
প্রামানিক বলেছেন: হা হা হা কোন অসুবিধা নাই তিনটাতে তিন ধরনের অভিজ্ঞতা পেয়েছেন। এবার যে কোন একটাকে আপন করে নিন। ধন্যবাদ
২৪| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫
সাদা মনের মানুষ বলেছেন: চালক কেডা??
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৭
প্রামানিক বলেছেন: যাকে বানাইবেন হেই।
২৫| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩০
মনিরুল হাসান বলেছেন: আপনি লিখেছেন - "অনাহারে সন্তান মরে"; আমি লিখতে বলেছি - "অনাহারে মানুষ মরে"।
আপনি লিখেছেন - "জীবন্ত সব পুড়ছে লাশ, দেশের বুকে বিষম ত্রাস।" আমি লিখতে বলেছি - "জীবন্ত সব পুড়ছে লাশ,
আতংকতে হচ্ছে গ্রাস। "
লেখাটা সুন্দর করার জন্যেই বলেছি। বাড়াবাড়ি কিছু বললে দুঃখিত। আর "আতংকতে হচ্ছে গ্রাস" লিখলে কেউ পাগল বলবে না মনে হয়। ৩টা উদাহরণ -
আতংক ও উৎকন্ঠা গোটা জাতিকে গ্রাস করেছে। —বেগম খালেদা জিয়া
যারা সরাসরি কোনো মত-পথের অনুসারী নন, আতংক গ্রাস করেছে তাদেরও। - দৈনিক যুগান্তর
আর সে কারণেই এবার যেন ভয় আর আতংক গ্রাস করেছে এই নগরীকে। - BBCবাংলা
আপনি আমার ব্লগে গিয়ে বলেছিলেন কষ্ট করে আপনার লেখার ভুলত্রুটিগুলো ধরে দিলে আপনি খুব খুশি হতেন।
আমি বলেছিলাম ভুল ধরতে ভয় লাগে। ভুল ধরলে অনেকেই রেগে যান। এই যেমন লেখাটা সুন্দর করতে বলায় আপনি রেগে গিয়েছেন।
ভেবেছিলাম আপনি খুশি হবেন, বেশি কিছু বললে দুঃখিত।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৮
প্রামানিক বলেছেন: ভুল উপদেশ দিলে খুশি হই কেমনে?
২৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১০
খায়রুল আহসান বলেছেন: ফান পোস্ট হিসেবে বেশ ভাল হয়েছে। তবে আপনার এ ছড়া পড়ে অনেক এলিজিবল ব্যাচেলর বিয়ে করা থেকে পিছিয়ে যেতে পারে।
মনিরুল হাসান এর সাথে বিতর্কে আরেকটু নমনীয় হতে পারতেন। আমার মনে হয়েছে, বেচারা খোলা মনেই আপনাকে সদুপদেশ দিতে চেয়েছিল, যদিও তার প্রথম মন্তব্যটা একটু তীর্যক ছিল।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মনিরুল ইসলাম কয়েক বছর আগেও এরকম উপদেশ দিয়েছিল। উপদেশ গ্রহণযোগ্য হলে অবশ্যই মেনে নিতাম। কিন্তু গ্রহণ করার মত নয়। আপনি তার ছন্দগুলো দেখলেই বুঝতে পারবেন। তার ধারনা সে একজন বিজ্ঞ ছড়াকার অথচ ছন্দের আন্তমিল, পর্ব, অনুপ্রাস, আন্তপ্রাস সম্পর্কেই তার কোন ধারনা নাই।
২৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৪
সুমন কর বলেছেন: হাহাহা..........মজার।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
২৮| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৭
অতঃপর হৃদয় বলেছেন: হা হা হা দারুণ!!!
১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৬
ভ্রমরের ডানা বলেছেন: ইয়েসসসসসসস্য।
পাস্ট হইছি।