নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

সামু লগইনে নতুন সমস্যা

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৩


গতকাল থেকে নতুন সমস্যায় পড়েছি। লগইন থাকা অবস্থায় হঠাৎ করে লগআউট হয়ে যায় এরপর ওই কম্পিউটারে আর লগইন হয় না। অন্য কম্পিউটারে লগইন করলে লগইন হয় কিন্তু কিছুক্ষণ পর সেখানেও লগআউট হয়ে যায় আর লগইন হয় না। পরপর চারটি কম্পিউটারে এই সমস্যা হয়েছে। শুধু সামুতেই এই সমস্যা হচ্ছে অন্যগুলোতে হয় না। যেমন-- ফেসবুক, ইয়াহু, জিমেইলে বা অন্য কোন ব্লগে লগইন করতে কোন সমস্যা হচ্ছে না।

এই সমস্যার সমাধান কী?

কারো জানা থাকলে দয়া করে মন্তব্যর ঘরে জানান।

মন্তব্য ৫২ টি রেটিং +০/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৭

চাঁদগাজী বলেছেন:



সামু ইন্টেলিজেন্টলী জেনে নিচ্ছে কার কয়টি কম্প্যুটার আছে, সাথে আইপি; আপনার ৪ টা বা তারো বেশী আছে! এজন্যই বাজারে এত কম্প্যুটার বিক্রয় হচ্ছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪০

প্রামানিক বলেছেন: চাঁদগাজী ভাই, আপনি বিদেশে থাকেন আপনারে আর কি বলবো। সেদিন এক অজ পাড়া গাঁয়ে গিয়ে দেখি ল্যাপটপ দিয়ে মুর্খ বউ তার স্বামীর সাথে সৌদি আরবে ভিডিওতে কথা বলছে। কথা শেষে মনে করলাম ল্যাপটপ বন্ধ করতে পারবে না ওমা! সে দেখি ঠিকঠাক মত সাটডাউনও করে ফেলল। দেখে থ হয়ে গেলাম।
বাংলাদেশে অনেকেরই তিন চারটা করে কম্পিউটার, একটা ডেস্কটপ, একটা ল্যাপটপ, জামাই, বউ, ছেলেমেয়েদের একটা করে মোবাইল। যার কম্পিউটার নাই তার হাতে স্মার্ট ফোন। স্মার্ট ফোন দিয়েই কম্পিউটারের অর্ধেক কাজ সেরে ফেলে। গ্রামের অনেক বাড়িতেই এখন ওয়াই ফাই কানেকশন। কাজেই সামু বাংলাদেশের কম্পিউটার হিসাব করে শেষ করতে পারবে না।
ধন্যবাদ চাঁদগাজী ভাই, মন্তব্য করার জন্য খুশি হলাম।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অন্য কারো এই সমস্যা হচ্ছে কী না বলতে পারছি না। আমার এখনো হয়নি। কোন ব্লগার বন্ধুর এ ব্যাপারে জানা থাকলে দয়া করে সমাধানসহ জানাতে অনুরোধ করছি।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আবুহেনা ভাই। শুভেচ্ছা রইল।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১১

আহলান বলেছেন: সামু আপ্নের সাথে টিলো স্প্রেস বা লুকোচুরি খেলছে মনে হয় ...হিহিহিহি

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৮

প্রামানিক বলেছেন: হতেও পারে- - - - - ধন্যবাদ

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৩

বিজন রয় বলেছেন: শুভসকাল প্রামানিক ভাই।

আমার কোন সমস্যা হয়নি এখনো। তবে গত রাত্রে সামু খুব স্লো ছিল।
দেখা যাক কি হয়।

আচ্ছা, সামুতে লগইন হতে না পারলে কি হবে!!!?????

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯

প্রামানিক বলেছেন: সেই চিন্তায় তো মাথার চুল খাড়া হচ্ছে।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫

এই আমি রবীন বলেছেন: আমার সমস্যা হয়নি। আপনার চারটা কম্পু আছে ? কয়হাতে চালান?
দু'য়েকটা আমগরে গিফট করেন!

শুভ সকার প্রমানিক ভাই!

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৪

প্রামানিক বলেছেন: আমার একটা আর বাকী তিনটা কর্মস্থলের।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩

সুমন কর বলেছেন: এমন তো হয় না, দেখি অন্যরা কি বলে ?

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০০

প্রামানিক বলেছেন: সাজেশনের অপেক্ষায় আছি।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৯

কিংবদন্তির জার্নাল বলেছেন: আমার মোবাইল থেকে এই সমস্যাটা হচ্ছে। লগইন থাকা অবস্থায় হঠাৎ করে লগআউট হয়ে যায়। অবশ্য পরে আবার লগইন করা যায়।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০২

প্রামানিক বলেছেন: এরকম মাঝে মাঝেই হয় কিন্তু তখন লগইন হতো।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩১

আলী আজম গওহর বলেছেন: গতকাল লগইন করার কয়েক সেকেন্ডের মধ্য লগাউট হয়ে গেছে।অফলাইনে পোষ্ট পড়ে মন্তব্য লিখে কপি করে নিয়ে লগইন করে পন্তব্য প্রকাশ করুন বাটানে ক্লিক করে দেখি লগআউট হয়ে গেছে।এরকম বেশ কয়েকবার হয়েছে।তারপর প্রথম পাতা থেকে লগইন করলাম,আর এই সমস্যা হয়নি।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৪

প্রামানিক বলেছেন: এরকম আমারো হতো কিন্তু এখন পারমানেন্ট সমস্যা।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

সাদা মনের মানুষ বলেছেন: সামু মাঝে মাঝে আমার সাথেও ইমুন টিলো খেলতে চায়, কিন্তু ও তো জানেনা আমি অনেক চালাক লুক =p~

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

প্রামানিক বলেছেন: সামুর চেয়েও আপনি চালাক এইডা তো আমার আগে জানা ছিল না জানলে আপনার বারান্দায় গিয়া হাজির হইতাম।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩২

ধ্রুবক আলো বলেছেন: ভাই, আমারো একই সমস্যা হইছিলো, কিন্তু আমি কোন সলুউশন পাই নাই।
যাক আপনি বিষয়টা নিয়ে লিখছেন ধন্যবাদ

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১২

প্রামানিক বলেছেন: সাহসী সন্তান আর শাহরীয়ার কবীরের কথা মত কাজ হয়েছে। ধন্যবাদ আপনাকে।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০২

আলগা কপাল বলেছেন: আমার তো এরকম কোনো সমস্যা হয় নি। আপনার ৪টা কম্পিউটার, আমার একটা ল্যাপটপও নেই। ওয়াই ফাই তো স্বপ্ন। আমারে একটা কম্পিউটার যৌতুক দেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৪

প্রামানিক বলেছেন: আমার একটা কম্পিউটার আর কর্মস্থলের তিনটা। ধন্যবাদ আপনাকে।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

কাবিল বলেছেন: একই সমস্যা আমারও হয়েছে। আমি ভাবছিলাম শুধু আমারই হয়েছে। সামুকে মেইল করেছিলাম কিন্তু কোন সারা পাইনি :(
অন্য পিসিতে দেখি ঠিক আছে।
পরে আমার পিসিতে নেট অপারেট আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করলাম।
এখন আর কোন সমস্যা নাই।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৫

প্রামানিক বলেছেন: সাহসী সন্তান আর শাহরীয়ার কবীরের কথা মত কাজ হয়েছে। ধন্যবাদ আপনাকে।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪

সাহসী সন্তান বলেছেন: এই ধরনের সমস্যাটা আমিও মাঝে-মাঝে ফেস করছি! তবে এটাতে সামুর টেকনিক্যাল টিমের পাশাপাশি আমাদেরও কিছু করণিয় আছে! সাধারণত ব্রাউজারে অত্যধিক হিস্টোরি এবং কুকি লোড হয়ে গেলে এমনটা হতে পারে!

সেজন্য যখনই এমন হবে, তখন ব্রাউজার রিফ্রেশ দিয়ে হিস্টোরি এবং কুকিটা ডিলিট করে পূনরায় ব্রাউজার ওপেন করে লগইন করবেন, তাহলে আর সমস্যা হবে না! আর ব্রাউজার আপডেট না থাকলে আপডেট করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না!

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনাদের কথা মত কাজ করে সমস্যার সমাধান হয়েছে।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২

খায়রুল আহসান বলেছেন: থ্যাঙ্ক গড, আমার এখনো এরকমের কোন সমস্যা হয় নাই। টেকনিকাল নলেজের যে দৈন্য দশা, তাতে এরকম কিছু হলে কি করতে কি করে ফেলি তা বলা যায় না।
@সাহসী সন্তান এর জন্য একটা প্রশ্নঃ
সেজন্য যখনই এমন হবে, তখন ব্রাউজার রিফ্রেশ দিয়ে হিস্টোরি এবং কুকিটা ডিলিট করে পূনরায় ব্রাউজার ওপেন করে লগইন করবেন, তাহলে আর সমস্যা হবে না! আর ব্রাউজার আপডেট না থাকলে আপডেট করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না! - এগুলো কিভাবে করবো, তা একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন? একেবারে এ, বি, সি, ডি দিয়ে শুরু করুন।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০১

প্রামানিক বলেছেন: আপনি সাহসী সন্তানের লিঙ্কটা ফলো করতে পারেন। ধন্যবাদ আহসান ভাই।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১২

সাহসী সন্তান বলেছেন: খাইরুল আহসান, লিখতে গেলে অনেক সময় লাগবে! আপাতত একটু ব্যস্ত আছি! তবে আপনাকে একটা লিংক দিলাম, দেখেন লিংকটা থেকে কিছু বোঝেন কিনা! এসময় ঠিক একই সমস্যা নিয়ে আমি আর গেম চেঞ্জার ভাই সম্মেলিত ভাবে একটা পোস্ট করছিলাম! Click This Link

যদি বুঝতে কোন সমস্যা হয় বলবেন! ফ্রি হলে বিস্তারিত জানানোর চেষ্টা করবো! এখানে গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স দুইটা ব্রাউজারের ব্যাপারে বলা হয়েছে! অন্য কোন ব্রাউজার ব্যবহার করলে সেটাও বলবেন!

ধন্যবাদ!

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, সমাধান হয়েছে।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার কৌতূহল হল পোষ্ট দিলেন কি ভাবে? B-) B-)

যাহোক,
মজিলা ফায়ার ফক্স ব্রাউজার বাদে অন্য কোন ব্রউজারে দিয়ে লগইন করে দেখতে পারেন। মাঝে মাঝে মজিলা ফায়ার ফক্স ঝামেলা করে। torch browser ব্যবহার করে দেখতে পারেন আর নিয়মিত ব্রাউজার রিফ্রেশ দিয়ে হিস্টোরি এবং কুকিটা ডিলিট করে দিবেন। তারপরেও দেখুন এ সমস্যা থাকে কিনা!!

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮

প্রামানিক বলেছেন: সমাধান হয়েছে, ধন্যবাদ আপনাকে।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: আমি এখনো এমন সমস্যায় পড়ি নি । তাই বলতে পারছি না । অনেকজন কিছু পরামর্শ দিয়েছেন সেগুলো করে দেখতে পারেন । এই সব সমস্যাগুলো আসলেই বেশ বিরক্তিকর । আশা করি তাড়াতাড়ি ঠিক হবে ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৭

প্রামানিক বলেছেন: শাহরীয়ার কবীর আর সাহসী সন্তানের কথামত কাজ করে সমস্যার সমাধান হয়েছে। ধন্যবাদ আপনাকে।

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাই আপনারে ছাড়া থাকবো কিভাবে ?

আপনি আপনার অফিসে অভিজ্ঞ লোক বা অন্য কোন অভিজ্ঞ লোকের পরামর্শ নিন।
মনে হয়, আপনার বাসার পিসিতে সমস্যা হচ্ছে। আর ব্লগের পার্সওয়াডও পরিবর্তন করে নিতে পারেন।
আপনার লোকেশন জানি না, তবে ঢাকার কিছু কিছু এরিয়াতে ইন্টারনেট সমস্যা হচ্ছে। হতে পারে সে কারণে ।
অপেক্ষা করুন আর দেখুন সমস্যার সমাধান হয় কিনা?
আর সামুতে কতৃপক্ষের কাছে একটা মেইল করতে পারেন,আপনার সমস্যা কথা জানিয়ে।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৯

প্রামানিক বলেছেন: এই মাত্র আপনাদের দেয়া উপদেশ মোতাবেক কাজ করে সমস্যার সমাধান হয়েছে। ধন্যবাদ আপনাকে।

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: আপনি উদ্ধার হয়েছেন শুনে ভাল লাগছে ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১১

প্রামানিক বলেছেন: আসলে আমি বিপদেই পড়েছিলাম। ধন্যবাদ আপনাকে।

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: মাঝে বারবার লগ আউট হয়ে যেত। ইদানীং ঠিকাছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

প্রামানিক বলেছেন: আপনার ঠিক থাকলেও আমি বিপদে পড়েছিলাম। ধন্যবাদ

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সামুতে এত লগ ইন প্রব হয় কেন? ভ্যাআআআ এর আগে ৩/৪ মাস আসতে পারিনি

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

প্রামানিক বলেছেন: আপনার মত আমারো দশা হয়েছিল।

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রামানিক ভাই, আপনার সমস্যার সমাধান হয়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, সাহসী সন্তান আর শাহরীয়ার কবীরের সাজেশনে কাজ হয়েছে।

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সমস্যাটি নিয়ে লিখার জন্য । একেবারে লগ আওটের সমস্যায় এখনো পড়ার দুর্ভাগ্য হয়নি তবে গতকাল হতে সামু একটু স্লো হয়েছে দেখা যায় বিশেষ করে মন্তব্য পোস্ট করার সময় ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩০

প্রামানিক বলেছেন: স্লো সমস্যা অনেক দিন হলো চলছে কিন্তু গতকাল থেকে এটা নতুন সমস্যায় পড়েছিলাম। শাহরীয়ার কবীর আর সাহসী সন্তানের পরামর্শে এখন সমাধান হয়েছে। ধন্যবাদ আপনাকে

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৪

কালীদাস বলেছেন: পোস্টটা দিয়ে ভাল করেছেন, এই সমস্যাটা আমি ফেস করছি গত ১২/১৫ দিন ধরে। কাল্পনিক ভালবাসার পোস্টে একবার বলে এসেছি, আরেকবার অফটপিকে বলতে অস্বস্তি বোধ করছিলাম। আজকেও টর দিয়ে ঢোকা, যেটা আমার মোটেও পছন্দ না। লগইন সমস্যা ব্লগের ফিডব্যাক অপশন থেকে কয়েকবার ট্রাই করেছি, সাবমিট করুন ক্লিক করলে বলে আমার অনুরোধ কার্যকর করা সম্ভব না। কি মুসবিত! নিজের পারসোনাল মেইল এড্রেস থেকে কয়েকবার মেইল করেছি, একবার ডেলিভারি ফেইলড দেখিয়েছে, বাকিগুলোর রিপ্লাই পাইনি এখনও। ব্লগের সার্ভার মিস করছে নাকি আল্লাহয় জানে।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩১

প্রামানিক বলেছেন: আপনারও যদি আমার মত সমস্যা হয়ে থাকে তবে সাহসী সন্তানের লিঙ্কটা দেখতে পারেন। ধন্যবাদ

২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪২

কালীদাস বলেছেন: সমস্যাটা দেখার সাথে সাথেই আমার কুকিস, ক্যাশ, অফলাইন ফাইল সবকিছু ক্লিয়ার করেছিলাম, কাজ হয়নি। সবচেয়ে আজব যেটা, কয়েকবার দেখিয়েছে লগইন সফল হয়েছে কিন্তু বাস্তবে লগইনের ঘরগুলো ফাঁকা দেখাচ্ছিল (মানে আসলে লগইন হয়নি) আবার ভিজিটর লিস্টেও নাম দেখাচ্ছিল।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: তাহলে সামুর মডারেটরদের সহযোগীতা নেয়া দরকার। আমার তো কুকিজ মুছে দেয়ার পরই ঠিক হলো।

২৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই সমস্যা আমার ও হয়েছিল , সামু টিমের সাথে যোগাযোগ করে সহজ সমাধান পেলাম।
মজিলায় যখনি এই সমস্যা করবে তখন গুগল ক্রম ব্রাউজার দিয়ে ব্রাউজ করলে এই সমস্যা থাকেনা।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, আপনার কাছেও একটা সমাধান পাওয়া গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.