নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
মোমিন মিয়া হাটে গেলেন
খাঁটি জিনিস কিনতে
কোথা পাবে খাঁটি জিনিস?
মনে বড়ই চিন্তে।
এই বাজার সেই বাজার
অনেক বাজার ঘুরে
রামা দাসকে খুঁজে পেলেন
ঘাটের কিছু দুরে।
রামা বাবু গায়ে কাবু
খাঁটির কথা শুনে
কথা কিছু বলে দিলেন
তাও গুনে গুনে।
’খাঁটি জিনিস চাও ভাই
খাঁটি তো আর নাই
ভেজালের ভেজাল খাঁটি
তাই শুধু পাই।
পাত্র খাঁটি, গরু খাঁটি,
দুধ খাঁটি নয়
খাঁটি দুধ খেলে এখন
আমাশা রোগ হয়।
খাঁটি মাছে মাছি পড়ে
পঁচে যায় ত্বরা
ভেজাল মাছ পঁচে নাতো
রাখলে মাস ভরা।
আমে ভেজাল, জামে ভেজাল
ভেজাল আরো কলা
ভেজাল কচু খেলে পরে
চুলকায় না আর গলা।
ভেজালে ভেজালে ভাই
পেট গেছে সয়ে
সব খাদ্যেই ভেজাল থাকে
মুড়ি, চিড়া, খৈয়ে।
খাঁটি হলো ভেজাল এখন
ভেজাল হলো খাঁটি
সারের কারণে ভাই
ভেজাল দেশের মাটি।
খাঁটি চান? খাঁটি দিতে
বুকটা উঠে কেঁপে
খাঁটি খেয়ে পেট ফাঁপলে
ধরবেন টুটি চেপে।
তাইতো এখন খাঁটি জিনিষ
দিতে চাইনা আর
খাঁটি দিলে নিত্য নিত্য
খেতে হয় যে মা’র।
(ছবি ইন্টারনেট)
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন?
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২০
আহা রুবন বলেছেন: "খাঁটি দুধ খেলে এখন
আমাশা রোগ হয়।"
ভাই আমার গোপন কথাটি জানলেন কেমনে?????????
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৩
প্রামানিক বলেছেন: আর বলেন না ভাই, গ্রামে এক ভাইরার বাড়ি বেড়াতে গিয়ে খাঁটি গরুর দুধ খেয়ে এই সমস্যায় পড়েছিলাম। ধন্যবাদ আপনাকে আমার সমস্যার সাথী হওয়ার জন্য।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২১
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৩
এফ.কে আশিক বলেছেন: খাঁটি জিনিস চাও ভাই
খাঁটি তো আর নাই
ভেজালের ভেজাল খাঁটি
তাই শুধু পাই।
ঠিক বলেছেন ভাইয়া, খাঁটি বলে আর কিছু নেই ওসব এখন ইতিহাস.....
ভেজাল এখন কিসে নেই বাতাস থেকে মানুষ সব কিছুতেই ভেজাল
যে দু’একটু খাঁটি আছে তাও ভেজালের চাপে চাপা পড়া.....
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৫
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, খাঁটি এখন নেই বললেই চলে।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
ভেজাল বউও নাকি দিয়ে দিচ্ছে শ্বশুর পক্ষ?
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৯
প্রামানিক বলেছেন: হ ভাই, এরকম ঘটনা আমিও শুনছি, বিয়ের আগে দেখাইছে সুন্দরী মেয়ে, বিয়ের সময় সাজায়াগুঁজায়া দিছে কাইল্যা মেয়ে। পরে তো এই নিয়ে খুনাখুনি হওয়ার অবস্থা।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩০
পুলক ঢালী বলেছেন: বড়ই চমৎকার খাঁটি কথা, খুব সুন্দর উপস্থাপনা।
হে হে হে খাঁটি কথা কইতে গ্যালেন ক্যান! এহন মাইর ঠেকাইবেন ক্যামনে ????
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৯
প্রামানিক বলেছেন: পুরোপুরি খাঁটির কথা কই নাই ভেজালের ভেজাল খাঁটি এইডা কইছি। ধন্যবাদ আপনাকে রসালো মন্তব্য করার জন্য।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৩
বই এর পাগল বলেছেন: অনেক সুন্দর লেখেছেন। ধন্যবাদ
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩২
ধ্রুবক আলো বলেছেন: ভাইরে এই ভেজালের মধ্যেই বেচে আছি! খাটি এখন জাদুঘরে বসানো হবে!
আপনার এই লেখা খানি প্রশাসন কে পড়ে শুনাতে হবে তবে যদি একটু মাথা নাড়া চাড়া দেয়।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৬
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, খাঁটি জিনিষ দেখতে হলে যাদু ঘরে যেতে হবে।
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
কিছু বলার নাই বলেও লাভ নাই।
ভালো লিখেছেন ভাই ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮
প্রামানিক বলেছেন: দোকানে গিয়ে ভেজাল দেখলেও বলা যায় না দোকানী খেপে যায়।
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৪৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চমৎকার ছড়া লিখেছেন প্রামানিক ভাই ! আচ্ছা দেশটা এতো ভেজালে ভরে গেলো কেনোরে ভাই ?
অনেক অনেক ধন্যবাদ আপনাকে !
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯
প্রামানিক বলেছেন: সবাই হঠাৎ বড় লোক হতে চায় যে কারণে এই অবস্থা।
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৪
অগ্নি সারথি বলেছেন: চমৎকার হয়েছে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৫
এমএল গনি বলেছেন: চমৎকার!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫২
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ভাল লাগল।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৯
এই আমি রবীন বলেছেন: নাখেয়ে তো উপায় নাই,
তাইতো সবাই ভেজাল খাই।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪
প্রামানিক বলেছেন: ঠিকই বেলেছেন, খাঁটি যখন পাওয়া যায় না তখন উপায় নাই।
১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪
সামিয়া বলেছেন: এত এত খাঁটি জিনিসের লিস্টি
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫
প্রামানিক বলেছেন: হা বোন, এখন ভেজালটাই খাঁটি। খাঁটির লিস্ট এখন নাই
১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
সাদা মনের মানুষ বলেছেন:
ভেজাল কচু খেলে পরে
চুলকায় না আর গলা।
...........এই হাদিস কই পাইলেন
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৩
প্রামানিক বলেছেন: বাজারের ভেজাল কচু নিজে খায়া পরীক্ষা কইরা কইছি।
১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
সাদা মনের মানুষ বলেছেন:
তাইতো এখন খাঁটি জিনিষ
দিতে চাইনা আর
খাঁটি দিলে নিত্য নিত্য
খেতে হয় যে মা’র।
..............এইটা কম খারাপ কন্নাই
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৫
প্রামানিক বলেছেন: কম খারাপ না হওনই ভালো।
১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খাঁটি হলো ভেজাল এখন
ভেজাল হলো খাঁটি
সারের কারণে ভাই
ভেজাল দেশের মাটি।
ঠিক ঠিক ঠিক । ধন্যবাদ প্রামানিক ভাই।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্চা রইল।
১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৬
অরুনি মায়া অনু বলেছেন: কি যে দিন আসল, বাজারে এখন ডিমও নাকি নকল। দোষ ক্রেতারও কম নয়। জেনে শুনে বিষাক্ত ফল, মাছ কিনছি। আমরা না কিনলে তারা কি আর বিক্রি করতে পারত?
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, ভেজালের বাজারে একখান খাঁটি কথা বলেছেন।
২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২১
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
এই ছড়াটাও খাঁটি নাকি ভেজাল ???????
একটু ভেজাল আছে মনে হয় ----
""মোমিন মিয়া হাটে গেলেন
খাঁটি জিনিস কিনতে
কোথা পাবে খাঁটি জিনিস?
মনে বড়ই চিনতে।"""" ( বুঝেছি "চিন্তে" থেকে "চিনতে । )
খাটি হলো এইটা -
মোমিন মিয়া হাটে গেলেন
খাঁটি জিনিস কিনতে
কোথা পাবে খাঁটি জিনিস?
ধন্ধ লাগে চিনতে। ( চিনতে শব্দটা ঠিক রাখলে "চেনা " বোঝায় । )
এখানেও ভেজাল -
রামা বাবু গায়ে কাবু
খঁটির কথা শুনে ..
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৬
প্রামানিক বলেছেন: ভেজালের ভিতর ভেজাল ধরে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১
জেন রসি বলেছেন: ভেজাল নিয়ে খাঁটি ছড়ায় লাইক দিলাম।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
২২| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৬
অতঃপর হৃদয় বলেছেন: ভালো ছিল।
১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ ছড়া ভাই সত্যের পুরোই লিরিক নিয়ে এসেছেন; প্রতি ছন্দ যেন বর্তমানকে দৃশ্যায়ন করে। তবে বলুন কেমন আছেন প্রিয় ছড়াকার ভাই?