নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
মাথার পরে টাক নাই মোর
তারপরেও কয় টাকি
সেই চিন্তাতে রাত্রিদিনে
বিভোর হয়ে থাকি।
অর্থ ছাড়া নাম হলো ক্যান
প্রশ্ন করবো কাকে
বিল বাওড়ে থাকার পরও
পড়ছি ঘুর্ণিপাকে।
আমার মত ভর্তায় স্বাদ
অন্য মাছে নাই
এরপরেতেও ব্যাঙ্গ করায়
ভীষণ কষ্ট পাই।
দেখতে শরীর যেমনই হোক
সাপের মত মাথা
পানির ভিতর থাকি বলে
নাম দিবেন তাই যা তা?
(ছবি ইন্টারনেট)
১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
প্রামানিক বলেছেন: চুল তো সাপের মাথায়ও নাই, সাপেরে কেউ তো টাকি ডাকে না। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭
অন্তু নীল বলেছেন:
দিলেন তো ভর্তার কথা মনে করাইয়া।
দ্বিতীয় হইছি, আপনার এখানে আসলেই অনেকেই অনেক কিছু পায়। অন্তত ভর্তা তো পাব।
১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
প্রামানিক বলেছেন: আগামী কাল সকালে গরম গরম ডাল ভাত ও আলু ভর্তার দাওয়াত থাকল।
এই মন্তব্যটির উত্তর আমার ছোট ছেলে করেছে।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: টাকির বেচারা বেহাল দশা সুন্দর নামহীনতায় ভুগছে !
১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
প্রামানিক বলেছেন: টাকওয়ালারা টাকি নাম পায় কিন্তু কে যেন ভুল বশতঃ এই মাছের নাম টাকি দিয়েছে। এটাই টাকির দুঃখ
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
টাকি বেচারার বেহাল দশা।
সুন্দর নামহীনতায় ভুগছে !
১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
প্রামানিক বলেছেন: উত্তর বঙ্গে এই মাছের নাম গড়াই মাছ, পাবনায় বলে ছাইতান মাছ, ঢাকায় এই নাম কে যে রাখল
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
আমার মত ভর্তায় স্বাদ
অন্য মাছে নাই
এরপরেতেও ব্যাঙ্গ করায়
ভীষণ কষ্ট পাই।
একটা সুন্দর নামকরণের মাধ্যমে
তাকে স্বার্থক করা হোক।
১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
প্রামানিক বলেছেন: এই মাছের নতুন নাম করণ করা দরকার।
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯
শাহরিয়ার কবীর বলেছেন:
১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
প্রামানিক বলেছেন: দারুণ পোষ্টার
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: মন্তব্য লিখতে লিখতে আমি শেষ B-এবার চলে যাই,
জয়নাল জর্দ্দা দিয়ে একটা পান দেন।
১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০
প্রামানিক বলেছেন: পানের আয়োজন দেখে খুশি হলাম।
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫
ধ্রুবক আলো বলেছেন: আসলেই এটা একটা রহস্য কে এই টাকি মাছ নাম টা দিলো?!!! অদ্ভুত
যাই হোক ভাই একদিন টাকি মাছের ভর্তা খাওয়ানোর আমন্ত্রনের আশায় রইলাম..,,,,
১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
প্রামানিক বলেছেন: আমি রেডি আছি আপনি আসলেই আয়োজন হবে।
৯| ১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭
ধ্রুবক আলো বলেছেন: @শাহরিয়ার কবির ভাই
একটা জিনিস বুঝতে পারলাম আপনার টাকি মাছের ভর্তার প্রতি ভালোই দূর্বলতা আছে
১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
প্রামানিক বলেছেন: কথা মন্দ বলেন নাই, নতুন ধানের ভাত আর টাকি মাছের ভর্তা হলে খেতে মন্দ নয়।
১০| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: ধ্রুবক আলো
টাকি মাছের ভর্তার প্রতি আমার ভীষণ দুর্বলতা কাজ । হা হা হা বুঝে ফেলেছেন দেখি ।
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৪
প্রামানিক বলেছেন: হা হা হা অনেকেরই টাকির ভর্তার প্রতি দুর্বলতা থাকে। আপনিও টাকি ভর্তা পছন্দ করেন জেনে খুশি হলাম।
১১| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১২
মোঃ জাফর আলম ভুইয়া বলেছেন: সাবাস !!! এগিয়ে যান ! শুভ কামনা !!!!!!!
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১২| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: আপ্নের মাথায় কত্তো চিন্তা.......শুভ জন্মদিন
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৭
প্রামানিক বলেছেন: হে হে হে আপনার মতই
১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৫
সুমন কর বলেছেন: এ মাছ কিন্তু খাই না .......তবে ছড়া ভালো হয়েছে।
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৯
প্রামানিক বলেছেন: আপনার মত অনেকেই খায় না তবে যে খায় সে মজা করেই খায়। ধন্যবাদ
১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৯
আহা রুবন বলেছেন: সারাদিনে মাত্রই বসতে পেরেছি। দেখি টাকির ছড়া। মিনিট কুড়ি হয় ভাত খেয়ে উঠলাম। জানেন ধনেপাতাসহ টাকি ভর্তা সঙ্গে ছিল!!!!!!!!!!!
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১২
প্রামানিক বলেছেন: আপনার কথা শুনে খুব ভালো লাগল। আসলে এই সময় টাকি ভর্তার মজাই আলাদ। ধন্যবাদ আপনাকে।
১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২১
ধ্রুবক আলো বলেছেন: শুভ জন্মদিন ভাই.,,,
দীর্ঘ আয়ু কামনা করি আপনার.....
অনেক ভালো থাকুন
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৫
ডঃ এম এ আলী বলেছেন: ছড়া ভাল লেগেছে
শুভ জন্মদিনের
শুভেচ্ছা রইল
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আলী ভাই, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আন্তরিক শুভেচ্ছা রইল।
১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৪
মার্কো পোলো বলেছেন:
শুভ জন্মদিন প্রামানিক ভাই।
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪১
মসিউর হৃদয় বলেছেন: আমদের এলাকাই লাটি মাছ বলে। টাকি নামে কেও ডাকে না ডাকলেও খুব কম...
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৭
প্রামানিক বলেছেন: বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে রংপুরে গড়াই মাছ, পাবনায় সাটি মাছ বলে। আপনার এলাকায় এই মাছের নাম লাটি এটা জানতাম না, জেনে ভালো লাগল। ধদন্যবাদ আপনাকে।
১৯| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৪
কাবিল বলেছেন: এবারের জন্মদিনে টাকি ভর্তাই হোক।
শুভ জন্মদিন প্রামানিক ভাই।
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩০
প্রামানিক বলেছেন: হা হা হা টাকি মাছের ভর্তা দিয়ে জন্মদিন পালন এক নতুন পদ্ধতি। শুভেচছা রইল।
২০| ১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫
নীলপরি বলেছেন: ছড়া ভালো লাগলো । সেই সাথে জন্মদিনের শুভেচ্ছা রইলো ।
ভালো থাকবেন ।
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২১| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
দৃষ্টিসীমানা বলেছেন: আপনার ছড়া পড়ে অনেক মজা পাই ।কিন্তু আজ তো টাকি দিয়ে ফাঁকি দিলে হবে না কেক চাই , অবশ্য সাদা মনের মানুষ ভাইটিকে বড্ড ব্যাস্ত দেখে এলাম
ব্যাস্ত আপনার জন্মদিন নিয়ে মনে হয় একটা ব্যাবস্থা করে ফেলবে , শুভ জন্মদিন আগামী দিন গুল মঙ্গলময় ও আনন্দ ভরপুর হোক ।
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৪
প্রামানিক বলেছেন: না ভাই টাকি দিয়ে ফাঁকি নয়, এটা একটা জন্মদিনের নতুন পদ্ধতি। সাদা মনের মানুষ এবং আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আপনার প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল।
২২| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫২
আরজু পনি বলেছেন: মুশকিলে পড়ে গেলাম...আমার তো এখন টাকি মাছের ভর্তা খেতে ইচ্ছে করছে
হাহা
আপনার ছড়া ছাড়িয়ে যাক সময়কে।
শুভকামনা রইল।
১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৬
প্রামানিক বলেছেন: আপনাকে তো নদীর পাড়ে দাঁড়ানো দেখলাম, গ্রামে বসে টাকি মাছের ভর্তার স্বাদই আলাদা।
২৩| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২২
মোস্তফা সোহেল বলেছেন: অনেক মজার ছড়া। এটা প্রামানিক ভাইয়ের দ্বারা লেখাই সম্ভব
১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৪| ১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে টাকি মাছের ভর্তা খাবার সাধ জাগলো। এক্ষনি জোগাড় যন্তরে নামতে হবে।
১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪১
প্রামানিক বলেছেন: বলেন কি! আমার ছড়া পড়ে আপনার টাকি মাছের ভর্তা খাওয়ার ইচ্ছা জাগায় খুশিই হলাম। আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
মাছও নাম নিয়ে চিন্তিত, সবাই ভালো নাম চায়!
১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৩
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ
২৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭
আমির হোসেন বলেছেন: মানুষের মাথায় কিন্তু টাক পরে তারপরও মানুষকে কিন্তু টাকি বলে না।
১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৪
প্রামানিক বলেছেন: মানুষকে টাকি বলে না টাকু বলে।
২৭| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:২০
ডঃ এম এ আলী বলেছেন: নতুন ছড়া কৈ , এত লম্বা বিরতি কেন
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৪
প্রামানিক বলেছেন: ব্যক্তি জীবনে ব্যাস্ত আছি তাই এ অবস্থা।
২৮| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য ।
কামনা করি ব্যস্ততা কাটিয়ে উঠুন , সরব হোন আমাদের মাঝে ।
মাছের এই ছড়ায় অনুপ্রানীত হয়ে মাছ নিয়ে একটি রচনা লিখার ইচ্ছা প্রবল ।
আমার লিখায় উঠে আসতে পারে অনুপ্রেরনার পিছে আপনার নাম পরম শ্রদ্ধাভরে ।
তবে মনে ভয় হয় আবার বিব্রত না হন আমার মত অখ্যাত কারে পোস্টে
আপনার মত বিখ্যাত কারো নামটি এলে ।
শুভেচ্ছা রইল ।
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, আমি একজন নগন্য মানুষ, আমাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আপনি লেখা দিয়ে আপনার মেধা ফুটিয়ে তুলুন এটাই আমি কামনা করি।
২৯| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:২৬
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ, শুনে প্রীত হলাম ।
শুভেচ্ছা জানবেন ।
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার গঠন মূলক লেখা সত্যিই আমার কাছে পড়তে খুব ভালো লাগে। আপনি মাছ নিয়ে দারুণ কিছু লিখবেন, আমি আপনার সেই লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
৩০| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪২
অতঃপর হৃদয় বলেছেন: অনেক ভালো লাগলো।
১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৬
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
টাক না থাকলেও মাথায় যে
নেইকো কোনও চুল,
সে কারনে ডাকলে "টাকি "
হবে কি কোনও ভুল ?????