নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
রোজা এলেই অনেক লোকে
নীতি কথা বলেন
তারাই আবার হর হামেশা
অসৎ পথে চলেন।
দিনের বেলা মাকরু বলে
রাতে কাটেন দাড়ি
অন্যের সম্পদ দখল করতে
করেন বাড়াবাড়ি।
রোজা নষ্ট হবে বলে
থুথু ফেলেন ঘন
ব্যবসা করেন দুই নম্বরী
কলুষ তাদের মনও।
ফরজ তরক হবে বলে
সতর্ক থাকেন কত
ঘুষের টাকা দেখলে পরে
খায় ছাগলের মত।
ধান্দাবাজি চান্দাবাজি
রোজা রেখে করেন
তারাই আবার মসজিদ গিয়ে
নামাজে ভুল ধরেন।
(পুনঃ প্রচার)
০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১:১৫
বিজন রয় বলেছেন: সবাই কমবেশি ধান্দা করে, শুধু কবিরা ছাড়া।
বলে রাখি, কবিতা অনেকেই লেখেন, কিন্তু কবি মাত্র কেউ কেউ হতে পারেন।
০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৫১
প্রামানিক বলেছেন: হা হা দারুণ বলেছেন। ধন্যবাদ
৩| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১:২৮
সিফটিপিন বলেছেন: রোজার মাসে ধান্দা বাজিদের ধান্দার বতর আসে।
০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৫২
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে।
৪| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: খারাপরা তো সবসময়ই খারাপ। তাদের কাছে রমাজানের কোন গুরুত্ব নেই।
ছড়া খুব ভাল হয়েছে প্রামানিক ভাই।
০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছড়া
ভাল লাগল অনেক
০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ৩০ শে মে, ২০১৭ দুপুর ২:০৪
ধ্রুবক আলো বলেছেন: এসব কান্ড এই সোনার বাংলায় চলে।
রোজা আসলেই ব্যবসায়ীদের ধান্দাবাজি বেড়ে যায়।
০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৭| ৩০ শে মে, ২০১৭ দুপুর ২:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রোজার সাথে নীতি কথার
মিল যে কেন পাই।
অসৎ পথে হরহামেশা,
আমরা কেন যাই।
মাকরু বলে দাড়ি কাটা
দিনে বন্ধ হয়,
সম্পদ নিয়ে কাড়াকাড়ি
আরকি মনে সয়?
থুথু ফেলে রোজা নষ্ট
হবার নেই যে ভয়,
টাকার পিছে দৌড়ে ভ্রষ্ট
জীবন করে ক্ষয়।
ঘুষের টাকায় ফরজ কাজ
হচ্ছে দেখো কত,
ছাগল বললে গীবতের ভয়
মনে উঠে শত।
তাইতো বলি প্রামাণিক ভাই
সবুর একটু করি,
নিজের রোজা নিজে বাঁচিয়ে
আল্লাহর রশি ধরি।
০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৫৪
প্রামানিক বলেছেন: আপনার ছন্দ মন্তব্য পড়ে খুব ভালো লাগল। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৮| ৩০ শে মে, ২০১৭ দুপুর ২:৩৪
বেনামি মানুষ বলেছেন: সিফটিপিন বলেছেন: রোজার মাসে ধান্দা বাজিদের ধান্দার বতর আসে।
বতর কি ভাই?
০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৫৬
প্রামানিক বলেছেন: বতর শব্দটা তো আমি বুঝি নাই, সম্ভাবত গরু ছাগলের শারিরীক চাহিদার সাথে তুলনা করা হয়েছে।
৯| ৩০ শে মে, ২০১৭ দুপুর ২:৩৯
নীলপরি বলেছেন: ভালো লাগলো।
০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৫৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১০| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:১১
তারেক ফাহিম বলেছেন: রমজান আসলে রমজান ঈদকে কেন্দ্র করে ধান্দা আরও বৃদ্ধি পায়, ধান্দাবাজীদের, সুন্দর ছড়া, পাঠে ভাল লাগল
০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৫৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১১| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:১২
নাদিম আহসান তুহিন বলেছেন: সত্য কথাই ছড়ার মাধ্যমে সুন্দর ভাবে উপস্থাপন করলেন। ধন্যবাদ ভাই।
০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৫৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১২| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:৪২
শাহজালাল হাওলাদার বলেছেন: দিনের বেলা মাকরু বলে
রাতে কাটেন দাড়ি
ভাই,
দাড়ি কাটা দিনেও অপরাধ, রাতেও অপরাধ, রোজায়ও অপরাধ, রোজার বাইরেও অপরাধ। এ অপরাধে আজ কমপক্ষে ৯০ ভাগ মুসলিম অপরাধী। আল্লাহ আমাদের এ অপরাধ মুক্ত করুন।
" ফরজ তরফ স্থলে ফরজ তরক হবে।"
০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৫৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ত্রুটি ধরার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৩| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৮
নতুন নকিব বলেছেন:
প্রামানিক ভাই,
''দিনের বেলা মাকরু বলে
রাতে কাটেন দাড়ি
অন্যের সম্পদ দখল করতে
করেন বাড়াবাড়ি।''
-জটিল ছড়া!
অনেক ধন্যবাদ।
০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৯
কাছের-মানুষ বলেছেন: সত্য বচন । সহজ সুন্দর ছড়া ।
ভাল লাগা রইল।
০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৫| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:২১
নায়না নাসরিন বলেছেন:
ধান্দাবাজি চান্দাবাজি
রোজা রেখে করেন
তারাই আবার মসজিদ গিয়ে
নামাজে ভুল ধরেন।
হা হা হা হা ভাইয়া আপনি ঠিক বলেছেন
++++++
০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৬| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:৫০
বে-খেয়াল বলেছেন: রোজা নষ্ট হবে বলে
থুথু ফেলেন ঘন
ব্যবসা করেন দুই নম্বরী
কলুষ তাদের মনও।
দারুন দারুন বেশ সুন্দর ছন্দের মিতালী লেখায় ভাললাগা রইলো।
০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৫৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৭| ৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বরাবরের মতো চমৎকার ছড়া,
ধন্যবাদ আপনাকে প্রামানিক ভাই।
আমি এত বছর ব্লগিং করে আজ জেনারেল,
আমার কোন লেখা প্রথম পাতায় প্রকাশিত হচেছ না।
০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০০
প্রামানিক বলেছেন: কেন ভাই, আপনাকে এ অবস্থা করেছে কেন? আপনি মডুদের সাথে যোগাযোগ করেন।
১৮| ৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
জুনিয়ার ব্লগার বলেছেন:
একদম হাছা কথা।
০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৯| ৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
সুমন কর বলেছেন: হাছা কথা লিখেছেন। +।
০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২০| ৩০ শে মে, ২০১৭ রাত ৯:৪৮
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
ঠিক.... ঠিক.... ঠিক.......
০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২১| ৩০ শে মে, ২০১৭ রাত ১০:০৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একেবারে সাচ্চা কথা বলেছেন প্রামানিক ভাই। আপনাকে ধন্যবাদ।
০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২২| ৩১ শে মে, ২০১৭ রাত ১:০২
সোহানী বলেছেন: ইফতার পার্টির কথা বললেন না.... সেটা তো আরেক ধান্দাবাজি...
ভালোলাগা সহ ++++++++++++++
০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন. আপনি বলেছেন যখন ইফতার পার্টি নিযে আলাদাভাবে লিখব, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৩| ৩১ শে মে, ২০১৭ ভোর ৪:১৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ছড়া খুব ভাল হয়েছে
০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৪| ৩১ শে মে, ২০১৭ ভোর ৪:৩৭
সচেতনহ্যাপী বলেছেন: ভাল লাগার মূলই হলো আপনার বর্তমান নিয়ে ছড়া।।
০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৫| ৩১ শে মে, ২০১৭ ভোর ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
রোযার সময় কম খাওয়াতে কারো কারো শরীরে সুগার কমে যায়, মগজ ঠিক মতো হয়তো কাজ করে না, তাই কারো কারো কথা ও াজে মিলে না।
০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০৫
প্রামানিক বলেছেন: ক্ষুধা লাগলে কারোরি হুশ থাকে না। ধন্যবাদ
২৬| ৩১ শে মে, ২০১৭ ভোর ৫:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: পুনঃ প্রচার ক্যান ভাই, নতুন সম্প্রচার চাই.........তবে পুনঃ প্রচার ও খারাপ হয় নাই
০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০৪
প্রামানিক বলেছেন: নতুন সম্প্রচার আছে কয়দিন পরে পাইবেন। ধন্যবাদ
২৭| ৩১ শে মে, ২০১৭ ভোর ৫:৫৭
সাদা মনের মানুষ বলেছেন:
০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০৩
প্রামানিক বলেছেন: এই খেজুর কই পাইলেন?
২৮| ৩১ শে মে, ২০১৭ সকাল ১১:২৩
ভ্রমরের ডানা বলেছেন:
হক কথা, সত্য কথা!
০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৯| ৩১ শে মে, ২০১৭ দুপুর ২:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কথা মিছা বলেন নাই। খুব সুন্দর।
ভালো লাগা রইল।
০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩০| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:২৩
নূরএমডিচৌধূরী বলেছেন: খুব সুন্দর কবিতা +++
০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উচিৎ কথা বেরোবেই।