নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বিয়ের আগে বলে ছিলে

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:০৬


শহীদুল ইসলাম প্রামানিক

বিয়ের আগে বলেছিলে
খাবে নাকি পান্তা ভাত
এখন দেখি পান্তা দেখলে
তাড়াতাড়ি গুটাও হাত।

বিয়ের আগে বলেছিলে
বাঁধবে ঘর ঐ গাছ তলে
গয়না-গাটি লাগবে নাকো
পড়বে বেলী নিজ গলে।

খাট পালঙ্ক লাগবে নাকো
কাটিয়ে দিবে মাটির পর
খড়-বিছালী বিছিয়ে নিয়ে
থাকবে শুয়ে জীবন ভর।

সাথে আমি থাকলে পরে
লাগবে নাকো আর কিছু
এসব বলে হরহামেশা
লেগেই থাকতে মোর পিছু।

তোমার কথায় বিভোর হয়ে
বিয়ের পিড়ায় বসলাম যেই
ক’দিন পরেই উল্টে গেলে
সেসব কথা কিছুই নেই?

এখন দেখি তাকিয়ে থাক
আকাশ পানে চোখ তুলে
দালান-কোঠা দেখলে পরে
পূর্বের কথা যাও ভুলে।

আকাশ-কুসুম স্বপ্ন দেখে
বাস্তব করা কঠিন কাজ?
তোমার কথা বিশ্বাস করে
এখন আমি পাচ্ছি লাজ।

মোহ-মায়ায় বিয়ে করে
বাস্তব নিয়ে ভুগছি ভাই
প্রেমের সময় যাই বলেছে
এখন তাহার কিছুই নাই।

(ছবি ইন্টারনেট)
সেগুন বাগিচা
২১/১২/২০১২

মন্তব্য ১০০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:১০

জুন বলেছেন: মোহ-মায়ায় বিয়ে করে
বাস্তব নিয়ে ভুগছি ভাই
প্রেমের সময় যাই বলেছে
এখন তাহার কিছুই নাই।

হা হা হা দারুন কবিতা প্রামানিক ভাই । একেবারে ১০০ তে ১০০
=p~ =p~

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

২| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:১৪

সুমন কর বলেছেন: তোমার কথা বিশ্বাস করে
এখন আমি পাচ্ছি লাজ।
-- লজ্জা পাবার কোন কারণ নাই। ভাবীকে বুঝিয়ে বলতে হবে, বেতন কম-- জিনিস পত্রের দাম বেশি।

ভালো লিখেছেন।

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৯

প্রামানিক বলেছেন: বুঝলে তো আর লজ্জা পেতে হয় না। ধন্যবাদ ভাই সুমন কর।

৩| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:১৫

প্রতিভাবান অলস বলেছেন: বাস্তব কবিতা। অনেক ভাল লাগলো

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন ভাই ছড়াতে, সব সত্যি কথা।
মেয়েদের বড্ড ভুলো মন, বিয়ের আগের কথা বিয়ের পর একদম মনে রাখে না!!!

ভালো লাগলো ভাই। ++++++

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:৪০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, মনে থাকলেও মুখে আনে না। ধন্যবাদ

৫| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:২০

তৌফিক বলেছেন: অনেক ভাল লিখেছেন ভাই, বাস্তবতার চমৎকার প্রকাশ করেছেন।

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:২১

বিজন রয় বলেছেন: মোহ-মায়ায় বিয়ে করে
বাস্তব নিয়ে ভুগছি ভাই
প্রেমের সময় যাই বলেছে
এখন তাহার কিছুই নাই।


না, ভাইজান, মানতে পারলাম না।

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৭

প্রামানিক বলেছেন: তাহলে কি আপনার বিয়ের আগের সব কথা ঠিক আছে?

৭| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:৩০

মোস্তফা সোহেল বলেছেন: বিয়ের আগে পরে পার্থক্য বুঝি এমনই হয়।ছড়ায়++

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:৪১

প্রামানিক বলেছেন: অনেকটা তাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।।

৮| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৬

কাউয়ার জাত বলেছেন: বউয়ের জ্বালায় কি ব্লগে অনিয়মিত হয়ে গেলেন?

১৩ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৩

প্রামানিক বলেছেন: যদি বলি না তাহলে ১০০% মিথ্যা বলা হবে, আবার যদি বলি হা সেটাও ১০০% মিথ্যা বলা হবে, কাজেই হা এবং না এই দুইটার মাঝামাঝি।

৯| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:০৭

ধ্রুবক আলো বলেছেন: বিয়ে এখনো করি নাই, তবে বলতে পারি বাস্তবতা এমনই,
কারও পৌষ মাস কারও সর্বনাশ ;)

১৩ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

১০| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:১৯

সাদা মনের মানুষ বলেছেন: ১০ হইছি, ইফতারের দাওয়াত দেন :D

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

প্রামানিক বলেছেন:
নেন ভাই আপাতত ইফতার শুরু করেন পরে আরো আছে।

১১| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৪০

ফকির আবদুল মালেক বলেছেন: বরাবরের মত দারুন।

আপনার ছড়া বেশ আনন্দ দেয়, এটাও ব্যতিক্রম নয়।

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মালেক ভাই, শুভেচ্ছা রইল।

১২| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৫২

তারেক ফাহিম বলেছেন: বিয়েতো এখনও হয়নি প্রামণিক ভাইয়ের ছড়াক অনুসরণ করে বিয়ে করতে হবে। সতরক বাণি অবিবাহিতদের জন্য,

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

প্রামানিক বলেছেন: জী ভাই উপায় নাই, সতর্ক হন আর না হন, বিয়ে করতেই হবে, এই হ্যাপা পোহাতেই হবে।

১৩| ১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪০

মার্শাল আরমান বলেছেন: অসাধারণ।

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৪| ১৩ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:


প্রেম ভালোবাসা মানজুষকে কিছুটা পাগলাটে করে দেয়, বিয়ের পর, মাটিতে পা লাগে।

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

প্রামানিক বলেছেন: একদম খাঁটি কথাই বলেছেন। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

১৫| ১৩ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪১

পুলক ঢালী বলেছেন: হা হা হা প্রামানিক ভাই দারুন মজা পাইলাম। তবে ইহা হইলো পুরুষের বাচন । প্রেমিক প্রবর অনেক আকাশ কুসুম স্বপ্ন দেখিয়ে প্রেমিকাকেও পটায় বশ করে। পরের কবিতাটি এই বিষয়ে লিখার অনুরোধ রইলো :D
আপনি কেমন আছেন? এখন নিশ্চয়ই প্রতিদিন বেশ কয়েটা ঔষধ খেতে হয়।ভাল থাকুন।

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

প্রামানিক বলেছেন: প্রতিদিন ১১পদ ৗষধ খেতে হয়। মহিলাদের বিষয়টিও আপনার কথামত মাথায় রইল। ধন্যবাদ

১৬| ১৩ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪২

নায়না নাসরিন বলেছেন: হা হা হা ভাইয়া , এখন কি ভাবি বেলি ফুল বাদ দিয়ে স্বর্নের গয়না পরতে চায় ?
মজার ছড়ায় অনেকগুলা ভালোলাগা ++++++্

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

প্রামানিক বলেছেন: হা হা বোন ঠিক ধরেছেন, উপায় নাই, দাবী দাওয়ার কাছে চুপ করে থাকি। ধন্যবাদ

১৭| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

বিয়ের সাথে রাগ?
বুকে লেগেছে আগ

সাথে রইবে কে,
বিয়ে না করলে?

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, উপায় নাই যত বিপদই হোক বিয়ে করতেই হবে।

১৮| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
হা,হা, হা প্রমাণিক ভাই দারুণ লিখেছেন । B-)

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বউগুলো বাস্তবতা বুঝতেই চায় না...

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন। কিছু মহিলা আছে নিজের আয়ের অবস্থা না বুঝে পাশের বাড়ির মহিলার সাথে প্রতিযোগীতা করে।

২০| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো তাহলে দেখছি সত্যিই বেশ বিপদের ভেতর আছেন =p~

১৩ ই জুন, ২০১৭ রাত ১১:২৪

প্রামানিক বলেছেন: না ভাই, আমি প্রেম কইরা বিয়া করি নাই বিপদেও নাই, যারা প্রেম করছে হ্যাগো কথা কইছি।

২১| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: সংযমের মাসে এমন অসংযমী ইফতার আমি করুম না X((

১৩ ই জুন, ২০১৭ রাত ১১:২৮

প্রামানিক বলেছেন:
তাইলে সংযমসহ দুগ্গা মুড়ি খান- - - -

২২| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




বিয়ের আগে এই কথাতেই ভুলে ছিলেন ? চু....চু........চু............ :(

চোস্ত লেখা । তবে আজ কি ইফতারী জুটেছে আপনার কপালে ? ;)

১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৩২

প্রামানিক বলেছেন: ইফতারী জুটেছে, তবে গিন্নির সাথে দেখা হয় নাই, কারণ ইফতারীর সময় পল্টন মোড়ে বাসের জ্যামে আটকে ছিলাম।

২৩| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিয়ের আগে সবাই এসব কথা বলে। বিয়ের পরে ভুলে যায়। হাঃ হাঃ হাঃ।


বাস্তব ছড়া লিখেছেন প্রামানিক ভাই।

১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৩৫

মনিরা সুলতানা বলেছেন: মজা পাইছি ভাইয়া !
লেখায় ভালোলাগা ।

১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, আপনার মন্তব্যে খুশি হলাম।

২৫| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৪২

সত্যের ছায়া বলেছেন: আপনার ছড়া/কবিতা এম্নিতেই ভাল লাগে, তাই ভাল বলা অপ্রাসঙ্গিক।

শুধু একটাই কথা রেখে গেলাম- আপনি অনিয়মিত।

১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৩৫

প্রামানিক বলেছেন: জী ভাই, আগের মত সময় দিতে পারছি না। ধন্যবাদ আপনাকে আমাকে স্মরণ করার জন্য।

২৬| ১৩ ই জুন, ২০১৭ রাত ১০:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: আবেগের বশে অনেক কথাই বলা হয়ে যায়; বাস্তবতা বড্ড কঠিন ।

১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৩৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন সাধু।

২৭| ১৩ ই জুন, ২০১৭ রাত ১০:২৩

নীলপরি বলেছেন: অসাধারণ ।

১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

২৮| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:২১

শায়মা বলেছেন: হায় হায় ! :(

১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৩৬

প্রামানিক বলেছেন: যা বাস্তব তাই লিখেছি, ধন্যবাদ

২৯| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অসাধারণ ।

১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩০| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:০৯

মিঃ আতিক বলেছেন: সুন্দর একটি কবিতা পড়লাম।

১৪ ই জুন, ২০১৭ রাত ১২:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩১| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:২৩

Imtiaz Arnab বলেছেন: তেঁতো বাস্তব।

১৪ ই জুন, ২০১৭ রাত ১২:২৯

প্রামানিক বলেছেন: মন্দ বলেন নাই। ধন্যবাদ

৩২| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৩৫

থার্মোমিটার বলেছেন: এসব কবিতা লিখে বাংলার যুবসমাজ কে নিরুৎসাহিত করতে পারবেন না, তারা বিয়ে করবেই, আর বিয়ের পর আপনার মত কবিতাও লিখবে । যুব সমাজকে বিয়ে করতে ভয় দেখানোর অপচেষ্টায় আপনাকে মাইনাস । X(( X((

১৪ ই জুন, ২০১৭ রাত ২:২৪

প্রামানিক বলেছেন: ভাই থার্মোমিটার, যুবসমাজকে বিয়ে করতে নিরুৎসাহিত করি নাই, তবে বিয়ের পরে মাইনকা চিপায় পরার বিষয়টি জানিয়ে গেলাম।

৩৩| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: মোহ-মায়ায় বিয়ে করে
বাস্তব নিয়ে ভুগছি ভাই
প্রেমের সময় যাই বলেছে
এখন তাহার কিছুই নাই।

দারুন লিখেছেন ভাই
এরমটিই দেখি যে দিকেই তাকাই ।
শুভেচ্ছা রইল

১৪ ই জুন, ২০১৭ রাত ২:২৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

৩৪| ১৪ ই জুন, ২০১৭ রাত ২:০১

সচেতনহ্যাপী বলেছেন: অভাব দরজায় এসে দাড়ালে, ভালবাসা জানালা দিয়ে পালায় :-P ।।
প্রথমটা মুছে দেবেন, প্লিজ।।

১৪ ই জুন, ২০১৭ রাত ২:৩১

প্রামানিক বলেছেন: যতটুকু জানি কথাটি হবে --
অভাব যখন দরজায় দেখা দেয়
ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়


ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

৩৫| ১৪ ই জুন, ২০১৭ রাত ৩:১৩

ফেরদৌসা রুহী বলেছেন: এখন দেখি তাকিয়ে থাক
আকাশ পানে চোখ তুলে
দালান-কোঠা দেখলে পরে
পূর্বের কথা যাও ভুলে।

আহারে এমনি হয়। বিয়ের আগের কথা পরে আর কাজে লাগেনা।

১৪ ই জুন, ২০১৭ দুপুর ১:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৬| ১৪ ই জুন, ২০১৭ রাত ৩:১৭

কল্লোল পথিক বলেছেন:





হা হা হা দারুন কবিতা প্রামানিক ভাই ।

১৪ ই জুন, ২০১৭ দুপুর ১:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই, কেমন আছেন?

৩৭| ১৪ ই জুন, ২০১৭ রাত ৩:৪৭

ওমেরা বলেছেন: মানুষের আবেগ ক্ষনস্থায়ী ।তাই আবেগের কথা মনে থাকে না । ধন্যবাদ ভাইয়া ।

১৪ ই জুন, ২০১৭ দুপুর ১:০৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, আবেগের কথা পরে মনে থাকে না। ধন্যবাদ

৩৮| ১৪ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৮

নতুন নকিব বলেছেন:



মজায় মাতিয়ে দিলেন প্রামানিক ভাই।

আপনি এবং ভাবি সাহেবা দু'জনই ভাল আছেন তো?

১৪ ই জুন, ২০১৭ দুপুর ১:০৯

প্রামানিক বলেছেন: জী ভাই ভালো আছি, আপনি কেমন আছেন?

৩৯| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা!

আগে যদি বুঝতাম!! =p~ =p~ =p~

ধরলেও জ্বালা, ছাড়লেও জ্বালা
যদিও নাম নিয়েছে অবলা ;)
বাঁধার আেগ কত ছল
শেষে ঝড়ায় চোখের জল :P

হা হা হা

+++++

১৪ ই জুন, ২০১৭ দুপুর ১:১০

প্রামানিক বলেছেন: দারুণ দারুণ। চমৎকার ছন্দ উদাহারণ। ধন্যবাদ

৪০| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: প্রমাণিক ভাই আবার শেষে এসে কানে, কানে একটা কথা বলে যাই । আমারে কিন্তু আজও কেউ এমন কথা বলেনি । =p~

১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:১৮

প্রামানিক বলেছেন: না বলাটাই ভালো, বললে পরে ভেজাল হয়। ধন্যবাদ কানে কানে কথা বলার জন্য।

৪১| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:২২

নতুন নকিব বলেছেন:



জ্বি, ভাই আলহামদুলিল্লাহ।

১৫ ই জুন, ২০১৭ রাত ২:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪২| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৮

Al Rajbari বলেছেন: অ্যাঁ -!!
:D :D

১৫ ই জুন, ২০১৭ রাত ২:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৪৩| ১৪ ই জুন, ২০১৭ রাত ৯:২৫

সোহানী বলেছেন: হাহাহাহাহা....... এরকম এমন কত কথাইতো প্রামাণিক ভাইয়া বলেছেন ভাবীকে বিয়ের আগে তারপর বিয়ের পর সব শেষ।

তারউপর বেলি ফুলের ও যে দাম ... এই যে সেদিন প্রামাণিক ভাই ফুল কিনতে যেয়ে ফল কিনে ফিরেছেন বললেন ফুলের যে দাম তা দিয়ে ফল কিনে পুস্টিগুন রাখছি, কই ভাবীতো তাই বলে আকাশপানে না চেয়ে বরং তা কেটেকুটে ইফতার সাজিয়েছেন....

বাস্তবিক ছড়ায় +++++++++

১৫ ই জুন, ২০১৭ রাত ২:৫৩

প্রামানিক বলেছেন: এই সেরেছে, ঘরের কথা পরে জানলো কেমনে -- - ? আমি সব সময় কম কথা বলি-- সেই কারণে ভালো কোন প্রতিশ্রুতি দেইনি। আমি বলেছিলাম আমার ঘর নাই, তখন বলেছিল গাছ তলায় থাকবো। আমি বলেছিলাম ভাত দিতে পারবো না, তখন বলেছিল পান্তা খেয়েই থাকবো। আমি বলেছিলাম স্বর্ণের গহনা দিতে পারবো না, তখন বলেছিল বেলি ফুলের মালা হলেই চলবে। কাজেই আমার দোষ নাই, আমার প্রতিশ্রুতির চেয়েও অনেক বেশি দিয়েছি কিন্তু সে তার প্রতিশ্রুতি রাখে নাই, এখন পান্তা দেখলে নাক সিটকায়।

৪৪| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আফসোস!

২০ শে জুন, ২০১৭ রাত ১২:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৪৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: বিয়ের আগে অনেকেই অনেক কিছু বলে!!!

আমার বিয়ে ঠিক করেছিলেন আমার স্ত্রী'র দুলাভাই। উনি আমার বস ছিলেন। তাই, আমার নাড়ি-নক্ষত্র জানতেন।

তাই, কোন গুল-পট্টী মারতে পারি নাই!!! :(

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

প্রামানিক বলেছেন: তাহলে তাে সলিড বিয়ে।

৪৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৭

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লিখেছেন । বিয়ের আগে অনেক টা অন্ধ ই থাকে । বিয়ের পর ঐ সব আর থাকে না ।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বোন।

৪৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৮

নূর-ই-হাফসা বলেছেন: আপনার কবিতা সবসময় এ অসাধারণ । হিন্দু বাড়ি নামায টা চমৎকার ছিল

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

প্রামানিক বলেছেন: উৎসাহিত হলাম। ধন্যবাদ

৪৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২

সামিয়া বলেছেন: ওহফ এত এত অভিযোগ!!
সুন্দর ছড়া।++

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

প্রামানিক বলেছেন: এসব অভিযোগ নয় কারো কারো জীবনের বাস্তবতা। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৪৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৪

খায়রুল আহসান বলেছেন: হা হা হা, বড় মজার ছড়া লিখেছেন, প্রিয় ছড়াকার প্রামানিক!

বিয়ের আগে এবং পরে... কল্পনা আর বাস্তব! ছন্দে ছন্দে এ দুয়ের মাঝের বৈপরীত্য চমৎকারভাবে তুলে ধরেছেন।

২৩ নং মন্তব্যটা পড়ে মনে মনে ব্যথিত হ'লাম, ওনার কথা ভেবে।

মজার ছড়ায় প্লাস না দিলেই নয়! + +

০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, মন্তব্য পেয়ে খুবই খুশি হলাম। হেনা ভাইয়ের তুলনা নাই তার কথা ভুলতেই পারছি না।

৫০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৫

খায়রুল আহসান বলেছেন: হা হা হা, বড় মজার ছড়া লিখেছেন, প্রিয় ছড়াকার প্রামানিক!

বিয়ের আগে এবং পরে... কল্পনা আর বাস্তব! ছন্দে ছন্দে এ দুয়ের মাঝের বৈপরীত্য চমৎকারভাবে তুলে ধরেছেন।

২৩ নং মন্তব্যটা পড়ে মনে মনে ব্যথিত হ'লাম, ওনার কথা ভেবে।

মজার ছড়ায় প্লাস না দিলেই নয়! + +

০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, মন্তব্য পেয়ে খুবই খুশি হলাম। হেনা ভাইয়ের তুলনা নাই তার কথা ভুলতেই পারছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.