নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
ছবি-০১
হাস্যোজ্জল কামরুন্নাহার আপার দম্পতি। সুখি দম্পতিই বটে। পরস্পরের মাঝে যথেষ্ট মিল। এমন সুখি দম্পতি হাজারে খুঁজে পাওয়া মুশকিল। কামরুন্নাহার আপার স্বামীও অসম্ভব ভালো লোক। মুহুর্তেই মানুষকে আপন করে নিতে পারে। এমন লোক সচারচর খুব কমই চোখে পড়ে।
ছবি-০২
বাড়ির পুরো ছাদ জুড়েই বাগান। বিশাল এই ছাদবাগান দেখলেই বোঝা যায় সুখি দম্পতির নমুনা। এত বড় বাগান কারো একার পক্ষে পরিচর্যা করা সম্ভব নয়। উভয়েই এই বাগানের পরিচর্যা করেন। শুধু তাই নয় দেশি ফুল গাছের পাশাপাশি অনেক বিদেশি ফুলের গাছও সংগ্রহ করেছেন, যা দেখে চোখ জুড়িয়ে যায়।
ছবি-০৩
ছাদ বাগানের বারবি কিউ কর্নারে আড্ডারত ব্লগারগণ।
অনেক দিন পর কয়েকজন ব্লগার তার বাসায় উপস্থিত হয়েছিলাম। উপলক্ষ্য কিছু না। নাইজেরিয়া থেকে স্বামী সন্তানসহ ব্লগার ফেরদৌসা এসেছে তার উপস্থিতিকে উপলক্ষ্য করেই এই আয়োজন। আগেও আমরা এরকম আয়োজনে মিলিত হতাম। তবে কারো বাসায় নয় কোন পার্কে বা পিকনিকের আড্ডায়। অন্যান্য দিনের তুলনায় আজকের আয়োজনটা ছিল ভিন্ন রকমের।
ব্লগ লেখক ফেরদৌসা, ফটো ব্লগার সাদা মনের মানুষ (কামাল ভাই), ছড়াকার প্রামানিক, কবি আলভী ভাই, বাউল কবি মেজদা, চিন্তাশীল লেখক রব্বানী ভাই, ব্লগার ওয়াসিম, কবি যুথি, গল্পকার হামিদ ভাইসহ সকল তারাদের আজ একত্র করেছিলেন আমাদের কামরুন্নাহার নাহার আপা।
ছবি-০৪
খাবারের আয়োজনও কম ছিল না। বীথি আপার নিজ হাতের রান্না। খুবই মজাদার। সরষে বাটা ইলিশ মাছের ভুনা অসম্ভব স্বাদ হয়েছিল। আমরা তাকে ফুলের রানী হিসাবেই জানি কিন্তু তিনি যে ভালো রাঁধুনি এটা জানা ছিল না।
ভুরি ভোজনের পাশাপাশি ছাদ বাগানে আড্ডাটা সবাইকে মুখরিত করেছিল। আনন্দে সবাই আত্মহারা হয়েছিলাম। আড্ডা তো অনেক দিয়ে থাকি কিন্তু সমমনা লোকজন সবসময় পাওয়া যায় না। কামরুন্নাহার আপার বাসায় সমমনা কয়েকজন ব্লগার একত্রিত হতে পেরে জীবনের দুঃখ, বেদনা, কষ্ট মহুর্তেই ভুলে গিয়েছিলাম। বাকি জীবনে এমন আনন্দময় পরিবেশে এই কয়জন আবার একত্রিত হতে পারবো কিনা জানি না। তবে ৫ই আগস্ট ২০১৭সালের এই দিনের স্মৃতিগুলো সারা জীবন স্মৃতিময় হয়ে থাকবে।
ছবি-০৫
ব্লগার সাদা মনের মানুষ (কামাল ভাই) সেই নরসিংদী থেকে এসেছেন। সাথে দুই এক কেজি নয় এক মণ লটকন নিয়ে এসেছেন। জীবনে অনেক লটকন খেয়েছি কিন্তু কামাল ভাইয়ের নিয়ে আসা লটকনের মত এত মিষ্টি স্বাদ কখনও পাইনি। লটকনের এমন স্বাদ হওয়ায় সবাই খামচা খামচা খেয়েছে।
ছবি-০৬
মাঝে বসা ব্লগার আলভি ভাই এসেছেন যশোর থেকে। এর আগে ফোনে অনেক কথা হয়েছে কিন্তু সরাসরি কখনও দেখা হয়নি। এবার সরাসরি দেখা করার পর পরস্পরের আন্তরিকতা যেন তুঙ্গে উঠে গেল। ব্লগ শুধু লেখালেখির জায়গা নয় ব্লগের কারণে কত দূরের মানুষ যে কাছে চলে আসে তার নমুনা আলভি ভাই।
ছবি-০৭
এনারা সবাই ব্লগার। আগে প্রথম আলোতে ছিল এখন সামুর ব্লগার। পরিচয় নাইবা দিলাম।
ছবি-০৮
ক্যামেরা হাতে ব্লগার রব্বানী ভাই।
ছবি-০৯
ছাদ বাগানে সবাই ছবি তোলায় ব্যাস্ত।
ছবি-১০
বামে গল্প লেখক হামিদ ভাই, মাঝে বাউল কবি কোহিনুর ভাই, ডানে প্রবন্ধ লেখক রব্বানী ভাই।
ছবি-১১
হলুদ গেঞ্জি গায়ে কবি নীল সাধু ভাই জড়িয়ে ধরে আছে নাইজেরিয়া ফেরত ফেরদৌসার ছেলেকে, দূরে হাসি মুখে ব্লগার স্বপ্নের ফেরিওয়ালা।
ছবি-১২
উঁচু হয়ে বসে আছেন ফেরদৌসার স্বামী এবং সাথে আমরা কয়জন।
ছবি-১৩
অবশেষে মিষ্টি খেয়ে বিদায় নিলাম। মিস্টিগুলো কামরুন্নাহার আপার হাতের তৈরী এবং এর সাথে যোগ হয়েছিল কয়েকজন ব্লগার দম্পতির নিজ হাতের তৈরী মিষ্টি, মন্ডা আর পিঠা। দম্পতিরা কেউ খালি হাতে আসেন নাই। যে যা পেরেছেন বাসা থেকেই কিছু না কিছু তৈরী করে এনেছেন। রাঁধুনি হিসাবে কেউ কারো চেয়ে কম না। মিষ্টি, মন্ডা, পিঠা যেটাই খাই সেটা খেয়েই মুগ্ধ হয়ে যাই। এমন দিন হয়তো আর ফিরে পাবো না।
ছবি-১৪
কামরুন্নাহার আপার ছাদ বাগানের কিছু ফুলের ছবি।
ছবি-১৫
ছবি-১৬
ছবি-১৭
ছবি-১৮
ছবি-১৯
ছবি-২০
ছবি-২১
ছবি-২২
ছবি-২৩
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৫
প্রামানিক বলেছেন: এসব আমরা মানি না মানবো না। স্লোগান হবে মিছিল হবে - - - - - - ধন্যবাদ বোন সোহানী।
২| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: ভাই, লটকন খেতে মন চাচ্ছে !!!
কামাল ভাই কই গেল !!!
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৬
প্রামানিক বলেছেন: ভাই আগে বলবেন না, খেয়ে তো শেষ করে ফেলেছি। ধন্যবাদ
৩| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০২
ক্লে ডল বলেছেন: লেখার মাধ্যমে যে আত্মিক বন্ধন সৃষ্টি হতে পারে হাস্যোজ্জল মুখগুলো তার প্রমাণ। পোষ্টে অনেক অনেক ভালোলাগা।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, এমন একটি আড্ডায় যোগ দিতে পেরে নিজেকে কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলেছিলাম।
৪| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: মিলনমেলা দারুন জমেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফেরদৌসা আপুর জন্য সুখবর। যদি ডিএসসিসির বাসিন্দা হন তা হলে ছাদে বাগান করার জন্য ১০% পৌর কর রেয়াতের ঘোষণা দক্ষিনের মেয়রের।
দুঃভাগ্যজনক ভাবে আমি সব সময় এই সুন্দর আয়োজন মিস করি!!
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৪
প্রামানিক বলেছেন: ছাদ বাগান ফেরদৌসা আপুর নয় কামরুন্নাহার বীথি আপুর। ১০% কর রেয়াতের ঘোষণা দিলেও সেই সুবিধা এখনও ডিসিসি দেয়া শুরু করেনি। ধন্যবাদ নুরু ভাই।
৬| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফেবুতে অনেক ছবি দেখেছিলাম, প্রামানিক ভাইকে মিলাতেও পারছিলাম না।
এখানে বর্ননা পড়ে অনেক ভাল লাগলো । কোন এক আড্ডায় আপনাদের সাথে মিলিত হওয়ার আশায় রইলাম।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩০
প্রামানিক বলেছেন: সবাই একত্রিত হওয়ার একটি আড্ডা আমিও খুঁজতেছি। যদি এরকম একটি আড্ডার ব্যবস্থা কেউ করে তহলে ভালোই হতো। ধন্যবাদ আপনাকে।
৭| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৪
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
ব্লগ যে অনাত্মীয় মানুষগুলোর মাঝে আত্মীয়তার একটা সেতুবন্ধন রচনা করে যেতে পারে , পোস্টটি তারই জ্বলন্ত প্রমান ।
ভালো লাগলো , খুব ভালো লাগলো কামরুন্নাহার বীথির ফুল বাগানে ব্লগার ভ্রমরদের এমন কলকাকলীতে মুখরিত হতে দেখে ।
সবাইকে শুভেচ্ছা ।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আহমেদ জীএস ভাই। আসলেই সমমনা কয়জন একত্রিত হতে পেরে নিজেকে হারিয়ে ফেলেছিলাম।
৮| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার! চমৎকার! খুব ভালো লাগলো। ফেবুতে খানিকটা দেখেছিলাম। এখানে পূর্নাঙ্গ পোস্টে পরিচিত সবাইকে দেখে প্রাণ জুড়িয়ে গেল।
ধন্যবাদ প্রামানিক ভাই।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, অনেক দিন পর সবাই একত্রিত হতে পেরে খুবই আনন্দ উপভোগ করেছি, যা ভাষায় প্রকাশ করা যায় না।
৯| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফেবুতে অনেকগুলো ছবি দেখেছি। ব্লগে নতুন কিছু দেখলাম। সব মিলে অন্য ব্লগারদের হিংসা হতে পাতে এমন সুন্দর একটি আড্ডার জন্য।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫০
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, সামু যদি এরকম একটি আড্ডার ব্যবস্থা করতো তাহলে সবাই আমরা বড় পরিসরে একত্রিত হতে পারতাম।
১০| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫২
চিটাগং এক্সপ্রেস বলেছেন: ব্লগ কতৃপক্ষ এরকম কোন আয়োজন কি করেছে?
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৩
প্রামানিক বলেছেন: সামু কর্তৃপক্ষ তিন বছর আগে ব্লগ দিবসে করেছিল এরপর আর করেনি।
১১| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন আড্ডা, দারুন আেয়াজন আর তার দারুন বর্ণনায় বর্ণিল পোষ্টে হিংসা মিশ্রিত অনেক অনেক ভাল লাগা
দারুনসসসসসস
++++++++++
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে খুশিই হলাম। শুভেচ্ছা রইল।
১২| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৪
সুমন কর বলেছেন: ফেসবুকে আগেই দেখেছিলাম। ব্লগার'রা এক সাথে বসেছে এবং আড্ডা দিয়েছে, দেখে খুব ভালো লাগল।
পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ। +।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১২
প্রামানিক বলেছেন: এমন আড্ডা যদি সামু করতো তাহলে অনেকের সাথে দেখা হওয়ার একটা সুযোগ হতো।
১৩| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৬
ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল কামরুন্নাহার বীথি আপার ছাদের
বিশাল ফুল বাগানে সুপ্রিয় ব্লগারদের এমন কলকাকলীতে মুখরিত হতে দেখে ।
ফুল ও খাবারের ছবিগুলি খুবই মনোমুগ্ধকর মনে হয়েছে ।
শুভেচ্ছা রইল ।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৪| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৯
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: বাহ!
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। শুভ্চেছা রইল।
১৫| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১১
চাঁদগাজী বলেছেন:
এদকদিন আমরা সবাই পরস্পরকে কাছের থেকে জানতে পারবো; আশাকরি, সেদিন আসবে সহসা
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১২
প্রামানিক বলেছেন: সেই দিনের অপেক্ষায় আছি চাঁদগাজী ভাই।
১৬| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এতকিছু একসাথে পোষ্ট! দারুণ ভালো লাগলো সহবস্থান দেখে, সহমিলন, মজাদার খাবার, সুন্দর ফুল বাগান আমার প্রিয়তে থাকুক।
সবার জন্য শুভকামনা, কৃতজ্ঞতা রইল পোষ্টে।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান মন্তব্য দেখে খুশি হলাম। শুভেচ্ছা রইল।
১৭| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৫
উদাস মাঝি বলেছেন: খাবারের এতগুলা ছবি দেওয়া ঠিক হয় নাই
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৯
প্রামানিক বলেছেন: খাবারগুলো মুখোরোচক হয়েছিল যে কারণে কোনটা বাদ দিতে পারি নাই। এইজন্য খাবারের সব ছবি দিয়েছি। ধন্যবাদ
১৮| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩০
কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই, সেদিনের আড্ডার চমৎকার উপস্থাপনা করেছেন আপনি।
সেদিন ছাদ বাগানে এসে সবাই যেন আত্মহারা হয়ে গিয়েছিলেন।
যে যেমন পারেন পোজ আর ক্লিক, পোজ আর ক্লিক!!
আপনার ছবি আমার কেছে অনেক আছে!!
আসলেই স্মরণিয় হয়ে রইবে সে দিনটি।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬
প্রামানিক বলেছেন: এতক্ষণে কলিজায় পানি এলো। আমি তো পোষ্ট দিয়ে খুব ভয়ে ভয়ে আছি। না জানি কে কি বলে।
১৯| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫
কামরুন নাহার বীথি বলেছেন:
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৭
প্রামানিক বলেছেন: এই ছবিটি পেয়ে খুশি হলাম।
২০| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮
কামরুন নাহার বীথি বলেছেন:
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪১
প্রামানিক বলেছেন: ছবি একখান বটে -- - - -
২১| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: একা মোর হলো মিস
হয়েও ইনভাইটি;
ফটো দেখে রাগে লাগে
বুকে বিষ ঘাঁইটি।
প্রতিটি মুখই যে সেথা
ধরি হৃদ মাঝারে;
এমন মিলন মেলা
হয় সাল হাজারে।
সাথে ছিলো বীথিপুর
কতশত রান্না;
ওফ আর পারছিনা
দেখে পায় কান্না।
কপালটা আজীবনি
আগাগোরা ফাটা;
সুখ মোর সয়নাগো
মেলে লাথি ঝাঁটা।
সুযোগ যে আছে এক
শনিবার সাঁঝে;
কি যে হবে খোদা জানে
আটকেছি কাজে।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৮
প্রামানিক বলেছেন: কোন শনিবার ভাই
খবরটা কি জানতে পারি তাই।
রসালো মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
২২| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৪
নীলসাধু বলেছেন:
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯
প্রামানিক বলেছেন: এমন ছবি কখন তুলেছেন? দারুণ!!
২৩| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৯
নীলসাধু বলেছেন: ফেরদৌসা নাইজেরিয়া থেকে ফেরার পর দাওয়াতের উপর আছে। প্রতিদিন সে কারো না কারো বাসায় যাচ্ছে
আজ আমরা কামরুন নাহার আপার বাসায় ছিলাম সবাই।
কামাল ভাই এসেছিলেন নরসিংদী হতে। সঙ্গে এক মন স্পেশাল লটকনের একটা ঝূড়ি সহ
উপস্থিত ছিলেন গল্পকার হামিদ আহসান ভাই, আলভী ভাই, ছড়াকার প্রমানিক ভাই, মেজদা, যূথী, স্বপ্নের ফেরিওয়ালা এবং রব্বানী চৌধুরী ভাই!
কামরুন নাহার আপা প্রথম আলো ব্লগে ফুল এবং ভ্রমণ কাহিনী পোষ্ট দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
ফেরদৌসা একটা সময় নিয়মিত ব্লগে এতো সময় দিয়েছে যে তার নাম ছিল ব্লগ রানী। কামাল ভাই প্রথম আলো ব্লগের শুরু থেকেই ছিল। কামাল উদ্দিন নামে। রেল লাইনের পোষ্ট দিয়ে যিনি খ্যাতি অর্জন করেছিলেন। প্রামানিক ভাই ইদানীং সামু মাতিয়ে রেখেছেন তার নানা স্বাদের ছড়া দিয়ে। আলভী ভাই, মেজদা, তারাও ব্লগারদের যথেষ্ট ভালোবাসা পেয়েছেন। রব্বানী ভাই রুশানের চিকিৎসা সহায়তা কার্যক্রমে নিবেদিত ছিলেন। সাভার রানা প্লাজার কার্যক্রম চলেছে তার কো অর্ডিনেশনে।
সকল তারাদের আজ একত্র করেছিলেন আমাদের নাহার আপা।
ব্লগ রত্ন মঈনুল ভাইকে মিস করেছি খুব!
দিনব্যাপী ব্যাপক খানাদানা
এবং বিকেলে তার ছাদের বাগানে আড্ডা, ছবি তুলে চমৎকার কেটেছে সময়টা।
পুরো ছাদের নানা জায়গায় খুব পরিকল্পনা করে লাগানো গাছ গাছালিতে ভিন্ন এক পরিবেশ সৃষ্টি করেছেন আপা। ফল মূল লতা পাতা সবই আছে সেখানে। আছে বসার পরিপাটি ব্যবস্থা!
ভালোবাসা অফুরান।
ব্লগের সোনালী দিনগুলো হারিয়ে গেছে।
রয়ে গেছি আমরা।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৩
প্রামানিক বলেছেন: এসবই আগামীতে স্মৃতি হয়ে থাকবে। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ নীল সাধু ভাই।
২৪| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । কামরুন্নাহার আপার ফুলবাগানের চমৎকার সচিত্র উপস্থাপনা ভাল লেগেছে ।
১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, সত্যিই সেদিন খুব আনন্দে সময় কাটিয়েছি।
২৫| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৮
ফেরদৌসা রুহী বলেছেন: সেদিন সবাই মিলে সত্যিই খুব ভালো সময় আমরা পার করলাম। আড্ডা, খাওয়া, বাগান দেখা, বাগানে আড্ডা সব মিলে খুব ভালো লেগেছে। আপাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা আয়োজন করার জন্যন
১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, সমমনা মানুষ নিয়ে এমন আয়োজন খুব একটা হয় না। সেই দিক থেকে আয়োজনটা খুবই ভালো লেগেছে।
২৬| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: অসাধারণ লেভেলের আত্মিক আয়োজন । দেখে বেশ ভালো লাগলো সবাই মিলেমিশে হাস্যোজ্জল। সম্পর্কগুলো এমনি থাক অমলিন ।
১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৮
প্রামানিক বলেছেন: আপনি সুন্দর কথা বলেছেন। সত্যিই সেদিন আমাদের মাঝে যে আন্তরিকতার বহিঃপ্রকাশ হয়েছে তা বলে বুঝানো যাবে না। ধন্যবাদ আপনাকে।
২৭| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৭
সচেতনহ্যাপী বলেছেন: ফুলরানীর রাজ্যে আত্মহারা কিছু ব্লগারকে দেখে, আত্মহারা।। খুব মজা করেছেন তা ছবির ভাষাতেই ষ্পস্ট।। এক হলেন কি করে!!??
১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪১
প্রামানিক বলেছেন: প্রথম আলো ব্লগে নীল সাধু ভাইয়ের সহযোগীতায় মাঝে মাঝে আড্ডা হতো, আড্ডায় ব্লগ এবং লেখালেখি নিয়ে আলোচনা হতো এবং লেখকদের উৎসাহ দেয়া হতো। সেই আড্ডা থেকেই সমমনা কিছু ব্লগারের মাঝে পরস্পরের যোগাযোগ শুরু হয়। শুধু তাই নয় প্রথম আলো ব্লগ যখন বন্ধ ঘোষণা করে তখন কামরুন্নাহার আপা ও নীল সাধুসহ ব্লগারের একটি দল আমরা প্রথম আলো কর্তৃপক্ষের নিকট দেখা করেছিলাম বন্ধ না করার জন্য। কর্তৃপক্ষ সেদিন আমাদের আবেদন বিবেচনার কথা বলে বিদায় করে দেয়, পরে সত্যি সত্যি বন্ধ করে দেয়। আমদের পরস্পরের যোগাযোগটা ঐখান থেকেই।
২৮| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়াও! অনেক সুন্দর আয়োজন ছিল কামরুণ নাহার আপুর দাওয়াতে আপনার সবকয়জন তারকা একত্রিত হয়েছেন এই একাত্বতা ব্লগপরিবারের হৃদয়তা বহনকারী এক যুগান্তর মিলন মেলা। এমন করেই ব্লগার রা একে অপরের আপন। ভাল থাকুন সবাই। ভাল থাকুক সামু পরিবার।
১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, সব ব্লগারের মাঝেই এমন মিলন মেলার সুযোগ আসুক এই কামনা করি।
২৯| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ২:১৯
ওমেরা বলেছেন: খুব মজা করেছেন তো !
১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৩
প্রামানিক বলেছেন: জী ভাই, আসলেই অনেক মজা হয়েছে।
৩০| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩০
শায়মা বলেছেন: কামরুন্নাহার আপুনি!!!!!
সালাম সালাম সালাম!!!!!!
যেমনই আমাদের ভাইয়া তেমনি তুমি তেমনি তোমার গৃহসজ্জা, খানাপিনা ও ছাদ বাগান! অনেক অনেক অনেক ভালো লাগা!!!!!!!!
স্বপ্নের ফেরিওয়ালা ভাইয়া!!!!!!!!!!! এটা!!!!!!!!! মজা পেয়েছি দেখে!!!! হলুদ গেঞ্জীর নীলসাধু ভাইয়া আর বেবিটার ছবি দেখে আমি মুগ্ধ!!!!!!!!!
শিমুল আপুনিতো চিরসুন্দরী!!!!!!!!
আর অবশেষে প্রামানিকভাইয়া!
অনেক অনেক থ্যাংকস তোমাকে!!!!!!!!
১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৪
প্রামানিক বলেছেন: আগামীতে আরো বড় পরিসরে এমন আয়োজন হোক, সবাই যেন একত্রিত হতে পারি এই কামনা করি।
৩১| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৭
জাহিদ অনিক বলেছেন: এ গ্রেট গেট টুগেদার । দেখে বেশ ভাল লাগলো ।
১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩২| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৭
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ভালো লাগল পোস্ট টি।
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩৩| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৩
এডওয়ার্ড মায়া বলেছেন: দারুন মিলন মেলা
আপনাদের বন্ধন অটুট থাকুক ।
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১২
প্রামানিক বলেছেন: বড় পরিসরে এরকম আয়োজন হলে অনেক ভার্চুয়াল বন্ধু রিয়েল বন্ধুতে পরিণত হতো। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৩৪| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৩
নাগরিক কবি বলেছেন: আমি কি এক প্লেট মিস্টি পেতে পারিনা
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৩
প্রামানিক বলেছেন: অবশ্যই। মন্তব্যর জন্য ধন্যবাদ
৩৫| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
আহ আমিও যদি আপনাদের সাথে থাকতে পারতাম !!!
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৪
প্রামানিক বলেছেন: আগামীতে বড় পরিসরে এরকম আয়োজন হলে আশা করি আপনিও সাথে থাকতে পারবেন। ধন্যবাদ
৩৬| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৭
তারেক ফাহিম বলেছেন: ব্লগে রিলেশান বলে কথা, ছবিতে হলেও ব্লগারগণদের দেখতে পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ।
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ভার্চুয়াল থেকে রিয়েল বন্ধুতে পরিণত হওয়াও একটি আনন্দের ব্যাপার। বড় পরিসরে আয়োজনের মাধ্যমে সবাই সবার বন্ধুতে পরিণত হোক এই কামনা করি।
৩৭| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২০
সামিয়া বলেছেন: অনেক ভালোলাগলো ব্লগারদের গেট টুগেদার।। জীবনের সমস্ত জটিলতাকে পেছনে ফেলে নিজেদের ভালো রাখা একটা আনন্দময় সময় কাটানো বিরাট সাফল্যের ব্যাপার। আপনাদের সাফল্যে আমি আনন্দিত।।
১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০০
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, কিছুক্ষণের জন্য হলেও জীবনটাকে চিন্তামুক্ত রাখা গেছে। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য করার জন্য।
৩৮| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১১
রূপক বিধৌত সাধু বলেছেন: এ তো রীতিমতো চাঁদের হাঁট!
১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৫
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, সেদিন চাঁদের হাটে যোগ দিয়ে খুবই ভালো লেগেছিল। ধন্যবাদ
৩৯| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: এ তো রীতিমতো চাঁদের হাট!
১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
৪০| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭
সনেট কবি বলেছেন: দারুণ বল্লেও কম বলা হয়।
১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ সনেট কবি ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪১| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ভাবছিলাম এক্টা পোষ্ট দিমু, ব্যস্ততায় দেওয়া হয়নি, আর এই গাকে আপনি দিয়া দিলেন..........শুভ কামনা।
১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১২
প্রামানিক বলেছেন: চার দিন বইসা রইলাম কেউ পুষ্ট দেয় না যে কারণে নিজেই রাগ কইরা পুষ্ট দিছি।
৪২| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার শরীরে এত্তো রাগ ক্যান প্রামানিক ভাই
১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৩
প্রামানিক বলেছেন: ব্লগে আইসা যহন কী বোর্ডে হাত দেই-- তহনই কেমতে জানি রাগ উইঠা যায়-- আর সাথে সাথেই ভালো-মন্দ একটা কিছু পুষ্ট মাইরা দেই।
৪৩| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: আপনার শরীরে এত্তো রাগ ক্যান প্রামানিক ভাই
খিঁক খিঁক খিঁক...............পিত্তি জ্বালাইন্যা হাসি দিয়া রাগ আরো বাড়াইয়া দিলাম,দ্যাহি আরো পুষ্ট বাইরায় কিনা
১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫
প্রামানিক বলেছেন: হি হি হি--- রাগের চোটে মাথা থাইকা পুষ্ট বারাইতে চায় আমি বারাইতে দেই না। হের লাইগা এহন পুষ্ট কম কম দেই।
৪৪| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪
নীলপরি বলেছেন: পোষ্ট দেখে ভালো লাগলো । শেয়ারের জন্য ধন্যবাদ ।
১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল ।
৪৫| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৬
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ওয়াহ!! উম্ম্! এইরকম একটা মজাদার পোস্ট! তারার মেলায় প্রিয় শর্ষেবাটা ইলিশ সাথে বুবি (লটকন আর পটকন ছিলন আর গিলন)মানে লটকন! উয়াও!! খুব খুব ভালো লাগলো আর তাই প্রিয়তে রাখলাম প্রিয় ব্লগারদের একনজরে দেখার আশে।। এরকম অনিন্দ্যসুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।।
১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৯
প্রামানিক বলেছেন: ধন্য ভাই, মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল ।
৪৬| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৩
শামছুল ইসলাম বলেছেন: "আমরা তাকে ফুলের রানী হিসাবেই জানি কিন্তু তিনি যে ভালো রাঁধুনি এটা জানা ছিল না। " - প্রামানিক ভাই, ফুলের রানী হিসাবে কামরুন্নাহার আপাকে মেনে নিচ্ছি, কিন্তু ভালো রাঁধুনি হিসাবে মেনে নিতে পারছি না । ( না খেয়ে কী করে মন্তব্য করি !!! ) মিলনমেলায় মিলেছে হৃদয়ের কত না কথা । খুব ভালো লাগলো সুখী দম্পতির সাথে সুখী কিছু মানুষের ছবি দেখে।
১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩১
প্রামানিক বলেছেন: আসলেই সেদিন কিছু সমমনা মানুষ একত্রিত হয়ে আত্মহারা হয়েছিলাম। এমন পরিবেশ সব সময় পাওয়া যায় না আগামীতে এরকম কোন অনুষ্ঠান হলে আপনাদের সাক্ষাত কামনা করি। মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
৪৭| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি মনে করেছিলাম ফেরদৌসা আপুর বাসায় আপনারা ।
ভুল শুধরে দেবার জন্য ধন্যবাদ।
কোন একদিন আমিও সামিল হবো ব্লগ তারকাদের মেলায়
সেই প্রত্যাশায়।
১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৬
প্রামানিক বলেছেন: আগামীতে সবাই যেন এরকম আড্ডায় মিলিত হতে পারি এই কামনা করি।
৪৮| ১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সকলকে শুভেচ্ছা। থাকতে না পেরে আফসোস হয়েছে।
এবিষয়ে একটি ছড়া কি হতে পারতো না প্রামানিক ভাই?
১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৬
প্রামানিক বলেছেন: আপনি না থাকায় খুব আফসোস করেছি। থাকলে আরো জমজমাট আড্ডা হতো। আগামীতে এরকম কোন অনুষ্ঠান হলে আপনাকে অবশ্যই পাবো এই আশা রাখি। ধন্যবাদ মইনুল ভাই।
৪৯| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪১
রায়হানুল এফ রাজ বলেছেন: এই সম্পর্ক থাকুক অমলিন।
১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৩
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। এই সম্পর্ক আজীবন থাকা দরকার। ধন্যবাদ
৫০| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নাহ্! এভাবে চলতে পারেনা। আপনার চুপে চুপে আড্ডা দেবেন আবার হরেক খাবারের আয়োজন! আমাদের কী খেতে ইচ্ছে করেনা, আড্ডা দিতে ইচ্ছে করেনা?
হরতাল! হরতাল!! হরতাল!!! অবরোধ চলবে।
১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৩
প্রামানিক বলেছেন: আমাদের কী খেতে ইচ্ছে করেনা, আড্ডা দিতে ইচ্ছে করেনা?
আসেন আগামীতে সবাই মিলে বড়সর একটি আড্ডার আয়োজন করি। ধন্যবাদ
৫১| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনাদের এমন মিলন মেলা দেখে খুব ভাল লাগল।
আশা করি একদিন আপনাদের সাথে এমন কোন মূহুর্ত কাটাতে পারব।
১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৫
প্রামানিক বলেছেন: আপনার যেমন আশা আমারো তেমন আশা। আগামীতে আপনাদের সাথে মিলিত হতে পারলে জীবনকে ধন্য মনে করবো। ধন্যবাদ
৫২| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি রাজি আছি। হয়ে যাক একটা বড়সর আড্ডা।
ধন্যবাদ। ভাল থাকবেন।
১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৩
প্রামানিক বলেছেন: একার পক্ষে সম্ভব নয় কয়েক মিলে উদ্যোগ নিতে হবে।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
সোহানী বলেছেন: আরে আমি কই ....... চলবে না, চলবে না, মানি না, মানবো না.......... সবাই একা মজার মজার খাবার খাবে, আড্ডা দিবে .......... কোনভাবেই মানা হবে না ।
বিথী আপু...... অবজেকসান....................... (অকে বেশী রাগের ইমো হবে.........)