নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
সামনের পুজোয় আসবে নাকি
নিত্যানন্দের মামা
মন্ডা মিঠাই আনবে অনেক
সাথে নতুন জামা।
তাইতে নন্দ ছটফট করে
সকাল সন্ধ্যা ভোরে
তামাম রাতে ঘুমায় নাকো
গত তিন দিন ধরে।
উঠতে বসতে জিজ্ঞেস করে
মায়ের কাছে কয়,
‘যে মামাটা আসবে হেথায়
কেমন মামা হয়’?
সোহাগ করে মা বলে যে,
‘ও যে আমার ভাই,
ভাগ্নে হওয়ায় নতুন জামা
তোকে দিবে তাই’।
‘এই পুজোতে থাকবে হেথা
অনেক মজা পাবি
মামার সাথে পুজোর মেলায়
নানান কিছু খাবি’।
‘খেলনা-পুতুল চাইলে পরে
সবই কিনে দিবে
বিনিময়ে কিচ্ছু নয়রে
তোর হাসিটা নিবে’।
‘মামার সাথে চলবি ফিরবি
চড়বি তাহার ঘাড়ে
অনেক জায়গায় যেতে চাইলে
যাবে বারে বারে’।
মায়ের কাছে অনেক কথা
নন্দ শোনার পর
অনেক আশার স্বপ্নগুলো
ভাবছে নিরন্তর।
কখন আসবে, কখন আসবে?
যাচ্ছে প্রশ্ন করে
মামার আশায় পথটি চেয়ে
মায়ের পিছে ঘোরে।
অবশেষে মামা নয় তো
এলো যে তার লাশ
মায়ের কথার স্বপ্নগুলো
হলো সর্বনাশ।
লাশ হয়েছে এক্সিডেন্টে
অর্ধেক রাস্তায় এসে
মায়ের সাথে নিত্যানন্দও
কাঁদছে অবশেষে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৪
প্রামানিক বলেছেন:
চলে আসেন ভাই, আপনাকে ভুনা খিচুড়ী অবশ্যই খাওয়াবো। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪
চাঁদগাজী বলেছেন:
"অবশেষে মামা নয় তো
এলো যে তার লাশ
মায়ের কথার স্বপ্নগুলো
হলো সর্বনাশ।
লাশ হয়েছে এক্সিডেন্টে
অর্ধেক রাস্তায় এসে
মায়ের সাথে নিত্যানন্দও
কাঁদছে অবশেষে। "
-এটুকু না দিলেই ভালো হতো
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৬
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। অনেক সময় এরকম ঘটনাই ঘটে থাকে। ধন্যবাদ চাঁদগাজী ভাই।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: আহারে! সো স্যাড!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শারদীয় শুভেচ্ছা রইল।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ‘খেলনা-পুতুল চাইলে পরে
সবই কিনে দিবে
বিনিময়ে কিচ্ছু নয়রে
তোর হাসিটা নিবে’।
চমৎকার! খুব সুন্দর ছড়া। ধন্যবাদ প্রামানিক ভাই।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তবে শেষের দুটো স্তবক খুব কষ্টের।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৮
প্রামানিক বলেছেন: মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে যায়, সেসব কথা মনে হতেই ছড়াটি লেখা।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। পূজোর শুভেচ্ছা রইলো......
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শারদীয় শুভেচ্ছা রইল।
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব মজা করেই পড়ছিলাম ছন্দে ছন্দে, কিন্তু শেষে এসে মনটায় গেল দুঃখ ভরে। খুবই কষ্টের....
ভালো লিখেছেন প্রিয় কবি।
পথ চলায় সাবধানতা বাড়ুক প্রত্যাশা
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নাঈম জাহাঙ্গীর। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ২ নং মন্তব্যের সাথে আমারও একমত জানিয়ে গেলাম....
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২০
প্রামানিক বলেছেন: অনেক সময় এরকম ঘটনা ঘটে যায় সে কারণেই লেখা। ধন্যবাদ
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
সোহানী বলেছেন: ধ্যাৎ শেষ দু'লাইনে সব আনন্দ মাটি করে দিলেন....................
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২১
প্রামানিক বলেছেন: আনন্দের মাঝেই দুর্ঘটনাগুলো ঘটে। ধন্যবাদ বোন সোহানী। শুভেচ্ছা রইল।
১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন+
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৯
আখেনাটেন বলেছেন: নিত্যানন্দের মামার জন্য মনটা খারাপ করে দিলেন।
ছড়াতে +++++++++
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৬
প্রামানিক বলেছেন: মাঝে মাঝে এমন ঘটনা ঘটে থাকে, যেমন শুক্রবার সকাল নয়টায় মুম্বাই স্টেশনে ওভার ব্রীজে পদদলিত হয়ে ২২জন মারা গেছে। এদের মধ্যে অনেকেই হয়তো পুজোর ছুটিতে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য স্টেশনে গিয়েছিল।
১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
আখেনাটেন বলেছেন: যেভাবে আমাদের এদেশগুলোতে সড়ক দুর্ঘটনা ঘটে, বহু নিত্যানন্দ যে না ফেরার দেশে চলে যায় এটাতো দেখাই যাচ্ছে।
আপনাকে অনেকদিন পর ব্লগে দেখলাম মনে হচ্ছে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৮
প্রামানিক বলেছেন: সময়ের অভাব তাই ব্লগে কম দেখেন, ধন্যবাদ ভাই।
১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
ধ্রুবক আলো বলেছেন: শেষের অংশটুকু খুবই মর্মস্পর্শী।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৮
ওমেরা বলেছেন: শেষে এসে মনটাই খারাপ করে দিলেন ভাইয়া ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬
প্রামানিক বলেছেন: এরকম ঘটনা অনেক সময় ঘটে থাকে।
১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০২
সচেতনহ্যাপী বলেছেন: ছড়া বাস্তবতা নিয়েই।। তবুও........
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬
প্রামানিক বলেছেন: জী ভাই তবুও- - -- -করার কিছু নাই।
১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪
সাইফুল১৩৪০৫ বলেছেন: আমার ছোটবোন আমার বড় ভাইকে বলছিল রংপুর থেকে আসার সময় লিচু নিয়ে আসিস। আমার ভাই লিচু নিয়ে আসার সময় সেই গাড়ি এক্সিডেন্ট হয়। গাড়ির কারই তেমন ক্ষতি হয়নি। আমার ভাইয়ারও না। তবে লিচুর ব্যাগ হাত থেকে পড়ে যায় ও সেগুলো মানুষের পায়ের চাপে থেতলে যায়।
পরে আর লিচু আনতে পারেনি। আর আমার ছোটবোন ভাইকে দেখামাত্রই বলে উঠছে ভাইয়া লিচু আনিসনি কেন!
সেইথেকে কেন যেন, আমি বাড়িতে কেউ আসার আগে বাড়ির বাচ্চাদের এটাসেটার আশা ধরানোকে পছন্দ করি না।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯
প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন, অনেকেই হয়তো আশা নিয়ে বাড়িতে বসে থাকে বড় ভাইয়েরা কিছু না কিছু নিয়ে আসবে, কিন্তু ভাগ্যক্রমে দুর্ঘটনায় অন্য রকম ঘটনা ঘটে যায়।
১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: এতো মজার ছন্দের শেষে এই কষ্টটা যোগ না করলেই কি ভালো হতো না?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০০
প্রামানিক বলেছেন: ইচ্ছা ছিল না তারপরেও অনিচ্ছা সত্বেও যোগ করতে হলো।
১৮| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ১০:০২
মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই ছড়া ভাল হয়েছে।
তবে শেষে এসে মনটা বিষাদ হল।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:২৩
প্রামানিক বলেছেন: হরষে বিষাদ। এমনই ঘটনা ঘটে।
১৯| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫
মলাসইলমুইনা বলেছেন: প্রামানিক ভাই, মজা করেই পড়ছিলাম ছড়াটা শেষে এসে মাননীয় মন্ত্রী কাদের সাহেবকে ঝামেলাটা না করলেই কি হতো না ?
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪
প্রামানিক বলেছেন: হঠাৎ করেই এমন হয়। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮
ঠ্যঠা মফিজ বলেছেন: ছড়া ভালো লাগল ভাই ।
ঠাণ্ডার এই দুপুরে আমার ভুনা খিচুড়ী চাই।