নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
বাজার থেকে হারু সর্দার
বড় ইলিশ কিনে
রাত দুপুরে ফিরছে বাড়ি
সঙ্গী-সাথী বিনে।
খ্যাংড়া মাঠে আসার পরেই
পিছন থেকে ডেকে
ফিসফিসিয়ে বলছে কথ--
হারু বলছে, কে কে?
গুন গুনিয়ে বলল তখন,
“মাঁছটা দিঁয়ে যাঁ
নঁইলে কিন্তু ঘাঁড় মঁটকাবো
আঁর উঁঠবে নাঁ পাঁ’।
যেই না বলা অমনি হারু
মাছটা ফেলে দৌড়
অল্প পিছেই আসতে ছিল
পাল পাড়ার এক গৌড়।
মাছের উপর পা পড়তেই
পিছলে পড়ল আছাড়
আছাড় পড়ে মাছের গন্ধে
জ্ঞান হারালো তার।
মাছের উপর পা পড়াতে
মাছটা গেছে ফেটে
শুকনা মাঠে পাচ্ছে গন্ধ
যারাই যাচ্ছে হেঁটে।
এর পরেতে ঐ রাস্তাতে
এলো কিছু লোক
হঠাৎ করে ইলিশ গন্ধে
গিলছে শুধু ঢোক।
ব্যাপার কিরে, কি হলোরে,
গন্ধ কেন আসে?
ভয়ের চোটে কেউবা আবার
খুক্ খুকিয়ে কাশে।
যেই না কাশি অমনি একজন
আউ আউ করে উঠল
ভয়ের চোটে দলের সবাই
উর্ধ্বশ্বাসে ছুটল।
কেউবা দৌড়ায়, কেউবা কান্দে
কেউবা খেল আছাড়
সেই থেকে যে নাম হলোরে
মাইছা ভূতের পাথার।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫১
প্রামানিক বলেছেন: বাস্তবে আমিও কোন ভূত দেখিনি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভূত প্রেত নাই যেনেও ভূতের গল্প ভালোই লাগে,
ছড়ায় ছড়ায় ভূতের আবহ সৃষ্টি করার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ নূরু ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩
বর্ষন হোমস বলেছেন:
ছড়াটা পড়ে মজা পেলাম।ভাল লাগল।
শুভকামনা রইলো।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১১
তারেক ফাহিম বলেছেন: ভুত ভুতুড়ে কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম।
কখনো দেখিনি, গল্পে অনেক শুনেছি।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আমার চোখেও কখনও পড়ে নাই তবে দূর থেকে একটি কালো কুকুর দেখেছিলাম।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪
ওমেরা বলেছেন: কখনো দেখিনি তবে দেখার অনেক শখ । ছড়া ভাল হয়েছে ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২২
প্রামানিক বলেছেন: ভূত কাছে থেকে দেখার সৌভাগ্য হয় নাই, তবে দূর থেকে কালো কিছু একটা দেখেছিলাম। ধন্যবাদ
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭
চাঁদগাজী বলেছেন:
"বাড়ি থেকে হারু সর্দার
বড় ইলিশ কিনে
রাত দুপুরে ফিরছে বাড়ি
সঙ্গী-সাথি বিনে। "
-"বাড়ী" থেকে ইলিশ কিনে "বাড়ী" ফিরছেন? সিমানটিক সমস্যা
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ গাজী ভাই, শব্দটি বাজার হবে।
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: "বাড়ি থেকে হারু সর্দার
বড় ইলিশ কিনে
রাত দুপুরে ফিরছে বাড়ি
সঙ্গী-সাথি বিনে।"
বাজার থেকে হারু সর্দার
বড় ইলিশ কিনে
রাত দুপুরে ফিরছে বাড়ি
সঙ্গী-সাথী বিনে।
এই যুগে ভুত কি আর আছে ভাই।
ভুত আমার প্রিয় প্রাণী।
আমি ভুত পুষতে চাই।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
প্রামানিক বলেছেন: ত্রুটি দেখিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
সাদা মনের মানুষ বলেছেন: এত জ্ঞান কইরা কেম্নে আম্নে কবিতা লেখেন আমি ভাইবা পাইনা
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
প্রামানিক বলেছেন: চোখ বন্ধ কইরা লিখতে হয় তাইলেই কবিতা মাথায় আইসা পড়ে।
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
সাদা মনের মানুষ বলেছেন:
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৯
প্রামানিক বলেছেন: এইডা কি ভূতের ভয়ে লাফায়?
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
সাদা মনের মানুষ বলেছেন:
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪০
প্রামানিক বলেছেন: এইডা তো চরম ভয় পাইছে, লেজে তাও দিতেছে দৌড় দৌড় দিবে দিবে ভাব- - - -
১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১
ধ্রুবক আলো বলেছেন: হা হা হা, ছড়া খুব মজা লাগলো।
তবে আমি যতদিন গ্রামে বেড়াতে গিয়েছিলাম কখনো এরকম ঘটেনি। শুধু গল্প শুনেছি।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২
প্রামানিক বলেছেন: গ্রামে এখন এসব কিছু নাই। আগে গ্রামে মানুষ কম ছিল জঙ্গল বেশি ছিল যে কারণে বিভিন্ন কিছু দেখে ভয় পেত, যা ভূতের উপর দায় চেপে যেত।
১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মজার
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১২
সুমন কর বলেছেন: মজার।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২১
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
ইলিশের দিনে ইলিশ ছড়া ।
পারেনও বটে .......................
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৯
শাহরিয়ার কবীর বলেছেন:
ছড়া ভালো লেগেছে ++++
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৬| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৯
সোহানী বলেছেন: সাদা ভাই এর ভুত মাছটা দারুন আর সাথে ইলিশ ভুতের ছড়া.......... এখানে মাঝারি সাইজের ইলিশ এর দাম ৪০-৪৫ ডলার মানে হলো গিয়া ২৬০০-২৯২৫ টাকা। বুঝেন ঠেলা........
০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৪
প্রামানিক বলেছেন: অত দামের ইলিশ খাওয়া মানে এর ঝোলগুলোও দামের চোটেই দ্বিগুন স্বাদ মনে হবে। ধন্যবাদ গুরুত্বপূর্ণ মন্তব্য করার জন্য।
১৭| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৬
মাহবুবুল আজাদ বলেছেন: যথারীতি চমৎকার
০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৮| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৩
মলাসইলমুইনা বলেছেন: আমার ইলিশ মাছ নাই, ভুতও নাই I কিন্তু ছড়াটাই শুধু আছে | প্রশ্নহীন মজার লাগলো | "মাইছা ভূতের পাথার" শিরোনামটাও যেন একটা ছড়া |বিউটিফুল ! ধন্যবাদ |
০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৭
প্রামানিক বলেছেন: আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। ধন্যবাদ
১৯| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: আনন্দ পাঠ হলো।
০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
২০| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৭
ইমরান আল হাদী বলেছেন: সুন্দর একটি গল্প বলে গেলেন ছড়ায় ছড়ায়।
০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২১| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩০
ব্লগ সার্চম্যান বলেছেন: বেশ মজার ছড়া ।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২২| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
হা হা হা
.........
অনেক
......
মজা....
০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৩| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:০৬
কথাকথিকেথিকথন বলেছেন:
হাহাহা...
০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৪| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩০
শামছুল ইসলাম বলেছেন: গুন গুনিয়ে বলল তখন,
“মাঁছটা দিঁয়ে যাঁ
নঁইলে কিন্তু ঘাঁড় মঁটকাবো
আঁর উঁঠবে নাঁ পাঁ’। --- হা...হা.. মজার ছড়া !!!
০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৫
মাকার মাহিতা বলেছেন: হারূ মিঞার বাড়ির পিছে
মস্ত বাঁশের ঝাড়
তার বাড়ির সাথে লাগা হল
বড় রাস্তার ধার,
রাস্তার ধারে আছে এক
মস্ত শিমুল গাছ
পাড়ার লোকে কয় সবাই
জাউড়া ভূতের বাস,
হারু মিঞা গভীর রাতে
বাজার করে ফেরে
উপর থেকে আওয়াজ আসে
সেই শিমুল তলায় কেরে?
আওয়াজ শুনে চমকে হারু
ব্যাগ রেখে দেয় দৌড়
ভয়ে কাপে সারা দেহ
ভূতের ভয়ে ন্যুড়!
১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৫
প্রামানিক বলেছেন: এক কথায় দারুণ।
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব মজার ছড়া, কবিতায় ভালো লাগা রইল প্রিয় কবি।
আসলেই আমার কাছে মনে হয় কোন ভূত প্রেত নাই, আজ অবধি অনেক রাতবেরাত একা একা ঘুরেছি, কোনদিন আমার সামনে কিছুই পরেনি। কিন্তু যখন অন্যের মুখে ভূতের কথা শুনি তখন কিছু শিহরিত হই ঠিকি।
শুভকামনা প্রিয় কবির জন্য