নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
নিজে খায় না সব কিছু যে
তুলে দেয় মোর পাতে
মিষ্টি, মন্ডা, মিঠাই, লাড্ডু
তাও দিয়ে দেয় হাতে।
মা কি খাওয়ার স্বাদ বোঝে না
নাকি রুচি নাই?
সব খাবারই দিচ্ছে কেন--
ভাবছি বসে তাই।
পাগল কিংবা বোকা নাকি
বোঝেনাকো কিছু!
তার খাবারটা আমায় খেতে
ঘোরে পিছু পিছু।
যতই তাকে না না বলি
ততই বলে ‘খা’
গলা পর্যন্ত খাওয়ার পরও
মা’র মুখে নাই ‘না’।
এত আদর সোহাগ পেয়েও
কামড়ে দেই তার হাত
রক্ত ঝরা হাতটা নিয়েও
মুখে দেয় মোর ভাত।
এমন কেন করে মায়ে
বুঝি নাইকো তখন
বড় হয়ে বুঝতে পেলাম
মা ঘরে নাই যখন।
বুঝতে পেলাম মায়ের তৃপ্তি
আমার খাওয়ার পরে
আমার ক্ষুধায় তাই তো কাতর
ব্যাথা পায় অন্তরে।
আমার মাঝেই তার অস্তিত্ব
তাই খেত না নিজে
সে সব কথা মনে হওয়ায়
লাগছে খারাপ কি যে।
বড় হলেও মা যে আমার
খায়নি ভালো খাবার
শিকায় তুলে দু’দিন পরে
আমায় দিতো আবার।
মা নাই আজ তারপরেতেও
সেসব মনে পড়ছে
অজান্তেই যে চোখের কোনে
অশ্রু কনা ঝরছে।
(ছবি ঃ ইন্টারনেট)
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আবু আফিয়া, মন্তব্য করার জন্য অনেক শুভ্চেছা রইল।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
হাফিজ হুসাইন বলেছেন: অনেল অনেক সুন্দর লিখেছেন। শুভ ব্লগিং
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
মা অনেক বেশী দায়িত্ব নিয়ে নিয়েছেন
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:২০
প্রামানিক বলেছেন: অবস্থার পরিপ্রেক্ষিতেই মা দায়িত্ব নিয়ে থাকেন।
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মায়ের কোন তুলনা নেই। সুন্দর লিখেছেন।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
মনিরা সুলতানা বলেছেন: মা 'কে নিয়ে লেখা খুব ভালো লেগেছে !!
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
ওমেরা বলেছেন: সব মায়েরাই এরকম হয় । অনেক ভাল লাগছে । ধন্যবাদ ভাইয়া ।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ওমেরা, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:০৩
মলাসইলমুইনা বলেছেন: প্রামানিক ভাই, মা কে নিয়ে আপনার কবিতা খুবই ভালো লেগেছে ! ধন্যবাদ নিন |
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:০৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। মা'কে নিয়ে কবিতাটি পড়ে ভাল লাগল।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার ছড়া, আশা করছি বাপদের নিয়াও একটা লেখবেন। বাপদের ঠকিয়ে লাভ কি বলেন?
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:১৫
প্রামানিক বলেছেন: বাপেরা তো মায়ের মত পোলাপান নিয়া এত কষ্ট করে না, কাজেই মায়ের ছড়ায় যত কথা মাথায় আসে বাপের ছড়ায় তত কথা মাথায় আসে না। তারপরেও কইছেন যখন চেষ্টা করুম। ধন্যবাদ
১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: মা যে আমার কত্ত বোকা!!!
অনেক ভাললাগা
++++
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৪
নায়না নাসরিন বলেছেন: ভাইয়া মায়ের মত আপন কেহ নাইরে দুনিয়ায় ।+++++++++++্
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৭
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বোন, এখন মা নাই মায়ের কথা খুব মনে পড়ে। ধন্যবাদ
১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মায়ের জন্য ভালোবাসা।
মাকে নিয়ে লেখা অসাধারণ ছড়াটির জন্য ধন্যবাদ প্রামানিক ভাই।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৪০
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
"মা"য়েরা এরকমই পাগল আর বোকা হয় । চালাক চতুর হলে পলিথিনে পেঁচিয়ে নর্দমায় বা ডাষ্টবিনে ফেলে যেতো ।
তেমন "অ-চালাক" আর "অ-চতুর" বলেই মায়েরা পাগল আর বোকা ! মায়েরা এরকম থাকাই ভালো । নইলে জীবনের এতো পথ আমাদের পাড়ি দেয়া হয়ে উঠতোনা । ভেসে যেতুম গাঙে !
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৮
প্রামানিক বলেছেন: আহমেদ ভাই, সত্য কথাটাই মন্তব্যে তুলে ধরেছেন। যার মা যত বোকা সে তত আদরে মানুষ।
১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪০
ডঃ এম এ আলী বলেছেন:
মাকে নিয়ে সুন্দর ছড়াটি পাঠে মুগ্ধ ।
এক গুচ্ছ শুভেচ্ছা রইল ।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫২
ধ্রুবক আলো বলেছেন: মাকে নিয়ে খুবই সুন্দর একটা ছড়া। এরকম ছড়া কখনোই পড়িনি।
এরকম সুন্দর ছড়া পাঠ করতে পেরে নিজেকে ধন্য লাগছে।
অনেক ধন্যবাদ ভাই।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:২১
প্রামানিক বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। ধন্যবাদ
১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:২৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: মা তো, মা-ই।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:২২
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। মায়ের তুলনা কারো সাথে হয় না।
১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৮
ফ্রিটক বলেছেন: মার তুলনা শুধু মা, যার কোন অল্টারনেটিভ হয় না।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:২২
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ধন্যবাদ।
১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৫
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০২
কথাকথিকেথিকথন বলেছেন:
মাকে ব্যাখ্যা করা কঠিন । ছড়া বেশ ভাল লেগেছে, যেন মায়ের ওম খুঁজে পাচ্ছি !
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২০| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৬
সচেতনহ্যাপী বলেছেন: সব মায়েদের সত্যিকার ছবিটুকু ফুটে উঠেছে ছড়ায়।। মা রা বোকা বলেই আমরা আদরে পালিত।।
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৮
প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন, যে মা যত বোকা তত ছেলেদের আদর করে।
২১| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০১
কানিজ রিনা বলেছেন: অসাধারন মায়ের কবিতা। মা যে কত বোকা।
এই মহান দায়ীত্ব্য আল্লাহ্ মাকেই দিয়েছেন।
অনেক ধন্যবাদ।
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৯
প্রামানিক বলেছেন: মায়েরা বোকা বলেই আমরা মায়ের আদর এত পেয়েছি। মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
২২| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: চা খাইলে আওয়াজ দিয়েন
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১১
প্রামানিক বলেছেন: চায়ের নাম নিলেই মুখটা লটরপটর করে সেইখানে খাইতে কইছেন আর কি বইয়া থাকা যায়। আওয়াজ দিলাম তাড়াতাড়ি পাঠান।
২৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন: কলম ধরলেই ছন্দ (থুক্কু, কীবোর্ড), মায়ের ভালোবাসাটা চিরন্তন, এর উপর সুন্দর ছন্দ লেখায় অনেক অনেক ধন্যবাদ।
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১২
প্রামানিক বলেছেন: ওই এক কথাই আগে কলম ছিল এখন কীবোর্ড। ধন্যবাদ আপনাকে উৎসাহমূলক মন্তব্য করার জন্য।
২৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৯
মোস্তফা সোহেল বলেছেন: মাকে নিয়ে লেখা ছড়া অনেক ভাল লাগল ভাইয়া।++
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৪
নিয়াজ সুমন বলেছেন: মায়ের এমন মমতা যদি সব সন্তান বুঝতো পৃথিবীতে কোন মা-বাবা এত অবহেলিত না থাকতো। যাইহোক, খুব ভালো হয়েছে কবিতা।
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: মায়েরা এমন হয় বলেই সন্তান মাকে সবচেয়ে বেশি ভালবাসে।
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০
প্রামানিক বলেছেন: কথা মন্দ বলেন নাই। ধন্যবাদ
২৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০
আটলান্টিক বলেছেন: না পড়েই মন্তব্য করলাম।ভাল থাকবেন।
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: শিরোনামে আয়রনি রেখেছেন!!!
মায়েরা বোকা না! মায়েরা বোকার ভান করেন! তারা মহানও সেরা!
+
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, মায়েরা বোকার ভান করে বলেই আমরা আদরে মানুষ হই।
২৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৩
এফ.কে আশিক বলেছেন: কবিতা মুগ্ধতা.....+++
কবিতা পরে মায়ের কথা মনে পরে গেল...
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩০| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৫
জুনিয়ার ব্লগার বলেছেন: মায়ের কোন তুলনা হয় না ! ভালো লিখেছেন +++
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩১| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৯
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩২| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২২
শেয়াল বলেছেন: মা তো মা-ই।
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ শেয়াল ভাই, ঠিকই বলেছেন।
৩৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
সোহানী বলেছেন: সরি এ পোস্ট কোন মন্তব্যের জন্য নয়।
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯
প্রামানিক বলেছেন: হুম- -বুঝতে পেরেছি- - - -মন্তব্য না করাটাও একটা পজেটিভ মন্তব্য, ধন্যবাদ
৩৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫
কলিমুদ্দি দফাদার বলেছেন: মাকে নিয়ে অসাধারন কবিতা। কবিতায় ছন্দ আছে। খুব ভাল লাগলো। ++++++++
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।
৩৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১০
রওশন_মনি বলেছেন: অসাধারণ কবিতা। মা অতুলনীয়।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, আপনার মন্তব্যে উৎসাহবোধ করলাম।
৩৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯
মাকার মাহিতা বলেছেন: আমারও অশ্রুকণা ঝরল!!!
১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
আবু আফিয়া বলেছেন: মা-কে নিয়ে লেখা কবিতাটি ভালো লেগেছে, আমাদের পিতা-মাতার জন্য আমাদের অনেক কিছু করার আছে। লেখককে ধন্যবাদ জানাই।