নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
হালের গরু চালের টিন ব্যাচেয়া রে --- স্বামীধন,
দিলেন বিদেশ পাড়ি
তিন দিন হলো না খাওয়া মুই
শূন্য ভাতের হাঁড়ি রে
ক্যান বা স্বামীধন দিলেন বিদেশ পাড়ি রে।
ছাওয়া-পোয়া মোর না খাওয়া রে --- স্বামীধন
ক্ষিদার জ্বালায় মরে
ওদের কান্দোনে বুক ফাটে মোর
একনা চাউল নাই ঘরে রে
ক্যান বা স্বামীধন দিলেন বিদেশ পাড়ি রে।
শ্বশুর হামার কসাই চামার রে --- স্বামীধন
না দেয় খাবার মোরে
ক্ষিদার জ্বালায় ছাওয়া গেইলে
ক্ষ্যাদে দেয় কানটা ধরে রে
ক্যান বা স্বামীধন দিলেন বিদেশ পাড়ি রে।
বাচ্চাগুলা কুলবার না পায় রে -- - স্বামীধন
টানি ছেড়ে মোর মাথার চুল
শ্যাষ সম্বলটাও ব্যাচেয়া দিনু
বিয়ার নাকের ফুল রে
ক্যান বা স্বামীধন দিলেন বিদেশ পাড়ি রে।
এক বছর হয় গেইছেন রে --- স্বামীধন
না পাই তোমার খবর
আর কিছু দিন থাকলে পরে
দেখবেন হামার কবর রে
ক্যান বা স্বামীধন দিলেন বিদেশ পাড়ি রে।
০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৫
প্রামানিক বলেছেন: ঠিকই আছে, ছবি পরিবর্তন করে দিলাম।
২| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮
ধ্রুবক আলো বলেছেন: বাস্তবিক চিত্র, গ্রাম অঞ্চলে এরকম ফুটে উঠে।
০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
এবার বেশ লাগছে! ধন্যবাদ সুপ্রিয় কবি।
০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা। শুভেচ্ছা রইল।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৭
চাঁদগাজী বলেছেন:
গান হিসেবে কেমন হয়েছে কে জানে, তবে মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, মহিলাদের উপর সংসার রেখে, জঘন্য অর্থনীতি
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৫
প্রামানিক বলেছেন: ইনকামের একমাত্র মানুষটি বিদেশ পাড়ি দেয়ার পর অনেকের সংসারে যে টানাপোড়েন দুর্দশা শুরু হয় সেই চিত্র গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ
৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৫
ওমেরা বলেছেন: বিয়ের পর স্বামী - স্ত্রী আলাদা থাকা ঠিক না । এতে সংসারে নানা ধরনের বিশৃংখলা দেখা দেয় । ধন্যবাদ ভাইয়া ।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৭
প্রামানিক বলেছেন: মানুষ সচ্ছলতার আশায় বিদেশ যায় অনেক সময় সচ্ছলতার পরিবর্তে দুর্দশা সংসারে ভর করে, গানের মাধ্যমে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫২
উম্মে সায়মা বলেছেন: সে নারীর কষ্ট চোখের সামন ভেসে উঠল।
সুন্দর গান প্রামাণিক ভাই।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৭| ০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
রাজীব নুর বলেছেন: এক কথায় বলি- সহজ সরল সুন্দর।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৮| ০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
কলিমুদ্দি দফাদার বলেছেন: ভালো লেগেছে।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলিমুদ্দি দফাদার, অনেক অনেক শুভ্চেছা রইল।
৯| ০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
ঢাকার লোক বলেছেন: ভালো লেগেছে!
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঢাকার লোক। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১০| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২২
মলাসইলমুইনা বলেছেন: আবহমান বাংলাদেশের গান ! পেছনের সত্যিকার চাঁপা কষ্টগুলো চাপা পরে যায় গানের মুগ্ধতার কাছে ! প্রামানিক ভাই ধন্যবাদ |
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১১| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৮
শখের লেখায় ২৩৪৩ বলেছেন: ঐসব অন্চলের জনপ্রিয় গান । ভালোলাগলো বেশ । +++
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩১
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, উত্তরাঞ্চলের জনপ্রিয় গান, মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
১২| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২
শাহরিয়ার কবীর বলেছেন:
ভাওয়াইয়া গান খুব সুন্দর হয়েছে প্রমাণিক ভাই। কোন সুরকার দিয়ে একটা গান বানিয়ে ফেলুন।
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৩| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এত সুন্দর একটা মজার ভাওয়াইয়া মিস করে ছিলাম!
দারুণ লিখেছেন সুপ্রিয় শ্রদ্ধেয়
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৭
জুন বলেছেন: আমার কাছে গানটি বুকের মাঝে ঘা দিয়ে যাওয়া একটি আর্তির মত শোনালো প্রামানিক ভাই । আমাদের দেশের ধনী আর দরিদ্রদের পার্থক্য দেখে মনে হয় ওদের মত দুর্ভাগা খুব কমই আছে ।
১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৮
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন আপা, বিদেশে যাওয়ার পরে অনেক পরিবারে দুর্যোগ নেমে আসে।
১৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ক্যান বা স্বামীধন দিলেন বিদেশ পাড়ি রে।
মন ছুঁয়ে যায়।
১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বড় ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৪
শায়মা বলেছেন: শ্যাষ সম্বলটাও ব্যাচেয়া দিনু
বিয়ার নাকের ফুল রে
ক্যান বা স্বামীধন দিলেন বিদেশ পাড়ি রে।
চোখের সামনে দেখতে পেলাম তার কান্না!
১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
খায়রুল আহসান বলেছেন: চমৎকার গীত লিখেছেন। গীতটি কি সুরারোপিত হয়েছে? + +
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৫
প্রামানিক বলেছেন: না ভাই সুরারোপিত করতে পারি নাই। তবে সামনে চেষ্টা করবো।
১৮| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৬
সাইফুল১৩৪০৫ বলেছেন: অনেক বাস্তব কথা তুলে ধরছেন। ভাই আপনার বাড়ি কি রংপুর? আমার কুড়িগ্রাম।
২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৭
প্রামানিক বলেছেন: জী ভাই, এই তো আপনি বুঝতে পেরেছেন।
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০০
ভ্রমরের ডানা বলেছেন:
খুব সুন্দর গান প্রামাণিক ভাই। তবে ছবিটা অসামঞ্জস্য...