নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

আজব কানা

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৫


শহীদুল ইসলাম প্রামানিক

সেদিন নাকি উড়ালপুরের
জন্মান্ধ এক কানা
এমন কিছু দেখছে সে যে
বলতে নাকি মানা।

হাতির পাঁচটি পা দেখেছে
সাপের চোখের পাতা
ঘোড়ার নাকি ডিম দেখেছে
ব্যাঙের রঙিন ছাতা।

দেখছে নাকি কেঁচোর পিঠে
মেরুদন্ডের হাড়
মোবাইল ফোনের পেঁচিয়ে থাকা
বিশ্ব জোড়া তার।

ডুমুর গাছের ফুল দেখেছে
শুকনা মাঠে জল
উট পাখিকে উড়তে দেখেছে
দুর্বা ঘাসের ফল।

কবির নাকি ভাব দেখেছে
মুনি’র দেখেছে ধ্যান
এসব কিছু দেখার পরে
বেড়েছে প্রচুর জ্ঞান।

আরও নাকি অনেক দেখেছে
সেগুলো নাই জানা
অন্ধ কানা যাহাই দেখুক
বলতে নাকি মানা।

(ছবি ঃ ইন্টারনেট)

মন্তব্য ৮০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২১

কুঁড়ের_বাদশা বলেছেন:
ছড়া সুন্দর হয়েছে প্রামাণিক ভাই।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল।

২| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পড়ে মজা পেলাম অনেক। :)

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৪

বিলিয়ার রহমান বলেছেন: কানাটা কিন্তুন আসলেই আজব মেয়াবাই!:)


ছড়ায় + :)

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬

প্রামানিক বলেছেন: এই কানারে অনেক খুঁজে খুঁজে বের করেছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫

বিলিয়ার রহমান বলেছেন: ৩ নম্বর মন্তব্যে টাইপোর জন্য দুঃখিত!

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৭

বিষাদ সময় বলেছেন: চোখ দিয়েও তো আমারা কত অদ্ভুত জিনিষ দেখছি!!

ছড়া ভালো হয়েছে প্রামাণিক ভাই।
অনেক অনেক শুভেচ্ছা।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, চোখ দিয়েও আমরা অনেক কিছু দেখি কিন্তু বলা যায় না। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর ছড়া ।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচছা রইল।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫২

আখেনাটেন বলেছেন: চমৎকার!!!!!!!!!!

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:
মজার ছড়া এবার কানাকে নিয়ে..... :-B B:-)



ছড়া খুব সুন্দর হয়েছে ভাই!

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৪

এম আর তালুকদার বলেছেন: ভাই আপনার কবিতায় গভীর কিছু খুঁজে পেয়েছি যেহেতু রম্য করে ছন্দে ছন্দে বলেছেন তাই আমিও আমার মুখোশ কবিতার লিঙ্কটি দিলাম। কবিতা, "মুখোশ"

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

১০| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫০

মাকার মাহিতা বলেছেন: এত অসাধারণ কবিতা কেমনে লেখেন? খুব জানতে ইচ্ছে করে...?

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৩

প্রামানিক বলেছেন: আমি যা কিছু লিখি সব উপরওয়ালাই মাথায় দিয়ে দেয়, আমি প্রকাশ করি মাত্র। ধন্যবাদ

১১| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছড়া পড়ে মজা পেলাম।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৭

মাকার মাহিতা বলেছেন: আপনার ব্লগের সকল ছড়া কবিতা পড়া শেষ।

সত্যিই অসাধারন ছড়া প্রতিভা আপনার!!!

শুভকামনা রইল!

আশাকরি আরও অনেক ছারুন সব ছড়া উপহার পাব।

হ্যাপি ব্লগিং...!!!

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাকার মাহিতা, আপনার মূল্যবান মন্তব্য পড়ে উৎসাহ পেলাম। অনেক অনেক শুভেৃচ্ছা রইল।

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৩

ধ্রুবক আলো বলেছেন: অন্ধ কানা যাহাই দেখুক
বলতে নাকি মানা।

মেয়া ভাই এতো দেখি আজব কানা।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৬

প্রামানিক বলেছেন: জী ভাই, খালি আজব না মহা আজব কানা। ধন্যবাদ

১৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৭

আলপনা তালুকদার বলেছেন: ভাল লাগলো।

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: ছড়া মজার হয়েছে ভাইয়া।

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৪

সনেট কবি বলেছেন: ছড়া বরাবরের মতই ভাল হয়েছে প্রিয় কবি।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল

১৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


কানাই দেখি সবার চেয়ে বেশী দেখছে

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: কানারা তো চোখ দিয়ে দেখতে পায় না তাই অন্তর দিয়ে সারা বিশ্বটাই দেখে।

১৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৯

মার্কো পোলো বলেছেন:
ছড়া ভাল লাগলো।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার ছড়া।


ধন্যবাদ প্রামানিক ভাই।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০২

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা, আপনার ছড়া প্রতিভা বেশ প্রাঞ্জল ।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ অল্প শিক্ষিত হলে অধিক জ্ঞানীর ভাব ধরে, আবার অনেক মানুষ প্রাতিষ্ঠানিক অশিক্ষিত হলে পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করে স্বশিক্ষিত হয়ে উঠে। এই স্ব-শিক্ষিত ব্যক্তিরা যা দেখতে পায় বা অনুভব করতে পারে অনেক সময় অল্প শিক্ষিত ব্যক্তিরা তা পারেনা। জানিনা মন্তব্য অপ্রাসঙ্গিক হয়েছে কিনা। তবে আপনার ছড়াতে একটা সত্য ফুটিয়ে তুলেছেন।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫

প্রামানিক বলেছেন: বাস্তব সত্য কথাই মন্তব্যে তুলে ধরেছেন। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ।

২৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

অনবদ্য ছড়া! :) মুগ্ধ ভায়া

এই কানার দর্শনেই আমাদের ভাগ্য শাসন!!!!! :((

++++

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০০

কাছের-মানুষ বলেছেন: দারুন মজাদার ছড়া।
+++

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: কানা চাপাবাজি করলো কি না কে জানে!

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮

প্রামানিক বলেছেন: চাপাবাজি করলেও কানার দোষ নাই কারণ কানা তো কিছু দেখে না, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৪

জীবন সাগর বলেছেন: অনেক সুন্দর ছড়া, ভালো লাগা জানিয়ে গেলাম

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা

কানা তো আধ্যাত্বিক লাইনে দেখতেই পারে ....
নিশ্চয় গুণী অান্ধা ভাই।

মজার ছড়া উপহার দিয়েছেন ভাই

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৪

সচেতনহ্যাপী বলেছেন: আরও নাকি অনেক দেখেছে
সেগুলো নাই জানা
অন্ধ কানা যাহাই দেখুক
বলতে নাকি মানা।
হাসতে হাসতে মরে যাই =p~

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১০

প্রামানিক বলেছেন: আপনি হেসেছেন জেনে খুব খুশি হলাম, অনেক শুভেচ্ছা রইল।

২৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:০৬

ফেরদৌসা রুহী বলেছেন: এ দেখি আসলেই এক কানা।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩০| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ চমৎকার ছড়ার জন্য
অন্ধগন আমাদের থেকে অনেক কিছু ভাল জানেন ।
একবার বিদেশে বিভিন্ন দেশের ১২ জনের একটি দল
রাস্তা হারিয়ে ভুল পথে চলে যায় । একজন অন্ধলোক
তাদেরকে রাস্তা দেখিয়ে অলিগলি ঘুরে ঘুরে
আধামাইল দুরে গন্তব্যে নিয়ে যায় । তার এই
গুন ও দয়া দেখে সকলেই অভিভুত হয়ে যায় ।
মনে হল অন্ধজনে দাও আলো না হয়ে বরং দেখা গেল
অন্ধজনেরাই সমাজকে দিতে পারে সঠিক আলো ।

শুভেচ্ছা রইল

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১২

প্রামানিক বলেছেন: দারুণ একটি তথ্য উপহার দেয়ায় অসংখ্য ধন্যবাদ।

৩১| ১৫ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:০৩

সোহানী বলেছেন: ওরে বাপরে কানা তো দেখি চোখ ওয়ালা চেয়ে বেশী দেখে............. ++++++++++++

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১২

প্রামানিক বলেছেন: কানারা অন্তর দিয়ে দেখে তো এই জন্য বেশি দেখে।

৩২| ১৫ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:৫২

মলাসইলমুইনা বলেছেন: কানা ব্যাপারটার মধ্যে কিছু সুন্দর নেই তাইতো জানতাম | কিন্তু ব্যতিক্রম হলো আপনার আজব কানা নিয়ে কবিতা | ভালো লাগলো প্রামানিক ভাই !

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৬

মো: আব্দুল মোমেন বলেছেন: অসাধারণ লাগলো।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৮

শামছুল ইসলাম বলেছেন: মজার ছড়া!!!

দেখছে নাকি কেঁচোর পিঠে
মেরুদন্ডের হাড়
মোবাইল ফোনের পেঁচিয়ে থাকা
বিশ্ব জোড়া তার।

-- দারুণ!!!

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৪

ব্লগ সার্চম্যান বলেছেন: সু্ন্দর ছড়া।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

উড়ালপুরের কানা মিঞা,
কত্ত কিছু দেখে।
বলবে না সে কোন কিছু,
মুখ বুজে শুধু শিখে।

সাপের চোখে পাতা দেখে,
হাতির দেখে পা।
ঘোড়ার ডিম দেখে গায়,
তাইরে নাইরে না।

ব্যাঙের ছাতাও হয় যে রঙ্গিন,
কানা মিঞার চোখে।
কেঁচো'র আছে অনেক কিছু,
লুকিয়ে বলে মুখে।

মোবাইল ফোনের তারেও বুঝি
কত কিছু আছে!
ডুমুর গাছের ফুল দেখে সে,
লাফিয়ে উঠে গাছে।

উট পাখিকে তাড়িয়ে বেড়ায়,
দূর্বা ঘাসের ফুল।
এতো কিছু অজানা হয়ে,
ফেলে মাথার চুল।

কবি তাই ভাব দেখিয়ে,
ধ্যানে বসে ঘাসে।
মুনির সাথে পাঞ্জা লড়ে,
জ্ঞান সাগরে ভাসে।

অজানা যদি জানাই থাকে,
মজা তাতে কি সে!
জানার চেষ্টা বৃথা তাই,
বোধ সাগরে মিশে।

ছায়া লিখনঃ প্রামানিক ভাই-এর একটি ছড়া।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০০

প্রামানিক বলেছেন: বিশাল এই ছড়া মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ।

৩৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আপনার গেনের বাহার দেখে আমার মনে হচ্ছে অন্ধ হইলেই বালা হইত =p~

১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

প্রামানিক বলেছেন: তাইলে তো কোন কিছু না দেইখাই কবিতা লেখন যাইতো।

৩৮| ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ ছন্দ। ভালো লেগেছে।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই।

৩৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

রাকিব হোসেন (রকি) বলেছেন: প্রামানিক ভাই, প্রোফাইল পিকচারটাকি আপনার?
আপনার প্রত্যেকটা লিখা অসাধারন।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

প্রামানিক বলেছেন: জী ভাই, তবে বর্তমান চেহারা এরকম নাই।

৪০| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৬

নূর-ই-হাফসা বলেছেন: আপনার ছড়া গুলো সর্বদা চমৎকার

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, উৎসাহিত হলাম। অনেক অনেক শুভেচছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.