নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বুদ্ধিমান বাঙালি

১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯


শহীদুল ইসলাম প্রামানিক

বাঙালি এক ফ্রি ভিসায়
জার্মাানিতে যেয়ে
উল্টাপাল্টা রাস্তা হাঁটছে
পাগলা পানি খেয়ে।

ঘুরতে ঘুরতে রাত পোহালে
গেল ট্রাফিক মোড়
রাস্তা ঘাটে লোকজন নাই
তখন হয়েছে ভোর।

রাস্তা ফাঁকা লাল সিগনালে
রাস্তা হলো পার
ফুরুৎ করে পুলিশ এসে
ধরল চেপে ঘাড়।

বলছে পুলিশ, “জেলে যাবে
নয়তো দিবে ফাইন
লাল সিগনালে রাস্তা পারে
ভঙ্গ করেছো আইন”।

কথা শুনে বাঙালি ভাই
হাত ঘুরিয়ে বলে,
একটা দেশের আইন দ্বারা
বিশ্বটা কি চলে?

আমি হলাম বীর বাঙালি
সারা বিশ্বে থাকি
ভ্রমণ করায় এই দেশটাই
ছিল শুধু বাকি।

আমার দেশে লাল সিগনালে
গাড়ি ঘোড়া থামে
কিন্তু শুধু মানুষগুলো
চলে ডানে বামে।

সেই নিয়মেই এই দেশেতে
রাস্তা হলাম পার
বিশ্ব আইন না জেনে ভাই
কেন ধরলেন ঘাড়?

কথা শুনে পুলিশ ভাবে
হতেও পারে হয়তো
এমন কথা আইন ছাড়া
বলার কথা নয়তো।

সরল পুলিশ ঘাড়টা ছেড়ে
বলল, “সরি সরি”
ছাড়া পেয়ে বাঙালি ভাই
পালায় তড়িঘড়ি।

মন্তব্য ৫২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা হা । বাঙালি মানে সে বাগড়া বাঁধাবেই !

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৬

প্রামানিক বলেছেন: হা হা -- যা বলেছেন, মন্দ নয়। ধন্যবাদ

২| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:


ফায়ার ওয়াটার!

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ গাজী ভাই।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১০

তারেক ফাহিম বলেছেন: এই না হয় বাঙ্গালী!!

অপরাধ করেও পার না পেলে বাঙালজাতি যে অবমাননা হবে 8-|

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: হা হা যা বলেছেন। ধন্যবাদ

৪| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লিখেছেন ।

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: ছড়া খুব সুন্দর হয়েছে ।
বংগালীর সুবুদ্ধি বিশ্ব জয় করতে পারে ।

শুভেচ্ছা রইল ।

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আলী ভাই, অনেক অনেক শুভেচ্ছা।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: পাগলা পানি খেয়ে।

হাঃ হাঃ হাঃ মজার ছড়া প্রমাণিক ভাই।

বাঙ্গালী কাঙ্গালী ভোজ একটু বেশি করতে চায় !!! :) =p~

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬

প্রামানিক বলেছেন: বাঙ্গালী কাঙ্গালী ভোজ একটু বেশি করতে চায় !!

হা হা হা দারুণ বলেছেন।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫

এম এ কাশেম বলেছেন: বিশ্ব আইনে নিঃশ্ব হয়ে
বাঙ্গালী আজ কাঙ্গালী
আইনকে গাইন ভেবে
খায় যে শুধু গালি।

শুভ কামনা প্রামানিক ভাই।

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৩

প্রামানিক বলেছেন: মন্দ বলেন নাই। ধন্যবাদ কাশেম ভাই।

৮| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩০

সুমন কর বলেছেন: বাঙালি বলে কথা !! ;) ভালো লাগল।

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
আমার দেশে লাল সিগনালে
গাড়ি ঘোড়া থামে
কিন্তু শুধু মানুষগুলো
চলে ডানে বামে।

মোক্ষম যুক্তি!

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৪

সচেতনহ্যাপী বলেছেন: বাঙ্গাালি তাহলে জার্মানীকেও আদব শেখালো!!

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৯

প্রামানিক বলেছেন: বাঙালির চিকন বুদ্ধির সাথে জার্মানী কিছু না। ধন্যবাদ

১১| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২২

মোস্তফা সোহেল বলেছেন: ছড় অনেক মজার হয়েছে প্রামানিক ভাই।++

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনকে শুভেচ্ছা রইল।

১২| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: বেশ।
দশে দশ দিলাম।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনকে শুভেচ্ছা রইল।

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৮

ধ্রুবক আলো বলেছেন: বাঙালি বুদ্ধি! B-)

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনকে শুভেচ্ছা রইল।

১৪| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

পুলিশ ব্যাটা বাঙ্গালীর, ঘাড়ে দিলো হাত!
এখন বলে মাফ চাই, মানছি আমি ঘাট।

সব বারের মতো এবারো মানছি, আপনি ছড়ার গুরু।

ভালো থাকুন নিরন্তর।

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

প্রামানিক বলেছেন: এমন শিষ্য থাকে যদি সাথে
ছড়ার তরী এগিয়ে যাবে তাতে
কেউ মরবে না ভাতে।

১৫| ২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:০৮

বিদ্যুৎ বলেছেন: খুব চমৎকার। আগেই পড়েছিলাম কিন্তু মন্তব্য করার সুযোগ ছিল না। খুব ভাল লাগল। ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। শুভ্চেছা রইল।

১৬| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৮

মাকার মাহিতা বলেছেন: চমৎকার ছড়া!

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১২

আখেনাটেন বলেছেন: বাঙালীর বুদ্ধির(!) তারিফ। বিদেশে গেলেও কিন্তু অনেকের স্বভাব পাল্টায় না। ভালো জিনিস তুলে ধরেছেন।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২১

কলিমুদ্দি দফাদার বলেছেন: হা হা। সুন্দর ছড়া লিখেছেন। ধন্যবাদ।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০২

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: হা হা দারুন বুদ্ধি।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৭

জুন বলেছেন: আপনার সব ছড়ার মতই চমৎকার প্রামানিক ভাই।
+

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

এই চিকনা বুদ্ধি যদি দেশের উন্নয়নে কাজে লাগাত!!!!

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৫

প্রামানিক বলেছেন: কাজের বুদ্ধির চেয়ে অকামের বুদ্ধি বেশি।

২২| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮

এফ.কে আশিক বলেছেন: চমৎকার লিখেছেন +++

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩০

পুলক ঢালী বলেছেন: হা হা হা দারুন ছড়া। আপনি একটি প্রতিভা বটে! একেবারে নির্ভুলভাবে বাঙ্গালী চরিত্র ফুটিয়ে তুলেছেন ভীষন রস সহকারে :D

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল।

২৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: জার্মানি হয়ে বাঙ্গালিরে
শেখাতে আসে আইন !
ধর ব্যাটারে, মার ব্যাটারে
কর ব্যাটারে ফাইন :)

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৭

প্রামানিক বলেছেন: জার্মানীর পুলিশ বাঙালিরে বুঝতে পারে নাই। বুঝলে আইন শিখাতে আসতো না। ধন্যবাদ

২৫| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৭

শাহানাজ সুলতানা বলেছেন: খুব সুন্দর ছড়া পড়লাম ভাই

২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

২৬| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাঙ্গালীর বুদ্ধি বলে কথা!
যে কোন পরিস্থিতিতে সামাল
দেবার ক্ষমতা রাখে।

০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ নুরু ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.