নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

সবাই কর্মচারী

৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৪


শহীদুল ইসলাম প্রামানিক

পিয়ন, কেরানী, পাইক-পিয়াদা
কিংবা ঝাড়ুদার
কর্মকর্তার ইচ্ছে মাফিক
চলবে অফিস তার।

সেই কর্তাটি অসৎ হলেই
হয়রে নীতির অভাব
নিয়মনীতির খেলাপ হবে
থাকবে নাকো জবাব।

এক চোখেতে তেল ছিটাবে
অন্য চোখে নুন
যোগ্যতাকে দাম দিবেনা
যতই থাকনা গুণ।

অযোগ্যকে মিস্টি, মন্ডা
যোগ্যটাকে ঝাল
এইভাবেতে অফিস কি আর
চলবে চির কাল?

এমন অনেক কর্তা আছেন
অফিস যেন তার
নিজের স্বার্থের জন্যে করে
খারাপ ব্যাবহার।

জমিদারী যতই দেখাক
বুঝবে দু'দিন পরে
সেদিন দেখবে মাথা চাপড়িয়ে
কাঁদবে ডরে ডরে।

যতই থাক না ওই কর্তাটির
উপর দিকে লোক
এক চিঠিতে চাকরী যাবে
করবে শুধু শোক।

সরকারী এই প্রতিষ্ঠানটা
নয় তো জমিদারী
চাকরী গেলেই বুঝতে পারে
সবাই কর্মচারী।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৬৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: আপ ফাস্ট হমু চা খামু!

৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৩

প্রামানিক বলেছেন:

২| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫২

মোস্তফা সোহেল বলেছেন: ফাস্ট হইতে যাইয়া মিসটেক হইয়া গেল!
সরকারি লোকরে নিয়া ছড়া লেইখ্যা আবার জেলে না যেতে হয়!
ছড়ায় +++
প্রথম কমেন্টটি মুছে দিতে পারেন।
ভাল থাকুন ভাইয়া।

৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৪

প্রামানিক বলেছেন:

৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সেকেন্ড হমু সিঙ্গারা খামু। =p~

৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৭

প্রামানিক বলেছেন:

৪| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: থার্ডকে একটা মেডেল দিলেই হবে! =p~

৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৯

প্রামানিক বলেছেন:

৫| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:


সরকারী এই প্রতিষ্ঠানটা
নয় তো জমিদারী



এরা একালের জমিদার । =p~


ভাল লিখেছেন ভাই।

৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: সম্পূর্ণ সত্য ও প্রতিবাদী ভাবনার ভরপুর। লেখাটি পড়ে খুব ভালো লাগলো।

৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন:


অযোগ্যকে মিস্টি, মন্ডা
যোগ্যটাকে ঝাল
এইভাবেতে অফিস কি আর
চলবে চির কাল? -------- হ্যাঁ এই ভাবেই অফিস চলবে!!

৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১

প্রামানিক বলেছেন: কি আর করা দেখে শুনে সব কিছু মেনে নিতে হয়।

৮| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ চমৎকার কাব্য কথনে সত্য উপলব্ধি।

৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দিন, দুনিয়া ভাবে তারা নিজেরই অধীন
যম দূত যখন জানটা নিবে করবি কি সেদিন?
সময় থাকতে সামলে চলো যদি হও মোমিন
মানো সবে, আমার কথা বলো ভাই আমিন।-

৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৩

প্রামানিক বলেছেন: মোমিন সেজেও অনেকে দুনিয়াদারী নিয়ে বেশি ভাবে।

১০| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১০

তারেক ফাহিম বলেছেন: সত্য কথাগুলো তুলে ধরলেন কবি ছন্দে ছন্দে

ভালো লাগা জানিয়ে গেলাম।

৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২২

ধ্রুবক আলো বলেছেন: তারপরেও আমাদের কিছুই করার নেই! চাকুরীর পেছনে ছুটতে হয়।

৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৪

প্রামানিক বলেছেন: কি আর করা, কিছু কাজ করে খেতে হবে তো?

১২| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: খুব উপভোগ করলাম।

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইল।

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনি ছন্দের যাদুকর। আপনার লেখা সবসময়ই আনন্দ দেয়।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার ছড়াও চমৎকার, আমি আপনার ছড়াগুলো সবসময় পড়ে থাকি।

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৩

ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর ছড়া।

চাকরি গেলেই বুঝা যাই সবাই কর্মচারী

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৬

প্রামানিক বলেছেন: চাকরি যাওয়ার আগে অনেকের ভাবসাব এমন থাকে যেন সরকারী অফিস তার পৈত্রিক সম্পত্তি বাকী সব তুচ্ছ তাচ্ছিল্য।

১৫| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


দুষ্টরা চাকুরী হরায় না, হারায় ভালোরা

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: দুষ্টদের কারণেই ভালোরা চাকরী হারায়। ভালোদের কারণে দুষ্টরা দুর্নীতি করতে পারে না।

১৬| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: প্রতিবাদী কবিতা।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮

প্রামানিক বলেছেন: প্রতিবাদী কবিতা না ভাই, তবে এদেশের কিছু বাস্তবতা।

১৭| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই ছড়াটা আপনার বসরে দেখাইয়েন না। হাঃ হাঃ হাঃ।


ধন্যবাদ প্রামানিক ভাই।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৩

প্রামানিক বলেছেন: বাংলাদেশের অনেক বস আছেন যারা সরকারী অফিসটাকে নিজের জমিদারী মনে করেন। নিয়ম ভঙ্গ করে যা ইচ্ছা তাই করেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে দ্বিধাবোধ করেন না, তাদের কথাই ছড়ায় তুলে ধরার চেষ্টা করেছি। আপনার মন্তব্যে হুশ হলো। তবে আমার অফিসে এধরনের বস নাই, সবাই খুব ভালো।

১৮| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৯| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: বস কি খারাপ ব্যবহার করছে? :-B

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২১

প্রামানিক বলেছেন: আমার বস খুব ভালো। যারা দুর্ব্যবহার করে তাদের বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি।

২০| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাস্তবিক-------- চমৎকার বলেছেন দাদা!

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন। শুভেচ্ছা রইল।

২১| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হলাম একবিংশ
খাওয়ান রুটি মাংস।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪

প্রামানিক বলেছেন: চলে আসেন ঢাকা
রাস্তা থাকলে ফাঁকা।

২২| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৯

ওমেরা বলেছেন: সত্য কথা ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

২৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩০

রাসেল উদ্দীন বলেছেন: ছন্দে ছন্দে প্রতিবাদী কাব্য। ভালো লেগেছে!

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৪| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬

সুমন কর বলেছেন: ভালো লাগল।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৫| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৯

সোহানী বলেছেন: হাহাহাহাহা ও প্রামাণিক ভাই, ওদের কান্ডকীর্তি আমার কাছ থেকে শুইনেন...... আচ্ছা নেক্সট দেশে এসে চা মুড়ি নিয়ে বসবো নে......

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬

প্রামানিক বলেছেন: ঠিক আছে বোন, দেশে ফিরে এসে ফোন দিয়েন।

২৬| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৭

এফ.কে আশিক বলেছেন: অনবদ্য প্রকাশ
দারুন লেগেছে আমার কাছে...

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৩

সচেতনহ্যাপী বলেছেন: এদের কিছু হয় না।। খগড়াদেরই প্রান যায়!!

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২২

প্রামানিক বলেছেন: অনেক সময় এদেরও পতন হয় তবে খুব কম।

২৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০১

মলাসইলমুইনা বলেছেন: শীর্ষস্থানীয় সবাইতো মিস্টি, মন্ডা খাবার দাবার আর মেডেল পেয়ে গেলো, আমার কিছু লাগবে না শুধু বলি দেশের কথা ভালোই বলেছেন :

অযোগ্যকে মিস্টি, মন্ডা
যোগ্যটাকে ঝাল
এইভাবেতে অফিস কি আর
চলবে চির কাল?


সুন্দর !!

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৯| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০২

উম্মে সায়মা বলেছেন: সত্যকথন.....

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

৩০| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৬

ঠ্যঠা মফিজ বলেছেন: সবাই মিলেমিশে চা,বিস্কুট,সিঙ্গরা,খাইয়া ফেলল কিন্ত শেষের দিকে যা আসবে তারা কিছু পাইবনা এটা কিন্তু হইবার পারে না ভাই।
ভালো লাগল ছড়া একদম বাস্তব চিত্রকে তুলে ধরেছেন ভাই।

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৪

প্রামানিক বলেছেন: অসুবিধা নাই, চায়ের পানি বাড়ায়া দিলে সবাই পাইবো। ধন্যবাদ আপনাকে।

৩১| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭

সামিয়া বলেছেন: এক চোখেতে তেল ছিটাবে
অন্য চোখে নুন
যোগ্যতাকে দাম দিবেনা
যতই থাকনা গুণ।

আহ!!!!!! এই কথা গুলো প্রতিদিন অনুধাবন করি।।

অযোগ্যকে মিস্টি, মন্ডা
যোগ্যটাকে ঝাল
এইভাবেতে অফিস কি আর
চলবে চির কাল?
একদম সেই রকম ছড়ার লাইন গুলো, আমাদের মত অসহায় দের মনের কথা।।

এমন অনেক কর্তা আছেন
অফিস যেন তার
নিজের স্বার্থের জন্যে করে
খারাপ ব্যাবহার।

১০০% সত্য কথা গুলো ছড়ায় ছড়ায় সকলকে জানানোর জন্য অনেক কৃতজ্ঞতা কবির প্রতি।। ++++++++
প্রিয়তে নিলাম ভাইয়া।।

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩২| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০১

ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর ছড়া, দারুণ ভাল লাগল।

৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বড় ভাই, শুভেচ্ছা রইল।

৩৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৩

চিন্তিত নিরন্তর বলেছেন: মালিক ও সরকার একজনের কর্মচারী। জবাবদিহি তাকেও করতে হবে।

চাটুকারে দেশ ভরে গেছে।

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৮

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.