নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

টিকি, দাড়ির দ্বন্দ

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩০


শহীদুল ইসলাম প্রামানিক

টিকি রাখলে হয়রে হিন্দু
দাড়ি রাখলে মুসলমান
গোফ, দাড়ি নাই ক্লিন সেভে
ঘুরে বেড়ায় খ্রীষ্টান।

দাড়ি, খোপায় শিখের ধর্ম
গেরুয়া পরলে বৌদ্ধ পাই
ভীল, গারো আর সাঁওতালদের
দেহের কোথাও চিহ্ণ নাই?

বিধাতার ভাই নাইরে আকার
মিছেই মোরা আকার দেই
পোষাক দিয়ে বিভেদ করি
জঙ্গ বেঁধে জীবন নেই।

হায়রে মানুষ স্বার্থলোভী
মোল্লা কিংবা পুরোহিত
স্রষ্টার সৃষ্টি ধ্বংস করে
সেই স্রষ্টারই গাচ্ছি গীত।

টিকি, দাড়ি সবই স্রষ্টার
দ্বন্দ করি তাই নিয়ে
ভাবছি না কেউ মরার পরে
থাকবো মোরা কই গিয়ে?

সব ধর্মেতেই ধর্ম পাগল
মানব ধর্ম তুচ্ছ তাই
একই স্রষ্টার সৃষ্টি হয়েও
ভিন্ন স্রষ্টার ব্যাখ্যা পাই।

সেগুনবাগিচা
সময় ঃ ১১-৩০মিঃ
১১-১১-২০১৭ইং
(ছবি ইন্টারনেট)
বিঃদ্রঃ দয়া করে কেউ ছড়াটি নিজ নামে চুরি করবেন না।

মন্তব্য ৫৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: আপনার কবিতাটি পরে পিকে মুভির কথা মনে পরে গেল।
পিকে মুভিটা দেখেছেন?

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

প্রামানিক বলেছেন: না ভাই এখনো দেখা হয় নাই।

২| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

রিএ্যাক্ট বিডি বলেছেন: কেমন বন্ধু!! Man's Best Friend | New Bangla Short Film 2017 | Team Rohitpur
Video Link: https://youtu.be/LkYuPuN1xUk

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

তারেক ফাহিম বলেছেন: পিকে মুভির ভাবর্থ কবিতায় ফুটে উঠেছে।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

প্রামানিক বলেছেন: পিকে মুভিটা এখনো আমার দেখা হয় নাই। তবে সময় পেলেই দেখবো।

৪| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার ছড়া!!

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, শুভেচ্ছা রইল।

৫| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমারই তো এই ছড়াটা চুরি করতে ইচ্ছা করছে। অনেকদিন এমন অসাম্প্রদায়িক ছড়া পড়িনি।


ধন্যবাদ প্রামানিক ভাই।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

প্রামানিক বলেছেন: আপনি চুরি করলে ক্ষতি নাই তাতে আমার ছড়াটি সংরক্ষিত হবে। ধন্যবাদ হেনা ভাই।

৬| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার অসাম্প্রদায়িকতার মেসেজ বয়ে নিয়ে আনা লেখা!:)



++

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, বিলিয়ার রহমান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২

এম আর তালুকদার বলেছেন:

আপনার কবিতার উত্তরে আমার এই কবিতাটি রেখে গেলাম
কবিতা, “ক্রোধ দমাও”

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ আপনাকে

৮| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

সুমন কর বলেছেন: সুন্দর লিখেছন।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৯| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ছোটকালে হাতের মুষ্ঠির ব্যবহার করে চারটি ধর্ম একই ছায়ার তলে তা কিভাবে প্রকাশ করতে হয় তা শিখেছিলাম।

অনেকদিন পর তা ব্যবহার করলাম।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

প্রামানিক বলেছেন: ছোটকালে হাতের মুষ্ঠির ব্যবহার করে চারটি ধর্ম একই ছায়ার তলে তা কিভাবে প্রকাশ করতে হয় তা শিখেছিলাম।

চমৎকার একটি আইডিয়া দিলেন। ধন্যবাদ

১০| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১১

মো চৌঃ বলেছেন: হায়রে মানুষ স্বার্থলোভী
মোল্লা কিংবা পুরোহিত
স্রষ্টার সৃষ্টি ধ্বংস করে
সেই স্রষ্টারই গাই যে গীত।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইল।

১১| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার ছন্দ।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১২| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৭

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক ভালো লাগা!!!!!!!

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শুভেচ্ছা রইল।

১৩| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬

ওমেরা বলেছেন: খুব ভাল লাগল।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

১৪| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭

অর্ক বলেছেন: ভালো লাগলো মানবতাবাদী ছড়া। শুভেচ্ছা।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

জাহিদ অনিক বলেছেন:

সুন্দর, সমসাময়িক প্রেক্ষাপটে দারুণ চলে যাচ্ছে।

১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ইহা যদি "তারা" বুঝত !

১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল।

১৭| ১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



সব মানুষই জন্মগতভাবে কমপক্ষে ধর্ম পায়, অনেকে পায় সম্পদ

১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

প্রামানিক বলেছেন: জন্মগতভাবে ধর্মটা সবার ভাগ্যে জোটে কিন্তু সম্পদ জোটে না।

১৮| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৭

ধ্রুবক আলো বলেছেন: ধর্ম গত ও জাতি গত দ্বন্দ এখন মানব জাতির জন্য একটা হুমকি।

ছড়া খুব সুন্দর লিখছেন +++++++ অনেক ধন্যবাদ।

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন।

১৯| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৮

করুণাধারা বলেছেন: দারুন ভাবনা। ভাল লাগল।

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, ‍শুেভেচ্ছা রইল।

২০| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম, সহমত। গৌতম বুদ্ধ বলেছিলো, "জীব হত্যা মহাপাপ"। বিদায় হজ্বের সেরা চারটি বাক্যের একটি বাক্য ছিলো "তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা" কিন্তু যারা তাদের ধর্মের এই মহৎ বাণীগুলো অনুস্বরণ করে না, তারা কি ধার্মিক? আবার কেউ নিজ জিসাসকে নিজেরাই খুন করে আবার ইবাদতে মত্ত। আজকাল ধর্ম প্রায় তার নিজের স্বাধীনতা হতেই বঞ্চিত, ধর্মকে অনেকে নিজের মত করে নিয়েছে বলেই এতো সমস্যার সৃষ্টি। আপনার লেখাটি যথেষ্ট ভালো লেগেছে। ভালোথাকুন সবসময়, শুভকামনা।

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

প্রামানিক বলেছেন: গৌতম বুদ্ধের অহিংস নীতি েএখন ভিক্ষুরাও পালন করে না

২১| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫১

ডঃ এম এ আলী বলেছেন: অনেক সুন্দর হয়েছে ছড়া ।

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আলী ভাই, শুভেচ্ছা রইল

২২| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৯

মনিরা সুলতানা বলেছেন: খুব ই সুন্দর লেখা !

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শুভেচ্ছা রইল

২৩| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৯

সচেতনহ্যাপী বলেছেন: শেষের প্যারাটার ব্যাপারে শুধু বলবো ধর্ম পাগল না।। পাগল আমরা ধর্মপালনকারীরাই।।

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

প্রামানিক বলেছেন: ধর্ম পাগল বলতে ধর্মান্ধকে বুঝিয়েছি। ধন্যবাদ

২৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: শতভাগ সত্য। এ বিভেদ সুবিধাবাদী কিছু অসাধু মানুষের নিজস্ব তৈরি শুধুই নিজেরই স্বার্থে। ধন্যবাদ আপনার অনন্য সাধারণ কবিতার জন্য।
সব সময়ের জন্যই আপনার কবিতায় আমার তরফ থেকে ১০০ প্লাস। আই লাইক ইট। আই লাভ ইট। ভালো থাকুন।

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মঈনুদ্দিন ভাই, আপনার মন্তব্যে সবসময় উৎসাহ পাই

২৫| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবাই যদি বুঝত, তবে এই সুন্দর পৃথিবীটা অসুন্দরে ভরে যেতনা।

ধন্যবাদ খুব সুন্দর একটা ছড়া ব্লগে উপহার দেওয়ার জন্য।

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, কেই সঠিক ধর্ম পালন করে না

২৬| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন:




আমরা সত্য পথের উপর ভর করে সত্য পথ ব্যাতিরেকে অনেকগুলো মিথ্যাপথ বানিয়ে বিভাজিত হয়ে গিয়েছি ।
ছড়ায় ভাললাগা ।

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। আমরা ধর্মীয় ভাব দেখাই কিন্তু ধর্ম পালন করি না।

২৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৩

এফ.কে আশিক বলেছেন: ছড়ায় মুগ্ধতা অন্তহীন।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর লিখেছেন প্রামানিক ভাই। ছড়ায় মুগ্ধতা।

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

খায়রুল আহসান বলেছেন: ছড়ায় যে অসাম্প্রদায়িকতার বার্তা রেখে গেলেন, তার প্রশংসা করছি। + +

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আহসান ভাই, আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.