নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

হিন্দু বাড়ি নামায

২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪


শহীদুল ইসলাম প্রামানিক

শিষ্যসহ মওলানা সাব
গেলেন হিন্দু বাড়ি
নামায ওয়াক্ত পার হয়ে যায়
করছেন তাড়াতাড়ি।

বললেন তিনি বিনয় করে,
একটু জায়গা দিলে
নামায পড়বো এক জামাতে
শিষ্যের সাথে মিলে।

কথা শুনে হিন্দু মশায়
কপালে তুললেন চোখ
দেবদেবীদের স্মরণ করে
গিলছেন শুধু ঢোক।

বললেন তিনি মলিন মুখে,
কথা একখান তবে-
হিন্দু বাড়ি নামায পড়লে
নামায শুদ্ধ হবে?

কথা শুনে মওলানা কয়,
কি আর বলবো ভাই
তাহলে কি হিন্দু বাড়ি
আল্লাহ, খোদা নাই?

সবার যিনি সৃষ্টি কর্তা
সবখানেতে থাকেন
যেখান থেকে ডাকেন না ক্যান
সাড়া দিয়ে থাকেন।

আল্লাহ যদি বেছে বেছে
মুসলিম বাড়ি থাকতো
তাহলে কি অন্য ধর্ম
এই দুনিয়ায় রাখতো?

কথা শুনে হিন্দু মশাই
বললেন হেসে হেসে,
এমন মানুষ থাকতো যদি
সকল দেশে দেশে।

তাহলে কি ধর্ম নিয়ে
দ্বন্দ ফ্যাসাদ হয়
শান্তি সুখে থাকতো সবাই
সারা বিশ্বময়।

ছবি ঃ ইন্টারনেট

মন্তব্য ১০৬ টি রেটিং +২৯/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফ্যান্টাসটিক! চমৎকার ছড়া লিখেছেন।


ধন্যবাদ প্রামানিক ভাই।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, আপনার মন্তব্যে উৎসাহিত হলাম।

২| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এককথায় অপূর্ব! পোস্টে প্লাস।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বাদ সম্রাট ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: খুব খুব খুব সুন্দর ! শুধু মন্তব্যর জন্য লগিন করলাম।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩০

প্রামানিক বলেছেন: ছড়ায় মন্তব্য করার জন্য লগইনের কথা শুনে খুব খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অপূর্ব !! চমৎকার !!
অসম্প্রদায়িক ছড়া
খোদার থাকেন পৃথিবীর সর্বত্র
কারণ পৃথিবীর মালিকানা তাঁর।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: এটাই তো মানুষ বোঝে না। সৃষ্টি কর্তাকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান ভাগ করে ফেলে।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৫

নতুন নকিব বলেছেন:



অসাধারন ছড়া, প্রামানিক ভাই!

লেখার গুনগত মান বৃদ্ধিতে আনন্দিত।
অভিনন্দন, অভিবাধন!

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৭

আমানউল্লাহ রাইহান বলেছেন: দারুণ লিখেছেন!

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৮

পার্থ তালুকদার বলেছেন: চমৎকার লিখেছেন প্রামানিক ভাই।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৯

অনিন্দ্য অবনী বলেছেন: দুর্দান্ত,,, একরাশ ভালো লাগা রইল...

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৫

সুমন কর বলেছেন: দারুণ এবং +। এমন ভাবে মিলে-মিশে সবাই থাকতে চাই।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

সৃষ্টিশীল আলিম বলেছেন: মুগ্ধ।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১১| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
২০১৩ সাল। আমি তখন যুক্তরাজ্যে। যোহরের নামাজের সময় হয়েছে। 'Art in Action' নামক একটা আর্ট ফ্যাস্টিভেলে ভলান্টিয়ার হিসেবে কাজ করছি তখন। আমি ছাড়া সবাই অন্য ধর্মের। অক্সফোর্ডশায়ারের ঐ জায়গায় কাছে-পিঠে কোন মসজিদও নেই। কি করি?

তাকিয়ে দেখলাম। কাছেই একটি অনেক পূরোনো গির্জা। সোজা ঢুকে পড়লাম তাতে। গিয়ে পাদ্রিকে বললাম যে আমি নামাজ পড়তে চাই। কোন জায়গা হবে কি?

স্মিত হেসে উনি বললেন, যে কোন জায়গা বেছে নাও।

আমি জানালার পাশে একটি জায়গা বেছে নিয়ে নামাজ পড়েছিলাম।

আপনার ছড়া পড়ে ঐ কথা মনে পড়লো।

ধন্যবাদ।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: আপনার ঐ ঘটনার মত সব মানুষের মানসিকতা যদি হতো তাহলে ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি হতো না। আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

১২| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১১

ইস টু ফিড বলেছেন: দারুণ

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৪

এফ.কে আশিক বলেছেন: ছড়ায় সুন্দর একটা ম্যাসেজ আছে।
বরাবরের মত মুগ্ধ হলাম...।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর ছড়া। +++
সবার মাঝে সৌহার্দপূর্ণ মনভাব বজায় থাকুক।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, শুভেচ্ছা রইল।

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন:



সার্বজনীন ছড়া। ভাল লেগেছে ।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

আবু তালেব শেখ বলেছেন: এতো সুন্দর কবিতা লেখা ব্রেনে আসে কি করে? আমাকে একটু মেধা বিকাশের মাধ্যমে ট্রান্সফার করেন

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৭

প্রামানিক বলেছেন: কিচ্ছু না ভাই, চোখ বন্ধ কইরা লেখা শুরু করেন এমনিতেই সব হয়ে যাবে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবার যিনি সৃষ্টি কর্তা
সবখানেতে থাকেন
যেখান থেকে ডাকেন না ক্যান
সারা দিয়ে থাকেন।

দারুন ভায়া :) ভাললাগা অনেক অনেক

++++

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২

এম আর তালুকদার বলেছেন: অসাধারন কবিতা। এই পৃথিবী যদি হিন্দু স্রষ্টার হয় তাহলে মুসলিম থাকে কি করে? যদি মুসলিম স্রষ্টার হয় তাহলে হিন্দু থাকে কি করে ? স্রষ্টা একজনই মানুষ যে কেন এটা বোঝেনা !!!

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৬

প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন ভাই, স্রষ্টা যে আলাদা না এটাই মানুষ বুঝতে চায় না। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

১৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৮

কলাবাগান১ বলেছেন: "তাকিয়ে দেখলাম। কাছেই একটি অনেক পূরোনো গির্জা। সোজা ঢুকে পড়লাম তাতে। গিয়ে পাদ্রিকে বললাম যে আমি নামাজ পড়তে চাই। কোন জায়গা হবে কি?"

এই কথাই কোন খ্রিস্টান মসজিদে গিয়ে বলতে পারে না........এই কথাই কোন মুসলিম মন্দিরে গিয়ে বলতে পারে না

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৮

প্রামানিক বলেছেন: আপনি সুন্দর কথাই বলেছেন, পৃথিবীতে এই কারণেই সাম্প্রদায়িক দাঙ্গাটা বেশি লাগে।

২০| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর। টাইপো সারা - সাড়া

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫২

প্রামানিক বলেছেন: খুশি হলাম।
সাড়া = আহবানের উত্তর দেয়া, যেমন = কোথাও কোন মানুষের সাড়া নেই, ডাকলে সাড়া দেয় না
সারা = সমগ্র, সমস্ত, যেমন = সারা দুনিয়া বা সমগ্র দুনিয়া

ধন্যবাদ আপনাকে।

২১| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

কুঁড়ের_বাদশা বলেছেন: ভাল লিখেছেন,ভাই।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০

আখেনাটেন বলেছেন: মনের বিষ বড় জিনিস। এটা একবার ভেতরে ঢুকে গেলে ছুঁড়ে ফেলা মুশকিল। এই বিষের বিষক্রিয়াই অতিধার্মিকদের বিষক্ষয় একে অপরের প্রতি।

সোজাসাপ্টা ভাবনার জায়গা কোথায় তাদের? অথচ এই মওলানার মতো ভাবলে কত সহজেই সমাধান?

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, সব মানুষই স্রষ্টার সৃষ্টি অথচ আমরা খামাখাই ভিন্ন ভিন্ন স্রষ্টা নিয়ে দাঙ্গা ফ্যাসাদ করি।

২৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০২

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার লিখেছেন । সত্যি এমন যদি হতো । তাহলে ধর্ম নিয়ে কোন অশান্তি থাকতো না । কবিতা র ভাষায় কি সুন্দর করে বললেন ।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন হাফসা, আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই খুব সুন্দর ছড়া।
সবার মাঝে সৌহার্দপূর্ণ মনভাব বজায় থাকুক।

২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

২৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪

জুন বলেছেন: খুব ভালোলাগলো ছড়াটি প্রামানিক ভাই ।
+

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, অনেক অনেক শুভ্চেছা রইল।

২৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চমৎকার ছড়া উপহার দিয়েছেন কবিবর। মুগ্ধতা রইল কথামালায়।

এমন হুজুর যদি সবাই হতো
পৃথিবীটা হতো শান্তিময়।।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯

হারানোপ্রেম বলেছেন: সুন্দর ছড়া।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯

বিলিয়ার রহমান বলেছেন: অসাধারন!!

চমৎকার ছড়া!!:)


সাম্প্রদায়িকতা নিপাত যাক!!:)

+

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,





সৃষ্টিকর্তা যে থাকেন আস্তিকের বাড়ীতে -নাস্তিকেরও বাড়ীতে , মুসলমানের ঘরে- অমুসলমানের ঘরেও , পথের ধূলিকনায় - সুদূর মহাশূন্যেও ; এমন ধারনার শিক্ষাটুকু যদি আমাদের থাকতো তবে আপনার এই ছড়াটি লেখার কোনই দরকার পড়তোনা ।

মানুষের শুভ চিন্তার উদয় হোক ।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

প্রামানিক বলেছেন: এখানেই সমস্যা, মানুষ যদি বুঝতো স্রষ্টা সবার জন্য সমান তাহলে কেউ আর ভুল পথে পা বাড়াতো না। ধর্ম নিয়ে দাঙ্গা হাঙ্গামা করতো না। ধন্যবাদ আহমেদ জী এস ভাই মূল্যবান মন্তব্য পড়ে অনুপ্রাণীত হলাম।

৩০| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার শিক্ষনীয় ছড়া, ছড়াকারকে স্যালুট

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১২

প্রামানিক বলেছেন: হে হে হে আমার ছড়ায় যদি কিছু শিক্ষা থাকেন তাইলে আপনারে উল্টা স্যালুট।

৩১| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬

শাহিন-৯৯ বলেছেন: এত সুন্দর ছড়া লিখেন কিভাবে!!! হিংসে হয় আমার!!!

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

প্রামানিক বলেছেন: চেষ্টা করেন আপনিও পারবেন।

৩২| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

দৃষ্টিসীমানা বলেছেন: খুব ভাল লিখেছেন , সহস্র প্লাস ।

২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

সাইফুল ইসলাম অন্তর বলেছেন: খুব ভালো লিখেছেন আপনি। চমৎকার লিখেছেন প্রামানিক ভাই। ।নতুন গান পেতে এখানে দেখুন

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনার মন্তব্যে খুশি হলাম।

৩৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

Biniamin Piash বলেছেন: মুগ্ধ হয়ে গেলাম আপনার লেখা পড়ে।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

তারেক ফাহিম বলেছেন: সৃষ্টিকর্তা সবখানে বিরাজমান।

সুন্দর ছড়া পাঠে মুগ্ধ।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য করায় অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

অন্তরন্তর বলেছেন: খুব ভাল লিখেছেন। আগে ধর্ম নিয়ে এত বিভেদ ছিল না। আমি ছোটবেলায় দেখিনি। মানুষ যত শিক্ষিত(?) হচ্ছে তত বেশি ধর্ম বিদ্বেষতা বাড়ছে আমার মতে। শুভ কামনা।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: দিন দিন ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি হচ্ছে। আগে মানুষের মধ্যে এত নিষ্ঠুরতা ছিল না। মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০২

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুন প্রামানিক ভাই।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৯

জাহিদ অনিক বলেছেন:

চমৎকার !


গাহি সাম্যের গান।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

প্রামানিক বলেছেন: গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান।

ধন্যবাদ আপনাকে।

৩৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪১

অলিউর রহমান খান বলেছেন: জনাব খুব সুন্দর লিখেছেন। খুব ভালো লাগলো।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:১৪

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

৪০| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৩৫

ওমেরা বলেছেন: excellent !!! excellent !!!
অনেক অনেক ভাল লাগছে ভাইয়া ।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪১| ৩০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:৩৫

বিদেশে কামলা খাটি বলেছেন:
সুন্দর।
তবে আমার মতো কামলা যারা অভাগা তাদের নিয়েও তো লিখতে পারেন।

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, কামলা খাটাদের কথাও অনেক লিখেছি কিন্তু পোষ্ট করতে ভয় পাই।

৪২| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪২

উম্মু আবদুল্লাহ বলেছেন: কবর, বাথরুম, মূর্তির অবস্থান সহ কিছু জায়গায় নামায পড়া উচিত নয়।

অমুসলিমদের বাড়ীতে হয়তবা পড়া যাবে কিন্তু অমুসলিমদের উপাসনালয়ে নামাজ পড়া নিরূৎসাহিত করা হয়েছে। খুব প্রয়োজন ব্যতিরেকে সেখানে নামাজ পড়া ঠিক হবে না।

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

প্রামানিক বলেছেন: আল্লাহর দুনিয়ায় পুরোটাই এবাদতের জায়গা, কিন্তু নোংরা বা অপবিত্র করার কারণে সব জায়গায় নামায পড়া যায় না, আর এই জায়গাগুলো নোংরা বা অপবিত্র করে মানুষ, তবে চিরদিনের জন্য অগুলো অপবিত্র থাকে না দশ, বিশ, একশ' বছর পরে হলেও এসব জায়গা আবার পবিত্র হয়ে যায়। আমার ছড়া কিন্তু অপবিত্র জায়গা নিয়ে নয়, অন্য ধর্মের বাড়িতে নামায পড়া যাবে কিনা সেইটা নিয়ে। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য করার জন্য।

৪৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২২

শামছুল ইসলাম বলেছেন: অসাধারণ ছড়া ।

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এমন ছড়া ভূমিকা রাখতে পারে ।

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৯

শাহিন বিন রফিক বলেছেন: আনিসুল হকে উৎসর্গে একটা ছড়া লিখেছি, আপনি দেখবেন কেমন হয়েছে, এই ব্লগে আমার ছড়ার গুরু আপনি, আমার লেখা প্রথম পাতায় আসে না তাই আমার ব্লগে গিয়ে কষ্ট করে দেখবেন।

০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

প্রামানিক বলেছেন: অবশ্যই আমি আপনার ছড়া দেখব, ধন্যবাদ আপনাকে।

৪৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩০

উম্মে সায়মা বলেছেন: আহা এমন যদি হত!

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৭

প্রামানিক বলেছেন: এমনই হওয়া দরকার কিন্তু মানুষ স্বার্থপর হওয়ায় এমন হচ্ছে না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৪৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: একদম !
হক কথা বললেন ভাইয়া। খুব ভালো লাগলো।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৪৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫০

কলাবাগান১ বলেছেন: এই পোস্টে প্লাস দিয়েছিলাম ভেবেছিলাম লেখক অনেক উদার অন্য ধর্ম কে নিয়ে....

কেঊ টয়লেটে পড়ে মৃত্যু বরন করলে তার ধর্মের কি দোষ???? আপনার কাদীয়ানীদের নিয়ে কমেন্ট প্রকারন্তরে বিদ্বেষ মুলুক বলেই প্রতীয়মান হচ্ছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: ভাই কলাবাগান, আপনি ঠিকই বলেছেন, টয়লেটে পড়ে কোন ধর্ম প্রবর্তক মারা গেলে তাতে ধর্মের কি। আমি তো তার সম্পর্কে কোন সমালোচনা করি নাই আমি শুধু তার মৃতু্যর অবস্থাটা বলেছি।

তবে ধর্ম নিয়ে আমি আলোচনায় যাবো না, কারণ, প্রধান চারটি ধর্ম নিয়েই কিছু কিছু স্ট্যাডি করে দেখেছি, প্রত্যেকটা ধর্মের শুরুতে যা ছিল তা বর্তমানে বহু মতে বিভক্ত, ধর্মের কোনটা কান্ড, কোনটা ডালপালা বোঝাই মুশকিল।

৪৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অসাম্প্রদায়িকতা চর্চার বড্ড অভাব এ দেশে; পর ধর্মকে হেয় প্রতিপন্ন করে প্রত্যেকের কাছেই নিজ ধর্ম অগ্রগণ্য।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭

প্রামানিক বলেছেন: সঠিক কথাই বলেছেন রুপক বিধৌত সাধু।

৪৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার ছড়া। মূল বক্তব্যের সাথে একমত। মহান আল্লাহপাক সবখানেই আছেন।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৫০| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫

ডঃ এম এ আলী বলেছেন: ধর্মীয় সম্প্রিতি নিয়ে ছড়া পাঠে ভাল লাগল ।
মনে হয় মেসেজটা চেক করেন নাই ।
শুভেচ্ছা রইল ।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৮

প্রামানিক বলেছেন: কয়েক দিন ঢাকায় ছিলাম না। ধন্যবাদ

৫১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১২

মলাসইলমুইনা বলেছেন: প্রামানিক ভাই : ছড়ায় ভালো লাগা |

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৫২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

সবুজের ইবনে বতুতা বলেছেন: অসাধারণ,কাব্য। ছন্দে আনন্দে কাব্যে কথামালায় কি চমৎকার!
শুভকামনা রইল। ধন্যবাদ।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫৩| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৩

বিদ্যুৎ বলেছেন: বরাবরের মত অনবদ্য। খুব ভাল লাগল ভাসানী সাহেবের সেই অমুল্য কথা আপনি অন্যন্য মাত্রায় নিয়ে গেছেন আপনার ছন্দের খেলায়। ধন্যবাদ, ভাল থাকবেন সব সময়।

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.