নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

তালিকা বিহীন মুক্তিযোদ্ধা

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১


শহীদুল ইসলাম প্রামানিক

মুক্তিযোদ্ধায় নাম না থাকলেও
নই তো রাজাকার
যুদ্ধের সময় যোদ্ধার সাথে
ছিলাম একাকার।

সংগ্রামীদের সহায়াতায়
করছি অনেক কাজ
তাই তো আমি স্বাধীন বাংলায়
পাইনা কোন লাজ।

ভাত দিয়েছি, জায়গা দিয়েছি
দিয়েছি সুযোগ করে
কলার ভেলায় পার করেছি
রাত্রি কিংবা ভোরে।

বুলেট, বোমা, রাইফেল রেখেছি
লুকিয়ে বাড়ির পিছে
রাজাকার আর দালাল এলে
বলছি অনেক মিছে।

মুক্তিযোদ্ধায় নাম ছিল না
ছিলাম তাদের সাথে
তাদের সাথেই অনেক অস্ত্র
বহন করেছি হাতে।

জান বাঁচাতে লুকিয়ে থাকতাম
খান সেনাদের ভয়ে
বুক ফুলিয়ে বেরিয়ে এলাম
স্বাধীন বাংলার জয়ে।

তাই তো আমার মহান দাবি
আমিও যোদ্ধা বটে
মুক্তি যোদ্ধার সাথেই মোদের
অনেক ঘটনা ঘটে।

বলতে গেলে অনেক কথা
কি আর বলবো ভাই
যোদ্ধার খাতায় অযোদ্ধা আজ
মোর নামটা নাই?

ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ৪৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

অন্তরন্তর বলেছেন: সুন্দর এবং সত্যকথা লিখেছেন। যারা যুদ্ধের সময় খাবার, আশ্রয় ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন তারাও মুক্তিযোদ্ধা। আমি দেখেছি সেই সময়টা তাই ভালভাবে বুঝতে পারছি এ বিষয়ে। আপনি অনেক ভাল লিখেন। শুভ কামনা।

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১১

প্রামানিক বলেছেন: সেই সময়কার অনেক স্মৃতিই এখন মনে পড়ে। ধন্যবাদ

২| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন! লিখেছেন ভায়া!

সনদের নামে আজ
কত রকম ট্যাগ
তার তলে চাপা
কোটি জনার ত্যাগ!

সাত কোটি বাঙালীর
সবাই মুক্তিযোদ্ধা
কতভাবে কতজনায়
নাই হিসাব,কোন দ্বিধা!

কুলাঙার রাজাকার
ছিল হাতে গোনা
বেঈমান তারা ছাড়া
সবই বিচ্ছু ছানা!

নারী শিশু কিশোর
ছিল হৃদয়ে
সকলের
স্বপ্ন স্বাধীনতার !

আজো যারা দেশটারে
ভালবাসেনা
তারাই বিভেদ করে
কে যোদ্ধা? কে যোদ্ধা না!

রাজাকারে দাও ফাসি
নেই কোন মানা
সাধারন মানুষেরে
বিভেদে ফেলো না।

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, চমৎকার ছন্দ মন্তব্য। শুভ্চেছা রইল।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪

নূর-ই-হাফসা বলেছেন: এক কথায় অসাধারন । খুব ভালো লিখেছেন

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

আহলান বলেছেন: খুবই বাস্তবিক ছন্দ .... !!

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

তারেক ফাহিম বলেছেন: ছন্দে ছন্দে সত্য কথাগুলো বলে গেলেন ভাই।

মু্ক্তিযোদ্ধা তালিকাভুক্ত অনেকেই ক্ষমতার বলে হয়েছে।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৫

প্রামানিক বলেছেন: যুদ্ধের সময় অনেকেই অমানুষিক কষ্ট করেছে অথচ তাদের মূল্যায়ন নাই।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: কবিতাটা মন ছুঁয়ে গেল।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অথচ একটা সময় রাজাকার আর দালালরা বুক বুলিয়ে ঘুরতো । রাজাকাররা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়েছে; এই দুঃখ বহু মুক্তিযোদ্ধা নিজের সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছিলো ।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৭

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

জাহিদ অনিক বলেছেন:


চমৎকার লিখেছেন।

বেশ ভালো লাগলো।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

সাইন বোর্ড বলেছেন: এখনো কত নতুন নতুন মুক্তিযোদ্ধা পয়দা হচ্ছে, কবির জন্য মায়া হয় ।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩০

প্রামানিক বলেছেন: শুধু দেখা ছাড়া কিছুই করার নাই

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

সুমন কর বলেছেন: মুক্তিযুদ্ধ চলাকালে এ রকম অনেক সাহায্যকারী সাহসী সহ-মুক্তিযোদ্ধা ছিল। উনাদের প্রতি রইলো শ্রদ্ধা।

কবিতা ভালো হয়েছে।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: মুক্তিযোদ্ধাদের সহযোগীতা করতে গিয়ে কতজন যে বিপদে পড়েছে।

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

ধ্রুবক আলো বলেছেন: যিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাবে সহায়তা করেছিলো, তারাও সমান মুক্তিযোদ্ধা।
সকল মুক্তিযোদ্ধার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

প্রামানিক বলেছেন: মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় অনেক লোকের অবদানের তুলনা নাই।

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



সত্য ভাষন।

বিদ্রোহী ভৃগু সুন্দর বলেছেন:

সনদের নামে আজ
কত রকম ট্যাগ
তার তলে চাপা
কোটি জনার ত্যাগ!

১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জীএস ভাই, গুরুত্বপূর্ণ কথাই বলেছেন।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩

আবু তালেব শেখ বলেছেন: আপনার সুন্দর গোছালো এবং অর্থবহ কবিতার প্রতীক্ষায় থাকি

১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

প্রামানিক বলেছেন: আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। ধন্যবাদ আপনাকে।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কঠিন রূঢ় কথা বলেছেন। আমাদের দেশে জাল সার্টিফিকেট দিয়েও এখন মুক্তিযোদ্ধা বলে গন্য হয়। অথচ সত্যিকার অর্থে ঐ সময় অনেকে নীরবে কাজ করেছেন যাদের অবদানও অনেক ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সমমানের...

১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫

প্রামানিক বলেছেন: মুক্তিযোদ্ধার খাতায় নাম না থাকলেও অনেকের অবদান অতুলনীয়। মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তখন একটা আশ্চর্যজনক সময় ছিল। ছড়া বরাবরের মতই ভাল।

১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

প্রামানিক বলেছেন: তখন বাঁচা মরার ভয়াবহ দিন পার করেছি। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৯

সচেতনহ্যাপী বলেছেন: ব্লগার ভৃগুর ভাষায় বলতে গেলে, সে সময়ে হাতেগোনা কিছু লোক ছাড়া সবাই মুক্তিযোদ্ধা।। যোদ্ধা শুধু রাইফেল হাতে যুদ্ধ করাই নয়।। যে কোন যুদ্ধের জন্য অস্ত্র হাতে নেয়াই বড় নয়, সেটা আমরা আজো বুঝতে অক্ষম!! হায় জাতি!! কবে বুঝবি??!!

১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

প্রামানিক বলেছেন: মূল্যবান মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে।

১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:১৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন একটা লিখা লিখছেন ভাই । ভালো লাগল।

১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

এফ.কে আশিক বলেছেন: যোদ্ধার খাতায় অযোদ্ধা আজ
মোর নামটা নাই...
বাস্তব চিত্র এটি

খুব ভালো লেগেছে প্রিয় ছড়াকার।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

শামছুল ইসলাম বলেছেন: সত্য কথাটা সুন্দর করে বলেছেন ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

২০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৭

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: দুঃখ নিয়েন না। বঙ্গবীর কাদের সিদ্দীকিরও মুৃক্তিযোদ্ধা সার্টিফিকেট নাই। কিন্তু চরমোনইয়ের পীর সাহেবের স্বাধীনতা পুষ্কার আছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২২

প্রামানিক বলেছেন: আমার মত মনের দুঃখ অনেকেরই আছে কিন্তু করার কিছুই নাই। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য করার জন্য।

২১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২১

অলিউর রহমান খান বলেছেন: চমৎকার। ভালো লাগার মতো একটি কবিতা।
তবে কবিতায় বাস্তবতা ও মনের কষ্ট প্রকাশ পেয়েছে।
অনেক মানুষ আছেন যারা মুক্তিযাদ্ধার নাম বিক্রি করে ফাহাদা নিচ্ছে।
অন্যদিকে কেউ কেউ সাহায্য সহযোগিতা করে ও খাতায় নাম নেই, যা আপনার কবিতায় উল্লেখ করেছেন।

করুন বাস্তব।
ভালো লাগলো।
ধন্যবাদ জনাব।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, যুদ্ধের অনেক অবদান অনেকের আছে অথচ তাদের আজ কোন মূল্যায়ন নাই।

২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

ওমেরা বলেছেন: ভাইয়া তখন আমার জন্মই নি তাতে আমি এখন যখন আমাদের মুক্তিযুদ্ধের কোন গল্প শুনি মনে মনে ভাবি তখন যদি আমি ২০ /২০ কোন যুবক হতাম তাহলে আমিও যুদ্ধে যেতাম। আমার এই চিন্তার জন্য আমিও মুক্তিযাদ্ধা ।

কবিতা অনেক সুন্দর হয়েছে ভাইয়া।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, স্বাধীনতার পক্ষে চিন্তা করাটাই স্বাধীনতার স্বপক্ষ শক্তি। কাজেই সেই দিক থেকে আপনিও মু্ক্তিযোদ্ধা। ধন্যবাদ।

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: স্যালুট ভাই। প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা'র পাশাপাশি লাখো লাখো এমন পরোক্ষ মুক্তিযোদ্ধাদেরও জানাই বিনম্র শ্রদ্ধা।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, সত্য কথা বলার জন্য আপনাকেও স্যালুট।

২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৬

খায়রুল আহসান বলেছেন: আপনি অনেকের মনের কথাটাই বলে ফেলেছেন।
জাল মুক্তিযোদ্ধায় দেশ ভরে গেছে, আজ তাদেরই গলার স্বর অত্যন্ত চড়া।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন খায়রুল আহসান ভাই, মুক্তিযুদ্ধে অবদান কম রাখিনি, কিন্তু সার্টিফিকেট না থাকায় মূল্যায়ন নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.