নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

জানোয়ারের দোষটা কি?

০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭


শহীদুল ইসলাম প্রামানিক

জানোয়ার বলে গালি দিলে
সবাই যায়রে ক্ষেপে
শুয়োর বললে অমনি তাকে
মারতে আসে ঝেঁপে।

হায়েনা বললেও রেগে গিয়ে
তেড়ে আসে ভাই
কুকুর বললে হুশ থাকে না
গালাগাল দেয় তাই।

গরু, গাধা বললে পরেও
সবাই লজ্জা পায়
ছাগল বললে ব্যাজার হয়ে
মিটমিটিয়ে চায়।

কিন্তু যদি কেউ কাউকে
বাঘের বাচ্চা বলে
খুশির চোটে অমনি তাকে
জড়িয়ে ধরে গলে।

বাঘের বাচ্চা বললে যদি
মানুষ খুশি হয়
তাহলে মোর প্রশ্ন হলো
বাঘ কি জানোয়ার নয়?

(ছবি ঃ গোগুল)

মন্তব্য ৮০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১

প্রতিভাবান অলস বলেছেন: ছড়া ভাল হয়েছে

০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

কানিজ রিনা বলেছেন: হা হা সুন্দর কবিতা ধন্যবাদ।

০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০

আবু মুহাম্মদ বলেছেন: এই প্রশ্ন সবার.. কিন্তু উত্তর দেয়ার কেউ নাই...

০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩২

সাদা মনের মানুষ বলেছেন: বাঘের বাচ্চার মতো কবিতা লিখছেন ভাই =p~

০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

প্রামানিক বলেছেন: বাঘের বাচ্চা কইলে বেজার হমু না, তবে বাঘের বাচ্চার মত কামড়াকামড়ি করবার পারমু না=p~ । ধন্যবাদ

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ক্যন? দাঁতে সমস্যা?

০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২

প্রামানিক বলেছেন: বাঘের বাচ্চা কইলেও বাঘের মত আমার দাঁত নাই।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮

আটলান্টিক বলেছেন: কবিতা ভাল হয়নি।লিলিপুটিয়ান লেখা।খালি ম্যাউ-প্যাউ করলে তো আর কবিতা হয়না।
(ভাই কিছু মনে করবেন না একটু চাঁদগাজী স্টাইলে মন্তব্য করে দেখলাম কেমন হয় হা হা হা :) )

০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

প্রামানিক বলেছেন: ভাই আমি কবিতা লেখি নাই এটা ছড়া। আগডুম বাগডুম একটা কিছু লিখলেই ছড়া হয় এতে ম্যাউ-প্যাউ লাগে না।
মনে কিছু করি নাই, এরকম মন্তব্য হজম করার অভ্যাস আছে, তবে চাঁদ গাজীর মত মন্তব্য করলে মন্তব্যর জন্য মাঝে মাঝে অনেকেই গালাগালি করবে, আপনার কাছে তখন কেমন লাগবে জানিনা। ধন্যবাদ

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

ধ্রুবক আলো বলেছেন: আসলে বাঘ জানোয়ার না বাঘ হলো উন্নত জাতের জানোয়ার টাইপ প্রাণী ;)

০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২০

প্রামানিক বলেছেন: বাঘ উন্নত জাতের প্রাণী হলেও জাতে জানোয়ার হিসেবেই পরিচিত। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:



বস্তির ছেলে বললে ক্ষেপে যায়, ঢাকার ছেলে বললে নড়েচড়ে বসে

০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন চাঁদগাজী ভাই, ধন্যবাদ।

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তাই তো! বাঘও তো জানোয়ার। বাঘের বাচ্চা বললে মানুষ খুশি হয় কেন?


চমৎকার ছড়া। ধন্যবাদ প্রামানিক ভাই।

০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
লিখেছেন জানোয়ার নিয়ে
কড়া এক ছড়া,
ঢেলে দিলাম সুন্দর বনের
মধু এক ঘড়া।

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮

প্রামানিক বলেছেন: ছন্দ মন্তব্য করার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১২| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

এস মানিক চৌধুরী বলেছেন: সুন্দর হয়েছে অনেক।

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর হয়েছে। বাস্তবতা আছে...

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: এটা শক্তি রূপক

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শুভেচ্ছা রইল।

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর সব কথারা আপনার মেধায় ছন্দ পেয়েছে। ধন্যবাদ আপনাকে।

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বাঘের বাচ্চা বলায় মূলত কারও সাহসের তারিফ করা হয়। অন্যান্য প্রাণির ক্ষেত্রে ব্যাপারটা নিন্দনীয়, তাই লোকজন অপ্রসন্ন হয়।

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, তবে বাঘ, ভাল্লুক সবই জানোয়ার। ধন্যবাদ।

১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এটা উপমা। যার প্রত্যেকটি তাদের নিজস্ব অর্থ বহন করে।

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ধন্যবাদ।

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: সুপার =p~

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৫১

মনিরা সুলতানা বলেছেন: পুরোটাই চরিত্রগুনে !
ছাড়ায় ভালোলাগা ।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শুভেচ্ছা রইল।

২০| ০৬ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:১৯

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগা রেখে গেলাম ।

শুভেচ্ছা রইল ।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

২১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৭

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ প্রামানিক ভাই।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: "সাবাস, বাঘের বাচ্ছা"।

"বেটা তুই একটা ---- এর বাচ্চা! "


সুন্দর ছড়া।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

সোহানী বলেছেন: কারন বাঘ হচ্ছে পশুদের রাজা তাই.............. ঠিক বলেছি কি???

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩

প্রামানিক বলেছেন: বাঘ শক্তির প্রতীক। পশুদের রাজা হলো সিংহ। যেমন ছোট কালে ছড়া পড়ে ছিলাম, "সিংহ আমি পশুর রাজা কেশর আছে ঘাড়ে"। ধন্যবাদ বোন সোহানী মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা।

২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'বাঘের বাচ্চা' শব্দটার মাঝে ভয়াবহ অশ্লীলতা আছে, না বুঝেই মানুষ আনন্দিত হয়।
তবে ছড়া সুন্দর হয়েছে।

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯

প্রামানিক বলেছেন: লিটন ভাই, আপনি বুঝলেও অনেকে বিষয়টি বুঝে না, বাঘের বাচ্চা না বলে বলতে পারে সাবাস পালোয়ান। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭

অর্ধ চন্দ্র বলেছেন: তবে সিংহ কিন্তু বেজায় অখুশি!

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩১

প্রামানিক বলেছেন: সিংহ অখুশি হওয়ার কারণ আছে, সিংহ হলো বনের রাজা অথচ সিংহের বাচ্চার নাম না বলে বাঘের বাচ্চা বলে প্রশংসা করে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২৬| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা পড়িয়া মুগ্ধ হইয়াছি প্রামাণিক দাদা। :)

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, কুড়ের বাদশা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শক্তির কাছে সবাই পরাভূত
কলিক কাউকে গাধা বললে
রেগে গেলেও অফিসের বড় কর্তা
যদি গাধা বলে তখন দন্ত বিকশিক করা
ছাড়া উপায় থাকে কি?

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

প্রামানিক বলেছেন: বাস্তব সত্য কথাই বলেছেন নুরু ভাই।

২৮| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৫

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর ছড়া।
ছড়ায় +++

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৯| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: আজকালকার সমাজের বহু মানুষরুপী পশুর চেয়ে জন্তু-জানোয়ারগুলো অনেক ভদ্র। হিংস্র প্রাণীরাও শুধু খিদে পেলেই আক্রমণ করে।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

প্রামানিক বলেছেন: তুলনামূলক সুন্দর কথাই বলেছেন। ধন্যবাদ

৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

ওমেরা বলেছেন: খুব ভাল একটা প্রশ্ন করেছেন তো ভাইয়া ।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শুভেচ্ছা রইল

৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

তারেক ফাহিম বলেছেন: ছড়ায় সত্যকথাগুেলা বেল গেলেন।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ বলেছেন কবি, এ যে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়া।।

ভালো লাগা রইল কবিবর

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

প্রামানিক বলেছেন: আমরা মনের অজান্তেই অনেক কিছু বলে থাকি কিন্ত কথাগুলোর অর্থ খেয়াল করি না। ধন্যবাদ মন্তব্য করার জন্য

৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

সৈয়দ ইসলাম বলেছেন: বাঘ তো ভাই বিরাট প্রাণী। তবে ছবিটা এতো চমকপ্রদ কেন সেটা আগে বলেন!

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১২

প্রামানিক বলেছেন: ছবিটা সম্ভাবত ইন্দোনেশিয়ার চিড়িয়াখানার। ধন্যবাদ ভাই, মন্তব্যে খুশি হলাম।

৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। ভাল লিখেছেন। বাঘের বাচ্চা বললে আর কেউ অখুশি থাকতে পারে না।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

প্রামানিক বলেছেন: জী ভাই, জানোয়ার বললে ক্ষেপে যায় আবার বাঘের বাচ্চা বললে খুশি হয়। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৩৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



বাঘ নহে জানোয়ার
নহে সে কোনও পশু,
বাঘ দেখিলেই তাই
সকলের হয়ে যায় হিসু.. B-)

গরু-গাধা-বিলাই- ছাগল
তা দেখে লোকে হয়না পাগল,
শুয়োর - কুত্তা - বান্দর
এর চে' মানুষ বড় ত্যান্দর । :(

তাই বাঘেরে ভয়-
গলায় তুইল্লা লয় । :P

০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

প্রামানিক বলেছেন: কথা মন্দ বলেন নাই
বাঘের বাচ্চায় খুশি তাই।

৩৬| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০২

জোকস বলেছেন:



খরগোশ যাচ্ছিল বনের রাস্তা দিয়ে। হঠাৎ দেখল, রাস্তার মাঝখানে এক বাঘ বসে আছে-

খরগোশ : (ভয়ে ভয়ে) হু হু হুজুর, রাস্তার ওপর বসে আছেন যে? কোনো তকলিফ? থাকলে বলুন, আপনার সেবায় বান্দা হাজির।
বাঘ : আর বলো না খরগোশ , এক শিকারি পায়ে গুলি করেছে। হাঁটতেই পারছি না।
খরগোশ : তো ব্যাটা নবাবের মতো রাস্তার মাঝখানে বইসা আছিস ক্যান? রাস্তা ছাড়!


প্রামানিক ভাই, ছড়ায় টেস্ট আছে।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭

প্রামানিক বলেছেন: দারুণ জোকস, খুব মজা লাগল। ধন্যবাদ

৩৭| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯

মলাসইলমুইনা বলেছেন: -----
বলি কি প্রামানিক ভাই,
জানোয়ারের দোষ নাই
আমরা মানুষ
উড়াই ফানুস
ভালো মন্দ
তার দ্বন্দ
নিয়ে সবাই-ই থাকি মেতে
মিছে কনফিউশন তাতে
তাই বাঘই হতে চাই
কোনো গরু গাধাতে নাই !!

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

প্রামানিক বলেছেন: হে হে হে সবই বাঘ হতে চায় কেউ বিলাই হতে চায় না। ধন্যবাদ মন্তব্য করার জন্য

৩৮| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৯

অর্ক বলেছেন: ছড়াটি বেশ ভালো লাগলো প্রামানিক ভাই। একসময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচুর বাঘ পাওয়া যেতো। বড় মাংসাশী প্রাণীর মধ্যে বাঘই মূলত ছিল এখানে। তাই লোকমুখে 'বাঘের বাচ্চা' কথাটি চলে এসেছে বীরত্বের প্রতীক হিসেবে। তবে এটা শুনতে হলে বীরত্বপূর্ণ কিছু করতেও তো হবে!
আহ কতোদিন হলো কেউ 'বাঘের বাচ্চা' বলে না!

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৩

প্রামানিক বলেছেন: মূল্যবান মন্তব্য, অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ

৩৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৩

ভবঘুরে মানুষ বলেছেন: বাস্তব ও সুন্দর লিখা.......

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৪০| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০১

খায়রুল আহসান বলেছেন: একটা মৌলিক ভাবনা শেয়ার করার জন্য ধন্যবাদ।
বাঘ শক্তির প্রতীক। মানুষ শক্তিকে ভালবাসে। তাই হয়তো "বাঘের বাচ্চা" বলে ডাকলে মানুষ খুশী হয়।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.