নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

করোনায় রিক্সাওয়ালার ঠ্যাটামো

২১ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৫


মোঃ শহীদুল ইসলাম প্রামানিক

বিশ্ব জুড়ে করোনা ভাইরাস
বাঁচো কিংবা মরো
প্রাণঘাতি ওই ভাইরাস নিয়ে
দুর্নীতি তারপরো।

মরণ ভয়ে কাঁপছে সবাই
কাঁপছে ভয়ে ডাক্তার
এর মাঝেতেও ঘুষখোরেরা
ছাড়ছেনাকো ভাগ তার।

সন্ত্রাসীদের পাল্লায় পরে
মরছে কত লোক--
কথা শুনে রিক্সাওয়ালা
গিলছে শুধু ঢোক।

বলল হেসে হাত নাড়িয়ে
সত্য বলে যাই
করোনা ভাইরাস যতই আসুক
মোদের চিন্তা নাই।

গতর খাটিয়ে রোজগার করি
দুর্নীতি নাই কাছে
বাসি পঁচা যা কিছু খাই
হালাল রুজি আছে।

কাঠফাটা ওই রোদের মাঝে
ঝরিয়ে দেহের ঘাম
করোনা ভাইরাস ঢুকেই বলে,
রাম! রাম!! রাম!!! রাম!!!!

কার দেহেরে ঢুকে পরেছি
এন্টিবডি ভরা
ঢুকতে গিয়েই টুটির ভিতর
পরলাম বুঝি ধরা।

পাকস্থলিটা বড়ই গরম
টিকতে নারি আর
তাইতো ভাইরাস দেহ ছেড়ে
দৌড়ে পগার পার।

করোনাকে আর ভয় নয় রে
করোনাই পায় ভয়
রিক্সাওয়ালার এন্টিবডি
রোগ করেছে জয়।

নাদুস নুদুস বড় লোকেরা
থাকে সদাই ঘরে
এন্ডিবডি নাইরে তাদের
তাইতো তারা মরে।

কথা শুনে বললাম হেসে
এতদিন যা খুঁজলাম
গরীব কেন কম কম মরে
এতক্ষণে বুঝলাম।

সেগুন বাগিচা
রাত ১১টা
২১-০৮-২০২০

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দাদা কি মনে করে এতদিন পরে
তাও আবার গভীর রাতে !
ভাবী আজ দেয়বি সোহাগ করে
কুরবানীর গোস্ত পাতে !!

আমরা কত মিস করি
তাতো আপনি জানেন
দেখলে দিলে সাহজ পাই
সেটা কি মানেন?
ভা

২১ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৩

প্রামানিক বলেছেন: করোনায় ভাই পাইনা কাউকে
একলা একলা থাকি
সারা দিন রাত শুয়ে শুয়ে
আল্লাহ আল্লাহ ডাকি।

ভালোবাসাও ভয়ের কারণ
করোনা যদি ধরে
তাইতো আমি সকাল সন্ধ্যা
থাকি ডরে ডরে।

আপনি এখন কেমন আছেন
বলেন শুনে যাই
পেটের ধান্দায় কর্ম করি
সময় পাই না তাই।

২| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


বিভ্রান্ত জাতি, এইযুগে রিকসা ড্রাইবার থাকার কথা ছিলো না, এত ভুল ধারণাও থাকার কথা ছিলো না; জাতির শিক্ষিতদের মগজ নেই বলেই মানুষযকে রিকসা টানতে হচ্ছে, ভুল ধারণা নিয়ে বাঁচতে হচ্ছে।

২১ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৬

প্রামানিক বলেছেন: কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য আজ আমাদের এই অবস্থা। দুর্নীতি কমাতে পারলে এ দেশটা হয়তো সিঙ্গাপুরের মতই এগিয়ে যেতে পারে। ধন্যবাদ চাঁদ গাজী ভাই।

৩| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:

ঢাকার চাকা তথা ঢাকার রিক্সাওয়ালাদের জন্য চা বিস্কুট শুভেচ্ছা রইলো। প্রামানিক ভাই, আপনাকে খুব মিস করি - কিছুটা সময় দিন ব্লগে।

২১ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি কেমন আছেন? অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: রাস্তার মোড়ে দাড়ালেই কম পক্ষে দশ জন রিকশা চালক জিজ্ঞেস করবে যাবেন? যাবেন মামা? আগে এতবার জিজ্ঞেস করতো না।

২২ শে আগস্ট, ২০২০ রাত ১:০০

প্রামানিক বলেছেন: পেটের দায়ে রিক্সাওয়ালারা রিক্সা চালায়, একদিন রিক্সা না চালালে তাদের পেটে ভাত জুটবে না, তাই তারা বাধ্য হয়েই করোনার মৃত্যু ভয়কেও ভয় পায় না। ধন্যবাদ ভাই রাজীব নুর

৫| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১:১৯

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: সুন্দর ছড়া, যদিও কোথাও কোথাও ছন্দের গরমিল আছে। তাও, বেশ ভালো।

২২ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪৩

প্রামানিক বলেছেন: আপনার কথা আমি মাথা পেতে নিলাম, উপস্থিত ক্ষেত্রে ছড়া লিখে পোষ্ট করায় এই দশা একটু সময় নিয়ে ছড়া পোষ্ট করলে এই ত্রুটিগুলো হতো না। ভবিষ্যতে ছড়া ত্রুটি শূন্য করার ইচ্ছা আছে।

৬| ২২ শে আগস্ট, ২০২০ রাত ২:০০

নেওয়াজ আলি বলেছেন: দুইদিন আগে শ্যামলীতে একজন রিক্সাচালক প্রচণ্ড কাশি নিয়ে এসেছে রিক্সাচালাতে । বললো ঘরে রান্নার কিছুই নেই।

২২ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪৫

প্রামানিক বলেছেন: আহা! এরকম অনেকেই আছেন যারা অসুস্থ্য হওয়ার পরও পেটের দায়ে রিক্সা চালাতে বাধ্য হয়। ধন্যবাদ আপনাকে।

৭| ২২ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগার নেওয়াজ আলির কমেন্টটা পড়ে খুব কষ্ট পেলাম।


চমৎকার ছড়াটির জন্য ধন্যবাদ প্রামানিক ভাই।

২২ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪৫

প্রামানিক বলেছেন: হেনা ভাই কেমন আছেন? আপনার মন্তব্য পেয়ে খুব খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৮| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৩

ঢুকিচেপা বলেছেন: চমৎকার হয়েছে ছন্দময় কবিতা।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: গরিব কেন কম কম মরে, এতক্ষণে বুঝলাম! হুমম! কবিতাটা পড়ে আমরাও বুঝলাম!
চাঁদগাজী এর মন্তব্যটা ভাল লেগেছে।
আমার এ যাবত সর্বশেষ পোস্ট “সামহোয়্যারইন ব্লগ” এ আমার পঞ্চম বর্ষপূর্তি হলোঃ কিছু পরিসংখ্যান এ আপনার নামোল্লেখ করেছি। একবার পড়ার আমন্ত্রণ জানিয়ে গেলাম।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অবশ্যই আমি আপনার লেখা পড়াবো। শুভেচ্ছা রইল।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৬

ডঃ এম এ আলী বলেছেন:


খেটে খাওয়া মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশী।
উনাদের প্রতি সর্বদাই আল্লার রহমত বর্ষিত হয় ।
স্বাস্থই সম্পদ, এটা বুঝা যায় কঠিন অসুখে
পড়লে।তখন বুঝা যায় আল্লার রহমতের দরজা
কাদের প্রতি বেশী প্রসারিত ।

ছড়া ভাল লেগেছে।

শুভেচ্ছা রইল

০১ লা অক্টোবর, ২০২০ রাত ৮:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আলী ভাই, শুভেচ্ছা রইল।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

পরিশ্রম করতে হবে।
এছাড়া আর কোন উপায় নেই।

০১ লা অক্টোবর, ২০২০ রাত ৮:৪৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.