নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ষাট বছরে পা পড়েছে

১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:২৩


শহীদুল ইসলাম প্রামানিক

ষাট বছরে পা পড়েছে
লাগছে বুড়ো বুড়ো
তাইতো এখন বড়ই সাবধান
খাইনা মাছের মুড়ো।

অনেক আগেই চুল পেকেছে
গিরায় গিরায় ব্যাথা
একটুতে ভাই জ্বর জ্বর লাগে
গায়ে দিতে হয় কাঁথা।

ঠান্ডা পানি দাঁতে ধরে
শিরশির করে মাড়ি
তাড়া থাকলেও আস্তে হাঁটি
যাইনা তাড়াতাড়ি।

শক্ত খাবার খাইনা এখন
দাঁত ভাঙার ভয়ে
চোখের জ্যোতি ঝাপসা লাগে
জীবন যাচ্ছে ক্ষয়ে।

আস্তে বললে কানে শুনি না
স্মরণ শক্তিও কম
অবস্থাতে মনে হচ্ছে
আসছে ধেয়ে যম।

ছোট বড় সবার কাছে
তাই তো বলে যাই
সুস্থ্য থেকে মরতে পারি
সেই দোয়াটা চাই।

মন্তব্য ৪৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৪৯

রাজীব নুর বলেছেন: যখন আমার বয়স ২৫ বছর।
তখন শুধু আমার জানতে ইচ্ছা করতো ষাট বছর বয়সে জীবনটা কেমন হবে??!!!

১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ১০ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৩৫

রাবেয়া রাহীম বলেছেন: বয়স চল্লিশের পর বয়স্যার হিসেব করা ঠিক নয় । চল্লিশের পর প্রতিটা দিন একেকটা নতুন দিন। নতুন জীবন ।

জন্ম দিনে আপনার জন্য রইল অফুরান শুভেচ্ছা ।

দোয়া রইল সুস্থ শরীরে দীর্ঘ জীবনের ।

১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৭

প্রামানিক বলেছেন: সুন্দর কথাই বলেছেন, চল্লিশের পর বয়স হিসাব করতে নেই। আসলেই চল্লিশের পর জীবনটা অন্যদিকে যায়।

৩| ১০ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:



জন্মদিনের শুভেচ্ছা।
ভালো থাকুন, বাংলার মেয়েদের নিয়ে কিছু লিখুন।

১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই, আপনি কেমন আছেন?

৪| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৩০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চাঁদগাজী ভাই আপনাকে যে টিপস দিয়েছে তা অনুসরণ করুন। ;) আমরা আপনার নব্বইতম জন্মদিন নির্দ্বিধায় পালন করতে পারবো।

১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৯

প্রামানিক বলেছেন: আমিও দোয়া করি চাঁদগাজী ভাই যেন দীর্ঘ জীবন লাভ করেন। ধন্যবাদ আপনাকে

৫| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৩১

এম এ কাশেম বলেছেন: কে বলেছে ষাট বছরে
হয়ে গেছেন বুড়ো
ষাটের ঘরে পা পড়িলে
জীবন সবে শুরু
ষাট হলে বিয়ে করে
দেখবো নাকি পাত্রী
সঙ্গী সংখ্যা বেশী হলে
কাটবে আঁধার রাত্রি।

১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫২

প্রামানিক বলেছেন: ষাটের পরে বিয়া করা
মন্দ কথা নয়
ইচ্ছা করলেই এসব কিছু
করা কি ভাই হয়!!

ষাটের পরে ধকল বেশি
শরীর মানেনা হাল
বুড়ো বয়সে বিয়ে করলে
সবাই দিবে গাল।

৬| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০৯

সোহানী বলেছেন: এম এ কাশেম বলেছেন:
কে বলেছে ষাট বছরে
হয়ে গেছেন বুড়ো
ষাটের ঘরে পা পড়িলে
জীবন সবে শুরু
ষাট হলে বিয়ে করে
দেখবো নাকি পাত্রী
সঙ্গী সংখ্যা বেশী হলে
কাটবে আঁধার রাত্রি।

হাহাহাহাহা............. খুবই ভালো বুদ্ধি দিয়েছে B-)) । এ বিষয়ে হেল্প লাগলে বইলেন। লজ্জা করবেন না B-)

১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৯

প্রামানিক বলেছেন: সোহানী বোন ঘটক ভালো
হেল্প করতে চায় মোরে
কথা শুনে চোখ কপালে
পড়ছি মহা ঘোরে

বয়স আমার যতই হোক না
শান্তি আছে ঘরে
আরেক বিয়ে অশান্তির ডাক
তাইতো আছি ডরে।

ষাটের ঘরে পা রাখিলেও
মুখ করি না কালো
তাই তো আমি দিব্যি আছি
বউয়ের কাছে ভালো।

৭| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৪

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল প্রামানিক দা
ভাল ও সুস্থ থাকুন

১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আলমগীর সরকার লিটন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫০

রামিসা রোজা বলেছেন:

ষাট বয়সেও আপনি মনের দিক থেকে চিরতরুণ থাকুন
এবং সুস্থ থাকুন ও জন্মদিনের শুভেচ্ছা ।

১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪২

নীল আকাশ বলেছেন: ভাই নিজের সুখের ঘর নিয়েই বাকি জীবন কাটান।
আরেকটা আসলে সব সময় ভালোই হবে এটা ভাবাও ভুল।
যদি না হয় তাহলে কিন্তু........................???
শুভ জন্মদিনের শুভেচ্ছা।

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২২

প্রামানিক বলেছেন: হে হে হে ঐটা চিন্তাও করি না

১০| ১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৯

নেওয়াজ আলি বলেছেন: আন্তরিক শুভেচ্ছা ভাই। সুনিপুণ নির্মাণ।

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১১| ১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা প্রামাণিক ভাই।

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১২| ১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জন্মদিন এর শুভেচ্ছা।

ভাল কাব্য।+++

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৩| ১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: আশা করি এখন থেকে আপনাকে ব্লগে নিয়মিত পাবো।

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৭

প্রামানিক বলেছেন: ইনশাল্লাহ চেষ্টা করবো

১৪| ১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: জন্ম দিনের শুভেচ্ছা রইলো।

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৫| ১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩২

নতুন নকিব বলেছেন:



ষাট বছরের তরুন যদি
দেখতে কেহ চান।
প্রামানিক ভাই তেমনি জন
তারই কাছে যান।

সুন্দর একটি গজল শুনি চলুন, ঈমানের পথে অবিচল থেকে...

ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৯

প্রামানিক বলেছেন: তরুন হলেও তবু আমার ষাট বছরে পা
তারপরেতেও ছড়া নিয়ে করি তানা নানা না

১৬| ১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫১

জুন বলেছেন:

৬০ বছর হয়েছে বলে কি ব্লগে আসা বন্ধ করে দিলেন !!
আপনার ছড়া ও আপনাকে অনেক মিস করি । ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় :)

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৩

প্রামানিক বলেছেন: না বোন, ব্লগ ছাড়ি নাই ব্লগ এবং ব্লগারদের আমি ভালোবাসি, তবে ব্লগ থেকে বিশেষ কারণে দূরে যেতে বাধ্য হয়েছিলাম যা সময় সুযোগ হলে বলবো -- -

১৭| ১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




ষাটের কাছাকাছি আছি, নানা হয়েছি শীঘ্রই দাদা হবো। জন্মদিনের শুভেচ্ছা নিবেন।

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, আমি নানা দাদা কিছুই হতে পারি নাই কবে হবো বলতে পারছি না

১৮| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০২

রানার ব্লগ বলেছেন: সুইট সিক্সটি !!!

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৯| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৯

কাতিআশা বলেছেন: ভালো ও সুস্থ থাকুন..জন্মদিনের শুভেচ্ছা রইল!

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

২০| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:১৪

চাঁদগাজী বলেছেন:



নুরু সাহেবক্সকে ব্লগে দেখছি না, আপনার সাথে যোগাযোগ আছে?

১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৪

প্রামানিক বলেছেন: আছে তবে মাঝে মাঝে আমিও টেলিফোনে যোগাযোগ করতে পারি না।

২১| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২০

ঢুকিচেপা বলেছেন: জন্মদিনে শুভেচ্ছা রইল।

আপনার ছড়া এবং প্রতিমন্তব্যের ছড়া দারুণ লাগলো। আপনি নিয়মিত না এলে এসব মিস করি।

১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, চেষ্টা করবো নিয়মিত হওয়ার জন্য।

২২| ২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৯

খায়রুল আহসান বলেছেন: ষাটতম জন্মদিন উপলক্ষে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন!
এটাই পরিণত বয়স, এটাই জীবনকে সঠিকভাবে উপলব্ধির বয়স। জীবনের এ বছরগুলোকে উপভোগ করুন। ছড়া লিখতে থাকুন এসব উপলব্ধি নিয়ে।
সুস্থ্য থাকুন সপরিবারে, এই শুভকামনায়....

১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, আপনার মন্তব্য পেয়ে খুবই উৎসাহ পেলাম। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.