নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

হেনা ভাই আর বেচে নেই

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:২০

আজ রাত সাড়ে আটটায় হেনা ভাই ইন্তেকাল করেছেন (ইন্না ---- রাজিউন)

মন্তব্য ৪৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:২৭

হাসান মাহবুব বলেছেন: স্বজন হারানোর বেদনা অনুভব করছি। তার আত্মা শান্তিতে থাকুক।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৪১

প্রামানিক বলেছেন: আপনার দোয়া আল্লাহ যেন কবুল করে নেন

২| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৩৭

আমি সাজিদ বলেছেন: সংবাদটি জেনে অনেক ব্যথিত হলাম। আল্লাহ উনার পরিবারকে শোক বইবার শক্তি দিন। আমিন।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৪১

প্রামানিক বলেছেন: আপনার দোয়া আল্লাহ যেন কবুল করে নেন

৩| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:



অসুস্হ হওয়ার পর, উনার সাথে ব্লগে আলোচনার সুযোগ হলো না আর; উনার পরিবারের জন্য সমবেদনা রলো। উনি জীবনের গল্প লিখতেন, মানুষের কথা লিখতেন।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৪৩

প্রামানিক বলেছেন: উনি নিজের জীবন কাহিনী নিয়ে একটি উপনাস লিখে প্রকাশ করেছিলেন

৪| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৪২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: খুবই দুঃখজনক সংবাদ। তাঁর আত্মা শান্তিতে থাকুক। মহান আল্লাহ তাঁর পরিবারকে তাকে হারানোর ব্যাথা সহ্য করবার শক্তি দিক।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৪৩

প্রামানিক বলেছেন: আপনার দোয়া আল্লাহ যেন কবুল করে নেন

৫| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:



ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
এই সংবাদে মনটা বিষাদে ভারাক্রান্ত হয়ে গেল ।
দোয়া করি আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন ।
উনি এই সামু ব্লগের অন্যতম সেরা গল্পকার ও উপন্যাস লেখক
ছিলেন । তাঁর শুন্যস্থান সহজে পুরণযোগ্য নয় ।
উনার শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি রইল সহমর্মীতা।
উনার সম্পর্কে আরো বেশী কিছু জানা থাকলে দয়া করে জানান ।

এই শোকাবহ সংবাদটি জানানোর জন্য
আপনার প্রতিও রইল ধন্যবাদ ।




০২ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৪৫

প্রামানিক বলেছেন: গত মাসের দুই তারিখে উনাকে দেখতে আমি রাজশাহী গিয়েছিলাম

৬| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৪৪

ওমেরা বলেছেন: ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন ।
আল্লাহ উনার খারাপ আমলগুলো ক্ষমা করুন ভালো আমলগুলো কবুল করুন ।
উনাকে ভালো রাখুন । উনার পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দান করুন ।
লিখাটা দেখে আমার খুব খারাপ লাগতেছে ।

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

প্রামানিক বলেছেন: আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে নেন।

৭| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৪৪

শাহ আজিজ বলেছেন: একটা শিশু যেমন ঘুমিয়ে যায় , হেনা ভাই তেমনি ঘুমিয়ে গেছে ন। তার সা থে আর দেখা হলো না । দোয়া করবেন সবাই । কাল দুপুরে দাফন ।

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

প্রামানিক বলেছেন: সেদিন দেখা করে আসলাম সেই স্মৃতি ভুলতে পারছি না। ধন্যবাদ আজিজ ভাই, আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে নেন।

৮| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
আমরা একজন সুহৃদকে হারালাম।
তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
মহান সৃষ্টিকর্তা তার পরিবারকে এই শোক
সইবার শক্তি দিন। আমিন

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

প্রামানিক বলেছেন: আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে নেন।

৯| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৪৫

কাছের-মানুষ বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
ফেইসবুকে সংবাদটা দেখলাম। তার পরিবারের প্রতি সমবেদনা রইল, আমরা শোকাহত।

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

প্রামানিক বলেছেন: আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে নেন।

১০| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৪৮

উম্মে সায়মা বলেছেন: মাত্রই ফেইসবুকে দুঃসংবাদটি পেলাম। শোনার পর থেকে মনটা এত খারাপ হয়ে আছে। বিশ্বাসই হচ্ছে না উনি নেই। কয়েকদিন আগে আড্ডাঘরে উনার অসুস্থতার খবর শুনেছিলাম। আশা করছিলাম সুস্থ হয়ে যাবেন। কিন্তু...... আল্লাহ উনাকে বেহেশতবাসী করুন।

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

প্রামানিক বলেছেন: আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে নেন।

১১| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১১:০০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এই তো কিছুদন পূর্বেই কথা হচ্ছিল কাওসার ভাইয়ের সাথে গুরুজীকে দেখতে যাওয়ার বিষয়ে। আহনাফ আহনাফ ভাইর মাধ্যমে সবসময় জানা যেতো গুরুজীর খবর।
সৃষ্টিকর্তা তাঁর পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। তাকে দান করুন জান্নাতের সুমহান মর্যাদা।

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

প্রামানিক বলেছেন: আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে নেন।

১২| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১১:১০

নেওয়াজ আলি বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । আল্লাহ উনাকে জান্নাতবাসি করুণ।

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪০

প্রামানিক বলেছেন: আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে নেন।

১৩| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১১:১৬

ঢুকিচেপা বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪০

প্রামানিক বলেছেন: আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে নেন।

১৪| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: আচমকা এ সংবাদে স্তম্ভিত হ'লাম। দু'দিন আগেও আমি তার কথা ব্লগের কোন একটা পোস্টে মন্তব্যের ঘরে জিজ্ঞেস করেছিলাম। সেখানে বিদ্রোহী ভৃগু জানিয়েছিল, সাদা মনের মানুষ এবং প্রামানিক তার বাসায় গিয়ে দেখা করে এসেছ্নে। তিনি আগের চেয়ে কিছুটা ভাল আছেন।

আল্লাহ রাব্বুল 'আ-লামীন তাকে ক্ষমা করে দিন, তাকে শান্তিময় ক্ববর দান করুন, তাকে জান্নাত নসীব করুন!

ওনার নিজের জীবনের প্রেম কাহিনী নিয়ে লেখা উপন্যাস সিরিজটি পড়া শুরু করেছিলাম। কয়েকটা পর্ব পড়ে মন্তব্য করেছিলাম, উনিও সুন্দর উত্তর দিয়েছিলেন। ওনার দ্বিতীয় স্ট্রোকের খবর পড়ে বেশ চিন্তিত ছিলাম।

তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪২

প্রামানিক বলেছেন: উনার অবস্থা অনেকটা ভালোর দিকে মনে হয়েছিল কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবেন কল্পনাও করি নাই।

১৫| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৩৭

সাজিদ উল হক আবির বলেছেন: ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

প্রামানিক বলেছেন: আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে নেন।

১৬| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৫১

কল্পদ্রুম বলেছেন: ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।ব্লগের অন্যতম পছন্দের লেখক ছিলেন উনি।

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

প্রামানিক বলেছেন: আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে নেন।

১৭| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১২:১৬

ডঃ এম এ আলী বলেছেন:



সামু ব্লগের গুণী ব্লগার আমাদের সকলের প্রিয় হেনাভাই
সামহোয়্যার ইন ব্লগঃ মুদ্রার অন্য পিঠ
শিরোনামে ২০১৭ সনের ৩১ শে অক্টোবরে সামুর প্রবৃদ্ধি ও উন্নতি চেয়ে গুরুত্বপুর্ণ একটি পোষ্ট দিয়েছিলেন ।
৬১৬০টি পাঠক ভিউ , ৫১ টি লাইক ও ৩৭০ টি মন্তব্য/প্রতিমন্তব্য নিয়ে পোষ্টটি ব্যপক জনপ্রিয়তা পেয়েছিল ।
পোষ্টটি বেশ কিছুদিন সামুতে স্টিকি পোষ্ট হয়েছিল বলে মনে পড়ে । সামুর উন্নতির জন্য উনার যে কি পরিমান
দরদ ও মায়ামমতা ছিল তার কিছুটা ঐ পোষ্টটি হতেই অনুভুত হয় । এ ছাড়া তাঁর লেখা ও সামুতে প্রকাশিত
গল্প ও ধারাহিক উপন্যাস সামুর জন্য সম্পদ হয়ে থাকবে বলে মনে করি । তার প্রতি রইল আমাদের
অসীম কৃতজ্ঞতা ।

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

প্রামানিক বলেছেন: ব্লগের প্রতি উনার যথেষ্ট দরদ ছিল।

১৮| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ৮:৫২

ইসিয়াক বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন


লেখাটা পড়ে খুব খারাপ লাগছে।

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

প্রামানিক বলেছেন: আল্লাহর কাছে দোয়া করেন উনি যেন বেহেস্তবাসী হন

১৯| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৪

নয়া পাঠক বলেছেন: শকড্। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। আল্লাহ তাঁকে বেহেশত নসীব করুন।

গত ব্লগ ডে-তে তার সাথে দেখা হয়েছিল। বড় ভালো লেগেছিল তার সাথে আড্ডা দিয়ে।

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

প্রামানিক বলেছেন: আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে নেন।

২০| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

তার স্বপ্ন বাসর এর কথা মনে পড়লো, আড্ডা ঘরের সর্দার, গল্প-উপন্যাস ও রম্যের এক যাদুকর। অসামন্য এক ব্লগার চলে গেলেন আমাদের ছেড়ে।

ভাল থাকুন গুনী ওপারে।

২১| ০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৪

নতুন নকিব বলেছেন:



ইন্না- লিল্লাহি ওয়া ইন্না- ইলাইহি রাজিউ-ন।

প্রিয় হেনা ভাইয়ের চলে যাওয়ার সংবাদটি শুনে কয়েক মুহূর্ত যেন থমকে ছিলাম। আল্লাহ পাক তাকে ক্ষমা করুন, তার সকল পাপরাশি মাফ করে তাকে জান্নাতে দাখিল করুন।

প্রসঙ্গতঃ কারও মৃত্যুতে মৃত ব্যক্তির জন্য দোআ করা কিংবা শুভকামনা জানাতে একটি ভুল কথা প্রায়শ অনেককে বলতে শোনা যায়। সঙ্গত কারণে বিষয়টি নিয়ে এখানে সামান্য আলোকপাত করছি-

‘বিদেহী আত্মা’র মাগফিরাত কামনা একটি ভুল কথাঃ

‘রূহ’ বা ‘বিদেহী আত্মা’র মাগফিরাত কামনার মত একটি অর্থহীন কথার প্রয়োগ অহরহ লক্ষ্য করা যায় আমাদের সমাজে। মৃত ব্যক্তির জন্য মাগফিরাতের দুআর ক্ষেত্রে ‘মরহুমের রূহ' কিংবা 'বিদেহী আত্মার মাগফিরাত কামনা’ ইত্যাদি শব্দ কিংবা বাক্যের ব্যবহারও যথেষ্ট পরিমাণে প্রচলিত।

মৃত ব্যক্তির জন্য মাগফিরাতের দুআ করা অবশ্যই একটি উত্তম আমল। হাদীসে এ আমলটি করার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে এবং এ প্রসঙ্গে অনেক মাসনূন দুআও সহিহ হাদীসে বর্ণিত রয়েছে। সুতরাং মৃতের জন্য মাগফিরাতের দুআ করা উচিত। কিন্তু বিষয়টিকে মরহুমের 'রূহ' বা ‘বিদেহী আত্মা’র সাথে যুক্ত করার কী অর্থ থাকতে পারে বোধগম্য নয়।

কোনও ব্যক্তির জন্য মাগফিরাত কামনার অর্থ হল, আল্লাহ পাক যেন তার ‘গুনাহখাতা’ মাফ করে দেন- সে জন্য দুআ করা। গুনাহ যেমন মানুষের অভ্যন্তরে থাকা অদৃশ্য ‘নফস’ দ্বারা হয়ে থাকে, তেমনি বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারাও সংঘটিত হয়ে থাকে। তদ্রূপ আল্লাহ তাআলা না করুন-দুনিয়ার এইসব গুনাহখাতার জন্য যদি আখিরাতের আযাব ভোগ করতে হয় তাহলে রূহ যেমন তা ভোগ করবে তেমনি দেহও যে অবস্থায়ই থাকুক না কেন, তা ভোগ করবে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা এটাই। একইভাবে নেয়ামত, সুখ-শান্তিও দেহ এবং আত্মা উভয়ই ভোগ করবে। তাই দেহকে বাদ দিয়ে শুধু রূহের জন্য মাগফিরাত প্রার্থনার কোনো অর্থ হতে পারে না। এই ধরনের কথাবার্তা বলা থেকে সর্বাবস্থায় সতর্কতা অবলম্বন করে চলতে হবে।

অতএব, মৃত কোনো ব্যক্তির জন্য দুআ করার সঠিক পদ্ধতি হচ্ছে, আল্লাহ পাক তাকে ক্ষমা করুন, তার সকল পাপরাশি মাফ করে তাকে জান্নাতে দাখিল করুন অথবা, এই জাতীয় কথা বলে দোআ করা।

আল্লাহ পাক আমাদের সঠিকভাবে প্রতিটি বিষয় জেনে তার উপরে সহিহভাবে আমল করার তাওফিক দিন।

২২| ০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: প্রচণ্ড দুঃখজনক।

২৩| ০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ২:১৭

করুণাধারা বলেছেন: দুঃখজনক খবর। আল্লাহ যেন উনাকে জান্নাতের চির শান্তিতে রাখেন।

২৪| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৪

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,




কেউ মরেনা । কোথাও না কোথাও থেকেই যায় ।
মৃত্যু একটি ঘুম.....লম্বা ঘুম । এক অভাববোধ জাগিয়ে রেখে আবু হেনা চলে গেলেন সেই লম্বা ঘুমের দেশে ।
ব্লগে থেকে যাবে "সামু" অন্তপ্রান এই মানুষটির স্মৃতি, বুক থেকে বেড়িয়ে আসবে একটি দীর্ঘশ্বাস!

তাঁর শোক সন্তপ্ত পরিবারের জন্যে রইলো সহানুভূতি।

২৫| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৪

জুন বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে বেহেশত নসীব করুন এই দোয়া রইলো হেনা ভাই। স্মৃতিতে থাকবেন সতত।

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে নেন।

২৬| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৬

ইফতি সৌরভ বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। উনি একজন ভালো ব্লগার ছিলেন, অনেক স্মৃতি মনে পড়ছে। ব্লগের আরও একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হলো!

২৭| ০৩ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩১

সুমন কর বলেছেন: উনি আামার খুব প্রিয় লেখক ছিলেন। সংবাদটি মাত্র দেখে কোনভাবে বিশ্বাস হচ্ছে না। সৃষ্টিকর্তা উনার আত্মার শান্তি দিক, প্রার্থনা রইলো।

২৮| ০৩ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৯

মাহিরাহি বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

প্রামানিক বলেছেন: আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে নেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.