নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

আলেয়া (প্রথম পর্ব)

১২ ই জুলাই, ২০২১ রাত ৯:০০


(২০১৩ সালে হেনা ভাইয়ের পাঠানো "স্বপ্ন বাসর" উপন্যাস পড়ে সেই রাতেই লেখা ছড়াটি অনেক লম্বা হওয়ায় তিন পর্বে পোষ্ট করা হলো)
শহীদুল ইসলাম প্রামানিক

আলেয়া তুমি আলেয়া হয়ে
রইলে আমার মনে
অনেক স্মৃতি হারিয়ে গেলেও
আছো হৃদয় কোনে।

হাঁটু অবধি কুন্তল তোমার
পটল চেরা চোখ
আজো ভুলিনি হাসি হাসি মুখ
বুক ভরা তাই শোক।

চপলা চঞ্চলা হরিণীর মত
বিচরিতে গ্রামময়
সরকার বাড়ির মেয়ে হওয়াতে
পেত যে সবাই ভয়।

আম কাঁঠালের বাগানে বাগানে
বাঁশ বাগানের তলে
পুকুর ঘাটের উঠলে কথা
চোখ ভরে যায় জলে।

হেথায়-হোথায় মাঠে-ঘাটে
ঘুরেছি ফিরেছি মোরা
অনেকে বলতো, ‘খুব ভাল লাগে
কপোত কপোতি জোড়া’।

চাঁদনী রাতের মিষ্টি আলোয়
গরুর গাড়ীর পর
কত না কথা বলেছি মোরা
পাশাপাশি রাতভর।

খড়ের গাঁদায় লুকোচুরি খেলে
হেসে হতে কুটিকুটি
কোনো কিছুতে বাধা ছিল না
ছিল না তো ভ্রুকুটি।

পানের বরজে পালিয়ে পালিয়ে
করতে কুহু কুহু
খুঁজে খুঁজে আমি পথহারা হয়ে
বলতাম উঁহু উঁহু।

কখনও হাতে জবা ফুল পেলে
খোঁপাতে গুঁজে দিয়ে
তাকিয়ে থেকে মন জুড়াতাম
প্রেমিকের ভাব নিয়ে।

মাঠ পেরিয়ে বিলে যেতে যেতে
রোদ্রে পোড়াতো মাথা
ওড়নার আঁচল মোর মাথায় দিয়ে
বলতে, ‘এই তো ছাতা’।

ফিরতি পথে আষাঢ়ের মেঘে
বৃস্টিতে ভিজে ভিজে
শরীরের কাপড় একাকার হয়ে
দেখতে হয়েছিল কি যে!

চাহিতে পারিনি কেহ কাহারে
শরমের মাথা খেয়ে
ঝাপ দিলে তুমি পদ্ম পুকুরে
উঠলে আবার নেয়ে।

সাঁতার জানিনা গায়ে ছিটালে
সেই পুকুরের জল
বৃস্টির সাথে পুকুরের পানি
দিলে মোরে অবিরল।

সেই ভিজাতে জ্বর হলো মোর
তুমি ছিলে সদা পাশে
সে সব কথা মনে হলে আজো
চোখ ফেটে জল আসে।

নিজে হাতে এনে দুধের গ্লাসে
অর্ধেক করে পান
বাকি অর্ধেক খাওয়াতে মোরে
কত যে ছিল টান?

মাছের মুড়োর মুড়িঘন্টো
কিংবা মুরকি-মুড়ি
ভুলতে পারিনি ফোকলা দাঁতের
তোমার ‘সই’ সেই বুড়ি।

মামাতো বোন হেনাকে তুমি
অপমান করে করে
চোখে চোখে মোরে দিতে পাহারা
সারা দিনরাত ভরে?

রুই মাছ রেঁধে এনেছিল হেনা
করলে কত কলরব
হিংসে করে পুরো বাটি ধরে
দূরে ছুঁড়ে দিলে সব।

ঝামটা দিয়ে রাগ রাগ মুখে
বললে অকথ্য কথা
গালি দেয়ার পরও চুপ করে হেনা
দাঁড়িয়ে রইলো তথা।

‘কি সব রেধেছে’, বললে মামীকে
‘পুরো লবনে ভরা’
এসব কথা সত্য ছিল না
সব ছিল মনগড়া।

তোমার কথায় মুখ কালো করে
ঘর থেকে গেল হেনা
তোমার আচরণ ওই খানে মোর
হয়েছিল সব চেনা।

‘আমি শুধু তোমার অন্য কারো নই’
বললে আড়ালে ডেকে
আর কেউ নয় শুধু তোমাকে
ভেবেছিলাম সেই থেকে।

মামার বাড়ির কত যে আদর
তোমার কারণে তাই
থাকতে চেয়েও থাকতে দিলে না
মনে হলে ব্যাথা পাই।

মামীর আদর উপেক্ষা করে
জোর করে এলে চলে
আফসোস কত করিল তারা
মোর কথা বলে বলে।

এসব কথা মনে হলে আজো
ভেসে উঠে সেই মুখ
বলিতে চেয়েও বলিতে পারিনা
জমাট বাঁধা মোর বুক।

গরুর গাড়িতে নিজে ঘেমে নেয়ে
আমাকে বাতাস করে
কত সুখে যেন তাকিয়ে থাকলে
মোর বাহুটি ধরে।

ছইয়ের উপর ঝরঝর করে
বৃস্টি পরার পর
গায়ের পরে হেলান দিয়ে
ঘুমালে দিনভর।

অনেক কথাই মনে পরে আজো
ভুলে যাইনি কিছু
অতীত জীবন যত পিছে যাক
স্মৃতি ছাড়েনা পিছু।

জন্মের পরে মা মরো মরো
আমার জীবনো যায়
নিয়েছিল কোলে আধমরা মোরে
তোমার দুখিনী মায়।

সুস্থ্য হয়েই তোমার মাকে
বলেছিল মা মোর
মরা ছেলেকে বাঁচিয়ে রেখেছিস
আজ থেকে হলো তোর।

সেই থেকে যে তোমার মাকেও
বলিতাম আমি মা
দুইটি মায়ের আদর পেয়ে
জুড়াইতো কলিজা।

মা হওয়াতে সারা দিনমান
তার কাছে বসে বসে
কত না বিচার দিতাম মোরা
পরস্পর রোষে রোষে।

আদরের সুরে মা ধমকাতো
আজো যাইনি ভুলি
বুক ভরা মোর সে সব কথা
কাকে কব মন খুলি?

সেই শিশুকালে দুই মায়ে মোর
করেছিল বিয়ে ঠিক
তোমার মুখে সে কথা শুনে
দিয়েছি কত যে ধিক।

সবার মতেই হয়েছিল নাকি
এই ঘটনাটি পাকা
দীর্ঘদিন গাঁয়ে না যাওয়াতে
কথা ছিল সব ঢাকা।
(চলবে)

মন্তব্য ২৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২১ রাত ৯:০৩

জটিল ভাই বলেছেন:
আহা! বহুদিন পর শহীদুল ভাই :) কেমন আছেন?
জাফর ইদ্রিস ভাইয়ের কোনো খবর জানেন?

১২ ই জুলাই, ২০২১ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: ভালো আছি, আপনি কেমন আছেন? জাফর ইদ্রিস ভাইয়ের খবর জানি না, তার কি হয়েছে?

২| ১২ ই জুলাই, ২০২১ রাত ৯:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১২ ই জুলাই, ২০২১ রাত ১০:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ১২ ই জুলাই, ২০২১ রাত ৯:২২

নজসু বলেছেন:



অনেকদিন পর প্রিয় ছড়াকারের ছড়া পাঠ করলাম।
সবসময় দারুণ লাগে।

১২ ই জুলাই, ২০২১ রাত ১০:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ১২ ই জুলাই, ২০২১ রাত ৯:৩৫

জটিল ভাই বলেছেন:
আলহাম্দুলিল্লাহ্ আমি মোটামুটি আছি। আমি অনেকদিন নিয়মিত নই তাই পুরাতনদের খবর পাইনা। হেনা ভাইকে নিয়ে আপনার পোস্ট দেখে মনে হলো জাফর ভাইয়ের খবর আপনি জানতে পারেন। তাই জানতে চাইলাম।

১২ ই জুলাই, ২০২১ রাত ১০:৩৪

প্রামানিক বলেছেন: জাফর ভাইয়ের খবর জানিনা, কোন খবর থাকলে জানান। ধন্যবাদ

৫| ১২ ই জুলাই, ২০২১ রাত ৯:৩৭

প্রিন্স ঠাকুর বলেছেন: চমৎকার।

আলেয়া নামে আমার একটি উপন্যাস আছে।

১২ ই জুলাই, ২০২১ রাত ১০:৩৭

প্রামানিক বলেছেন: আপনার উপন্যাসের জন্য আপনাকে অভিনন্দন। আপনার উপন্যাস পড়ার আগ্রহ রইল।

৬| ১২ ই জুলাই, ২০২১ রাত ৯:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পর এমন মিষ্টি ছড়া পাঠে আনন্দ পেলাম। অনেক দিন আপনাকে মিস করেছি। আশাকরি এখন থেকে আবার নিয়মিত পাবো।‌

শুভকামনা প্রিয় প্রামানিক ভাইকে।

১২ ই জুলাই, ২০২১ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ পদাতিক দা, আপনি কেমন আছেন। আপনার লেখা অনেক দিন হলো পড়া হয় না। এখন চেষ্টা করবো নিয়মিত হওয়ার জন্য।

৭| ১২ ই জুলাই, ২০২১ রাত ১১:০৬

শায়মা বলেছেন: ছড়াটা সুন্দর ভাইয়া।

আর হেনাভাইয়া বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।

০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সায়মা অনেক অনেক ধন্যবাদ

৮| ১৩ ই জুলাই, ২০২১ রাত ১২:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


অসাধারণ !!
পরবর্তী পর্বের
অপেক্ষায় রইলাম।

০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ১৩ ই জুলাই, ২০২১ সকাল ৮:১০

সোহানী বলেছেন: হেনা ভাইয়ের কথা মনে করিয়ে দিলেন। উনার জীবনের দু:খের কথাগুলো আবারো পড়ে গেল। আহ্ এমন উচ্ছাস, দারুন রসবোধ সম্পন্ন মানুষ খুব কমই পেয়েছি এ জীবনে।

নিয়মিত আপনার লিখা চাই।

০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বোন, রসবোধে উনার তুলনা হয় না। ধন্যবাদ রইল

১০| ১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪৫

হাবিব বলেছেন: স্বভাব কবি। দারুণ লিখেছেন। ওপারে ভালো থাকুক হেনা ভাই।

০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৩

প্রামানিক বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুণ। আমীন

১১| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫২

খায়রুল আহসান বলেছেন: খুবই চমৎকার হয়েছে, মরহুম হেনা ভাই এর স্মৃতির প্রতি আপনার এ নৈবেদ্য। পাঠে মুগ্ধ হ'লাম এবং অষ্টম প্লাসটি রেখে গেলাম।
আপনি কেমন আছেন?

০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৪

প্রামানিক বলেছেন: ভাল আছি, আপনি কেমন আছেন। আপনার মন্তব্য পেয়ে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

১২| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ২:৪০

ডঃ এম এ আলী বলেছেন:


উপন্যাসের কাব্যরূপ
তাও আবার ছড়াকারে
বৃত্তাবদ্ধ হয়ে না পড়ে
মনে বড় শঙ্কা ঝড়ে ।
তবে ভয় নাহি পাই
ছড়াতে প্রামানিক ভাই
সঠিক ছন্দে মিশবে গিয়ে
স্বপ্ন-বাসর বুকে নিয়ে।

আপনার প্রতি একরাশ শুভেচ্ছা
আর হেনা ভাই এর প্রতি রইল
হৃদয় নিঙরানো শ্রদ্ধাঞ্জলী ।

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আলী ভাই, খুবই ভালো লাগল আপনার মূল্যবান মন্তব্য শুভেচ্ছা রইল।

১৩| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪৯

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,





প্রয়াত ব্লগার আবু হেনার "স্বপ্ন বাসর" এর ছান্দসিক - স্বপ্নিল কাব্যরূপ তুলে ধরে প্রমান করে দিলেন আমরা ব্লগাররাও "এক প্রান" হয়ে উঠতে পারি।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১৮

প্রামানিক বলেছেন: গুরু কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.