নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

কার শাস্তি কার ঘাড়ে

১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৮


শহীদুল ইসলাম প্রামানিক

তেলওয়ালারা দাম বাড়ালো
হরতাল করল বাস
তাদের দ্বন্দে আমজনতার
ভীষণ সর্বনাশ।

ঠেলাঠেলির মিটিং হলো
বাসের বাড়ল ভাড়া
তারা তারা মিলে গেল
জনতার কম্মসারা।

ব্যাবসা চাকরি যাহাই করো
আয় বাড়েনি কিছু
হঠাৎ করেই খরচ বাড়ল
প্রত্যেক মাথাপিছু।

পাঁচ টাকাতে বাসে চরতো
তাতেই পায়নি দিশ
সেই ভাড়াটাই আপডাউনে
হঠাৎ করেই বিশ!

দ্বন্দ করল তারা দুইজন
শাস্তি হলো কার
বাড়তি খরচ টানতে গিয়ে
লাগছে চমৎকার!

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: আমার কাছে বাস ভাড়া খুব বেশি মনে হয় না। যেমন বলাকা বাসে কমলাপুর থেকে মাত্র ৬০ টাকা দিয়ে গাজীপুর চলে যাওয়া যায়।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ২:৫১

প্রামানিক বলেছেন: এই গাজিপুরে নব্বই সালে পাঁচ টাকায় যাতায়াত করেছি সেই তুলনায় তো অনেক

২| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তেলের দাম আরো বাড়বে। :P

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ২:৫১

প্রামানিক বলেছেন: ভাই, বাড়লেও করার কিছু নাই আমরা তেলের কাছে অসহায়

৩| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ছড়াটি চমৎকার হয়েছে।

রাজীব নুর সাহেবের মতো ইনকাম থাকলে গাড়ি ভাড়াটা গায়ে লাগতো না।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ২:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৩

প্রত্যাবর্তন@ বলেছেন: দারুণ ছড়া

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ২:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৫| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সময় উপযোগী ছড়া।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ২:৫৩

প্রামানিক বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ

৬| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ২:৪০

নেওয়াজ আলি বলেছেন: সব লাভ মুনাফাখোরদের। চমৎকার লেখা

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ২:৫৩

প্রামানিক বলেছেন: মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ২:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, তেল ছাড়া তরকারিও হয় না।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৩:০১

প্রামানিক বলেছেন: হা ভাই, খালি জ্বালানি তেলের দাম বাড়ে নাই সাথে সয়াবিন তেলের দামও বৃদ্ধি পেয়েছে।

৮| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৩:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: :(

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হক ভাই

৯| ১৭ ই নভেম্বর, ২০২১ ভোর ৫:০১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ঘাড়ে যে মাথাটা এখন আছে সেটাই বা কম কি ? =p~

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:১৮

প্রামানিক বলেছেন: মন্দ বলেন নাই। ধন্যবাদ

১০| ১৭ ই নভেম্বর, ২০২১ ভোর ৫:৪৩

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,



সমকালীন যন্ত্রনার ছড়া।

তবে ----
"দ্বন্দ করল তারা দুইজন
শাস্তি হলো কার
বাড়তি খরচ টানতে গিয়ে
লাগছে চমৎকার!"

বাড়তি খরচ টানতে কারোই চমৎকার লাগার কথা নয়, এমনকি ছড়াকারেরও! :)

হওয়া উচিৎ -----------

"দ্বন্দ করল তারা দুইজন
শাস্তি হলো কার
বাড়তি খরচ টানতে গিয়ে
পকেটে হাহাকার!"

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:২০

প্রামানিক বলেছেন: যার বাড়তি খরচ টানার উপায় থাকে না তার চমৎকার হওয়া ছাড়া আর কোন ভাষা নাই। ধন্যবাদ গুরু

১১| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:৩২

সোহানী বলেছেন: হায়রে আম জনতা!!!

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:২০

প্রামানিক বলেছেন: কি আর করবেন বোন হায় হায় করা ছাড়া উপায় নাই।

১২| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার।

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৩| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৩

বাংলার এয়ানা বলেছেন: চোরে চোরে মাসতুত ভাই, আম জনতা চুদির ভাই।

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:২২

প্রামানিক বলেছেন: কি আর করা এভাবেই চলতে হবে। ধন্যবাদ

১৪| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১২

জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর ছড়া লিখেছেন!!!

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৫| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:০২

রানার ব্লগ বলেছেন: বাড়লো ভাড়া
বাড়লো দাম
বেতন বাড়ার নেইকো নাম
বাড়লে বাড়ে সরকারি
ওটাই রাজার দরকারি ।
বাকি আমরা আমজনতা
আমাদের নেই ক্ষমতা
ভাত মেলেতো নেই পানি
জীবন নিয়া টানাটানি।

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:২৪

প্রামানিক বলেছেন: কি আর বলবো, যাদের আয় বাড়ে নাই ব্যায় বেড়েছে তারাই বোঝে কষ্টটা কই। ধন্যবাদ

১৬| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৬

আলমগীর সরকার লিটন বলেছেন: প্রামানিক দা কেমন আছেন অনেক দিন হলো দেখা হয় না নিয়মত লেখেন কবি দা
দোয়া করি ভাল থাকবেন------------

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ লিটন, আমি মোটামুটি ভালোই আছি। নিয়মিত হওয়ার চেষ্টা করতেছি

১৭| ১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: জনগণের মনের কথা চমৎকারভাবে উপস্থাপনের জন্য কবিকে ধন্যবাদ

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:২৬

প্রামানিক বলেছেন: ভাই কেমন আছেন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এই গাজিপুরে নব্বই সালে পাঁচ টাকায় যাতায়াত করেছি সেই তুলনায় তো অনেক

৯০ সাল সেই কবেই শেষ হয়ে গেছে। এরপর ৩১ বছর পার হয়ে গেছে। লোকজন সংখ্যা বেড়েছে। কাজেই সামান্য দাম তো বাড়বেই।

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:২৭

প্রামানিক বলেছেন: কি আর করা যাবে, ভাড়া বাড়লেও করার কিছু নাই। ধন্যবাদ

১৯| ১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৭

শহুরে আগন্তুক বলেছেন: চমৎকার!

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

২০| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:২৪

হাসান মাহবুব বলেছেন: রাজা আসে রাজা যায়
বোকাচোদা বোকাচোদাই রয়

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:২২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

২১| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হইছে।

আপনি লেখা কমিয়ে দিয়েছেন ভাইজান
আবার শুরু করুন পোস্ট দেয়া

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:১৭

প্রামানিক বলেছেন: নিয়মিত হওয়ার চেষ্টা করতেছি। ধন্যবাদ বোন

২২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫১

খায়রুল আহসান বলেছেন: এমন একটি সময়োপযোগী ছড়া লিখে আপনি জনদরদি মনের পরিচয় দিলেন। বাস ভাড়া বাড়ানো উচিত হয়নি। অপরিহার্য হলে সর্বোচ্চ ১০% বাড়ানো যেত। ডিজেলের দামও সর্বোচ্চ ১০% বাড়ানো সমীচীন ছিল।

ছড়া চমৎকার হয়েছে, অষ্টম প্লাস। + +

সামু ব্লগের এবং ফেসবুকের কয়েকটি পোস্টের মাধ্যমে জেনেছি আপনি সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। খবর নেয়ারও চেষ্টা করেছিলাম। আশাকরি এখন সুস্থ আছেন। খুব সাবধানে থাকবেন, ডাক্তারের পরামর্শ মত চলবেন।

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪০

প্রামানিক বলেছেন: খায়রুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসার তুলনা হয় না।

২৩| ০৫ ই মার্চ, ২০২২ রাত ১:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: করোনার কঠিন সময়
পাড়ি দেবার পরে আপনাকে
পেয়ে আপ্লুত হলাম ভায়া।
ছড়ায় দশে দশ!

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪০

প্রামানিক বলেছেন: অনেক ধন্যবাদ নুরু ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.