নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

কমলাপুরের হোটেল

১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৭


কমলাপুরের হোটেল
শহীদুল ইসলাম প্রামানিক

রেল গাড়িতে ঢাকায় এলে
কমলা পুরে নেমে
ক্ষুধার চোটে গ্রামের লোক
উঠতো তারা ঘেমে।

পশ্চিম পাশে কয়টি হোটেল
খোলা সারা রাত
সেই হোটেলে হাপুস হুপুস
খেত তারা ভাত।

গাঁয়ের মানুষ সহজ সরল
বুঝতো নাকো তাই
খাওয়ার পরেই ফেঁসে যেত
তর্কের সুযোগ নাই।

খাওয়ার আগে অর্ধেক দাম
খাওয়ার পরে দ্বিগুন
দাম দিতে ভাই অনেক লোকের
মাথায় উঠতো আগুন।

প্রতিবাদ কেউ করলে পরে
রক্ষা নাইকো তার
চর থাপ্পর আর ঘাড় ধাক্কাতে
খেতো জন্মের মার।

ঢাকা শহরে এসেই তাদের
পকেট হতো খালি
অন্যায় করেও হোটেল বয়রা
উল্টো দিত গালি।

এখন এসব আছে কিনা
জানি নাকো ভাই
অনেক আগে দেখেছিলাম
লিখে গেলাম তাই।

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫০

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,



ছড়ার রাজা যে অনেক আগে নিয়মিত ছড়া ছড়াতেন ব্লগে সে কথা আমিও জানিয়ে গেলুম।
এখন তেমন দেখা যাচ্ছেনা তাকে...............

ছড়া বরাবরের মতোই প্রামানিক ষ্টাইলের।

১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

প্রামানিক বলেছেন: দেহটা নিয়ে বড় সমস্যায় আছি গুরু। কেমন আছেন?

২| ১৫ ই মার্চ, ২০২২ রাত ৮:১৪

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,



প্রতি মন্তব্যের জন্যে ধন্যবাদ।
শরীরের কথা শুনে খারাপ লাগলো । দেহ নিয়ে তো সমস্যা থাকবেই, তো কি হয়েছে এবারে ?

প্রার্থনা করি দেহ সমস্যা কেটে যাক, আমাদের ছড়ার রাজা আবার আগের মতোই হাপুশ হুপুশ ছড়া লিখুক।

১৫ ই মার্চ, ২০২২ রাত ৯:৩৬

প্রামানিক বলেছেন: চেষ্টা করছি নিয়মিত হওয়ার জন্য। ধন্যবাদ গুরু

৩| ১৫ ই মার্চ, ২০২২ রাত ৮:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: ঢাকা শহরে কম পয়সায় খাওয়া কঠিন।

১৫ ই মার্চ, ২০২২ রাত ৯:৩৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। কিছু কম পয়সার হোটেল আছে সেগুলো গলির ভিতরে হওয়ায় সাধারন মানুষের নজরে পড়ে না। ধন্যবাদ

৪| ১৫ ই মার্চ, ২০২২ রাত ৮:৩৮

সভ্য বলেছেন: অনেকদিন পর আপনার ছড়া পড়লাম, বেশ লিখেছেন, সেই প্রথম আলো ব্লগে আপনার ছড়া পড়তাম। ভালো থাকবেন।

১৫ ই মার্চ, ২০২২ রাত ৯:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে সেই প্রথম আলোর কথা মনে রাখার জন্য।

৫| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১০:৪২

রোকসানা লেইস বলেছেন: সুন্দর ছড়া
প্রামানিক কে অনেকদিন পরে দেখে ভালোলাগল

১৫ ই মার্চ, ২০২২ রাত ১১:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, মন্তব্য করায় খুশি হলাম।

৬| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১১:২২

অপু তানভীর বলেছেন: অনেক দিন পর আপনার ছড়া পড়লাম । নিয়মিত লিখুন আবার !

কমলাপুর রেলস্টেশনের পাশে একবার খেয়েছিলাম । সিলেট যাচ্ছিলাম । সরাসরি পড়িয়ে গিয়েছিলাম তাই বাসা থেকে খেয়ে যাই নি । সেখানে খাওয়ার অভিজ্ঞতা হয়েছিলো । খাবারে স্বাদ ছিল বটে তবে দাম একটু বেশিই রেখেছিলাম ।

১৫ ই মার্চ, ২০২২ রাত ১১:২৬

প্রামানিক বলেছেন: আগে ওরা যাত্রীদের খুব ভোগাতো। মন্তব্য করার জন্য ধন্যবাদ

৭| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১১:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ সুন্দর। অনেক দিন পর আপনাকে পেয়ে ভালো লাগছে। শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।

১৫ ই মার্চ, ২০২২ রাত ১১:৫৩

প্রামানিক বলেছেন: আপনাদেরকে পেয়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল

৮| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৩

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর আপনাকে পেলাম ভাই !
লেখায় ভালোলাগা।

১৬ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, কেমন আছেন? শুভেচ্ছা রইল

৯| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আবার এসেছি ফিরে
বলে প্রামানিক দাদা।
থাকতে পারি কিছুদিন
যদি না চান চাঁদা।

চাঁদা বাজরা বড়ই খারাপ
সব কিছু নেয় কেড়ে,
প্রতিবাদ করতে গেলে
মারতে আসে তেড়ে।

তাই কিছুদিন পালিয়ে ছিলাম
লোটা কম্বল নিয়ে।
সাহস করে আবার এলাম
থাকবো সবাই মিলে।


১৬ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৬

প্রামানিক বলেছেন: নিয়তি যে বড়ই কঠিন
সুখ দেয়না তাই
মনের ভিতর অনেক ইচ্ছা
ভাগ্যে যাহা নাই।

ধন্যবাদ নুরু ভাই, কেমন আছেন।

১০| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১:০৬

রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা। একদম সত্য।

১৬ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর

১১| ১৬ ই মার্চ, ২০২২ ভোর ৪:৩৪

রংবাজপোলা বলেছেন: জব্বর লেখছেন।

গোস্তগী মাপ কইরলে একখান কথা কই।

প্রথম দিক্ষণে পইড়া মনে হচ্ছিল ধারাল কিছু আইসতে পারে, শেষে মনে হোয় জবর কিছু শোনাইবো কবি । কিন্তু লেহাটার শেষে অইয়া লেহাটা ভোতা হইয়া গেলো।

নদীর লাহান কবিতার স্রোত শেষে আইয়া জোর হই।

মাগার বালা লাগছে।

কদমবুছি লইয়েন।

১৬ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৮

প্রামানিক বলেছেন: আপনার কথা মাথায় রাখলাম। ধন্যবাদ আপনাকে

১২| ১৬ ই মার্চ, ২০২২ সকাল ৮:৫৩

নেওয়াজ আলি বলেছেন: বাস্তব কিছু চিত্র ফুটে উঠেছে ।

১৬ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৩| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১২

নীল আকাশ বলেছেন: অনেকদিন পরে আপনার ছড়া পড়লাম।
আপনি এখন কেমন আছেন? পুরোপুরি সুস্থ?
খোতো না হয়ে খেতো হবে, ঠিক করে দিন।
এই ঘটনা শুধু কমলাপুর না, আরিচা নগরবাড়িঘাটেও দেখেছি আমি।
চোর বাটপার সারা দেশেই আছে।
শুভ কামনা।

১৬ ই মার্চ, ২০২২ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: অনেকটা ভালো তবে পুরোপুরি সুস্থ্য নই। ধন্যবাদ আপনাকে

১৪| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের বেশির ভাগ লোকন ব্যবসা বলতে বুঝে প্রতারনা।

১৬ ই মার্চ, ২০২২ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: একদম ঠিক কাথাই বলেছেন। ধন্যবাদ আপনাকে

১৫| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ফেবুতে আপনার ছড়া পড়েছি।

১৬ ই মার্চ, ২০২২ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেক খুশি হলাম

১৬| ১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
সব জায়গাতেই দুই নম্বরি
কোথাও নীতি নাই দুর্নীতি

১৬ ই মার্চ, ২০২২ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: দুর্নীতিটাই এখন নীতি। ধন্যবাদ

১৭| ১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪২

ইসিয়াক বলেছেন:






ছড়ায় ছন্দে সত্য ঘটনা চমৎকারভাবে ফুটে উঠেছে।
ভালো লাগলো।

১৬ ই মার্চ, ২০২২ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৮| ১৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ছন্দে ছন্দে সুন্দর লেখা ।

১৬ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.