নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

কুমড়ানী

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:০৯


শহীদুল ইসলাম প্রামানিক

বেগুন বেসন মিশাল করে
ভাজলে হয়রে বেগুনী
কুমড়া ভাজলেও বেগুনী হয়
এইটা এখন কি শুনি!

পিয়াজ বেসনে পিয়াজি হয়
আলু বেসনে আলুরচপ
ডিম বেসনে ডিমের চপে
মজাতে খায় গপাগপ।

মরিচ বেসনে মরিচ চপ হয়
ফুল বেসনে পাকোড়া
মুলা বেসনে মুলাজি হয়
এসব নাম যে দেশজোড়া।

রসুন বেসনে রসুনের চপ
ব্যাঙের ছাতাও এই দলে
যে নামেতে যার পরিচয়
সবাই তখন তাই বলে।

কুমড়া বেসন মজার খাবার
নামটা হবে কুমড়ানী
দেশজুড়ে আজ এইটা নিয়ে
ক্যান করছো ভাই কানাকানি।

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৩৫

সাগর কলা বলেছেন: - হা হা হা। মজার ছড়া ভাইয়া।

১০ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৮

সোনাগাজী বলেছেন:




আপনি কি সাংবাদিকতায় আছেন?

১০ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৫

প্রামানিক বলেছেন: বর্তমানে অবসরে আছি। ধন্যবাদ গাজী ভাই

৩| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১০ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ২:৫০

অপু তানভীর বলেছেন: কুমড়া বেশনে কুমাড়ানির থেকে আমার মতে ''কুমাড়ী'' হওয়ার কথা =p~ =p~

১০ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৯

প্রামানিক বলেছেন: এ নামটাও মন্দ হয় না তবে ”কুমাড়ী” বললে মানুষ ভুল বুঝতে পারে। ধন্যবাদ

৫| ০৯ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:৪৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: কুমড়াটা খাইতাম শান্তি মত, মনে হইতেছে এডিরও দাম বাড়বো গা!

১০ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৭

প্রামানিক বলেছেন: সবাই কুমড়ানী খাওয়া শুরু করলে একসময় বেগুনের মতই দাম নিয়ে টানাটানি শুরু হবে। ধন্যবাদ

৬| ০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৪৩

সোহানী বলেছেন: আমি কিন্তু অনেক আগের থেকেই কুমড়ো, আলু, পেপেঁ, মরিচ সহ অনেক কিছু দিয়েই বেগুনি স্টাইলে ভাজি। বেগুন আমি একেবারেই পছন্দ করি না। তাই বিকল্প হিসেবে এগুলো করি।

কুমড়ানী কিন্তু খেতে ভালো :P

১০ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৫০

প্রামানিক বলেছেন: আমরাও খেতাম তবে প্রচার ছিল না এবার প্রচার হলো। ধন্যবাদ

৭| ০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পড়ে মজা পেলাম। :D

১০ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই

৮| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: বেগুবী না খেলে কি হয়। যে জিনিসের দাম বেড়ে যাবে সেটা কয়েকদিন খাওয়া বন্ধ করলেই ঠিক হয়ে যাবে।

১০ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৫২

প্রামানিক বলেছেন: একশত ভাগ সত্য কথা, কিন্তু বাঙালিরা উল্টো আরো বেশি বেশি কেনে আরো দাম বেড়ে যায়। ধন্যবাদ

৯| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৮

জ্যাকেল বলেছেন: হা:হা:হা:

১০ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর।+

১০ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, কেমন আছেন?

১১| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১২

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছড়া। 'কুমড়ানি' নামটাও সুন্দর।

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.