নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ভাত ঠান্ডা বউ গরম

১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৫২


শহীদুল ইসলাম প্রামানিক

সংবাদপত্রে চাকরী করি
নাই তো সকাল সাজ
রাত্রি জেগে ডিউটি করা
নিত্য মোদের কাজ।

গভীর রাতে বাড়ী ফিরি
বলতে লাগে শরম
খাওয়ার টেবিলে ভাত ঠান্ডা
বউয়ের মেজাজ গরম।

তার পরেতেও চাকরি করি
বেতন টানাটানি
মেজাজ থাকলেও চাকরির ভয়ে
মেজাজ করি পানি।

কিন্তু যদি জোর গলাতে
মাসিক বেতন চাই
পরের দিনই পত্র আসে
চাকরি তোমার নাই।

কি আর বলবো বাস্তব কথা
আছে অনেক শেখার
চাকরি করেও ভাত পাই না
অর্ধেক থাকি বেকার।

(সংবাদ পত্র কর্মীরা কত কষ্ট করে পত্রিকায় কাজ করে মানুষের কাছে সংবাদ পৌঁছে দেয় সেই বিষয়টি তুলে ধরার জন্য ছড়াটি ২০১৩ সালে সাংবাদিক, শ্রমিক, কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির ঐক্য আন্দোলনে প্রেস ক্লাবের সামনে বক্তৃতায় পাঠ করার জন্য লেখা।)
ছবি ঃ ইন্টারনেট

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:০২

জুল ভার্ন বলেছেন: কষ্ট কথন ভালো লাগলো।

১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটা একদম বাস্তব কবিতা। বেশিভাগ মিডিয়ার কর্মিদের এই অবস্থা।

১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩০

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন ভাই, চাকরি জীবনে তাদের কষ্ট আমি নিজ চোখেই দেখে এসেছি। ধন্যবাদ

৩| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখা

১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন

৪| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৯

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর ছড়াকার প্রামানিক দা

১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ লিটন তোমার লেখাও অনেক ভালো। ধন্যবাদ

৫| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।

১৩ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর

৬| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৬

গেঁয়ো ভূত বলেছেন: কঠিন বাস্তবতা, এখনো প্রাসঙ্গিক অনেকের জন্য।
আবার শুনি অনেকেই নাকি বেশ ভালো থাকে মদে-ভাতে।

১৩ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৬

প্রামানিক বলেছেন: আপনার কথাও ঠিক।

৭| ১৩ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাংবাদিকরা হয়েছে এখন
বড়ই সাংঘাতিক।
টাকার ধান্ধায় আকাম করে
ভুলে ঠিক বেঠিক।

আগের দিনে সাংবাদিকের
নীতি ছিলো কড়া,
এখন যারা এই পেশাতে
পয়সার কাছে ধরা।

তাইতো বউ মেজাজ দেখায়
ইচ্ছা মতী চলে,
নীতি না থাকলে তাকে
কাপুরুষই বলে।

আপনাকে বলি নাই ভাই

১৩ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: আমাকেও বললে পরে
কোন অসুবিধা নাই
বাস্তব জীবন দেখে এসেছি
ছড়ায় লিখছি তাই।

গভীর রাতে সাংবাদিকরা
ফেরে যখন বাড়ি
কাচা ঘুমটা ভাঙে বউয়ের
তাই তো দেয় ভাই ঝারি।

ধন্যবাদ নুরু ভাই।

৮| ১৩ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১২

সোনাগাজী বলেছেন:


সংবাদ পত্রগুলোর মালিকেরা ধনী?

১৩ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। আগে সংবাদপত্র বিক্রি করে মালিক চলতো এখন মালিকরা পত্রিকার ইনকামে চলে না।

৯| ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কষ্টের ছড়া!

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১০| ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫০

গরল বলেছেন: শুধু সংবাদপত্র কর্মী না প্রমাণিক ভাই, দেশের আপামর বেসরকারি চাকুরীজিবী দের একই অবস্থা।

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

১১| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১:০২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর

আপনি যখন অসুস্থ হলেন, তখন আমিই সামুতে প্রথম খবরটা দেই।

নববর্ষের শুভেচ্ছা জানবেন।

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২৫

প্রামানিক বলেছেন: আপনাদের ভালোবাসা আমি জীবনেও ভুলতে পারবো না

১২| ১৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৭

সাগর কলা বলেছেন: - কষ্টের জীবনের ছড়া সুন্দর হয়েছে ভাইয়া।

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

খায়রুল আহসান বলেছেন: ছড়ার শিরোনামটি আকর্ষণীয় হয়েছে।
গেঁয়ো ভূত এর মন্তব্যের দ্বিতীয় লাইনটা চমৎকার!
পোস্টে পঞ্চম প্লাস। + +

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০৬

রানার ব্লগ বলেছেন: সংবাদপত্র বের করাটা এখন গ্রুপ অব কোম্পানির একধরনের বিলাসিতা !!! সেই সাথে নিজের ঢোল বাজানোর হাতিয়ার !!!

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫২

প্রামানিক বলেছেন: সংবাদ পত্র এখন আর আগের মত নাই এখন সব শিল্প পতিদের হাতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.