নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

অবসর জীবন

২১ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪৪


শহীদুল ইসলাম প্রামানিক

চাকরি জীবন শেষ হলো তার
মলিন মুখে বসা
আগামীকাল রিটায়ারমেন্ট
মরণ হবার দশা।

থাকবে নাকো আয় রোজগার
থাকবে নাকো পদ
লিখতে তাকে হবে না আর
চিঠি পত্রের গদ।

ছত্রিশ বছর পার করেছে
একই নিয়ম করে
সঠিক সময় অফিস যেতে
উঠতো অনেক ভোরে।

নাওয়া খাওয়া জলদি করে
ছুটতো অফিস পানে
ইচ্ছা থাকলেও ছুটি ছাড়া
যায়নি কোনো খানে।

বাধাধারা এমন নিয়ম
থাকবে নাকো আর
বসে বসে বেকার জীবন
করতে হবে পার।

বাজার সদাই কমে যাবে
পকেট থাকবে শুণ্য
খাওয়া হবে না ভালো খাবার
মনটা হবে ক্ষুন্ন।

আয় রোজগার না থাকলে পর
দেয় না কেহ দাম
সুযোগ পেলেই অতীত নিয়ে
করবে যে বদনাম।

অবসরের এমন জীবন
দাম থাকে না ভাই
অনেক লোকের চরম দশা
চোখেই দেখতে পাই।

পলাশ পাড়া
১২/০৪/২০২২

মন্তব্য ৪০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৫৩

শাহ আজিজ বলেছেন: কার ছবি এটা , হাসপাতাল মনে হচ্ছে । ঘটনা কি প্রামানিক ?

২১ শে এপ্রিল, ২০২২ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: ঠিক ধরেছেন ভাই, ২০১৬ সালে হাসপাতালে এই অসহায় বৃদ্ধের ছবিটি তুলেছিলাম। হার্ট এ্যাটাক করে হাসপাতালে ভর্তি ছিল। ছেলেরা কেউ তাকে দেখতে আসতো না শুধু বড় মেয়েটা সকাল বিকাল এসে দেখে যেত। সারাদিন এই বৃদ্ধ অসহায় চোখে নিজের আত্মীয় স্বজনের জন্য বসে থাকতো। বৃদ্ধের এই অসহায়ত্ব আমার কাছে খুবই খারাপ লেগেছিল তাই ছবিটি তুলে রেখেছিলাম। ধন্যবাদ আজিজ ভাই

২| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৫৭

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে কারা পেনশন পেয়ে থাকে? প্রাইভেটের লোকদের জন্য কি ব্যবস্হা আছে?

২১ শে এপ্রিল, ২০২২ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: শুধু সরকারি কর্মচারীরা পেনশন পায় প্রাইভেটের লোকজন চাকরি থেকে অবসর নেয়ার সাথে সাথে তার বেতন ভাতা সব বন্ধ হয়ে যায়। ধন্যবাদ চাঁদগাজী ভাই

৩| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ৯:০৫

গরল বলেছেন: জীবনটা বোধ হয় থেমে যায় অবসর জীবনে, বাস্তবিক ভাবেই এরকম হয়। আমার দাদাকে দেখেছি বাবাকেও দেখছি এখন। টাকা পয়সার সমস্যার চেয়ে বড় সমস্য হল সময় কাটানো।

২১ শে এপ্রিল, ২০২২ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন, অনেকে টাকা পয়সার সমস্যায় ভোগে আবার অনেকে টাকা পয়সা থাকলেও একাকিত্ব সমস্যায় ভোগে। ধন্যবাদ আপনাকে

৪| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৩৬

সোনাগাজী বলেছেন:



আপনি নিজে আর কত বচর চাকুরী করবেন ভাবছেন? আপনি কি সরকারীতে?

২১ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪৩

প্রামানিক বলেছেন: আমি এখন অবসর গ্রহণ করেছি। আমার প্রতিষ্ঠানটি তথ্য মন্ত্রণালয়ের অধীনে স্বায়তশাসিত প্রতিষ্ঠান। ধন্যবাদ

৫| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১০:২১

সোনাগাজী বলেছেন:


@এডমিন সাহেব,

বয়স ও ভবিষ্যত প্ল্যান জানতে চাওয়া কি সামুর নিয়মের সাথে সাংঘর্ষিক?

২২ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৩১

প্রামানিক বলেছেন: এধরনের প্রশ্নে অনেকে বিব্রতবোধ করেন কাজেই এমন প্রশ্ন না করাই ভালো।

৬| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: আহারে!

২২ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১১

প্রতিদিন বাংলা বলেছেন: ভালো লেখা ,তবে
নিচ থেকে ৩য় পংক্তিটি ,কেমন যেনো (.....পুন্য।)

২২ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য।

৮| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: মন্ত্রী এমপি এদের তো অনেক বয়স। এদের কেন অবসর হয় না?

২২ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৪

প্রামানিক বলেছেন: এখানেই কবি নিরব

৯| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: অবসর যাপন কেমন চলছে সৃপ্রিয় কবি।

২২ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৫

প্রামানিক বলেছেন: ভালোই কাটাতেছি, তবে হার্ট এ্যাটাকে সব লন্ডভন্ড করে দিয়েছে। ধন্যবাদ ভাই

১০| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রমানিক ভাই
অবসরে যাবার প্রস্ততি
নিচ্ছেন নাকি?
মাঝে মাঝে কোথা থেকে
উদয় হন আবার কোথায়
ডুব মারেন! ঝড়ো হাওয়া
গায়ে লাগেনা!

২২ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৪

প্রামানিক বলেছেন: জী ভাই, ধন্যবাদ আপনাকে

১১| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ২:৩৪

অধীতি বলেছেন: ওনার ঘটনা জেনে মর্মাহত হলাম।
এদের জন্য বুক ফাটে কিচ্ছু করার থাকেনা।

২২ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৫

প্রামানিক বলেছেন: তাকে দেখে আমার কাছেও খুব খারাপ লেগেছিল।

১২| ২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৮

সাগর কলা বলেছেন: - নিষ্ঠুর বাস্তব নিয়ে কবিতা সুন্দর হয়েছে ভাইয়া।

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৩| ২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: আমার শ্বশুর অবসর নেওয়ার পর- গত ১৩ বছর ধরে ওকালতি করে যাচ্ছেন।

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৫

প্রামানিক বলেছেন: তাহলেতো কাজের উপরেই আছে, কাজের উপরে থাকলে শরীর মন দুটোই ভালো থাকে

১৪| ২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতাটির মতোই চূড়ান্ত বেদনাদায়ক লাগলো এক নম্বর কমেন্টের প্রতিমন্তব্য। বেঁচে থাকলে এমন বাধ্যক্যে আমাদের সবাই পৌঁছাতে হবে। জানিনা আমার কপালেইবা কি লেখা আছে।

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ পদাতিক দা, আপনি কেমন আছেন?

১৫| ২২ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৩

সোনাগাজী বলেছেন:




লেখক বলেছেন: এধরনের প্রশ্নে অনেকে বিব্রতবোধ করেন কাজেই এমন প্রশ্ন না করাই ভালো।

-আপনি ব্লগে আমার পরিচিত, আপনাকে যদি আমি প্রশ্ন করি, রিটায়ারমেন্টে গেলে, আপনি কি করবেন ভবিষ্যতে কি করার কথা ভাবছেন; আপনি কি বিব্রত হবেন?

আপনি রিটায়ারমেন্টে যাচ্চেন, আমি জানতে চাই, আপনি কত বয়সে রিটায়ারনেন্টে গেলেন, আপনি বিব্রত হবেন?

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৯

প্রামানিক বলেছেন: ঘনিষ্ঠ জনদের কাছে অনেক কথাই বলা যায়। ধন্যবাদ

১৬| ২২ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বেদনাদায়ক ছড়া।

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৭| ২২ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫০

জটিল ভাই বলেছেন:
আহা.... এইতো জীবন। সুন্দর প্রকাশ।

৩০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৮| ০৪ ঠা মে, ২০২২ সকাল ৯:৪৩

খায়রুল আহসান বলেছেন: দুর্ভাবনাগ্রস্থ এক আসন্ন অবসরভোগীকে নিয়ে চমৎকার ছড়া লিখেছেন। ছড়া থেকেই বোঝা যাচ্ছে, তিনি সময়ানুবর্তী ছিলেন এবং নিষ্ঠা ও একাগ্রতার সাথে অফিস করতেন। সেই ব্যক্তির বর্তমান অবস্থাটা জানেন?

৩০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:০৫

প্রামানিক বলেছেন: ভাই আপনার এই প্রশ্নের উত্তর কিভাবে দিব মাথায় আসছে না। তবে অবসরে গিয়ে অনেকেই আর্থিক মানসিক শারীরিকভাবে অনেক সমস্যায় ভোগেন এটা জানি। তবে যারা অবসরের পর কাজের উপর সময় কাটান তারা কিছুটা ভালো থাকেন। ধন্যবাদ আপনাকে

১৯| ১১ ই মে, ২০২২ বিকাল ৫:৩৬

বিজন রয় বলেছেন: কেমন আছেন প্রামানিক ভাই?

নতুন ছড়া দিন।

৩০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:০৬

প্রামানিক বলেছেন: অনেকটা ভালো, আপনি কেমন আছেন?

২০| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৫:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



প্রামানিক ভাই আপনি কেমন আছেন? বেশ কিছুদিন হলো আপনাকে ব্লগে পাইনা, অবশ্য আমি নিজেও তেমন নিয়মিত নই। আপনার কথা খুব মনে পড়ছে তাই ব্লগে এসে খোঁজ নিচ্ছি। চিড়া মুড়ি খই নিয়ে একটি ছড়া কবিতা লিখবো ভাবছি, আপনার সহযোগিতা লাগবে।

সময় পেলে ব্লগে আসবেন। আপনার জন্য দোয়া রইলো।

৩০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেকটা ভালো আছি, আপনি কেমন আছেন? অসুস্থ্য হওয়ার কারনে ব্লগে অনিয়মিত হয়েছি। আবার ব্লগে নিয়মিত হওয়ার চেষ্টা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.