নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
জল পানিতে দ্বন্দ লেগে
ভাগ হলোরে বঙ্গ দেশ
এপার ওপার দুই পারেতে
বাঙালিদের জীবন শেষ।
পানি বললে জাত থাকে না
ঈমান থাকে না জলে
এইটা নিয়েই দুই বাংলাতে
রেষারেষি চলে।
জল বললে কয় নাউযুবিল্লাহ
পানি বললে রাম
পানি, জলের চিপায় পড়ে
ধর্মের হয় বদনাম।
জলে নাকি আল্লাহ বেজাড়
পানিতে দেব দেবি
যুগ যুগ ধরে এই অজুহাত
দুই বাংলাতে দেখি?
সারা ভারত পানি বলে
বাংলায় বলে জল
এক জিনিষের দুইটি নামে
ধর্মে ধর্মে অটল।
জল হলো যে সংস্কৃত ভাষা
হিন্দী হলো পানি
ইংরেজিতে ওয়াটার বললে
হয় না ধর্মের হানি।
জাপান, জার্মান, ইউরোপেতে
সবাই যখন যায়
সব ধর্মের লোক এক গ্লাসে
ওয়াটার নামেই খায়।
কিন্তু যদি বাংলা ভাষায়
জল, পানি কেউ বলে
হিন্দু মুসলিম দাঙ্গা লেগে
লক্ষ প্রাণ যে টলে।
স্রষ্টা যেন জল পানিতে
বাংলায় হলো ভাগ
জানি নাকো কোন নামাতে
সৃষ্টি কর্তার রাগ।
কোন নামেতে তুষ্ট তিনি
কোন নামেতে বেজাড়
কোন নামেতে বিষম খুশি
কাটলে মানব ঘাড়?
ছবি ঃ ইন্টারনেট
০৬ ই মে, ২০২৪ বিকাল ৫:০৪
প্রামানিক বলেছেন: ভারত গিয়েছিলাম সেখানে সব স্টেশনে হিন্দীতে পানি লেখা দেখেছি কোথাও জল লেখা পাই নাই।
২| ০৬ ই মে, ২০২৪ বিকাল ৫:১০
এম ডি মুসা বলেছেন: পানি জল তো একই কথা
হয়ে আছি ভিন্ন,
ধর্ম দিয়ে পেট চলে না
তবুও মানুষ ছিন্ন।
কোথায় গেলে হয় সমাধান
সব খা্নেতে লাগে প্যাচ,
এমন করে দেখতে দেখতে
এই দুঃখের হয়না শেষ।
০৬ ই মে, ২০২৪ বিকাল ৫:১৯
প্রামানিক বলেছেন: খুৃব সুন্দর কথা ছন্দ আকারে বলার জন্য ধন্যবাদ
৩| ০৬ ই মে, ২০২৪ বিকাল ৫:৪৫
নজসু বলেছেন:
ধর্ম নয়; ধর্মে বিশ্বাসী মানুষেরা নিজেদের অজ্ঞতার কারণে নিজ নিজ ধর্মকে উপহাসের বিষয়বস্তু করে তোলে।
ধন্যবাদ প্রিয় ছড়াকার। ছন্দে ছন্দে চিরসত্যি একটি দিক তুলে ধরার জন্য। ভালো থাকবেন।
০৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৯
প্রামানিক বলেছেন: হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সবাই যখন বিদেশ গিয়ে পানিকে ওয়াটার বলে তখন কারো জাত যায় না শুধু বাংলা ভাষায় কথা বলতে গেলেই জল আর পানি উচ্চারণ করে জাত যায়।
৪| ০৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:১৩
শূন্য সারমর্ম বলেছেন:
পানি নিয়ে রাজনীতি করে বিএনপিকে ক্ষমতায় যাওয়া দরকার।
০৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:৩০
প্রামানিক বলেছেন: হুদা পানি নিয়ে রাজনীতি হবে না, হবে ধর্ম দ্বন্দ।
৫| ০৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬
কামাল১৮ বলেছেন: ধর্ম থেকে বেরিয়ে আসুন,দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে।
০৬ ই মে, ২০২৪ রাত ৮:১২
প্রামানিক বলেছেন: ধর্মের গোড়ামী দূর করলেই দেখবেন অনেক ঝামেলা কমে যাবে, বেশি গোড়ামির জন্যই আজ পৃথিবীতে এতো অশান্তি।
৬| ০৬ ই মে, ২০২৪ রাত ৮:৫৭
নতুন বলেছেন: সকল ধর্মই নিজেকে সারা দাবী করে।
বিশ্বে প্রায় ৪০০০ মতন ধর্ম আছে।
ধর্ম যদি সত্যিই হয়েও থাকে তবে ১টা ধর্মই সঠিক।
বিশ্বে এযাবত প্রায় ১৪৭ বিলিওন মানুষ এসেছে।
তাদের মাঝে ১ জন সৃস্টিকর্তার ছেলে, ১ জন সৃস্টিকর্তার বন্ধু, একজন সৃস্টিকর্তার সাথে কথা বলেছেন।
পৃথিবির বর্তমানের জীবিত ৭ বিলিওন মানুষের মাঝে ৩.৮ বিলিওন মানুষ এই ৩ জনের প্রবর্তিত ধর্মের অনুসারী..
এই মহাবিশ্বের বিশালতা চিন্তা করলে ১ জন মানুষের কাছে সৃস্টিকর্তা বানী পাঠিয়েছে এই ভাবনাটা ঠিক জায় না।
০৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৩৬
প্রামানিক বলেছেন: ধর্ম এসেছে মানুষের উচ্ছৃঙ্খল জীবনকে সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য কিন্তু কিছু স্বার্থলোভী মানুষের কারণে ধর্ম এখন মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৭| ০৬ ই মে, ২০২৪ রাত ৯:১৮
লেখার খাতা বলেছেন: বাঙালি উগ্র মুসলমান ও ভারতীয় উগ্র হিন্দু যেন এক মায়ের পেট থেকে জন্ম নেয়া জমজ সন্তান।
০৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য, আসলেই এদেশে ইসলাম আসার আগে হিন্দু মুসলিম এক মায়ের পেটের জন্ম নেয়া ভাইই ছিল। দুই ধর্মের দুই রীতি নীতির কারণে দুই ভাগ হয়েছে।
৮| ০৭ ই মে, ২০২৪ রাত ২:০৪
ডঃ এম এ আলী বলেছেন:
জল পানি নিয়ে ছড়া কবিতা সুন্দর হয়েছে ।
জল পানি দ্ধন্ধে হয়েছে বঙ্গ ভঙ্গ আর এখন
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে
পৃথিবী ক্রমশ উষ্ণ হয়ে উঠছে, বাড়ছে শুষ্কতা।
এতে পানি সংকটও আরও তীব্রতর নিচ্ছে।
কাজেই অনেকেই বলছে, পৃথিবীর ভবিষ্যত
যুদ্ধ পানি তথা জল নিয়েই সংঘঠিত হবে?
গঙ্গা আর তিস্তা নিয়ে বাংলাদেশ আর ভারত ,
সিন্ধু নিয়ে পাকিস্তান ভারত , ব্রম্মপুত্র নিয়ে
চীন নেপাল ভারত । নীল নিয়ে মিশর সুদান
আর ইথি্উপিয়া প্রায়ইতো যুদ্ধংদেহী ভাব।
সুন্দর ছড়াটির জন্য ধন্যবাদ
শুভেচ্ছা রইল
০৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৪১
প্রামানিক বলেছেন: বিশ্বে পানি নিয়েই এক সময় হয়তো মহা যুদ্ধ বেধে যেতে পারে। ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য।
৯| ০৭ ই মে, ২০২৪ সকাল ৯:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি প্রামানিক দা
ভাল থাকবেন
০৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৪১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আলমগীর সরকার লিটন। অনেক অনেক শুভেচ্ছা রেইল।
১০| ০৭ ই মে, ২০২৪ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জল পানি বলাতে কোন গুনাহ নাই
জল কবিতায় বেশী সুন্দর লাগে
সুন্দর হয়েছে কবিতা
০৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৪৫
প্রামানিক বলেছেন: “জলকে চলে লো কার ঝিয়ারী” “মালিকে জাহান আমি বড় অসহায়, দু’ফোটা পানির জন্য জান চলে যায়” আসলেই ছন্দ বিশেষে কবিতায় জল পানি দু’টি শব্দই মন্দ নয়। তবে জল আর পানি কি করে হিন্দু মুসলিমের আলাদা ভাষা হলো সেটা বুঝতে পারছি না।
১১| ০৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৩৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা লেখা। জল পানির মধ্য দিয়ে অনেক ম্যাসেজ তুলে ধরা যায়। হিন্দু মুসলিমের মধ্যে যে দ্বন্দ্ব- এটা আসলে আমাদের গ্রামে আগে ছিলই না। আমরা কত মিলে মিশে থাকতাম। খুব মনে পড়ে সেইসব স্মৃতিকথা।
০৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৪৯
প্রামানিক বলেছেন: এখন হিন্দু মুসলিম আলাদা করা যায় এই দু’টি শব্দ দিয়ে। হিন্দুরা জাত যাওয়ার ভয়ে পানি বলতে চায় না, মুসলিমরা ঈমান নষ্ট হওয়ার ভয়ে জল বলে না।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০২৪ বিকাল ৪:৫৯
রানার ব্লগ বলেছেন: পানি যদি হিন্দী তে
তখন মুমিন পারে খেতে
জল কইলে চেচিয়ে উঠে
খুন খারাবিতে মাতে ।