নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

দেশের উপকার

০১ লা আগস্ট, ২০২৪ রাত ৮:৫৯


শহীদুল ইসলাম প্রামানিক

আকাশ দিয়ে প্লেন যাচ্ছে
যাচ্ছে তিনজন নেতা
আমজনতা ওই প্লেনে
ছিল না কেউ সেথা।

দশ টাকার নোট ফেলে দিয়ে
এক নেতা কয় হেসে
‘একজন লোকের উপকার হলো
অভাব বাংলাদেশে’।

এইনা দেখে আরেক নেতা
দুইখান নোট ফেলে
দুইজন লোকের উপকার হলো
ভাবছে দেলে দেলে।

দুই নেতারি কান্ড দেখে
অন্য নেতা কয়,
‘একশ’ জনের উপকার করবো
এর নিচে তো নয়’।

এই না ভেবে একশ’টি নোট
যেই না ফেলল নিচে
গোস্বার চোটে বলছে পাইলট,
‘এসব সবই মিছে’।

‘জনগণের টাকা মেরে
দু’একটা নোট দিয়ে
বড় বড় বুলি আওড়াবে
সভা মঞ্চে গিয়ে’।

এইনা বলে জানলা খুলে
ধাক্কা দিল যেই
ধরুম করে তিনজন নেতা
পড়ল নিমেষেই।

নেতা ফেলে পাইলটসাব
বলছে হেসে হেসে,
‘সব মানুষের উপকার হলো
এবার বাংলাদেশে’।
ছবি ঃ ইন্টারনেট

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ৯:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: মহাচমৎকার।

১৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১০:৪১

মিথমেকার বলেছেন:


দেখুন অবস্থা!!!
নিউজ লিঙ্ক
নিউজ লিঙ্ক

১৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৭

প্রামানিক বলেছেন: অপরাধ বটে

৩| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:২৮

রানার ব্লগ বলেছেন: ক্ষমতার আশেপাশে যে সকল পার্টির অবস্থান তাদের নেতা ও অংগ সংগঠনের নেতা কারোই দেশের উপকারের বিন্দু মাত্র ইচ্ছা আশা আকাঙ্ক্ষা কিছুই নাই। আছে একটা জিনিস ভিষন আকারে, হালুয়া রুটির পুর্নাংগ স্বাদ নেবার তিব্র বাসনা।

১৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৮

প্রামানিক বলেছেন: একদম সত্য কথা বলেছেন। ধন্যবাদ

৪| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: দেশের উন্নয়নের জন্য দেশপ্রেমিক নেতৃত্ব দরকার।

১৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৯

প্রামানিক বলেছেন: এখনকার নেতারা দেশ উন্নয়নের কথা বলে নিজের উন্নয়ন করে

৫| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৭

জটিল ভাই বলেছেন:
কৌতুকটা মজাদার ছিলো। আপনার কাব্যরূপদান সফল।

১৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.