নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
গণতন্ত্রের নামে ভন্ডামী সব
রাজনীতির নামে সন্ত্রাস
সেবার নামে ক্ষমতা দখল
দুর্নীতিতে চলে উচ্ছাস।
নিরীহরা চলে হাড্ডিসার দেহে
সন্ত্রাসীরা চলে বুক ফুলে
সত্যবাদীরা নির্যাতিত হয়ে
সত্য গিয়েছে ভুলে।
বুদ্ধিজীবিরা বুদ্ধি বেচে খায়
বিবেক করিয়া নাশ
অত্যাচারের নাই প্রতিবাদ
বাড়ছেই শুধু সন্ত্রাস।
ন্যায্য হিস্যায় বঞ্চিত হয়ে
কেঁদে মরে জনগণ
নিরব কান্না বাতাসের বুকে
করছে না কেউ স্মরণ।
স্বাধীন হয়েও স্বাধীনতা নয়
পেয়েছি শত অবিচার
দেশের মাটিতে জন্ম নিয়েও
পাইনিকো আজো অধিকার।
এদেশের তরে মিছিল করেছি
করেছি কত আন্দোলন
যুদ্ধে জিতেছি, পতাকা পেয়েছি,
পেয়েছি আপামর জনগণ।
অনেক ত্যাগের স্বাধীনতা মোদের
আছে রক্তের ইতিহাস
সেই দেশে বসে গুটি কয় লোকে
চালিয়ে যাচ্ছে সন্ত্রাস।
মরিনি এখনও ভুলিনি যুদ্ধ
ভুলিনি রক্তে ভেজানো মাটি
দাঁড়িয়ে আছি সেই মাটিতে
মাটিকে করতে খাঁটি।
দেশকে ভালবাসি মানুষকে ভালবাসি
ভালবাসি এদেশের ধুলি কনা
দুঃসাহসী হয়ে বুক পেতেছি
পেয়েছি মনের প্ররোচনা।
অনেক সয়েছি অনেক কেঁদেছি
তাইতো করেছি পণ
প্রতিবাদী হবো প্রতিরোধী হবো
এ শপথ আমরণ।
বিদ্রোহী হবো বিপ্লবী হবো
হবো আগামীর ইতিহাস
এ দেহে রক্ত ঝরে ঝরুক প্রাণ যায় যাক
তবু রুখতেই হবে সন্ত্রাস।
(কবিতাটি আবু সাঈদ মৃত্যুর এক দিন পরেই পোষ্ট করার কথা ছিল কিন্তু নেট না থাকার কারণে পোষ্ট করতে পারি নাই। ২৯ জুলাই শেষের কয়টি লাইন দিয়ে শুধু ছবি পোষ্ট করেছিলাম। পরের দিন পুরো কবিতা পোষ্ট করতে চেয়েও নেটের কারণে পোষ্ট করতে পারি নাই।)
০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৬
শায়মা বলেছেন: এই ছেলে সবার টনক নাড়িয়ে দিলো!
০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০০
প্রামানিক বলেছেন: এই ছেলের মৃত্যুটা কেউ মেনে নিতে পারে নাই।
৩| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৬
শায়মা বলেছেন: এই ছেলেই গনজাগরণ ঘটিয়েছে। আর ঐ বদমাইশ পুলিশ সরকারকে ডুবিয়েছে।
০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৫
প্রামানিক বলেছেন: পুলিশের বাড়াবাড়িটাই সরকার পতনের মূল
৪| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪২
ইফতেখার ভূইয়া বলেছেন: আমি সাঈদের রুহের মাগফেরাত কামনা করছি। ও নামে ঢাকায় কোন সড়কের নামরকণ করা হলে ভালো হতো মনে হয়। ধন্যবাদ প্রামানিক দা।
০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৬
প্রামানিক বলেছেন: হয়তো ভবিষ্যতে হবে। সাঈদের এই দৃশ্য ভবিষ্যতের ইতিহাস।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৩
আহলান বলেছেন: ভালোবাসা ...