নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রমানিক
’গাছ লাগান দেশ বাঁচান’
লেখা দেখি পোষ্টারে
লেখা দেখি দেয়ালেতে
লেখা দেখি কোষ্টারে।
বাঁশও একটি গাছ বটে
এটার কথা লেখা নাই
নিত্য বাঁশ সবাই পায়
সেটার কথা বলছি তাই।
মুলি, তল্লা, বরাক বাঁশ
এটা কিন্তু সেটা নয়
তারপরও এটার প্রতি
জনগণের বেশি ভয়।
চাল ডালের দাম বেশি
সব চেয়ে বড় বাঁশ
ব্যয়ের তুল্য আয় নাই
জনগণের গলায় ফাঁস।
শ্রমিকেরা বাঁশ পায়
দেয় মালিক মহাজন
মজুতদারে বাঁশ দিলে
দাম বাড়ে প্রতিক্ষণ।
বাঁশ নিয়ে খেলে বেশি
রাজনৈতিক নেতারা
উল্টাপাল্টা বাঁশ পেয়ে
জেলে পঁচে যে তারা।
বাঁশ দেয় বিরোধীদল
মার খায় জনগণ
হরতালে মানুষ মরে
করে তারা অনশন।
সরকার দিলে বাঁশ
জনগণ দিশেহারা
রেহাই পেতে নেতার সাথে
সারাক্ষণ মিশে তারা।
জনগণ দিলে বাঁশ
নেতা পরে ছিটকে
ক্ষমতা ছেড়ে দিয়ে
বাঁচায় নিজের পিঠকে।
পুলিশেরা দিলে বাঁশ
ভাল লোক জেলে যায়
ভিটা-মাটি বিক্রি করে
তবু নাহি ছাড়া পায়।
জনগণ বাঁশ পেয়ে
কষ্ট করে জীবন ভর
বাঁশ যারা দিয়ে থাকে
তাদের তবু সয়না তর।
বাঁশ যারা চাষ করেন
তাদের আমি বলে যাই
বাঁশ দিয়েই বাঁশ ঠেকান
এটা ছাড়া উপায় নাই।
ছবি ঃ ভাদাইমা
রচনাকাল ঃ ২০১২ইং
১৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৭
প্রামানিক বলেছেন: ভালো মন্দ অনেক কাজেই বাঁশ লাগে। ধন্যবাদ
২| ১৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: ওকে।
১৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
৩| ১৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাহ্ দারুণ ছড়া!
১৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৪| ১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১২
পুরানমানব বলেছেন: বাঁশ একখানা প্রয়োজনীয় হাতিয়ার।।
১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৭
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, মারামারি ফাটাফাটিসহ অনেক কাজে লাগে
৫| ১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৬
সৈয়দ কুতুব বলেছেন: বাংলার বাঁশ ;একাত্তরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল।
১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৮
প্রামানিক বলেছেন: বাঁশের পেটন খেয়ে অনেক রাজাকার মরেছিল।
৬| ১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১২
নজসু বলেছেন:
দারুণ লাগে আপনার ছন্দমিল।
১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭| ১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৫
বাকপ্রবাস বলেছেন: বাঁশই জান বাঁশই প্রাণ
বাঁশ ছাড়া বাঁচা দায়
বাঁশ দিলে বাঁশ মিলে
বাঁশেই পরম মজা পাই
১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭
প্রামানিক বলেছেন: চমৎকার ছন্দ মন্তব্য
৮| ১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৫
সোনাগাজী বলেছেন:
ছবিটা মানায়নি
১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭
প্রামানিক বলেছেন: ছবি পরিবর্তন করে দিয়েছি
৯| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ, এখন কথার ওজন বেড়েছে।
১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
১০| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৭
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০২
নান্দাইলের ইউনুছ বলেছেন:
মিছিলে লাগে বাশ।
মানুষের মাথায় আঘাত করতে বাশ খুবই উপকারী জিনিস।