নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
কৃষক ব্যস্ত ক্ষেতের মাঝে
কাটছে নতুন ধান
সোনার রঙে রঙিন মনটা
গাইছে সুখের গান।
কাস্তে হাতে কাটছে ধান
বাঁধছে ধানের আঁটি
মাটির সাথে মিলন তাদের
এরাই হলো খাঁটি।
দুপুর বিকেল ফিরছে বাড়ি
মাথায় ধানের বোঝা
এরাই কৃষক এরাই মানুষ
এরাই সরল সোজা।
উঠান ভরা ধানের পালা
পদ্ম ফুলের মত
খড়ের গাঁদাও অনেক উঁচু
যার ধান উঠেছে যত।
বিকাল বেলা মলছে মলন
পুরো উঠান জুড়ে
গাই গরু আর বলদ গরু
হাঁটছে ঘুরে ঘুরে।
ধানের নাড়া টানছে কেহ
কেউবা টানছে ধান
সোনালী রঙ দেখার পরেই
নাচছে তাদের প্রাণ।
কৃষাণীদের নাইরে সময়
শিশু পায়না কোল
নতুন ধানে ভরছে গোলা
ভরছে মাঁচার ডোল।
আমন ধানের নতুন চালের
কি যে মজার ভাত
মাষের ডালে লাউ তরকারী
উঠছে নামছে হাত।
নতুন ধানে নতুন ভাতে
মৌ মৌ গন্ধ করে
টাকি মাছের ভর্তা দিয়েই
খায় যে পেটটি ভরে।
পিঠা পায়েস চিড়া মুড়ি
সাথে খেজুর গুড়
নবান্নতে জামাই এসেছে
কণ্ঠে সুখের সুর।
ছবি ঃ ইন্টারনেট
২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৪
প্রামানিক বলেছেন: এই কষ্টে তো আমিও আছি। শ্বাশুড়ি থাকতে আমার জন্য রেখ দেয়া হাঁস মুরগি কত শিয়ালে খেত আর এখন নিজেই পাই না।
২| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মন জুড়ানো কবিতা।
২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৬
এসো চিন্তা করি বলেছেন: ভালো বলেছেন ভাই আমি নতুন সাপোর্ট দিবেন আমাকে
২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৬
প্রামানিক বলেছেন: শ্বাশুড়ি থাকলে সমস্যা নাই, পিঠা-পায়েস পোলও-কোরমা রোষ্ট-রেজালা খেতে খেতে চোখ উল্টিয়ে ফেলবেন।
৪| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১২
সৈয়দ কুতুব বলেছেন: বিয়ের পর জামাই কত দিন নতুন থাকে শশুর বাড়িতে?
২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩১
প্রামানিক বলেছেন: যতদিন শ্বাশুড়ি বেঁচে থাকে ততদিন জামাইরা জামাই আদরে থাকে।
৫| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছড়া
২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন
৬| ২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫১
এম ডি মুসা বলেছেন: আমার লেখা
২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৬
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা
৭| ২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৮
সোনাগাজী বলেছেন:
এখন আপনাদের চরের কৃষি শ্রমিকেরা কেমন আছেন?
২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৪
প্রামানিক বলেছেন: নদী ভাঙনে সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। তবে যারা আছে তারা ভালো আছে
৮| ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১
জটিল ভাই বলেছেন:
জামাই আইছে শ্বশুরবাড়ি
সঙ্গে আনছে কি?
খালি আইলে জুটবে কি আর
খাঁটি দুধের ঘি?
২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৩০
প্রামানিক বলেছেন: জামাই আইছে শ্বশুর বাড়ি
মিস্টি হাতে নিয়া
সকাল বেলা খাইল পিঠা
শুটকি ভর্তা দিয়া।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৯
রাজীব নুর বলেছেন: শ্বাশুড়ি না থাকলে শ্বশুর বাড়িতে নবান্নের দাওয়াত তো দূরের কথা, অনেক সুযোগ সুবিধা আর আন্তরিকতা থেকে বঞ্চিত হতে হয়।