নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

অর্থ পাচারকারী

২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩১


শহীদুল ইসলাম প্রামানিক

এই দেশেতে আয় রোজগার
ওই দেশেতে জমা
স্বদেশ প্রেম নাই যে তাদের
কেমনে করব ক্ষমা?

এই দেশেতে জন্ম তাদের
এই দেশেতেই বড়
খাবার দাবার এই দেশেতে
মন নাই তরপরও।

নিচের থেকে উপর তলার
তারাও হর্তা কর্তা
এই পারেতে জমলে টাকা
হয়না তাদের পর্তা।

এই পারেতে জন্ম যাদের
ওই পারের গায় গান।
এই মাটিরই রক্ত মাংস
তার পরেও নাই টান।

যতই থাকুক আয় রোজগার
কোন রকম চলে
মাসে মাসে সব টাকা তার
পাঠায় তলে তলে।

এই পারেতে ভাঙা বাড়ি
নড়বড় নড়বড় করে
ওই পারেতে তারাই নাকি
দালান কোঠা গড়ে।

আয়-রোজগারে ভীষন ব্যস্ত
মন নাই কেন দেশে
এপার টাকা ওপার গেলে
চলবে কি দেশ শেষে?

ছবি ঃ যুগান্তর

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদেরকে নিয়ে জাতি ঝামেলাতেই আছে।

২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩৬

প্রামানিক বলেছেন: জাতির বারোটা বাজিয়ে দিয়েছে

২| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৩

এসো চিন্তা করি বলেছেন: সুন্দর।আমার লেখা পড়ার আমন্ত্রণ রইলো ☺️

২৫ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

প্রামানিক বলেছেন: অবশ্যই পড়বো। ধন্যবাদ

৩| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে প্রামাণিক ভাইয়া

২৫ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৪| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চরম বাস্তবতার ছড়া।

২৫ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

প্রামানিক বলেছেন: উৎসাহমূলক মন্তব্য্ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা।

৫| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৩

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর হয়েছেন ভাই

২৫ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

প্রামানিক বলেছেন: মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ

৬| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৭

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার ছড়াকার দা

২৫ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ লিটন

৭| ২৫ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

জুল ভার্ন বলেছেন: এতো না লিখে শুধু "আওয়ামী দুঃশাসন" লিখলেই সব বোঝা যায়!

২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:১৬

প্রামানিক বলেছেন: কবিতা কখনও নির্দিষ্ট হয় না বিশ্বের সব মানুষের জন্যই হয়ে থাকে

৮| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:১১

ক্লোন রাফা বলেছেন: ধন্যবাদ, প্রামানিক কবিতা ভালো হইছে।
শুধু এই একটা কারনেই আন্দোলনে যোগ দিয়েছিলো অধিকাংশ মানুষ।
সেই সাবজেক্টের উপর সরকারের তেমন এক্টিভিটি চোখে পারছেনা ‼️ মনে হোচ্ছে হিতে বীপরিত ফল হবে।

২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৬

প্রামানিক বলেছেন: যে অবস্থা দেখতেছি, ডঃ ইউনুছ না হয়ে যদি অন্য কেউ সমন্বয়ক হতো তাহলে এতক্ষণ বঙ্গপোসাগর পার করে রেখে আসতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.