নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
এই দেশেতে আয় রোজগার
ওই দেশেতে জমা
স্বদেশ প্রেম নাই যে তাদের
কেমনে করব ক্ষমা?
এই দেশেতে জন্ম তাদের
এই দেশেতেই বড়
খাবার দাবার এই দেশেতে
মন নাই তরপরও।
নিচের থেকে উপর তলার
তারাও হর্তা কর্তা
এই পারেতে জমলে টাকা
হয়না তাদের পর্তা।
এই পারেতে জন্ম যাদের
ওই পারের গায় গান।
এই মাটিরই রক্ত মাংস
তার পরেও নাই টান।
যতই থাকুক আয় রোজগার
কোন রকম চলে
মাসে মাসে সব টাকা তার
পাঠায় তলে তলে।
এই পারেতে ভাঙা বাড়ি
নড়বড় নড়বড় করে
ওই পারেতে তারাই নাকি
দালান কোঠা গড়ে।
আয়-রোজগারে ভীষন ব্যস্ত
মন নাই কেন দেশে
এপার টাকা ওপার গেলে
চলবে কি দেশ শেষে?
ছবি ঃ যুগান্তর
২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩৬
প্রামানিক বলেছেন: জাতির বারোটা বাজিয়ে দিয়েছে
২| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৩
এসো চিন্তা করি বলেছেন: সুন্দর।আমার লেখা পড়ার আমন্ত্রণ রইলো ☺️
৩| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে প্রামাণিক ভাইয়া
৪| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চরম বাস্তবতার ছড়া।
৫| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৩
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর হয়েছেন ভাই
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদেরকে নিয়ে জাতি ঝামেলাতেই আছে।