নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

একাত্তরের হারানো স্মৃতি

১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৫৭


শহীদুল ইসলাম প্রামানিক

আমার পাশে বসা ভদ্রলোকের নাম হযরত। প্রায় আটচল্লিশ বছর পর দেখা হলো। একাত্তর সালে যুদ্ধ চলাকালীন সময়ে পাক সেনাদের ভয়ে আমাদের বাডিতে আশ্রয় নিয়ে ছিলেন।

উনার বাড়ি বৃহত্তর পাবনা জেলার বেলকুচি থানা এলাকায় (বর্তমান সিরাজগঞ্জ জেলা)। সেই সময় গাইবান্ধা মহকুমার (বর্তমানে গাইবান্ধা জেলা) ফুলছড়ি থানা বাজারে বর্তমান বিচারপতি খুরশীদ আলমের বাবার কাপড়ের দোকানে চাকরি করতেন (বিচারপতি খুরশীদ আলম ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার জামাতা)। নভেম্বর মাসের শেষ দিকে মুক্তিযোদ্ধারা ফুলছড়ি থানা আক্রমণ করলে পাকসেনাদের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়। গোলাগুলির মধ্যেই প্রাণ বাঁচাতে মালিক কর্মচারীসহ ৯জন এসে আমাদের বাড়িতে আশ্রয় নেয়। আমাদের বাড়িতে একটি কাচারি ঘর ছিল। এই কাচারি ঘরটিতে যুদ্ধের সময় মুক্তিযোদ্ধসহ অনেক বিপদগ্রস্ত লোক আশ্রয় নিয়েছিল। সেই সময় লোকজনকে আশ্রয় দেয়াও বিপজ্জনক ছিল। লোকজন আশ্রয় দেয়ার খবর যদি খান সেনাদের কাছে চলে যেত তাহলে আমাদের আর রক্ষা ছিল না। খান সেনাদের হাতে জ্যান্ত গুলি খেয়ে মরতো হতো। এতো বিপদ জেনেও বাবা পুরো ঘরটিই তাদেরকে থাকার জন্য দিয়ে দিয়েছিলেন।

আশ্রয় নেয়া ৯ জনের মধ্যে যারা ছিলেন তারা হলেন, ফুলছড়ি বাজারের কাপড় ব্যাবসায়ী লতিফ সরকার, জিল্লু সরকার, মাহমুদ সরকার, ছোলেমান সরকার ও হযরত আলী, বাকিদের নাম এই মুহুর্তে মনে করতে পারছি না। আশ্রয় নেয়া সবাই পাবনা জেলার লোক। তখন আমি হাইস্কুলে পড়ি। সবাই আমার চেয়ে বয়সে অনেক বড় শুধু এই ভাইটি ছিল আমার সমবয়সী। সমবয়সী হওয়ায় তার সাথে আমার বন্ধুত্বভাব গড়ে উঠে। যতদিন আমাদের বাড়িতে ছিল ততদিন সবসময় আমার সাথেই থাকত এবং আমার সাথেই মাঠে ময়দানে খেলাধুলা করতো। দেশ স্বাধীন হওয়ার কয়েক দিন পরে দেশ স্বাভাবিক হলে উনারা আবার ফুলছড়ি বাজারে ফিরে যান।

দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পরে ফুলছড়ি বাজারসহ পুরো এলাকা যমুনা নদীতে বিলীন হয়ে গেলে অনেকেই এলাকা ছাড়া হয়ে পড়েন। এই ভাইটিও পাবনা চলে যান। যে কারণে তার সাথে ইচ্ছা থাকা সত্বেও দীর্ঘ দিন যোগাযোগ করা সম্ভব হয় নাই। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে অফিস চালাকলীন সময় হঠাৎ একটি অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসে। আমার কুশলাদি জিজ্ঞেস করলেও আমি তাকে চিনতে পারি না। তার নামও ভুলে গিয়েছি। পরে একাত্তর সালের কথা বলতেই সেই সময়ের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠে, তখন চিনতে আর অসুবিধা হয় নাই।
আমি যখন তাকে জিজ্ঞেস করলাম আপনি আমার ফোন নাম্বার পেলেন কোথায়? উত্তরে বলল, তিন বছর হলো তিনি আমাকে খুঁজতেছেন। আমাদের বাড়ি নদীতে ভেঙে যাওয়ায় আমাকে খুঁজে পাচ্ছিল না। তাছাড়া আমার নামও তিনি ভুলে গিয়েছিলেন। আমার এক ভগিনার কাছে আমাদের যুদ্ধের সময় বাড়ির বর্ননা দেয়ায় আমার ভাগিনা অনুমান করেই আমার নাম্বার দিয়েছিলেন। এভাবেই তিনি আমাকে খুঁজে পান। ২০১৯ সালের ১লা নভেম্বর সরাসরি তার সাথে দেখা করি। তাকে দেখেই যুদ্ধের অনেকগুলো স্মৃতি চোখের সামনে ভেসে উঠে।

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:১২

আলমগীর সরকার লিটন বলেছেন: সবাই কে শুভেচ্ছা জানাই

১৪ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ লিটন

২| ১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাহ্ স্মৃতিচারণ সুন্দর হয়েছে। ভালো লাগলো।

১৪ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা রইল।

৩| ১৪ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:১২

খায়রুল আহসান বলেছেন: সুন্দর, গৌরবোজ্জ্বল স্মৃতিচারণ। ++

১৪ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪৬

প্রামানিক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই

৪| ১৪ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:১২

নতুন মেসাইয়া বলেছেন:



ব্লগে ১ জন বিখ্যাত গল্পকার ছিলেন, উনার মৃত্যুর আগে আপনি উনাকে দেখার জন্য উনার বাড়ী গিয়েছিলেন; স্যরি, উনার নামটা মে করতে পারছি না; নামটা বলুন।

১৪ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪১

প্রামানিক বলেছেন: আবু হেনা আশরাফুল ভাই, আমার খুব প্রিয় লোক ছিলেন। আমি যখন দেখা করতে যাই তখন তিনি কথা বলতে পারেন না কিন্তু আমাকে দেখেই উনি আমাকে বুকে টেনে নিয়েছিলেন। হেনা ভাইকে খুব মনে পড়ে।

৫| ১৪ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:২৬

সৈয়দ কুতুব বলেছেন: ভালো লাগলো পড়ে।

১৪ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪২

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল।

৬| ১৪ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২২

নতুন মেসাইয়া বলেছেন:



ধন্যবা.
উনার পর, সামুতে আর গল্পলেখক আসেনি।

১৪ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৫

প্রামানিক বলেছেন: গল্পলেখক অনেক এসেছে কিন্তু উনার মতো রসালো সুলেখক আসে নাই।

৭| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৩৩

কামাল১৮ বলেছেন: কিছু স্মৃতি মানুষ মনে রাখে,অনেক স্মৃতি মানুষ ভুলে যায়।যেই স্মৃতি তার ভালো লাগে সেই স্মৃতিই তার মনে থাকে।

১৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৩

প্রামানিক বলেছেন: সব স্মৃতি মনে থাকে না তবে কিছু স্মৃতি কখনই ভোলা যায় না। অনেক পুরানো হলেও মনে পড়ে যায়। ধন্যবাদ

৮| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৩৪

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার শেয়ার ভাই !

১৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৯| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৪১

বিজন রয় বলেছেন: সুন্দর।

আপনাদের দুজনকে শুভকামনা।

১৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৪

প্রামানিক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ১৫ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ব্লগে ১ জন বিখ্যাত গল্পকার ছিলেন, উনার মৃত্যুর আগে আপনি উনাকে দেখার জন্য উনার বাড়ী গিয়েছিলেন; স্যরি, উনার নামটা মে করতে পারছি না; নামটা বলুন।

আমিও তাঁর লেখা আগ্রহ সহকারে পাঠ করতাম।

১৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫১

প্রামানিক বলেছেন: আবু হেনা আশরাফুল ভাই, বাড়ি রাজশাহী। ধন্যবাদ হেনা ভাইকে মনে রাখার জন্য।

১১| ১৫ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: সুন্দর সৃতি।

১৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১২| ১৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:১৪

শ্রাবণধারা বলেছেন: চমৎকার স্মৃতিকথা প্রামানিক ভাই। আপনার এই লেখাগুলো আমার খুবই ভালো লাগে।

এই ঘটনা গুলোর বর্ণনার ভিতর দিয়ে খুব সাধারণ গৃহস্থ মানুষের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা জানা যায়, যেটা অসামান্য একটা বিষয়।

১৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৭

প্রামানিক বলেছেন: সেই সময় শহুরে এলাকা নিরাপদ ছিল না যে কারণে গ্রামের গৃহস্থ বাড়িতে মানুষজন বেশি আশ্রয় নিয়েছিল। ধন্যবাদ আপনাকে

১৩| ১৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫৭

কিরকুট বলেছেন: পুর আস্ত একটা বই এই বিষয়ে প্রকাশ করুন। কিনে পড়তে চাই। আমাদের ছাগল জেনারেশন কে জানতে দিন ১৯৭১ কি ছিলো।

১৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, আমারো ইচ্ছা আছে দেখি সেটা বাস্তবায়ন করতে পারি কিনা।

১৪| ১৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



পাকসেনারা সেই সময়ে আমাদের দেশের মানুষের উপর অনেক অত্যাচার করেছে, জুলুম করেছে।

ধন্যবাদ, প্রামানিক ভাই।

১৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:০০

প্রামানিক বলেছেন: সেই সময় শুধু অত্যাচার করলেও সমস্যা ছিল না কিন্তু যাকে সামনে পেত তাকেই গুলি করে মেরে ফেলতো এটাই ছিল সমস্যা।

১৫| ১৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

১৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে পুনরায় ফেরৎ আসার জন্য।

১৬| ১৭ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৫৩

করুণাধারা বলেছেন: চমৎকার স্মৃতিকথা। পড়তে ভালো লাগলো।

সেপ্টেম্বর ২০১৯ এর পর প্রায় ছয় বছর পার হয়েছে। এই সময়ের মধ্যে কি আর দেখা হয়েছে?

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১০

প্রামানিক বলেছেন: জী ওনার সাথে এখন মাঝে মাঝেই দেখা হয় এখন গাইবান্ধাতেই থাকেন। পাবনায় কম কম যান। ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.