![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
নারীর হাতে কিল খেলে পর
যায় না কারেও কওয়া
ঘরের মাঝে বসে বসে
নিরবে হয় সওয়া
কিন্তু যদি পুরুষ মানুষ
নারীরে দেয় কিল
সাথে সাথেই শুরু হয়রে
প্রতিবাদের মিছিল।
সরকারী আর বিরোধী দলে
প্রধান হলো নারী
দুই নারীতে রেষারেশি
বিষম বাড়াবাড়ি।
আমরা হলাম পুরুষ মানুষ
দেখেই শুধু যাচ্ছি
উভয় নারীর চিপায় পড়ে
কিল গুতাটাই পাচ্ছি।
গণতন্ত্রের নাইরে চর্চ্চা
খিস্তি খেউর ভরা
সৎ নেতাদের বড়ই দুর্দিন
বেঁচেও আধা মরা।
রচনা কালঃ ২০১৩ইং সেগুন বাগিচা
ছবি ঃ ইন্টারনেট
১৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৩২
প্রামানিক বলেছেন: আমি যখন এই কবিতাটি লিখি তখন দুই নারী নেত্রির ঠেলাঠেলি চলতেছিল। মাঝখান থেকে পুরুষ মানুষের কিল খেতে খেতে মরার দশা হয়েছিল।
২| ১৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৯
আহমেদ রুহুল আমিন বলেছেন: ঘরে- বাইরে নারীর চিপায় পুরুষ অসহায়/ পুরুষ নির্যাতনে কেউ করেনা হায় হায় ..!
১৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩৫
প্রামানিক বলেছেন: পুরুষরা কিল খেলেও শরমে কয় না
৩| ১৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:০৭
মৌরি হক দোলা বলেছেন: চমৎকার কবিতা।
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ দোলা
৪| ১৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮
শায়মা বলেছেন: সেই ২০১৩ তে এমন ছিলো....... এখন তো আর এই অবস্থা নাই .....
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:১৪
প্রামানিক বলেছেন: তখন তো কিলের ভয়ে প্রকাশ করি নাই এখন কিল খাওয়ার ভয় নাই তাই প্রকাশ করলাম।
৫| ১৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
শেরজা তপন বলেছেন: আপনার উপর দিয়ে এমন কিলের ঝড় কয়বার গেছে ভাই? লজ্জা পাইয়েন না কয়া ফ্যালান
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২০
প্রামানিক বলেছেন: এই দুখেই তো এইরকম কবিতা লেখা ছেড়ে দিয়েছি, অন্যের বাস্তবতা নিজের নামে লিখি বলে অনেকেই মনে করে আমার উপর দিয়েই হয়তো ঝড় তুফান গেছে। দুঃখ থোয়ার জায়গা নাইরে ভাই, এখন হাসবো না কানবো বুঝতে পারতেছি না।
৬| ১৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২২
শেরজা তপন বলেছেন: সত্যটা আমরা বুঝে নিলাম
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই
৭| ১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১০:০৫
ডঃ এম এ আলী বলেছেন:
দারুন লিখেছেন ছড়া
কিল নিয়ে বাড়াবাড়ি
হাসির হাটে কারবারি
একটা দিলাম কিল
হেসে উঠল কারবারির দিল
বলে আরেকটু দাও না বিল!
কিল যদি হয় খেলনা
কিলা কিলি হয় খাজনা
কিন্তু কিলের ব্যথা যখন
চোখে আসে জল তখন্।
তবু যায়না বলা থামো এখন
তাই কিলা কিলি সয়ে যান ।
শুভেচ্ছা রইল
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই
৮| ২০ শে আগস্ট, ২০২৫ রাত ১২:২৫
সৈয়দ কুতুব বলেছেন: দারুণ হয়েছে ।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
৯| ২০ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নারী নয়, মানুষ ভাবুন।
সব ঠিক মনে হবে।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৩
প্রামানিক বলেছেন: নারীরা তো মানুষই কিন্তু পরস্পর চুলাচুলি করে শুধু মাঝখানে পুরুষ ফেঁসে যায়
১০| ২০ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার ছড়া কাব্য অসাধারণ হয়।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই
১১| ২০ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:২৬
রাজীব নুর বলেছেন: বেশ মজার।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
১২| ২০ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৭
মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে আপনার ছড়া পড়লাম!
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫৬
বিজন রয় বলেছেন: অঅর পাইলেন না!!
শেষ পর্যন্ত............... কার হাতের কিল খাওয়ালেন!!!!