নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

গেলাম হার্টের ডাক্তারের কাছে ডাক্তার করল হাঁটুর চিকিৎসা

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪৭


২০১৭ সাল থেকে বাম হাঁটু নিয়ে ভুগতেছি। পঙ্গু হাসপাতাল থেকে পিজি হাসপাতাল পর্যন্ত অনেক ডাক্তারের কাছেই গিয়েছি কিন্তু কাজ হয় নাই বরঞ্চ আরো হাঁটুর ব্যাথায় কিছুদিন লাঠি ভর দিয়ে হাঁটতে হয়েছে। হাটলেই হাঁটু ফুলে যায় এবং প্রচন্ড ব্যাথা করে। অবশেষে গেলাম বেঙ্গালোরে। মজুমদার সাউ হাসপাতালের অর্থপেডিকসের সিনিয়র ডাক্তার দেখানোর পরে তিনি এক্সরে দেখে বললেন, আপনার হাঁটু ক্ষয় হয়েছে এটা রিপিয়ের করতে হবে। বললাম কিভাবে রিপিয়ার করবেন? বলল, হাঁটু কেটে প্লাস্টিকের হাঁটু লাগাতে হবে। বললাম টাকা লাগবে কত? বলল, তিন লাখ রুপি।

দ্বিধা দ্বন্দে পড়ে গেলাম, তিন লাখ রুপি মানে বাংলাদেশের প্রায় চার লাখ টাকা। চার লাখ টাকা না হয় খরচ করলাম কিন্তু নাচারাল হাঁটু কেটে প্লাস্টিক হাঁটু লাগানোর পর যদি ঐ হাঁটুও ক্ষয় হয় তখন কি হবে। নাচারাল হাঁটু কোন না কোন ঔষধে রিপিয়ার হওয়ার সম্ভাবনা আছে কিন্তু প্লাস্টিক তো প্লাস্টিকই, ও তো আর নাচারাল হাঁটুর মতো ঔষধে রিপিয়ার হবে না। প্লাস্টিক লাগানোর পরে যদি সমস্যা দেখা দেয় তখন না আবার পুরো হাঁটুটাই কেটে ফেলতে হয়, এই ভয়েই হাঁটুর চিকিৎসা না করে শুধু হার্টের চিকিৎসা করে দেশে ফিরে এলাম।

বাংলাদেশে এসে ছয় মাস পর পর হার্টের চেকাপ করতে ঢাকা যেতে হয়। সিডিউল অনুযায়ী গত ডিসেম্বরে হার্ট চেকাপের করতে গেলাম। আমি যে ডাক্তার দেখাই সে ডাক্তার কনফেরেন্সে যোগ দেয়ার জন্য আমেরিকা চলে যাওয়ায় অন্য এক ডাক্তার দেখালাম। ডাক্তার আমার দেহ চেকে করে কাগজপত্র ঘেটে জিজ্ঞেস করলেন আপনি সকাল বিকাল কতটুকু হাঁটেন? বললাম, আমি তো হাঁটতে পারি না, হাঁটলেই হাঁটু ফুলে যায় ব্যাথা করে। ডাক্তার আর কিছু বললেন না শুধু হাঁটু দেখলেন। আমার হাঁটুর অবস্থা দেখে ঘচঘচ করে প্রেসক্রিপশ লিখে দিলেন। প্রেসক্রিপশন দেখে আমার চক্ষু চড়ক গাছ, দুই একটা নয় ১৭টি ঔষধ লিখে দিয়েছেন। ওনার এতো ঔষধ লেখা দেখে বিরুক্ত হয়ে মনে মনে বললাম ইনি ডাক্তার না ঔষধ কোম্পানির এজেন্ট। এতো ঔষধ তো কোন ডাক্তারকেই লিখতে দেখি নাই, এতো ঔষধ কেন লিখেছেন এই প্রশ্ন ডাক্তারের মুখের উপরে বলতেও পারছি না বললেই উল্টো দু’কথা শুনিয়ে দেবে।

যাই হোক ডাক্তার যখন লিখেছে উনার সাজেশন মতই ঔষধ খাওয়া শুরু করলাম। এক মাস পরে দেখি পায়ের ব্যাথা অনেকটা কম কম মনে হয়। এখন একটু একটু করে হাঁটতে পারি। ডাক্তারের প্রেসক্রিপশন দেখে যতটা না বিরুক্ত হয়েছিলাম পায়ের ব্যাথা কমায় এখন অনেকটা আনন্দ লাগছে। আবার গেলাম ডাক্তারের কাছে। এবার হাঁটুর জন্য দুইমাসের ঔষধ দিয়ে দিল। পুরো ঔষধ খাওয়ার পর এখন হাঁটুর ব্যাথা অনেক কমেছে ৯০% সুস্থ্যবোধ করছি। আগে একশত গজ হাঁটতে পারতাম না এখন দুই তিন মাইল পর্যন্ত হাঁটতে পারি। শুধু হাঁটতে না পারার কারণে আমি এতদিন কোথাও ভ্রমণ করতে পারি নাই এমন কি আত্মীয় স্বজনের বাড়িতেও যাতায়াত কমে গিয়েছিল। এখন আবার আমার আগের মতো ভ্রমণ করতে ইচ্ছা করছে কিন্তু হাঁটু ভালো হলে কি হবে হার্ট তো আর ভালো হয় নাই, যে কারণে ইচ্ছা থাকার পরও ভ্রমণ করা যাচ্ছে না ।
তবে স্মরণীয় বিষয় হলো আমার হাঁটুর চিকিৎসা যিনি করেছেন তিনি কিন্তু হাঁটুর ডাক্তার নন তিনি একজন সিনিয়র হার্টের ডাক্তার।

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সব সম্ভবরে দেশ বাংলাদেশ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৫

প্রামানিক বলেছেন: দেশে ভালো ডাক্তারও আছে কিন্তু তারা সুযোগ পায় না।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৪

নতুন নকিব বলেছেন:



তবে স্মরণীয় বিষয় হলো আমার হাঁটুর চিকিৎসা যিনি করেছেন তিনি কিন্তু হাঁটুর ডাক্তার নন তিনি একজন সিনিয়র হার্টের ডাক্তার।

-খুবই আনন্দদায়ক বিষয়। ডাক্তার সাহেবের জন্য মন থেকে দোআ করছি। আল্লাহ তাআ'লা তাকে কল্যান দান করুন। আপনার সুস্থতার খবর জেনে খুশি হলাম। শুভকামনা জানবেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৫

প্রামানিক বলেছেন: এই ডাক্তারের কাছে আসলেই আমি কৃতজ্ঞ।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫০

আরোগ্য বলেছেন: যাক হাটু এখন ভালো আছে জেনে খুশি হলাম। ইনশাআল্লাহ হার্ট সুস্থ হয়ে যাবে, সাহস রাখুন মনে আর উৎফুল্ল থাকার চেষ্টা করুন, সাথে মেডিসিন তো চলবেই।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৬

প্রামানিক বলেছেন: হার্ট আর ভালো হবে না কারণ হার্টের এক সাইড আমার অকেজো।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৬

বিজন রয় বলেছেন: অদ্ভূত আমাদের রুগীর রোগ আর তেমনি ডাক্তার!

তবে একসঙ্গে ১৭টি ওষুধ আমি কখনই খেতাম না।
আমি অন্য ডাক্তারের কাছে যেতাম।

আপনি আরো ভালো হয়ে উঠুন।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৮

প্রামানিক বলেছেন: আমিও প্রথম দিকে বিরুক্ত হয়েছিলাম কিন্তু যখন হাঁটুর ব্যাথা কমে গেল তখন ডাক্তারের উপরে আর অভিযোগ নাই।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৫

জেনারেশন একাত্তর বলেছেন:



এত ঔষঘ খাওয়র কারণে কোন সাইড-এপেক্ট?

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০১

প্রামানিক বলেছেন: সাইড এফেক্ট তো অবশ্যই আছে, তবে হাঁটুর জন্য যতনা ঔষধ ছিল তার চেয়ে বেশি ছিল হার্ট রিলেটেড ঔষধ।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০০

লুধুয়া বলেছেন: আমি মেডিক্যাল প্রফেশনে আসি। বাঙ্গালোর এর ডক্টর এর advice এর মতে আপনার osteoarthris হয়েছে। যেটা খুব কমন বয়স্ক লোকের ক্ষেত্রে যাদের ৬০ + হয়েছে। মহিলাদের এই রোগে আক্রান্ত হওয়ার চান্স আরও বেশি।এটা মূলত degenerative disese। হাঁটুর মাজখানের লিগামেন্ট ক্ষই হয়ে যাই তখন উপরের হাড় আর নিচের হাড় এর স্পেস কমে যাই। এটা সময়ের সাথে সাথে আরো বেড়ে যাবে। এটার কোনো মেডিসিন নেই। আপনা কে Knee replacement করতে হবে। বাঙ্গালোরএর ডক্টর জেতা বলেছেন সেটা পার্মানেন্ট সল্যুশন।ঢাকার যে ডক্টর আপনা কে মেডিসিন দিয়েছেন সে গুলি মৌলত symptomatic রিলিফ এর জন্য। NSAIDS( পেন কিলার),স্টেরয়েডস ড্রাগ দিয়েছে, সে জন্য আপনি ব্যথা পারছেননা।কিন্তু লং টার্ম যদি ১ month এর বেশি khan তাহলে সাইডএফেক্ট আসবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৬

প্রামানিক বলেছেন: ক্যালসিয়াম বেশি খেলে সমস্যা যে হবে এটা জেনেও খেতে হচ্ছে কারণ আমি হাঁটু নিয়ে খুব কষ্টে ছিলাম। আমাকে মূলত দেয়া হয়েছিল Calmag Tablets (Magnesium, Calcium and Vitamin D3)। তবে এটি বাংলাদেশের নয় ভারতের আহমেদাবাদের ম্যানুফেচারিং। বাংলাদেশের ক্যালসিয়াম অনেক খেয়েছি কিন্তু কোন কাজ হয় নাই, ভারতের ক্যালমাগ নামের টেবলেটটি খেয়ে হাঁটুর ব্যাথাটা অনেকটা কমেছে।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৪

লুধুয়া বলেছেন: Nsaids ড্র্যাগ আপনার গ্যাস্ট্রিক আলসার/perforation হওয়ার ১০০% চান্স থাকে।আপনি যে মেডিসিন খাসচেন সেটা বন্ধ করলে ব্যথা আবার চলে আসবে। এই painkiller গুলো দেওয়া হয় কম সময়ের জন্যমাক্সিমু ২-৩ উইকস। আপনি ২ month এর উপরে খাসছেন। শীগ্রই ভালো ডক্টর দেখান । আর knee replacement সার্জারি টা করে ফেলেন। sirf pain killer খেয়ে নিজের বিপদ ডেকে আনবেন না।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২০

প্রামানিক বলেছেন: ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাস একটানা খেয়েছি তার পর আর খাই নাই পায়ের ব্যাথা আর বাড়ে নাই।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৭

লুধুয়া বলেছেন: হাঁ এক্স ray তে দেখা যাসছে knee এর medial epicondyal স্পেস কমে গেছে। আপনার Osteo arthritis হয়েছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৬

প্রামানিক বলেছেন: স্পেসের কারণেই আমি ভুগতেছি। এখন এই স্পেসের সম্যাটা কমছে কিনা এক্সরে করে দেখা হয় নাই।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৫

লুধুয়া বলেছেন: আপনার যে রোগ টি হয়েছে সেখানে ক্যালসিয়াম এর কোনো রোল নেই।আপনি দরকার হলে osteoarthritis লিখে গুগলে বিস্তারিত পড়তে পারেন। আপনার হাঁটুর এই রোগ তা কোনো ইনফেকশন, ভিটামিনএর deficiency জন্য হয়নি। এটা degenerative ds, যেটা বয়সের বয়সের সাথে সাথে বেড়ে যাই। আপনার রক্তের ক্যালসিয়াম লেভেল চেক করেন। নরমাল হবে। এরপরেও ক্যালসিয়াম খেলে কিডনি তে পাথর হওয়ার সম্ভবনা বেড়ে যাবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৭

প্রামানিক বলেছেন: সামনে হয়তো আরো কোন ভালো ডাক্তারের কাছে যেতে হবে এবং ফুল বডি চেকাপ করতে হবে।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৩

করুণাধারা বলেছেন: আপনার রোগমুক্তির গল্প পড়তে ভালো লেগেছে। সুস্থ থাকুন, শুভকামনা রইল।

আমি যতদূর জানি, হাড় ক্ষয় হয়ে হাঁটুতে ব্যথা হয়, এটা সার্জারি ছাড়া সারে না। আপনি যে ঔষধ খাচ্ছেন, আরেকজন ডাক্তারের মতামত নিন বা গুগল করে সাইড এফেক্ট সম্পর্কে জানতে পারেন। আমার মায়ের নি রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছিল ঢাকায়, ২০০৪ সালে। কিন্তু ইনফেকশন হয়ে পরে তার সার্জারি কাজে আসেনি।‌

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭

প্রামানিক বলেছেন: আমাকে হাঁটুর জন্য যে ঔষধটি দেয়া হয়েছিল সেটা হলো (Magnesium, Calcium and Vitamin D3) সংমিশ্রনে তৈরী ভারতীয় ব্রান্ডের একটি ঔষধ। একটানা তিন মাস খেলেও ৬মাস হলো খাই না কিন্তু হাঁটুর কোন সমস্যা হয় নাই তবে কিডনি বা হার্টের কি অবস্থা সেইটা নিয়ে সমস্যা।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৪

নজসু বলেছেন:


হাঁটু আর হার্ট শুনতে তো একই লাগে। :)
আপনার অভিজ্ঞতা খুব মনোযোগ দিয়ে পড়লাম।
যেখানে নামী অর্থোপেডিক ডাক্তার বললেন হাঁটু কেটে প্লাস্টিকের হাঁটু বসাতে হবে, সেখানে একজন হার্টের ডাক্তারই হাঁটু ভালো করে দিলেন! এমন অভিজ্ঞতা সত্যিই ব্যতিক্রম। সত্যিই বিস্ময়কর। দোয়া করি, আপনি পুরোপুরি সুস্থ হয়ে আবার আগের মতো চলাফেরা ও ভ্রমণ উপভোগ করতে পারবেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯

প্রামানিক বলেছেন: হার্টের ডাক্তারের কাছে এমন চিকিৎসা পাবো আমিও এটা কল্পনা করি নাই।

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৫

জুল ভার্ন বলেছেন: সব সম্ভবের দেশে এমনটা হওয়াই স্বাভাবিক!

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯

প্রামানিক বলেছেন: কোন ডাক্তারের কাছে কোন রোগ ভালো হয় এটা বোঝাই মুশকিল

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার হাঁটুর চিকিৎসা যিনি করেছেন তিনি কিন্তু হাঁটুর ডাক্তার নন
................................................................................................
অত্যন্ত চমকপ্রদ তথ্য
আমার জীবনে এই হাটুঁর ব্যথার কারনে,
দীর্ঘক্ষন হাটাঁ এবং অন্যদেশ ভ্রমন সীমিত করতে হয়েছে ।
২০১২ সাল থেকে এই যন্ত্রনা !
প্রচুর অর্থব্যয় এবং ডাক্তার দেখানো হয়েছে
সম্প্রতি চারজন ডাক্তার দেখানোর পর সিদ্ধান্ত নিতে হলো যে,
ওজন কমানো ছাড়া অন্য কোন চিকিৎসা শুরু সম্ভব নয়
তাই সেই চিকিৎসা চলছে একমাস যাবত ।
.........................................................................................
পরবর্তী গন্তব্য কোথায় জানা নেই ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫২

প্রামানিক বলেছেন: আমার হাঁটু ব্যাথা যখন শুরু হয় তখন ওজন ছিল ৭০কেজি এখন ৫২কেজি ওজন একদম কমিয়ে ফেলেছি।

আপনি চিকিৎসা চালাতে থাকেন একদিন না একদিন সুফেল পেয়ে যাবেন।

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫০

শাহ আজিজ বলেছেন: আপাতত বাইচ্যা গেছেন । আমার মেসেঞ্জারে লিস্টটা দিয়েন মেয়ের জন্য , অল্প বয়েসে হাঁটু ক্ষয় হয়েছে । আমার নিজের অবস্থা ভাল না । মেয়ে রেনাটাতে আছে ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬

প্রামানিক বলেছেন: আজিজ ভাই, আমাকে যে ঔষধটা কাজে দিয়েছে সেটা Calmag Tablets (Magnesium, Calcium and Vitamin D3)। এই ঔষধটা ভারতের আহমেদাবাদের তৈরী। আপনাদের কাজ করবে কিনা জানি না।

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

শাহ আজিজ বলেছেন: মেয়ে আলাদাকরে উপরের ওষুধ খাচ্ছে । উপকার পাচ্ছে ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: সেম ঔষধ বাংলাদেশেও আছে কিন্তু কাজ হয় না।

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১০

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার পুরো লিখাটা মনযোগ দিয়ে পড়লাম। হাটুর ব্যাথায় অন্তত কিছুটা সুস্থ বোধ করছেন জেনে বেশ ভালো লাগছে। আপনার পূর্ণ সুস্থতা কামনা করছি। অনেক অনেক ভালো আর সুস্থ থাকুন এটাই চাওয়া থাকছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.