![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
রাজনীতিতে দুই মেরু আজ
একটা রাজাকার
আরেকটা হলো মুক্তিযোদ্ধা
সঙ্গে স্বৈরাচার।
তুলসী ধোয়া নয় রে কেহ
তবুও যুগ যুগ ধরে
দুইটি মেরুর ফ্যাসাদ লেগে
যাচ্ছে অনেক মরে।
হ্েচছ ধ্বংস দেশ, জনতা
দেশের ভবিষ্যত
আমজনতা মাইনকা চিপায়
পাচ্ছে না তো পথ।
মিথ্যা বুলি রাজনীতিকদের
গণতন্ত্রের জন্যে
কেউবা বলে দেশের রক্ষক
কেউবা মানস কন্যে।
দেশ প্রেম যে নাইরে তাদের
সিংহাসনটাই লক্ষ্য
একই স্বার্থে দ্বন্দ ফ্যাসাদ
করছে যে দুই পক্ষ।
কেউবা চিল্লায় পদের লোভে
কেউবা অর্থের লোভে
আমজনতার নাই ক্ষমতা
ফুঁসছে শুধু ক্ষোভে।
রচনা কাল ঃ ২০১৩ইং
সেগুন বাগিচা
ছবিঃ ইন্টারনেট
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২১
প্রামানিক বলেছেন: বেশি চেষ্টা করা যাবে না নেতারা ক্ষেপে যাবে
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৩
রাজীব নুর বলেছেন: ভালো। এবং সুন্দর।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৮
কিরকুট বলেছেন: ছড়া জমে নাই । আর একটু চেষ্টা করেন ।