| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
(২০১৪ সালের নির্বাচনে ইলেকশন ছাড়াই ১৫৩জন এমপি হয়েছিল এবং অনেকে মন্ত্রীত্বও পেয়েছিলেন। সেই সময় কবিতাটি লিখেছিলাম।)
বিনা ভোটেই সরকার হলো
কেমন গণতন্ত্র?
আইন কানুন সবই আছে
এ যে নতুন মন্ত্র।
জনগণ আর লাগছে না তো
লাগছে না আর ভোট
ভোটার ছাড়াই মন্ত্রী, এমপি
পাস হলো একচোট।
বিরোধী নেতা লাগছে না আর
ইলেকশনের বেলায়
ব্যালট বাক্স ছাড়াই পাস
স্বৈরাচারদের ঠেলায়।
ভোট জনগণ সবই আছে
নাইরে ভোটের সুযোগ
ভোটের দাবি যে করে সে
করছে কারা ভোগ?
বিরোধী নেতা খাচ্ছে পেটন
খাচ্ছে কিল আর ঘুষি
ফাঁকা মাঠের দৃশ্য দেখে
এমপি প্রার্থি খুশি।
লাগছে না আর পুলিং এজেন্ট
লাগছে না আর টাকা
ভোটার ছাড়াই স্বৈরাচারদের
ঘুরছে ভাগ্যের চাকা।
বিনা ভোটেই মন্ত্রী, এমপি
বিনা ভোটেই সরকার
ভোটার ছাড়াই সাংসদ হলে
ভোটের কি আর দরকার?
ছবিঃ অন্তর্জাল
রচনা কাল ঃ ২৫-১২-২০১৫ইং
সেগুন বাগিচা
২২ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৬
প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০১
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক অনুভূতি ছাড়াকার দা ভাল থাকবেন