নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

পকেটমারের রাজনীতি

২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৬


শহিদুল ইসলাম প্রামানিক

পকেটমারে দল বেঁধে কয়
নেতার কাছে গিয়ে
আমরাই করি মিছিল মিটিং
ভাঙচুর পিকেটিংয়ে।

জনগণকে অনেক দিলেন
আমরা পাইনি কিছু
সবসময় যে থাকি মোরা
আপনার পিছু পিছু।

আর তো কোন কাজ জানিনা
পকেট মারা পেশা
চর-থাপ্পর আর কিল-ঘুষিতেও
যায় না মোদের নেশা।

রিলিফ টিলিফ চাই না নেতা
সুযোগ চাই যে বড়
সামনের মাসে মিটিং দিয়ে
লোক করবেন জড়।

সেই মিটিংয়ে দিবেন নেতা
মোদের সুযোগখানি
এই কথাতে হবেন রাজি
আমরা সবাই জানি।

চিন্তা করে দেখলো নেতা
সংখ্যায় এরা কমনা
পকেট মারের সুযোগ দিতে
মিটিং দিলেন রমনা।

মিটিং যখন চলতে ছিল
তখন ছিল দুপুর
লোকে লোকে লোকারণ্য
মাঠ ছিল ভরপুর।

সেই মিটিংয়ে সাপোর্ট চেয়ে
বললেন, ‘উঠাও হাত’
সবাই তখন হাত উঠালো
থাকলো না তফাত।

উপর দিকে দু’হাত তুলে
সবাই দিল তালি
সুযোগে পেয়ে পকেট মারে
পকেট করল খালি।

নেতার কথায় হাত তোলাতে
পকেট হলো ফাঁকা
বাসের ভিতর অনেক লোকে
পায়না খুঁজে টাকা।

কোথা থেকে কি হলোরে
বুঝলো না তো কেউ
কান্ড দেখে সবার মাঝে
উঠল হাসির ঢেউ।

ভালো-মন্দ সব মানুষের
ভোটের মূল্য সমান
ইলেকশনে বাস্তবে হয়
এই কথাটার প্রমাণ।

ভোটের সময় নেতার কাছে
সবাই সমান ভাই
মুন্সি, মোল্লা, চোর-ডাকাতের
কোন তফাত নাই।

ছবিঃ অন্তর্জাল
রচনা কালঃ ৩০-০৭-২০১৫
পুরানা পল্টন

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।

২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৮

আলমগীর সরকার লিটন বলেছেন: ছড়াকারে ছড়াকাম
দুষ্টরা থাম এইবার থাম
কত মারবি রে খাম
প্রতিরোধে ওঠবে চাম--------

ভাল থাকবেন প্রামানিক দা

২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩৩

প্রামানিক বলেছেন: অনেক অনেক ভালো লাগল কবিতা মন্তব্য

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: কবিতাখানি বড়োই চমতকার ।

২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৩

এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর কবিতা ।

২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা

৫| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

জ্যাক স্মিথ বলেছেন: পকেটমারের কবিতা ভালো লাগলো।

২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.