নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ভূমিদস্যু

২৪ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৬


শহীদুল ইসলাম প্রামাণিক

ভূমিদস্যুরা দস্যু নয় তো
যেন রাঘব বোয়াল
বাঘের মতো দাঁতগুলো তার
হাতীর মতো চোয়াল।

হাঁসের মতো হজম শক্তি
পেটখানা তার বড়ো
ভূমির পরে ভূমি গ্রাসে
ক্ষুধার্ত তারপরও।

চোখদুটো তার শকুন সম
দাঁতে বিষম ধার
হাত দুটো যে চিলের ছোবল
রক্ষা পাওয়া ভার।

কুকুর সদৃশ কানগুলো তার
মাথায় ভীষন প্যাচ
ঠ্যাংগুলো যে ব্যাঙের মতো
জালের মতো ল্যাজ।

সাপের মতো জিব খানা তার
লিকলিক লিক করে
ভূমির মালিক নিঃস্ব হলেও
কয়না কথা ডরে।

ল্যাজের সাথে জড়িয়ে আছে
প্রশাসনের দল
মোকদ্দমা যতই করেন
হয় না কোন ফল।

ভূমির মালিক ভূমি হারিয়ে
কান্না করছে কতো
নিঃস্ব হয়ে বিশ্ব ঘুরে
মরছে শত শত।

পেশীর জোরেই ভূমিদস্যুরা
বাড়ির মালিক হয়ে
দেশটারে ভাই করল ধবংস
সমাজ গেল ক্ষয়ে।

রচনা কালঃ ১৮-০২-২০১২
সেগুন বাগিচা

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৮

বাকপ্রবাস বলেছেন: সব খেয়ে তার হয়না কিছু
খাবার আরো বাকী
এতো খেয়েও পেট ভরেনা
আরো আছে নাকি?

২৪ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৫

প্রামানিক বলেছেন: ওদের পেট কখনও ভরে না পারলে পৃথিবীটাই খেয়ে ফেলার চেষ্টা করে

২| ২৪ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭

নতুন নকিব বলেছেন:



ভূমিদস্যুরা ভয়ংকর। এরা বহু মানুষের সম্পদ, স্বপ্ন কেড়ে নিয়েছে। এদের পরিনতি হবে লাঞ্চনাময় এবং ভয়াবহ।

২৪ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯

প্রামানিক বলেছেন: এদের শিকড় তো অনেক দূর পর্যন্ত, এদের রুখবে কে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.