নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

চেয়ারম্যানের মালা

১৮ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৫


শহীদুল ইসলাম প্রামানিক

চেয়ারম্যানে করছে মিটিং
চামচা কয়েক হালি
চেয়ারম্যানে যাহাই বলে
চামচারা দেয় তালি।

কিন্তু যখন মঞ্চের উপর
দিল গলায় মালা
তখন কিন্তু চেয়ারম্যানের
উঠল বুকের জ্বালা।

‘সাতটা মালার দাম দিয়েছি
তিনটা পেলাম কেন?
মালা নিয়ে আমার সাথে
চিটিং করল যেন’।

চেয়ারম্যানকে চামচারা কয়,
‘করবেন না মন ভার,
রিলিফ চুরির সব টাকা তো
নিতে পারেনি আর’।

‘ওই এলাকার রিলিফ যখন
সবই দিবেন মেরে
ওরাই তখন মালার দুঃখে
কাঁদবে গলা ছেড়ে’।

রচনা কালঃ ১৪-০১-২০১৬
সেগুন বাগিচা

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রিলিফ চুরির সব টাকা তো
নিতে পারেনি আর’।

..................................................................
রিলিফ চুরির বিষয়টা এখন শেষ পর্যায়ে,
এত ছোট কাজ করে ধরা খাওয়া প্রেষ্টিজের ব্যাপার ।
এখন গ্রামের চেয়ারম্যানরা, ডিজিটাল চুরি, ঠিকাদারীতে
ব্যস্ত । সুতরাং ২০১৬ সালের কবিতা ২০২৬ সালের উপযোগি করে
আরেকটি লিখুন ।

২| ১৮ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৭

সৈয়দ কুতুব বলেছেন: দারুণ কবিতা লিখেছেন ।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮

নতুন নকিব বলেছেন:



ছড়াটা সুন্দর হয়েছে। ধন্যবাদ।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

নজসু বলেছেন:



একটা সময় ভাবতাম চেয়ারম্যান পদপ্রার্থীরা মানব সেবা এবং এলাকার উন্নয়নের জন্য নির্বাচন করতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করেন। আহা! কী দেশ দরদী! কী উদার মনের তারা! কিন্তু বাস্তবতা সবাই জানে। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.